| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
  
আমি তো হিসেব রাখি নি, কতো দিন হলো তুমি নেই পাশে
নিজের ছায়াই যেন প্রশ্ন করে অন্ধকার ঘরে মোমের আলোয় 
জেনো তবুও, তুমি আছো আমার প্রতিটি নি:সঙ্গতার প্রহরে
নিঃশ্বাসে মিশে যাওয়া তোমার স্মৃতি বুকে কষ্টের পাথর জমায়। 
হিসেব করে কি আর বেঁচে থাকা যায়, যখন তুমি আমার সব
তুমি নেই ভাবি না আমি, এটাই আমার একলা চলার পথ
মানুষ ভাবছে ভুলে গেছি তোমায়, এতো বোকা মানুষই হয়
তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময়।
একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার
হিসেব নেই, বহু বছর পেরিয়ে গেল শুধু তোমায় দেখতে আবার  
আর কোন বাধা নেই, নেই কোন ভয় তোমাকে হারিয়ে ফেলবার  
তোমায় নিয়ে ঐ দূর নীলাকাশের তারাদের সাথে গড়ব সংসার।   
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
২| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে দাদা
শুভকামনা অনেক অনেক
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২৪
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময়। 
বাহ! 
এক অন্যে বিলিন হয়ে যাওয়া  দারুন প্রকাশ 
 
কাব্যে ভাল লাগা
++++
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২৬
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২৫
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: 
স্মৃতিময়, স্বপ্নময় বেশ সুন্দর কবিতা।
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৫| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২৯
নীলপরি বলেছেন:   আমি শুধু তুমিময়।  -  দারুণ 
তোমায় নিয়ে ঐ দূর নীলাকাশের তারাদের সাথে গড়ব সংসার।  - অসাধারণ । 
নেই কেন ভয় তোমাকে হারিয়ে ফেলবার - এখানে কেন কি কোনো হবে ? 
পুরো কবিতাটা অপূর্ব লাগলো । 
++++++++++ 
শুভকামনা ।
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৩৬
সুমন কর বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। 
টাইপো হয়ে গিয়েছিল। ঠিক করে দিয়েছি।  
  ধন্যবাদ।
ভালো থাকুন।
৬| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৩০
ডার্ক  ম্যান বলেছেন: সুমন সাহেব হিসেবের উপর এখনো কর বসায় নি। তাই হিসাব রাখবেন।
কবিতা ভাল লেগেছে।
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৩৯
সুমন কর বলেছেন: যত দিন কর না বসায়, ততো দিন হিসেব নাই রাখলুম।----হাহাহাহা
ধন্যবাদ
৭| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৩৭
অর্ক বলেছেন: অনবদ্য! হৃদয় ভরে উঠলো কবিতা পাঠে। শুভেচ্ছা কবি।
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ, অর্ক।
৮| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির আশা পুর্ন হোক। চমৎকার কবিতায় প্লাস---
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৪৫
পরিব্রাজক২০১৫ বলেছেন: সহজ কথার সুন্দর কবিতা । ভাল লাগলো ।
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৫১
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ। 
ভালো থাকুন।
১০| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৪৮
জুন বলেছেন: অপুর্ব সুমন কর । অনেকদিন পর এক আশার বানী নিয়ে আসলেন মনে হলো ।
+
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:৫৩
সুমন কর বলেছেন: আশার বানী------হাহাহা.......!! সাথে থাকার জন্য ধন্যবাদ। 
আশা করি, ঈদ ভালো কেঁটেছে। ভালো থাকুন।
১১| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ১০:০২
আহমেদ জী এস বলেছেন: সুমন কর  , 
শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে-
বলিলাম - " একদিন এমন সময়
আবার আসিও তুমি - আসিবার ইচ্ছা যদি হয় -
পঁচিশ বছর পরে ।" 
( জীবনানন্দ )
এমন কবিতায় এরচে' ভালো কিছু কথা আমার ঘটে নেই । 
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ১০:৩০
সুমন কর বলেছেন: চমৎকার কিছু লাইন শেয়ার করার জন্য ধন্যবাদ। 
সাথে আছেন কৃতজ্ঞতা জানবেন।
১২| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ১০:০৩
ভ্রমরের ডানা বলেছেন: 
সুমন ভাই, এত ভারী ভারী জিনিস সরিয়ে এমন স্নিগ্ধতা আনেন কি করে? কবিতার অবয়ব তুলোর মতই নরম!
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ১০:৩৬
সুমন কর বলেছেন: হাহাহা.....আমি তো আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি কি আর লিখতে পারি !! তাছাড়া সহজ শব্দে সহজে পাঠকের কাছে যেতে চাই। আবার বলতে পারেন, আমার শব্দ ভান্ডারও কম।  
 
মন্তব্যে ভালো লাগা। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
১৩| 
০১ লা জুলাই, ২০১৭  রাত ১০:১২
ধ্রুবক আলো বলেছেন: আমিও অনেক বছর হয়ে গেছে; এখন আর হিসেব রাখি না করি না!
 শুধু মনে করি আর ভাবি অনেকটাই সময় পার হয়ে গেছে!! 
 
০১ লা জুলাই, ২০১৭  রাত ১০:৩৮
সুমন কর বলেছেন: হুম, হিসেব না রাখাই ভালো। তবুও কিন্তু ভুলে থাকা যায় না !!
ভালো থাকুন। ধন্যবাদ।
১৪| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:০৫
ধ্রুবক আলো বলেছেন: তবুও একটা কিন্তু থেকে যায়! যা পোড়ায় সহসা।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:০৮
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন।
১৫| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:২২
এডওয়ার্ড মায়া বলেছেন: অনু কবিতা থেকে শুরু করছেন-এখন বিশাল আকারে দারুন শব্দে কবিতা লিখছেন।
মুগ্ধ সুমন।
আপনাকে দিয়েই হবে।
আগামী বই মেলায় আশা রাখি একটা বই হাতে পাব ।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:৪৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৬| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:২৪
ঋতো আহমেদ বলেছেন: স্মৃতি কষ্ট সান্ত্বনা ও স্বপ্ন নিয়ে সুন্দর একটা কবিতা। ভাল লাগলো।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:৪৪
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
ভালো থাকুন। ধন্যবাদ।
১৭| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ সুন্দর কবিতা।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:৪৫
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
১৮| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:৪৯
ওমেরা বলেছেন: কবিতা হবে এই রকম , যা পড়লে মনে স্পপ্ন অসে । অনেক ধন্যবাদ খুব ভাল লেগেছে ।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১:০৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১৯| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১২:৫৩
মিঃ আতিক বলেছেন: সুন্দর কবিতা।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১:০৬
সুমন কর বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ।
২০| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১:৩০
কবীর বলেছেন: খুব সুন্দর কবিতা +
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১:৪৫
সুমন কর বলেছেন: প্লাস আগেই দিয়ে গিয়েছিলেন।  
 
