| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুমন কর
	আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।
তোমরা ছিলে আমার পাশে, যেমন করে
মিথ্যে থাকে সত্যের আড়ালে।
...............
* মনে হয়, নতুন পোস্ট করার ক্ষেত্রে এবং মন্তব্য ঘরের সমস্যা আপাতত সমাধান হয়েছে। 
* সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। সামু এভাবেই ব্লগারদের পাশে থাকুক। 
ভেবেছিলাম পোস্টটিকে সাময়িক পোস্ট হিসেবেই রাখবো। পরে ভাবলাম, স্মৃতি হিসেবে নিজের ব্লগে থাকুক। এখানে বিভিন্ন ব্লগার কিছু মতামতও দিয়েছে, সেগুলো পরে প্রয়োজন হতে পারে। তাছাড়া মূল বিষয়টি ছিল, সামু থেকে কপি-পেস্ট বন্ধ করা। যাতে কেউ সহজে লেখা চুরি করতে না পারে। 
কিন্তু সমস্যাটি রয়ে গেল। এখন পোস্টের শিরোনাম সহ কপি-পেস্ট করা যাচ্ছে। পরে এডিট করে, সহজেই লেখা চুরি করতে পারছে। তাই এই বিষয়ে সামু কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। আশা করি, কর্তৃপক্ষ এ সমস্যার একটা সমাধান বের করতে পারবে।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৬
সুমন কর বলেছেন: হুম !!
২| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন: 
এখন আগের অবস্হায় ফিরে গেছেন, নাকি অন্য কোন সমাধান?
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৮
সুমন কর বলেছেন: না, এখন পর্যন্ত ঠিক আছে। দেখা যাক, বাকিরা কি বলে ?
পোস্ট বডিতে কপি-পেস্ট বন্ধ। এটাই চাই।
৩| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৫
অপ্সরা বলেছেন: ১০৫. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭ ২
 জানা বলেছেন: ভাল খবর।
আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে। ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৯
সুমন কর বলেছেন: সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
৪| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৬
অপ্সরা বলেছেন: এই ছিলো একমাত্র সমাধান!!!!!!!
দাবী মেনে নেওয়া হয়েছে!
আমিও বাঁচলাম দম বন্ধ রোগ থেকে!!!!! ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০০
সুমন কর বলেছেন: সবাই বাঁচলাম....... ![]()
৫| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৭
মনিরা সুলতানা বলেছেন: আপনার টেস্টিং এর রেজাল্ট দেখলাম 
তারমানে সমস্যা সমাধান ।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৩
সুমন কর বলেছেন: ঠিক তাই.............!!
* কেউ দেখি আমার দু'লাইন নিয়ে কিছু বলে না..... 
   এতো কষ্ট করে ওয়ার্ড থেকে কপি-পেস্ট করলাম।।।।  ![]()
৬| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: 
হুম হুস ফিরে পেলাম । নয়তো আমার নিকের তো যা তা অবস্থা অলরেডি শুরুই হয়ে গিয়েছিলো !!
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৫
সুমন কর বলেছেন: আরে না, সামু আমাদের সাথে আর আমরা সামুর সাথে আছি.....
৭| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অমা! এতো কাজ করছে!
আবার অন্যের পোষ্টে গিয়ে কপি করতে চাইলাম - দেখি নাহ! রাইট বাটনই কাজ করে না!
এখনা এটা একটা পূর্ন সমাধান 
 হা হা হা
ফিলিং কুল ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৬
সুমন কর বলেছেন: পোস্ট বডিতে কপি-পেস্ট বন্ধ। এটাই চাই। 
আরে, এই যে কপি করলাম........... ![]()
৮| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০০
কালীদাস বলেছেন: পোস্ট লেখার সময় এডিট করার অপশন থাকছে তাহলে?
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৪
সুমন কর বলেছেন: হুম, আমি মুছে আবার পেস্ট এবং এডিটও করেছিলাম। খুব দ্রুত করলাম। দেখি, অন্যরা কি বলে !!
৯| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৪
কবীর বলেছেন: 
শায়মা আপু ৩ নাম্বার মন্তব্যটা বিলির পোষ্টের মন্তব্য থেকে চুরি করেছে ।।। 
  