মন্তব্য করা এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।
২১| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ২:২০
সচেতনহ্যাপী বলেছেন: নীরব এক প্রেমিকের কথা।। যা অব্যক্ত।। সাধারনের।।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ২:২৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২২| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ২:২৮
উম্মে সায়মা বলেছেন: খুব ভালো লাগল সুমনদা। ++
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ২:৩১
সুমন কর বলেছেন: সব সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।
২৩| 
০২ রা জুলাই, ২০১৭  সকাল ৭:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
অনেক ভালোলাগা রেখেগেলাম।
"এ যেনো নির্জনে নিজের মনের কথা একা একা অাওড়ানো।"
++
 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:০৪
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। ধন্যবাদ।
২৪| 
০২ রা জুলাই, ২০১৭  সকাল ৯:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: অনেক দিন পরে আপনার কবিতা পড়লাম দাদা। ভাল লেগেছে।
 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: সব সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো।
২৫| 
০২ রা জুলাই, ২০১৭  সকাল ১০:৫৪
শামছুল ইসলাম বলেছেন: কবিতার কথার সাথের প্রচ্ছদের নীরব প্রশ্ন (?) বোধক সমন্বয় অসাধারণ ।
টিউব লাইটের এই ঝকঝকে আলোর মাঝেও মোমের স্নিগ্ধ আলোয় যাকে স্মরণ করেছেন, তাঁর মোমের মত কোমল উপস্হিতি কবিতাটাকে হৃদয়ের কাছাকাছি নিয়ে গেছে । আশা করি, অচিরেই  এই চিহ্নের (?) অবসান হবে !
 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:০৮
সুমন কর বলেছেন: সুন্দর বলেছেন। 
অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম। ধন্যবাদ। 
এখন ব্লগে কম দেখা যায়।
২৬| 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ১২:০১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ অনুভূতির প্রকাশ।  
আসলে হিসাব করে কিছু হয়না। তাহলে ষোল আনা মিছে হয়ে যায়।
 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:০৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২৭| 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ১২:৪০
শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো ভালোবাসার গুলো। +++++
 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
২৮| 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ১:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর হলেও সুন্দর আশা জাগানিয়া কবিতা উপহার দিয়েছেন ভাই।
মুগ্ধ হয়ে গেলাম বরাবরের মতো।
আপনার জায়গা সবসময় শ্রদ্ধাসনে।
 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:১০
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
২৯| 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:০৫
জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।
 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:১০
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩০| 
০২ রা জুলাই, ২০১৭  দুপুর ২:৫৪
কাছের-মানুষ বলেছেন: কবিতা সুপাঠ্য হয়েছে। 
ঝরঝরে সুন্দর কবিতা, পড়ে তৃপ্তি পেলাম ।
ভাল লাগা রইল । 
 
০২ রা জুলাই, ২০১৭  বিকাল ৩:১৪
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩১| 
০২ রা জুলাই, ২০১৭  বিকাল ৩:২৩
জীবন সাগর বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়। +++++
 
০২ রা জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:০৫
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩২| 
০২ রা জুলাই, ২০১৭  বিকাল ৩:২৬
পলক শাহরিয়ার বলেছেন: চমৎকার হয়েছে। 
আমি তো হিসেব রাখি নি, কতো দিন হলো তুমি নেই পাশে....
 
০২ রা জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:০৭
সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা। ধন্যবাদ।
৩৩| 
০২ রা জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:০৭
ক্লে ডল বলেছেন: ভাল লেগেছে কবিতা।
 
০২ রা জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:০৮
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩৪| 
০২ রা জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:১৭
মামুন ইসলাম বলেছেন: বাহ! কি চমৎকার কাব্য ।
 
০২ রা জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:১৮
সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা। ধন্যবাদ।
৩৫| 
০২ রা জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৭:৫১
শূন্য-০ বলেছেন: অনেক সুন্দর ভালো লাগার মতো কবিতা। ++++ +
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ৯:১৭
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৩৬| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ৮:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার
হিসেব নেই, বহু বছর পেরিয়ে গেল শুধু তোমায় দেখতে আবার 
আর কোন বাধা নেই, নেই কোন ভয় তোমাকে হারিয়ে ফেলবার 
তোমায় নিয়ে ঐ দূর নীলাকাশের তারাদের সাথে গড়ব সংসার। 
 
চমৎকার! ভালো লাগলো কবিতা।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ৯:১৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।
৩৭| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১০:৪২
ডঃ এম এ আলী বলেছেন: 
কবিতায় মুগ্ধ , এক কথায় অসাধারণ
হিসেব করে কি আর বেঁচে থাকা যায়, যখন তুমি আমার সব
তুমি নেই ভাবি না আমি, এটাই আমার একলা চলার পথ
মানুষ ভাবছে ভুলে গেছি তোমায়, এতো বোকা মানুষই হয়
তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময় 
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১০:৪৮
সুমন কর বলেছেন: সব সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৩৮| 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: হিসেব করে কি আর বেঁচে থাকা যায়, যখন তুমি আমার সব
তুমি নেই ভাবি না আমি, এটাই আমার একলা চলার পথ
মানুষ ভাবছে ভুলে গেছি তোমায়, এতো বোকা মানুষই হয়
তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময়।
সুন্দর+
 
০২ রা জুলাই, ২০১৭  রাত ১১:৩৫
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৩৯| 
০৪ ঠা জুলাই, ২০১৭  রাত ১০:০৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
কবিতাটা পড়ে ফেললাম।
আমার কাছে অসম্ভব ভাল লাগল। পুরোটাই তাই আলাদা লাইনের উল্লেখ করলাম না। 
 
কেমন আছেন সুমন দা। ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৭  রাত ১০:১১
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম।
এইতো ভালো। আপনি?
৪০| 
০৪ ঠা জুলাই, ২০১৭  রাত ১০:১৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
আমিও ভাল আছি ভাই।
আসলে ব্যস্ততা আর পরিচিত ব্লগাররা চলে যাওয়া আর ব্লগে বিভিন্ন সমস্যার কারণে ব্লগিংয়ের আগ্রহ কমে গিয়েছিল। এখন ব্লগে পরিবেশ ভাল হয়েছে আর ব্যস্ততাও কমেছে। আশা করি এবার নিয়মিত হবো। ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৭  রাত ১০:৩৮
সুমন কর বলেছেন: নিয়মিত হবেন জেনে খুশি হলাম। আর ব্লগের পরিবেশ সে'তো +/- হবে। সুতরাং আপনি আপনার মতো ব্লগিং করে যান।
৪১| 
০৪ ঠা জুলাই, ২০১৭  রাত ১০:৪৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
ভাল বলেছেন সুমন দা।
নিয়মিত হবো ইনশাল্লাহ।
শুভরাত্রি। ![]()
 
০৪ ঠা জুলাই, ২০১৭  রাত ১০:৫৮
সুমন কর বলেছেন: শুভেচ্ছা।
৪২| 
০৪ ঠা জুলাই, ২০১৭  রাত ১১:০১
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!
 
০৫ ই জুলাই, ২০১৭  দুপুর ২:১৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। কিন্তু ......দেন নাই !!
৪৩| 
০৫ ই জুলাই, ২০১৭  দুপুর ১:০৬
কাবিল বলেছেন: হুম, তাইতো- মনের মানুষের সাথে কিসের দর কষাকষি।  
তারার দেশে আমারও যেতে মুঞ্চাই।
 
০৫ ই জুলাই, ২০১৭  দুপুর ২:১৯
সুমন কর বলেছেন: এইতো ভালো আছি। ধন্যবাদ। 
চলেন তারার দেশে চইল্যা যাই..... ![]()
৪৪| 
০৬ ই জুলাই, ২০১৭  রাত ১২:২৫
আহা রুবন বলেছেন: তোমায় নিয়ে ঐ দূর নীলাকাশের তারাদের সাথে গড়ব সংসার।  
অত দূর চলে গেলে আমাদের কী হবে? সুন্দর সুন্দর কবিতা পাব কোথায়?
 
০৬ ই জুলাই, ২০১৭  রাত ১২:২৭
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৪৫| 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৪:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা নিটোল কবিতা, বেদনা-জাগানিয়া।  এবং আশা-সঞ্চারিয়াওঃ
একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার
হিসেব নেই, বহু বছর পেরিয়ে গেল শুধু তোমায় দেখতে আবার
আর কোন বাধা নেই, নেই কোন ভয় তোমাকে হারিয়ে ফেলবার
তোমায় নিয়ে ঐ দূর নীলাকাশের তারাদের সাথে গড়ব সংসার। 
শুভেচ্ছা থাকলো সুমন ভাই।
 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:২৫
সুমন কর বলেছেন: আপনার মতো একজন লেখকের কাছে ভালো লেগেছে বলে খুশি হলাম। 
পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। 
৪৬| 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৩৮
নিশাত১২৩ বলেছেন: হিসেব না রাখাই ভালো সুমন কর । হিসেবে নিকেশেই ঝামেলা । প্লাস সাথে শুভেচ্ছা
 
০৬ ই জুলাই, ২০১৭  বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
৪৭| 
০৯ ই জুলাই, ২০১৭  রাত ২:২৫
শাব্দিক হিমু বলেছেন: একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার 
বুকটায় কেমন শুন্যতা ভরে উঠলো। ভিষন সুন্দর। প্লাস।
 
০৯ ই জুলাই, ২০১৭  রাত ২:৪৯
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ। 
শুভ রাত্রি।
৪৮| 
০৯ ই জুলাই, ২০১৭  রাত ৮:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হয়েছে ।
 
০৯ ই জুলাই, ২০১৭  রাত ৯:১২
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৪৯| 
১০ ই জুলাই, ২০১৭  রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময় - হারিয়ে যাওয়া প্রিয়জনকে এভাবে খুব যতনে আড়াল করে রেখেছেন, এটা খুবই সুখের কথা। 
এটাও কি মাকে নিয়েই লিখেছেন? 
কবিতায় ভাল লাগা + +
 
১০ ই জুলাই, ২০১৭  রাত ১১:৪৩
সুমন কর বলেছেন: হুম, ভালো বলেছেন। না, এটা ঠিক সে'ভেবে লিখিনি। 
পড়া এবং প্লাস দেবার জন্য ধন্যবাদ।
৫০| 
১৪ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন: 
সুখপাঠ্য পদ্য; ভালোবাসার মানুষদের চিরন্তন অনুভুতির ব্যপ্তি ঘটেছে
 
১৪ ই জুলাই, ২০১৭  রাত ৯:৪১
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৫১| 
১৫ ই জুলাই, ২০১৭  সকাল ১১:১১
রাজসোহান বলেছেন: হিসেব করেই বেঁচে আছি এখন ভাই। কবিতায় ভালো লাগা রইলো।
 
১৫ ই জুলাই, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫২| 
১৮ ই জুলাই, ২০১৭  রাত ১২:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: আক্ষেপে গড়ে ওঠা জীবনের শেষ আলোয়ও এমন আকাংখা ভালোবাসা কতটা সুগভীর তা প্রমাণ করে । চমৎকার।
আপনার কবিতার বাক্যগুলো মনে হয় বেশ বেড়ে উঠেছে!! হা হা
 
১৮ ই জুলাই, ২০১৭  রাত ১২:০৯
সুমন কর বলেছেন: হুম, ভালো বলেছেন। ধন্যবাদ। 
আস্তে আস্তে বাড়ুক ! সব আপনাদের সাথে থাকার ফল !!  ......... হাহাহাহা
* ব্লগে এখন কম দেখা যায়।
৫৩| 
১৮ ই জুলাই, ২০১৭  রাত ১২:৪৮
ধ্রুবক আলো বলেছেন: ভাই কেমন আছেন?
 