 এটা মানা যায় না।।। ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৮
সুমন কর বলেছেন: ছিঃ এসব বলে না !!   
এটাও কিন্তু কপি মন্তব্য, তবে আমার নিজের...... ![]()
১০| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৪
অপ্সরা বলেছেন: ৮. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০ ০
 কালীদাস বলেছেন: পোস্ট লেখার সময় এডিট করার অপশন থাকছে তাহলে? 
হ্যাঁ এই বুদ্ধি করতে এত সময় লাগে!!!!!!!
আগে ভাবতাম আমি তরিৎকর্মা করিৎকর্মা না ভেবেই ক্লিক দেই, একজনের ইনবক্স আরেকজনকে পেস্ট করে দেই। 
  আজ জানলাম আমার চাইতেও করিৎ তরিৎ, ভাবিনা না করা কাজ বাট  করিয়া ভাবনায় পড়া মানুষ জনও আছে !  ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৯
সুমন কর বলেছেন: ছিঃ এসব বলে না !!
এটাও কিন্তু কপি মন্তব্য, তবে আমার নিজের...... ![]()
১১| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৬
অপ্সরা বলেছেন: ৯. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪ ০
 শাহরিয়ার কবীর বলেছেন: 
শায়মা আপু ৩ নাম্বার মন্তব্যটা বিলির পোষ্টের মন্তব্য থেকে চুরি করেছে ।।। 
  
 এটা মানা যায় না।।।  ![]()
 
যা ভাগ!!!!!!
আরেকদিন চোরের নাম মুখে নিবি তো!!!!!!!!!!!!!!!!
 ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৯
সুমন কর বলেছেন: 
   ![]()
১২| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
অনেক দিন পর আপনাকে পোস্ট দিতে দেখে ভালো লাগলো।
আর, জানা আপাকে ধন্যবাদ।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১০
সুমন কর বলেছেন: আরে এটা টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !!  ![]()
১৩| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৮
কবীর বলেছেন: 
শায়মা আপু ভুল হয়েছে ।।। আপনি কপি করেছেন ।।। 
  
  ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১২
সুমন কর বলেছেন: কপি - কফি - ফুলকপি - বাঁধাকপি সব করেছে.......... ![]()
১৪| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৯
কালীদাস বলেছেন: তাহলে ধরে নেন ফেসবুক শেষ 
 ফাউল পোজার চোরদের থালাবাসন নিয়ে কির্গিজস্তান যাওয়া ছাড়া আর উপায় থাকল না ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১৫
সুমন কর বলেছেন: পোস্ট বডিতে কপি-পেস্ট বন্ধ। এটাই চাই।   দারুণ বলেছেন। +।  যা সব, কির্গিজস্তান যা......
আচ্ছা, কেউ কি বলতে পারেন, মোবাইলে কপি-পেস্টের কি অবস্থা???? আমি মোবাইলে ব্যবহার করি না।
১৫| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১৪
অপ্সরা বলেছেন: ১৩. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৮ ০
 শাহরিয়ার কবীর বলেছেন: 
শায়মা আপু ভুল হয়েছে ।।। আপনি কপি করেছেন ।।। 
  
  
 
ভালো করছি যা!!!!!!!!!! 
 