১৮ ই জুলাই, ২০১৭  রাত ১০:১৭
সুমন কর বলেছেন: একটু ব্যস্ততায় আছি, তবে রাতে সময় করে সামুতে আসি। জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। 
আশা করি, আপনি ভালো আছেন।
৫৪| 
১৯ শে জুলাই, ২০১৭  দুপুর ১:৫২
ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই, আমি ভালো আছি, তবে খুব ব্যস্ততায় আর ঝামেলার মধ্যে দিন কাটাচ্ছি। তাই ব্লগে খুব একটা সময় দিতে পারি না।
 
২০ শে জুলাই, ২০১৭  রাত ১২:০৫
সুমন কর বলেছেন: হুম, ব্যস্ততা !! আশা করি, আপনার ঝামেলা কমে যাবে এবং ব্লগে আরো সময় দিতে পারবেন। প্রতি উত্তর জানিয়ে যাবার জন্য ধন্যবাদ।
৫৫| 
২৪ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:০৩
অপু দ্যা গ্রেট বলেছেন: মানুষ ভাবছে ভুলে গেছি তোমায়, এতো বোকা মানুষই হয়
তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময়।
দাদা কেমন আছেন?
 
২৪ শে জুলাই, ২০১৭  রাত ১১:০১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। 
এইতো, ভালো আছি।
৫৬| 
২৪ শে জুলাই, ২০১৭  বিকাল ৪:১০
রাতু০১ বলেছেন: গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত;
আমাকে জাগাতে চাও কেন?
দাদা, সুন্দর ও সুগভীর ।
 
২৪ শে জুলাই, ২০১৭  রাত ১১:০৩
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ভালো বলেছেন। 
ধন্যবাদ। ভালো থাকুন।
৫৭| 
২৫ শে জুলাই, ২০১৭  রাত ৯:৪৯
প্রামানিক বলেছেন: হিসেব করে কি আর বেঁচে থাকা যায়, যখন তুমি আমার সব
তুমি নেই ভাবি না আমি, এটাই আমার একলা চলার পথ
চমৎকার কাব্য কথামালা।
 
২৫ শে জুলাই, ২০১৭  রাত ৯:৫৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫৮| 
৩০ শে জুলাই, ২০১৭  রাত ১০:০১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতা কবিকে কাবু করে। বেশিরভাগ কবি হতশ্বাস, ফতুর এবং বেকার।
কারণ আমি জেনেছি। কবিতা ভালো লাগে, কবি হতে চাই না।
আমি বেশি ভুখ লাগে। পেট ভরে ভাত না খেলে সত্যি আমার মাথা ঘুরায়।
কবিতা ভালো লেগেছে এই জন্য বকবক করেছি।
 
৩০ শে জুলাই, ২০১৭  রাত ১০:০৪
সুমন কর বলেছেন: পেটে ভুখ রেখে কি কবিতা আসে !! আপনার বকবক ভালো লেগেছে। 
ধন্যবাদ।
৫৯| 
৩০ শে জুলাই, ২০১৭  রাত ১০:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।
 
৩০ শে জুলাই, ২০১৭  রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: ভালো থাকুন।
৬০| 
৩১ শে জুলাই, ২০১৭  রাত ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন এক স্বপ্নের প্রকাশ! এত এত সুন্দর মন্তব্যের পর আসলে কি বলব- তাই খুঁজে পাচ্ছি না ![]()
সহজ কথাটি সহজ করিয়া বলা সহজ নয়- আপনি সেই কঠিন কাজটি সহজে করছেন....![]()
ভাললাগা একরাশ
 
৩১ শে জুলাই, ২০১৭  রাত ১০:০৭
সুমন কর বলেছেন: আপনাদের কাছে ভালো লেগেছে, এতেই আমি খুশি। 
পড়া, মন্তব্য এবং ভালো লাগা প্রকাশ করার জন্য ধন্যবাদ। 
৬১| 
০১ লা আগস্ট, ২০১৭  রাত ৮:৪২
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার
হিসেব নেই, বহু বছর পেরিয়ে গেল শুধু তোমায় দেখতে আবার 
দারুণ লাগলো।
 
০১ লা আগস্ট, ২০১৭  রাত ১০:০১
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৬২| 
০৪ ঠা আগস্ট, ২০১৭  দুপুর ১২:৫৫
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই  অসাধারণ...!! 
------
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন  আপনাদের লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন মন্তব্য করতে পারছিলাম না... 
অনেক চেস্টার পর আজ ঠিক হল....
 
০৪ ঠা আগস্ট, ২০১৭  রাত ৮:১৩
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। এইতো ভালো আছি। অনেক দিন পর ব্লগে আপনাকেও দেখে ভালো লাগল। 
আপনি উনাদের মেইল করে জানাতে পারতেন। যা হোক....এখন তো আমাদের কাছে ফিরে এসেছেন। আশা করি, নিয়মিত পাবো। 
ভালো থাকুন। 
৬৩| 
০৪ ঠা আগস্ট, ২০১৭  রাত ৯:৪০
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন
কবিতায় ভালো লাগা +++
 
০৪ ঠা আগস্ট, ২০১৭  রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৪| 
০৬ ই আগস্ট, ২০১৭  রাত ২:৪৫
রায়হানুল এফ রাজ বলেছেন: কিছু হিসেব না রাখলেও সেই হিসাব আমাদের পিছু ছাড়ে না।
 
০৬ ই আগস্ট, ২০১৭  রাত ৩:১২
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন। পড়ার জন্য ধন্যবাদ। 
শুভ রাত্রি।
৬৫| 
০৬ ই আগস্ট, ২০১৭  বিকাল ৫:০৭
নিয়াজ সুমন বলেছেন: সুন্দর আয়োজন, মনের কোনে লুকিয়ে থাকা বিরহ বচন !
 
০৬ ই আগস্ট, ২০১৭  রাত ১১:০৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৬৬| 
০৮ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১০
জেন রসি বলেছেন: কাব্যিক হিসাব। হিসাব করতে না চাওয়ার হিসাব।  ![]()
 
০৮ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৪১
সুমন কর বলেছেন: হুম, হয়তো তাই !!
ভালো থাকুন। ধন্যবাদ।
৬৭| 
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৩৯
আরিয়ান রাইটিং বলেছেন: কবিতাটা অনেক ভাল লেগেছে।
 
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৪০
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
৬৮| 
০৯ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৫০
বিজন রয় বলেছেন: কবি কি পাথর?
কোন হিসেব রাখেন না!!!
 
০৯ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৫৩
সুমন কর বলেছেন: হিসেব রাখলে আবার লাভ-ক্ষতির হিসেব চলে আসবে....এর চেয়ে না রাখাই ভালো !!
ধন্যবাদ। শুভ দুপুর।
৬৯| 
০৯ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: হা হা হা ........... তাহলে কবিরাও ভয় পায়।
দায়িত্ব এড়াতে চায়।
না, একদম ঠিক নয়।
কেমন আছেন সুমনদা।
 
০৯ ই আগস্ট, ২০১৭  দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: হুম, এইতো মোটামুটি ভাবে চলে যাচ্ছে....
আশা করি, আপনি ভালো আছেন।
৭০| 
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ১০:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিঃসন্দেহে একটি প্রথম শ্রেণীর কাব্য। অভিনন্দন নিন কবি।
 
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ১১:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭১| 
১০ ই আগস্ট, ২০১৭  রাত ১২:৫৩
নক্ষত্র নীড় বলেছেন: বেঁচে থাকো তুমি প্রেম!
শুধু একজনের কাছে গেলেই হবে?আমদের কাছেও আসুন।
 
১০ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৭২| 
১২ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৩
কেন্দ্রবিমুখ সঞ্জয় বলেছেন: হিসেব করে বেঁচে থাকা যায় না
 
১২ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:১৫
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। 
ধন্যবাদ। ভালো থাকুন। 
৭৩| 
২৫ শে আগস্ট, ২০১৭  রাত ৯:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বোকা শাশুড়ি এখানেও এসেছিল! 
   
সুমনদা, কা'কে নিয়ে কবিতাটা লিখেছেন?
জানি কবিকে প্রশ্ন করা দণ্ডনীয় অপরাদ ![]()
 
২৫ শে আগস্ট, ২০১৭  রাত ৯:২০
সুমন কর বলেছেন: হুম, কিন্তু কি বলেছিল আমি দেখতে পারিনি !! আসার আগেই মন্তব্য মুছে দেয়া হয়েছিল। যদিও খারাপ মন্তব্য হলে রির্পোট করতাম এবং মুছে দিতাম। 
জ্বী, দণ্ডনীয় অপরাদ  ![]()
৭৪| 
২৫ শে আগস্ট, ২০১৭  রাত ৯:২৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একটা পোস্ট দিয়েছিলাম উনাকে নিয়ে, হাপিস হয়েছিল  
 
কিছু কবিতা পড়ার পর সত্যি মন বিচলিত হয়। আমিতো মহোপন্যাস লিখেও শেষ করতে পারিনি, এক কষ্ট!
 
২৫ শে আগস্ট, ২০১৭  রাত ৯:২৬
সুমন কর বলেছেন: সময় করে মহোপন্যাসটা লিখে ফেলুন। আর আমি কিন্তু পাঠক, পড়ে নিবো।  ![]()
৭৫| 
২৫ শে আগস্ট, ২০১৭  রাত ৯:৩৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি একখান কথা বললেন, প্রায় দেড় বছর হয় ওটা প্রকাশ করেছি। আপনি খবর জানেন না?
ক্লিক করুন
 
২৫ শে আগস্ট, ২০১৭  রাত ১০:৫১
সুমন কর বলেছেন: আমি আগেই আপনার ঐ সাইটে গিয়েছিলাম।
৭৬| 
২৭ শে আগস্ট, ২০১৭  দুপুর ১২:৫৮
ধুতরার ফুল বলেছেন: পড়ে তৃপ্তি পেলাম ।
ভাল লাগা রইল ।
 
২৭ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৬:০০
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।
৭৭| 
২৭ শে আগস্ট, ২০১৭  রাত ৯:৩৯
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম, লেখার সময় খুব মন খারাপ ছিলো কী ?
 
২৭ শে আগস্ট, ২০১৭  রাত ১০:০৩
সুমন কর বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্যও পেলাম। ধন্যবাদ। 
কই, না'তো !
৭৮| 
২৮ শে আগস্ট, ২০১৭  সকাল ৭:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: 
  
 
২৮ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:৩৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। অগ্রীম ঈদের শুভেচ্ছা রইলো....... ![]()
৭৯| 
২৮ শে আগস্ট, ২০১৭  সকাল ৭:৫৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে...
 
২৮ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:৩৫
সুমন কর বলেছেন: প্রিয়তে নেবার জন্য বাড়তি ধন্যবাদ। 
শুভ সকাল।
৮০| 
২৮ শে আগস্ট, ২০১৭  দুপুর ১:৫৫
বিজন রয় বলেছেন: এই বার নতুন কবিতা পোস্ট দেন।
 
২৮ শে আগস্ট, ২০১৭  বিকাল ৫:৫৩
সুমন কর বলেছেন: জুলাই-আগস্টে আমাদের অফিসে একটু কাজ বেশি থাকে। তাই আর লেখা হয়নি। ঝামেলার মধ্যে কি লাইন আসে !! 
যদিও আমি কিন্তু বারবার বলি, আমি সামুর পাঠক এবং ব্লগার। লেখক বা কবি নই। 
ধন্যবাদ, সাথে আছেন বলে।
৮১| 
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:০১
আজীব ০০৭ বলেছেন: চমৎকার
 
২৯ শে আগস্ট, ২০১৭  সকাল ৯:০৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সকাল।
৮২| 
৩১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৩:৪১
হাসান মাহবুব বলেছেন: বেশ।
 
৩১ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনাকে আমার ব্লগে পেলাম। ভালো থাকুন।
৮৩| 
৩১ শে আগস্ট, ২০১৭  বিকাল ৪:২০
ফয়সাল রকি বলেছেন: একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার
সেই দিনটার অপেক্ষায়....
 
৩১ শে আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:০২
সুমন কর বলেছেন: হুম ! পড়ার জন্য ধন্যবাদ।
৮৪| 
৩১ শে আগস্ট, ২০১৭  রাত ১১:২৬
রায়হানুল এফ রাজ বলেছেন: একদিন বেলা শেষে দেখা হলে হিসেব অবশ্যই মিটিয়ে নেবেন।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৪৭
সুমন কর বলেছেন: হাহাহা...........ভালো বলেছেন। 
অগ্রীম ঈদের শুভেচ্ছা রইলো। শুভ রাত্রি।
৮৫| 
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৪
অন্তরন্তর বলেছেন: পৃথিবীর প্রায় সকল মানুষই এখন হিসেব নিকেশের বেড়াজালে আবদ্ধ। যারা এটাতে নেই তারা বড় ভাল মানুষ।
 আপনার কবিতা অসাধারন। অগ্রিম ঈদ এর শুভেচ্ছা।
 
০১ লা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:৪৯
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ। 
অগ্রীম ঈদের শুভেচ্ছা রইলো। শুভ রাত্রি।
৮৬| 
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
কবিতা ভালো লেগেছে।
সুমন কর, এত কম লেখছেন কেন আজকাল?
ভালো থাকুন ![]()
 
০২ রা সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১৬
সুমন কর বলেছেন: আগে ঈদের শুভেচ্ছা রইলো...... 
 