১৪. ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯ ০
 কালীদাস বলেছেন: তাহলে ধরে নেন ফেসবুক শেষ 
 ফাউল পোজার চোরদের থালাবাসন নিয়ে কির্গিজস্তান যাওয়া ছাড়া আর উপায় থাকল না 
) 
বলা যায় না এই সুযোগে তাহারা ভালো টাইপিস্ট হয়ে যেতে পারে! ![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১৬
সুমন কর বলেছেন: মোবাইলে কপি-পেস্টের কি অবস্থা ????
১৬| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: ইয়াহু ----
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১৫
সুমন কর বলেছেন: ইয়াহু ----  ![]()
১৭| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১৬
কবীর বলেছেন: 
ধুরুণ  আমি.... ৩,৪,৫. পৃষ্টায় গিয়ে মন্তব্য করার জন্য কারো পোষ্টে নাতুন ট্যব নিব, সে ক্ষেত্রে  মনে হয় এ সংক্রান্ত একটু সমস্যা রয়ে গেল ।। আশা করি, এ বিষয়টা কৃতপক্ষ দেখবেন ।। ধন্যবাদ সামু ।।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:২০
সুমন কর বলেছেন: বাকিটুক পড়ুনে ক্লিক করে হচ্ছে না কিন্তু   ...টি মন্তব্যে রাইট বাটন কাজ করছে। এটাই চলবে। 
** এ মন্তব্য আমি কিন্তু ৫নং পৃষ্ঠায় গিয়ে করলাম।
১৮| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:১৯
আখেনাটেন বলেছেন: চমৎকার সমাধান। 
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:২১
সুমন কর বলেছেন: সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
১৯| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৩০
কবীর বলেছেন: 
এটাও একটা সহজ সমাধান। ঠিক আছে ।।। সবার জন্য এখন ভাল হল ।। ধন্যবাদ দাদা,ভাল থাকুন।।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৩৪
সুমন কর বলেছেন: এতেই চলবে।
২০| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৩১
বিলিয়ার রহমান বলেছেন: সামু পরিবারের সাথে এবার সামুর কবিদেরো একটা ধন্যবাদ দেয়াই যেতে পারে সুমনদা!!![]()
কিছুক্ষণ আগেও কিন্তু কবিদের কথাদিয়ে বেশ ধোলাই দেয়া হয়েছিলো!!!![]()
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: ওসব ফান..........কিছু মনে করবেন না। 
হুম, ধন্যবাদ রইলো।
২১| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৩৮
রোকসানা লেইস বলেছেন: বেশ একট অস্থিরতা গেল সামুর সব ব্লগারদের মাঝে।
তবে চোরদের নিরাশ করে কপি পেষ্টের সুবিধা বঞ্চিত করার জন্য সামু কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ।
লেখা চুরি ফেসবুক থেকে শুরু হয়ে ছিল বছর কয়েক আগে আমার লেখা আমি ছাড়া যেন আর কেউ কপি করতে না পারে কমপ্লেইন করার সময় এ ধারনাটা দিয়েছিলাম। কিন্তু ফেসবুক পাত্তা দিচ্ছে না কপি রাইটের বিষয়টা। ওদের ভালো ভাবে রিপোর্ট করারও সুযোগ নেই। ওদের একটাই সুযোগ দিয়ে রেখেছে ব্লক করে দেয়া। কিন্তু চোরগুলো তো রূপকথার দৈত্যের মতন ঘাড় মাথা রক্তের ফোটা থেকে জন্ম নেয় অসংখ্য। কত ব্লক করা যাবে।  লিখিত অপশনে জানিয়ে ছিলাম আইডিয়াটা। 
একমাত্র আমেরিকার জনগনের জন্য কমপ্লেইন করার একটা ফর্ম আছে। আমরা দলবদ্ধ ভাবে ফেইসবুকেও এই রকম অপশন চালু করার জন্য আবেদন করতে পারি।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৪৩
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, এটা আমাদের দেশে সম্ভব হবে না। যদি কোন দিন হয়, তবে রূপকথা হয়ে থাকবে।
২২| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫৭
নীলপরি বলেছেন: হুম ! তাই তো দেখছি । 
ধন্যবাদ ।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:৫৯
সুমন কর বলেছেন: ![]()
২৩| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:০৯
ধ্রুবক আলো বলেছেন: কিন্তু এখন পোস্টের লেখা কপি করা যায় 
 
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৩৯
সুমন কর বলেছেন: তারমানে ফেবুতে সমস্যা হয়ে গেল !! সামুর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
২৪| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:১৩
ধ্রুবক আলো বলেছেন: তারপরও অস্থিরতা কমেছে।
সামু কর্তৃপক্ষকে যেটা করতে হবে, শুধু পোস্টের রাইট অপশন বন্ধ করে দিতে হবে। আর কমেন্ট ও নিজে যখন নতুন পোস্টের ঘরে লিখবে তখন কপি করার অপশন চালু থাকবে। তাহলে সব ঠিক।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৪২
সুমন কর বলেছেন: সমস্যাটা তাহলে ফেবুতে !! ব্লগে তো ঠিক আছে !!
২৫| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:১৫
ধ্রুবক আলো বলেছেন: সামু কর্তৃপক্ষকে যেটা করতে হবে, শুধু পোস্টের রাইট অপশন বন্ধ করে দিতে হবে। আর কমেন্ট ও নিজে যখন নতুন পোস্টের ঘরে লিখবে তখন কপি করার অপশন চালু থাকবে। তাহলে সব ঠিক।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: দেখি, অন্যরা কি বলে !!
২৬| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৩২
উম্মে সায়মা বলেছেন: মোবাইল থেকে কপি পেস্ট করা যায় এখনো। কর্তৃপক্ষের নজরে এসেছে যেহেতু আস্তে আস্তে সমাধান হবেই। 
কেউ সুমনদার দু'লাইন নিয়ে কিছু বলে না 
 আমি একটু বলি...
তোমরা ছিলে আমার পাশে, যেমন করে
মিথ্যে থাকে সত্যের আড়ালে।
এমন করে থাকাটা কি ভালো? মিথ্যের মত করে? 
দুলাইনে অনেক কিছু বলে ফেললেন 
 
ধন্যবাদ সুমনদা।
 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৪৮
সুমন কর বলেছেন: মোবাইলে বন্ধ হওয়াটা খুব জরুরী। কেননা আজকাল সবাই মোবাইলে বেশি ব্যবহার করে। 
আরে, আপনারাই তো ছিলেন.... 
  
  
  । ফান.......এটা পেস্ট করার জন্য টেস্ট করলাম। 
ধন্যবাদ।
২৭| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ টেস্টিং পোষ্টের জন্য । 
পোষ্ট দাতার ঘর হতে কপি করে  পোষ্টের মন্তব্যের ঘরে পেষ্ট করা যাচ্ছেনা । 
সামুতে  এখন পোষ্ট এর লেখা হতে প্রয়োজনীয় অংশ তুলে ধরে  মন্তব্য করাটা
বেশ শ্রম সাধ্য হবে।   যাহোক, তবু  অনৈতিক কপি পেষ্ট তো দমানো গেল । 
 
শুভেচ্ছা রইল 
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৫
সুমন কর বলেছেন: আলী ভাই, পোষ্ট দাতার ঘর হতে কপি বন্ধ করতে হবে। নাহলে তো, সেই চুরিই হবে। 
ধন্যবাদ।
২৮| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৩৮
যূথচ্যুত বলেছেন: যা সমালোচনা'র ঝড় উঠেছিল সেটাকে চব্বিশ-ঘন্টার মধ্যেই ট্যাকল করে সমাধান দেওয়ার জন্য সামু কর্তৃপক্ষকে কুর্নিশ।  
    
মোবাইলের কপি-পেস্ট ব্যাপারটা এখনো টিকে আছে মনে হয়। তবে ধৈর্য ধরে থাকলে সেটারও কিছু একটা পথ বের করবেন নিশ্চয়ই তাঁরা। আশা রাখাই যায়।  
 