পড়ার জন্য ধন্যবাদ। মনে হয়, এখন আর লিখতে ইচ্ছে করে না, নাকি সময় পাই না, নাকি কিছুই না.............হাহাহা 
  তবে আমি কিন্তু সব সময় বলে আসছি, আমি সামুর পাঠক। 
অনেক ভালো থাকুন।
৮৭| 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: স্যরি সূমনদা, ঈদের শুভেচ্ছা জানাতে ভুলে গেছিলাম বলে।। দুঃখিত।।
 
০৫ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:১৭
সুমন কর বলেছেন: ছিঃ ছিঃ, এতে দুঃখিত হবার কিছু নেই। আমিও যে ভুলে গিয়েছিলাম। 
বিলম্ব ঈদের শুভেচ্ছা রইলো। শুভ রাত্রি।
৮৮| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৪৫
জাহিদ অনিক বলেছেন: হিসেব রাখি না- কবিরা এত হিসেব রাখতে পারে না। 
বড্ড বেহিসেবী কবিরা। 
সুমন কর ভাইয়া,  অনেক ভাল লাগলো বেহিসেবী কবিতা।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:০৩
সুমন কর বলেছেন: হুম, ঠিক বলেছেন। পড়ার জন্য ধন্যবাদ।
৮৯| 
১২ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:১৪
বিলিয়ার রহমান বলেছেন: অসাম!!!![]()
বিশেষত: মানুষ ভাবছে ভুলে গেছি তোমায়, এতো বোকা মানুষই হয়
তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময়। লাইন দুটো!
+++
 
১২ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১০:৩৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর, ব্লগে আসলেন। আশা করি, ভালো আছেন। 
মন্তব্য করা এবং প্লাস দেবার জন্য ধন্যবাদ।
৯০| 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন: হিসেব রাখিনি শেষ কবে এসেছিলাম!  ভালো লাগলো সুমন দা।
আশাকরি বেশ ভালো আছেন!
 
১৬ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৪:৫২
সুমন কর বলেছেন: আরে, এ আমি কাকে দেখছি !! তাইতো কবিতার নামের সাথে তোমার ব্লগে আসার ব্যাপারটা মিলে গেল !! 
বেশ নয়, মোটামুটি আছি। তুমি কেমন আছো? অনেক দিন পর, তোমায় দেখে ভালো লাগল। ভালো থাকো, সব সময়। 
৯১| 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন: সক্কলের দোয়াতে ভালো আছি।
 
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৪৯
সুমন কর বলেছেন: গুড। শুভ রাত্রি।
৯২| 
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:৩৩
সোহানী বলেছেন: আরে দারুনতো..... কবিতা কম পড়ি বলে মিস করে গেলাম..........+++++++++
 
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:১২
সুমন কর বলেছেন: আমি তো ভেবেছিলাম, আপনি আমার ব্লগে আসা ভুলে গেছেন। যা হোক, অনে....ক দিন পর আসার জন্য ধন্যবাদ। 
আর হ্যাঁ, +++++কিন্তু দেন নাই !!  
 
ভালো থাকুন।
৯৩| 
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:২৩
সোহানী বলেছেন: আরে আরে +++ দিয়েছি......... অডিট করেন... ইনভেস্টিগেশানে ফাইল পাঠান... সাথে দুদুকে ও........
সরি, সময় যে কি দূরহ সেটা বিশ্বাস করবেন না। আর গাজী সাহেবের মতো গড়পড়তা সব ব্লগে ঢুকার মতো সময় সত্যিই কঠিন.......একটু আধটু সময় পেলে লিখি আর মন্তব্যের উত্তর দেই। কারন যখনই এখানে কিছু দেখি মনে হয় ব্লগে লিখে সবাইকে জানাই, সাবধান করি। যার দরুন কম পড়া হয়। .............
 
২১ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১১:৫১
সুমন কর বলেছেন: ইনভেস্টিগেশানের ফাইল এই মাত্র পেলাম (১১.১৯)।। 
   আরে না, আমি তো একটু মজা করলাম......
আসলেই সময় খুব দূরহ। আমি প্রতিদিন চেষ্টা করি, সামুতে আসতে এবং মন্তব্য করতে। তবে আজকাল ভালো পোস্ট বা ব্লগার খুব কমে গেছে। তাই আগের মতো জমে উঠে না।
৯৪| 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:১৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর অনুভূতি।
 
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৩
সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ সন্ধ্যা।
৯৫| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩৯
উদাস মাঝি বলেছেন: আহ বিরহ  
 
সুমন ভাই আপনি যে এত ভাল কবিতা লিখেন আগে খেয়াল করিনি  
 
সত্যিই আমি দুঃখিত ।
 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:০৪
সুমন কর বলেছেন: আরে, অনেক দিন পর....ভালো আছেন তো !! 
ধুর, আমি পাঠক।।  
 
শুভ রাত্রি।
৯৬| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:০৮
উদাস মাঝি বলেছেন: সে যাই হোক, আমারে একটা কবিতা লিখে দিয়েন- দিমু একজন রে  
 
শুভ রাত্রি
 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:১৩
সুমন কর বলেছেন: কবি নিরব !!! কিছু পারি না !!  ![]()
ভালো থাকুন।
৯৭| 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:১৬
উদাস মাঝি বলেছেন: এইডা কি কইলেন ! মাইরা ফেললেন তো আমারে ।  
 
দিল টুট গায়া ইয়ার  
 
 
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ১:২১
সুমন কর বলেছেন: দুঃখ করে না, হবে...হবে......... ![]()
৯৮| 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:০০
কবীর বলেছেন: 
 শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা রইল, দাদা ।
 
২৯ শে সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:১৫
সুমন কর বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা সতত.....
৯৯| 
০৮ ই অক্টোবর, ২০১৭  রাত ২:১৪
উদাস মাঝি বলেছেন: ও দাদা, দাদা আফনে কেমন আচুইন ?
 