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৬
সুমন কর বলেছেন: তারমানে ফেবুতে সমস্যা হয়ে গেল !! সামুর কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
২৯| 
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৪১
থার্মোমিটার বলেছেন: কপি পেষ্ট চলবে, গুগল রিডারে বাংলা ওসিআর আছে, স্কীর্ন শট নিয়েও তো ওয়ার্ড ফাইলে আনা যাবে।আসলে এইভাবে কপি পেষ্ট বন্ধ করা যাবে না, আত্নমর্যাদা বোধ না আসলে এই সমস্যার সমাধান হবে না।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৯
সুমন কর বলেছেন: এটা জানা ছিল না। তবে ঝামেলা মনে হলে, চুরির হার কমবে। এটা বলা যায়।
৩০| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:২২
বিষাদ সময় বলেছেন: তোমরা ছিলে আমার পাশে, যেমন করে
মিথ্যে থাকে সত্যের আড়ালে।
...............
সাময়িক পোস্ট।
* মনে হয়, নতুন পোস্ট করার ক্ষেত্রে এবং মন্তব্য ঘরের সমস্যা আপাতত সমাধান হয়েছে।
* সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। সামু এভাবেই ব্লগারদের পাশে থাকুক।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১    
সামু কর্তৃপক্ষকে এই ব্যাবস্থার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্লগারদের চাওয়া সব সুবিধা বজায়  রেখে  অন্যের পোস্ট থেকে কপি অপশন তুুলে দেয়া হয়েছে। এমনকি  কোন লেখাকে নতুন উইন্ডোতে সোর্স কোড সহ খুলে আর লেখাটিকে  পাওয়া যাচ্ছে না।  তবে কপি করা এখনও যাচ্ছে, যার প্রমাণ উপরে করা আমার কপি পেস্টটি। তবে এর ফলে চুরি যে কিছুটা কমবে এটা সত্য। সব শেষে পোস্ট দাতার প্রতি অনেক অনেক শুভেচ্ছা।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:১২
সুমন কর বলেছেন: ধন্যবাদ। সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
৩১| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: মনে হচ্ছে সমস্যার সমাধান হলো।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:১২
সুমন কর বলেছেন: সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
৩২| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:৪১
কালীদাস বলেছেন: ব্লগার থার্মোমিটারের আশংকাটা উড়িয়ে দেয়া যায় না। তবে চান্স কম আশা করি; চুরি করতে এত কষ্ট করার মেন্টালিটি থাকলে এই অলস/স্বকীয়তাহীন অনলাইন ফেসবুক বেসড জেনারেশনটা এত বাড়ত না।
আমি আরেকটা জিনিষ নিয়ে খানিকটা ভাবছি। কবিরাই মেইনলি সাফারার ছিল চৌর্যবৃত্তির। চুরি ঠেকানো গেছে এই আনন্দে সব কবি পুরোদমে কাব্যচর্চা শুরু করলে ফার্স্ট পেজের বৈচিত্র্য কমে যাবে। এমনিতে নর্মাল টাইমেও কবিতার পার্সেন্টেজই বেশি অন্য যেকোন টাইপের পোস্টের চেয়ে।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৩
সুমন কর বলেছেন: হুম, চিন্তার বিষয়। তবে চুরির হার কমবে। 
যারা বেশি কবিতা লিখেন (কিছু নতুন ব্লগার) তারা অন্য পোস্টে মন্তব্য করেন না। তাদের পাঠক সংখ্যা কম। তাই কবিতা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলে ফেবুতে ব্যাক করবে। কারণ ফেবুতে বেশি লাইক পাওয়া যায়। যারা দীর্ঘদিন ব্লগিং করছেন, তারা যারা কিভাবে ব্লগিংটা করতে হয় ! ঐ ফেবু জেনারেশন সেটা জানে না !!
৩৩| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: পরিবেশটা পক্ষ-বিপক্ষ নিয়ে বেশ গুমট হয়েই ছিল কাল থেকে।। মনে হচ্ছে হাওয়া বইতে শুরু করলো আবার।।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৩
সুমন কর বলেছেন: হুম, সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
৩৪| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১:১০
ধ্রুবক আলো বলেছেন: ভাই, লেখা কপি করা যায় কিন্তু কোথাও পেষ্ট করা যায় না। আমি এই মাত্র চেক করে দেখলাম।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৩
সুমন কর বলেছেন: সেটা কি ফেবুতে ?
৩৫| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ২:০৬
জাহিদ  হাসান বলেছেন: খাড়ান দেখি গানের লিংক দিতে পারি কিনা 
Olatunji 
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৬
সুমন কর বলেছেন: আরে, গানের লিংকে দেহি আমার ব্লগ লিংক আসে !!!  ![]()
৩৬| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ২:০৭
জাহিদ  হাসান বলেছেন: কমেন্টে ইউটিউবের লিংক দিতে পারছি না। পোস্টে দেওয়া যায়। কমেন্টে দিতে পারছি না। ![]()
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:২৮
সুমন কর বলেছেন: কবির সুমন। 
দেখি হয় কিনা !!
৩৭| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ২:১৪
জাহিদ  হাসান বলেছেন: লিংক আসে তো?
তাহলে কি সত্যিই সুবোধ পালাচ্ছে ?
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩০
সুমন কর বলেছেন: প্রতি মন্তব্যে ইউটিউবের লিংক দিতে পারলাম। তার মানে মনে হয়, মন্তব্যের ঘরেও দেয়া যাবে।
৩৮| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ২:১৭
ফেরদৌসা রুহী বলেছেন: ঘটনা আমি কিছুই বুঝিনি।
পোস্ট দিতে গেলে হয়তো বুঝবো।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩১
সুমন কর বলেছেন: তা হলে, এখন আর বোঝার দরকার নেই। জ্বর কেমন? রেস্ট নিন। 
কিছু সমস্যা ছিল। আশা করি, সমাধান হয়ে গেছে।
৩৯| 
১৩ ই নভেম্বর, ২০১৭  সকাল ৭:০১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমরা কত হুজুগে জাতি ! যখন মূল পোস্টের সাথে সাথে কমেন্ট অপশান, নতুন ব্লগ লেখা সবই কপি পেস্ট বন্ধ করা হলো তখন একে ফাটাফাটি খবর বলে কেউ কেউ খুব এক্সাইটেড হয়ে পড়েছিলেন| তারপর যখন দেখা গেলো মাথার ব্যাথা সারাতে মাথায় কেটে ফেলার অবস্থা হয়েছে, তখন আমাদের অনেকের চৈতন্যোদয় হলো | যাহোক সব ভালো যার শেষ ভালো তার | ব্লগার ভাইবোনদের ফিডব্যাক নিয়ে চুরি সমস্যা এবং ব্লগারদের সমস্যা দুটোরই সমাধান করায় সামু কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ |
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৪
সুমন কর বলেছেন: হুম, সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
৪০| 
১৩ ই নভেম্বর, ২০১৭  সকাল ৭:১১
যূথচ্যুত বলেছেন: কালীদাস বলেছেন: ব্লগার থার্মোমিটারের আশংকাটা উড়িয়ে দেয়া যায় না। তবে চান্স কম আশা করি; চুরি করতে এত কষ্ট করার মেন্টালিটি থাকলে এই অলস/স্বকীয়তাহীন অনলাইন ফেসবুক বেসড জেনারেশনটা এত বাড়ত না।  
আমারও তাই মনে হয়। অত খাটাখাটনি করে চুরি করতে গেলে চোর তো চোর তার পিতৃদেবের অব্দি পিত্ত কুপিত হওয়া উচিৎ। ব্লগারদের ধৈর্যের-ই যা বহর! চোরেদের ধৈর্য নিশ্চয়ই তার থেকে বেশি হবে না!    
আমি আরেকটা জিনিষ নিয়ে খানিকটা ভাবছি। কবিরাই মেইনলি সাফারার ছিল চৌর্যবৃত্তির। চুরি ঠেকানো গেছে এই আনন্দে সব কবি পুরোদমে কাব্যচর্চা শুরু করলে ফার্স্ট পেজের বৈচিত্র্য কমে যাবে। এমনিতে নর্মাল টাইমেও কবিতার পার্সেন্টেজই বেশি অন্য যেকোন টাইপের পোস্টের চেয়ে।  
খারাপ কি! চুরি খানিক ঠেকানো'র এই আনন্দে না হয় সামুতে টানা একদিন কাব্যোৎসব-ই পালন করা হল! আমরা চাঁদগাজী'র থেকে কবিতা পেতে চাই।  ![]()
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: একই প্রতি উত্তর দিলাম: 
যারা বেশি কবিতা লিখেন (কিছু নতুন ব্লগার) তারা অন্য পোস্টে মন্তব্য করেন না। তাদের পাঠক সংখ্যা কম। তাই কবিতা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলে ফেবুতে ব্যাক করবে। কারণ ফেবুতে বেশি লাইক পাওয়া যায়। যারা দীর্ঘদিন ব্লগিং করছেন, তারা যারা কিভাবে ব্লগিংটা করতে হয় ! ঐ ফেবু জেনারেশন সেটা জানে না !!  
৪১| 
১৩ ই নভেম্বর, ২০১৭  সকাল ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: যাক অনেক দিন পরে সুমন দা অন্তত একটা টেস্টিং পোস্ট তো দিল!!!
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৭
সুমন কর বলেছেন: ![]()
৪২| 
১৩ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২৪, ২৫ নম্বর মন্তব্যের সাথে সহমত।
ধন্যবাদ।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৮
সুমন কর বলেছেন: সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ।
৪৩| 
১৩ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !! ![]()
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমরা ছিলে আমার পাশে, যেমন করে
মিথ্যে থাকে সত্যের আড়ালে।
...............
সাময়িক পোস্ট।
* মনে হয়, নতুন পোস্ট করার ক্ষেত্রে এবং মন্তব্য ঘরের সমস্যা আপাতত সমাধান হয়েছে।
* সামু কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ। সামু এভাবেই ব্লগারদের পাশে থাকুক।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১ 
কপি এখনো হচ্ছে, তবে সিস্টেম বলবো না , চোররা জেনে যাবে  
 
 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ১:৩৯
সুমন কর বলেছেন: তবে, একটু ঝামেলা মনে হয় !!
৪৪| 
১৩ ই নভেম্বর, ২০১৭  দুপুর ২:১১
ধ্রুবক আলো বলেছেন: আমি চেক করে দেখেছি। ফেবুতে পোস্ট করা যায় না। এখন গিয়াস ভাই বললেন সিস্টেমের কথা তা এমন কিছু সিস্টেম আছে যা করে কপি পেস্ট করা যায়।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৩৬
সুমন কর বলেছেন: ঘন ঘন করার ক্ষেত্রে ঝামেলা মনে হলে, কপি কমে যাবে।
৪৫| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:২৬
ভুয়া মফিজ বলেছেন: চেক করলাম। শুধু কনটেন্ট কপি করা যাচ্ছে না ঠিকই, কিন্তু হেডলাইনসহ কনটেন্ট (পুরা বা আংশিক) কপি/পেস্ট করা যাচ্ছে, এমনকি ফেবুতেও। কাজেই সমস্যার সমাধান হয়নি..... 
।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১০:৪১
সুমন কর বলেছেন: হেডলাইনসহ কনটেন্ট (পুরা বা আংশিক) কপি/পেস্ট করা যাচ্ছে, এমনকি ফেবুতেও।
হুম, তাই তো দেখলাম। তাহলে তো চুরি বন্ধ হলো না। চিন্তার বিষয়। 
কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। 
৪৬| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি আপনার লেখা কপি করে এই মন্তব্যের ঘরে দিতে পারলাম না, শুধু আগের মতো কপি হচ্ছে মনে হল, কিন্তু এখানে পেষ্ট করে দেখি না আপনার লেখা কপি হয়নি।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৪৮
সুমন কর বলেছেন: হচ্ছে শিরোনাম সহ:
টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !! ![]()
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমরা ছিলে আমার পাশে, যেমন করে
মিথ্যে থাকে সত্যের আড়ালে।
...............  সুতরাং সমস্যা হয়ে গেল। 
৪৭| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চুরের চুরি ঠেকানো কঠিন তবে কিছুটা সমস্যায় পরবে সাময়িক ভাবে চুর পরে ঠিকি চুরি করে যাবে যেদারছে। একদিন কপি পেষ্ট বন্ধ করেছিল কতোজন কতো কি বের করে নিল। যাই হোক চুরদের একদিন সুবুদ্ধি উদয় হবে তখন অার চুরি হবে না।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৪৯
সুমন কর বলেছেন: না, সমস্যার সমাধান হয়নি। কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
৪৮| 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: 
টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !!  ![]()
১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :  
তোমরা ছিলে আমার পাশে, যেমন করে
মিথ্যে থাকে সত্যের আড়ালে।  
তাই তো!!!   দারুণ হয়েছে সিস্টেম। আমি অনেক খুশি।
কৃতজ্ঞতা সামুর প্রতি।
 