০৮ ই অক্টোবর, ২০১৭  রাত ২:২০
সুমন কর বলেছেন: ভালো না !!
১০০| 
০৮ ই অক্টোবর, ২০১৭  রাত ২:২১
উদাস মাঝি বলেছেন: কেন দাদা ? কি হইসে আপনার ???
 
০৮ ই অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৬:৩৫
সুমন কর বলেছেন: একটু ব্যক্তিগত ঝামেলায় আছি....... ![]()
১০১| 
০৮ ই অক্টোবর, ২০১৭  রাত ১১:০৭
উদাস মাঝি বলেছেন: আহা রে  ![]()
 
০৮ ই অক্টোবর, ২০১৭  রাত ১১:৩০
সুমন কর বলেছেন: ব্যাপার না !!
১০২| 
০৯ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:০১
উদাস মাঝি বলেছেন: আমরা কি কোন ভাবে সাহায্য করতে পারি ?
 
০৯ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:০৮
সুমন কর বলেছেন: আরে, ধুর !! বোকা। এমনি একটু.......আশা করি, ১৫ তারিখের পর ঠিক হয়ে যাবে। 
ধন্যবাদ।
১০৩| 
০৯ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:১৯
উদাস মাঝি বলেছেন: ওকে ঝামেলা মিটায়ে ফালেন তারতারি ।
মন খারাপ দেখতে ভাল লাগেনা ।
 
০৯ ই অক্টোবর, ২০১৭  রাত ১২:২৮
সুমন কর বলেছেন: ![]()
১০৪| 
১৩ ই অক্টোবর, ২০১৭  রাত ১১:৩৫
অশ্রুত প্রহর বলেছেন: দারুণ লাগল।  ![]()
 
১৩ ই অক্টোবর, ২০১৭  রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১০৫| 
১৪ ই অক্টোবর, ২০১৭  বিকাল ৪:০০
অভিজিৎ  দাস বলেছেন: "এতো বোকা মানুষই হয়"
ভালো লাগলো ।
শুভ ব্লগিং ।
 
১৪ ই অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৭:২১
সুমন কর বলেছেন: সামুতে স্বাগতম.....
কবিতাটি পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১০৬| 
১৮ ই অক্টোবর, ২০১৭  সকাল ১১:৫৯
অনিক_আহমেদ বলেছেন: সুন্দর কবিতা। ![]()
 
১৮ ই অক্টোবর, ২০১৭  দুপুর ১২:০৬
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১০৭| 
২১ শে অক্টোবর, ২০১৭  রাত ১:০৪
মিথিলাবতী বলেছেন: জীবন হিসাবের অংকটা আসলেই খুব কঠিন। পাশ ফেইল যাইহোক নতুন আরেকটা অংক সামনে এসে দাঁড়িয়ে যায়।
 
২১ শে অক্টোবর, ২০১৭  রাত ১:১৩
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ। 
শুভকামনা রইলো।
১০৮| 
২৩ শে অক্টোবর, ২০১৭  রাত ৯:০৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবিতার মত আপনার মনোবাসনা পূর্ণ হোক। লেখা ভালো লেগেছে।
 
২৩ শে অক্টোবর, ২০১৭  রাত ৯:১২
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। 
ধন্যবাদ।
১০৯| 
২৫ শে অক্টোবর, ২০১৭  রাত ৮:৩৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়ার পর মনে প্রশ্ন জেগেছে, কে বা কী সে?
আপনি সফল।
সফলতা কামনা করি।
 
২৫ শে অক্টোবর, ২০১৭  রাত ৯:০২
সুমন কর বলেছেন: আবার পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১১০| 
২৫ শে অক্টোবর, ২০১৭  রাত ৯:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিতায় নতুনত্ব আছে বিধায় টেরই পাইনি।
আপনার মঙ্গল কামনা করি।
 
২৫ শে অক্টোবর, ২০১৭  রাত ৯:১৭
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১১১| 
২৬ শে অক্টোবর, ২০১৭  রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন: 
আকাশের তারার দেশে কি আসলে ঘর বাঁধা হয়?
 
২৬ শে অক্টোবর, ২০১৭  রাত ১০:০০
সুমন কর বলেছেন: মানুষ মারা গেলে কি তারা হয়ে যায় ?
১১২| 
২৭ শে অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: মানুষ ভাবছে ভুলে গেছি তোমায়, এতো বোকা মানুষই হয়
তোমাকে রেখেছি খুব যতনে আড়াল করে, আমি শুধু তুমিময়।  
সত্যিই কবিতাটি অসাধারণ। আমার খুব ভালো লেগেছে।
 
২৭ শে অক্টোবর, ২০১৭  রাত ৮:১৭
সুমন কর বলেছেন: অনেক দিন পর, মন্তব্য পেলাম। ধন্যবাদ।
১১৩| 
২৮ শে অক্টোবর, ২০১৭  রাত ১১:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ব্লগে আমি প্রায় অনিয়মিত আসা যাওয়া করছি। এখন নিয়মিত থাকার চেষ্টা করছি। আশাকরি এবার পারবো। অনেকদিন হল আপনারও কোন পোষ্ট নেই। অপেক্ষায় থাকলাম দাদা।
 
২৮ শে অক্টোবর, ২০১৭  রাত ১১:৩৮
সুমন কর বলেছেন: নিয়মিত হবেন জেনে খুশি হলাম। দেখবেন, একদিন দিয়ে দেবাে। ধন্যবাদ।
১১৪| 
২৯ শে অক্টোবর, ২০১৭  ভোর ৬:৪৬
চিন্তক মাস্টারদা বলেছেন: অসাধারণ ভাই! শুভকামনা থাকলো।
 
২৯ শে অক্টোবর, ২০১৭  সন্ধ্যা  ৬:১৮
সুমন কর বলেছেন: পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১১৫| 
০১ লা নভেম্বর, ২০১৭  রাত ১২:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুমনদা ! প্রথমে আপনাকে জরিমানা দিতে হবে দাদা, আপনি আমাকে কাদিয়ে দিয়েছেন, কবিতার অপর পিঠে এত কষ্ট এত বেদনা !! 
এত সুন্দর লেখনী কী করে লিখলেন !! এত চমৎকার !!!
 