১৩ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:৫৫
সুমন কর বলেছেন: আরে খুশি কেন ?? তাহলে তো চুরি বন্ধ হলো না !!
৪৯| 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চুরি বন্ধ কোনভাবেই ঠেকানো সম্ভব নয় দাদা, তবে চুরির লগে শিরোনামও যাচ্ছে সেটা ভেবেই খুশি। যদিও চোরেরা শিরোনাম কেটেই দিবে। সামুর প্রতি কৃতজ্ঞতা এজন্য যে সামু ব্লগারদের প্রতি অনেক আন্তরিক তার প্রমাণ দিয়েছেন চেষ্টায়।
 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:৪২
সুমন কর বলেছেন: হুম। তবে এ সমস্যার সমাধান দ্রুত হওয়া দরকার।
৫০| 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ১২:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চ্যানেল আই অনলাইন পোর্টাল থেকে কিছু কপি করতে গেলে একেকটা পার্ট কপি হয় শুধু, হয়তো সেরকম করা যেতে পারে।
চুরি বন্ধ হবে না দাদা!! সর্বোচ্চ শিক্ষালয়ের শিক্ষিকা চুরি করে আর সাধারণ শিক্ষিত চুরি করতে কিইবা ভাববে দাদা!!
 
১৪ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:৩৯
সুমন কর বলেছেন: তা অবশ্য খারাপ বলেননি। দেখি, কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় !!
৫১| 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ১:১১
প্রামানিক বলেছেন: টেষ্ট পরীক্ষায় ফেল হলাম নরমালি কপি হয় না। ঘুরিয়ে প্যাচিয়ে কপি হলে চোরের পোয়া বারো।
 
১৪ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪০
সুমন কর বলেছেন: দেখি, কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় !!
৫২| 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ২:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চুরি বন্ধ হবে না দাদা!! সর্বোচ্চ শিক্ষালয়ের শিক্ষিকা চুরি করে আর সাধারণ শিক্ষিত চুরি করতে কিইবা ভাববে দাদা!
একমত | যে দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব, উচ্চপদস্থ আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্য, চিকিৎসক, প্রকৌশলী সহ প্রায় সকল পেশার এক বৃহৎ অংশ দুর্নীতি বা চুরির সাথে জড়িত সেই দেশের সাধারণ মানুষরা তাদের রোল মডেলদের (!) কাছ থেকে চুরি ছাড়া আর কি শিখতে পারে ?
 