০১ লা নভেম্বর, ২০১৭  রাত ১২:৩৬
সুমন কর বলেছেন: ছিঃ ছিঃ কি বলেন !! আমি সামুর পাঠক, লিখতে পারি না। তবে লেখা ভালো লাগলে, কৃতজ্ঞতা জানবেন। 
আর যদি কষ্ট দিয়ে থাকি, তবে দুঃখিত। শুভ রাত্রি।
১১৬| 
০৩ রা নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:১৬
নিভৃতচারীর ডায়েরী বলেছেন: প্রিয় পোস্ট ।
 
০৩ রা নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:২০
সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম.....
কবিতাটি পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১১৭| 
০৭ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:২২
মি জা ন বলেছেন: "একদিন বেলা শেষে সব ফেলে দেখা হবে তোমার সাথে আমার
হিসেব নেই, বহু বছর পেরিয়ে গেল শুধু তোমায় দেখতে আবার
আর কোন বাধা নেই, নেই কোন ভয় তোমাকে হারিয়ে ফেলবার
তোমায় নিয়ে ঐ দূর নীলাকাশের তারাদের সাথে গড়ব সংসার। " শব্দের অনবদ্য বহিঃপ্রকাশ। ++
 
০৭ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৪
সুমন কর বলেছেন: অনেক দিন পর..........পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১১৮| 
০৯ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের (সামহোয়্যার ইন ব্লগঃ মুদ্রার অন্য পিঠ) ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
 
০৯ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:২৮
সুমন কর বলেছেন: হুম। অনেক ধন্যবাদ, জানিয়ে যাবার জন্য। দু'দিন খুব ব্যস্ত ছিলাম। দেখি কাল সময় করে.......
১১৯| 
১১ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১২:০৫
জামু বলেছেন: রীতিমত অনন্য
 
১১ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৩৪
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১২০| 
১১ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৩৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষ চার চরণ ভাল লেগেছে।
 
১১ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: শুভেচ্ছা..
১২১| 
১৪ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:৩০
মিথী_মারজান বলেছেন: খুব সুন্দরভাবে কষ্ট প্রকাশ।
হিসেব করতে গেলে মেলানো যায় না।
তাই কষ্টগুলো সবসময় বেহিসাবি থেকে যায়।
নি:সঙ্গতা দূর হোক।
শুভ কামনা নিরন্তর।
ভাল থাকবেন।![]()
 
১৪ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:২৯
সুমন কর বলেছেন: কবিতাটি পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১২২| 
২৮ শে নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:১০
সকাল রয় বলেছেন: ছন্দমেলানো কবিতা পড়তে খুব ভালো লাগে। সুরেসুরে নিজেরে বাঁধা যায় কবিতায়।
 
২৮ শে নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৫
সুমন কর বলেছেন: হুম, সুন্দর বলেছেন। অনেক দিন পর, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল।
১২৩| 
১৪ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৪২
আহমেদ জী এস বলেছেন: সুমন কর  , 
মৃত্যু পথযাত্রীর কবিতা ? 
হিসেব রাখলেন না , কতোদিন পার হয়ে গেলো । 
ভালো লাগলো । শুভেচ্ছান্তে ।
 
১৪ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: হয়তো !! হিসেব রেখে কি লাভ বলুন....!!
ভালো লাগায় কৃতজ্ঞতা।
১২৪| 
২৯ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:০৯
আটলান্টিক বলেছেন: দেরিতে কমেন্ট করেছি 
 
এসেছিলাম আপনার কবিতায় ভূল খুজতে।না পেয়ে ফিরে যাচ্ছি।
চমৎকার কাব্য ![]()
 
২৯ শে ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:১৩
সুমন কর বলেছেন: ভুল হতেই পারে, বলবেন এবং সংশোধন করে নেবো।  
   পড়া এবং প্লাস দেবার জন্য ধন্যবাদ। 
অ.ট.: আপনি পুরনো ব্লগার, বুঝা যায় কিন্তু !!  ![]()
১২৫| 
০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১৮
আটলান্টিক বলেছেন: সুমন ভাই নতুন বছরের শুভেচ্ছা।আপনাকে আমার ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি
 
০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:২৪
সুমন কর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। হুম, একবার গিয়েছিলাম, মন্তব্য করা হয়নি। যাবো একদিন..
১২৬| 
০৪ ঠা জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:৪৫
আরাফআহনাফ বলেছেন: হিসেব-নিকেশের বাইরের ভালোবাসাই সুন্দর হয়। 
এখনকার ভালোবাসায় শুধু হিসেব আর হিসেব - মেলে না - জটিল হয়।
++++
 
০৪ ঠা জানুয়ারি, ২০১৮  রাত ১০:৪৬
সুমন কর বলেছেন: কথা কিন্তু সত্য বলেছেন। ধন্যবাদ।
১২৭| 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:৫৮
অয়ি বলেছেন: 
কেন হিসেব রাখেন না ? পুরানো সুখগুলো হিসেবে রাখলে দুঃখ দেখা যায় না ।
 
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১০
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
১২৮| 
০৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১০:৩০
মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার আবেগের কবিতা
 
০৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: ধন্যবাদ।
১২৯| 
০৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১০:৫৯
নূর-ই-হাফসা বলেছেন: অপেক্ষা গুলো এমনই হয় । হিসাব হীন অপেক্ষা ।
ভালো লাগলো অনেক কথা গুলো ।
 
০৬ ই এপ্রিল, ২০১৮  রাত ১১:০৬
সুমন কর বলেছেন: আপনার এলোমেলো পোস্টটি খুলে রেখেছি, পড়ে মন্তব্য করছি.......
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৩০| 
০৪ ঠা জুন, ২০১৮  দুপুর ১:১৮
লিওনাডাইস বলেছেন: অনেক ভালো লাগল!
 
০৪ ঠা জুন, ২০১৮  সন্ধ্যা  ৭:৪০
সুমন কর বলেছেন: কবিতাটি পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৩১| 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ১১:৩৫
সূর্যালোক । বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া । ভাষা সহজ কিন্তু লাইনগুলো ভাবায় । +
 
০১ লা অক্টোবর, ২০১৮  রাত ১১:৫২
সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭  রাত ৯:২০
ভ্রমরের ডানা বলেছেন:
দারুণ আশা! খুব ভাল লাগল সুপ্রিয় কবি! চমৎকার কাব্য!