১৪ ই নভেম্বর, ২০১৭  সকাল ১০:৪৩
সুমন কর বলেছেন: দেখি, কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় !!
৫৩| 
১৪ ই নভেম্বর, ২০১৭  সকাল ১১:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: শিরোনাম সহ আসলেই কপি হচ্ছে!!!
আশা করছি টেকরা দ্রুত এই বাগটা ঠিক করে ফেলবেন!!
 
১৪ ই নভেম্বর, ২০১৭  সকাল ১১:৪৯
সুমন কর বলেছেন: না, সমস্যার সমাধান হয়নি। কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
৫৪| 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এই পোস্টে আনন্দের বন্যা বয়ে গিয়েছিলো।
 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৬
সুমন কর বলেছেন: কিন্তু এখন সেই অানন্দ মাটি হয়ে গেছে !! কারণ, সমস্যার সমাধান হয়নি। কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
৫৫| 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৫
এডওয়ার্ড মায়া বলেছেন: কপি-পেষ্ট 
টেস্টিং  !! টেস্টিং  !! টেস্টিং !!  ![]()
 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৬
সুমন কর বলেছেন: ঠিক, সমস্যার সমাধান হয়নি। কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
৫৬| 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:০৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম।
 
১৪ ই নভেম্বর, ২০১৭  রাত ১১:১০
সুমন কর বলেছেন: ঠিক।
৫৭| 
১৬ ই নভেম্বর, ২০১৭  রাত ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: একটি জনপ্রিয় দাবী গৃহীত হওয়ায় অত্যন্ত প্রীত বোধ করতে শুরু করেছিলাম। কুম্ভীলকগণ এবারে বড্ডো বেকায়দায় পড়ে যাবে, এমন আশাও করতে শুরু করেছিলাম। কিন্তু হায়, সবগুলো মন্তব্য পড়ে শেষ করার পর দেখি, কাজের কাজ তেমন কিছুই হয়নি। তাই আশাহত হ'লাম, তবে কর্তৃপক্ষের কারিগরি পারদর্শিতার উপর এখনো ভরসা রাখছি। 
আমরা চাঁদগাজী'র থেকে কবিতা পেতে চাই।  
 -- যূথচ্যুত এর এ মন্তব্যের সাথে (৪০ নং) আমিও কন্ঠ মেলাচ্ছি!
 
১৭ ই নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:২৭
সুমন কর বলেছেন: ঠিক, সমস্যার সমাধান হয়নি। কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
৫৮| 
২০ শে নভেম্বর, ২০১৭  দুপুর ২:৫৬
মোহাম্মদ গোফরান বলেছেন: অলমোস্ট ১ বছর আমি পোস্ট ও দিতে পারিনি মন্তব্যও করতে পারিনি।
 
২০ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৪৩
সুমন কর বলেছেন: দুঃজনক। আশা করি, এবার নিয়মিত হবেন।
৫৯| 
২০ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৫৭
পবন সরকার বলেছেন: আমি এখনও টেষ্ট করিনি।
 
২০ শে নভেম্বর, ২০১৭  রাত ১১:৩১
সুমন কর বলেছেন: করে দেখুন.... 
  ধন্যবাদ।
৬০| 
২৩ শে নভেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৪
জেন রসি বলেছেন: টেস্টিং কমেন্ট! ![]()
 
২৩ শে নভেম্বর, ২০১৭  রাত ১০:৩৯
সুমন কর বলেছেন: টেস্টিং শুভেচ্ছা.. ![]()
৬১| 
২৪ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৪৯
জুন বলেছেন: সুমন কর আমি কিন্ত নিজের পোষ্ট থেকে ও মন্তব্যে কোট করার জন্য অন্য কারো লেখা থেকেও কপি করতে পারছি না 
 
 কি করে আপনারা কপি করছেন সেই সুলুক সন্ধানটা জানতে চাই  
   
আশাকরি বিস্তারিত বর্ননা দিবেন আমার মত নাদান বিশেষজ্ঞের বোঝার সুবিধার্থে  ![]()
 
২৪ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১২:৫৭
সুমন কর বলেছেন: আপনি শিরোনাম সহ কপি করে (কন্ট্রোল+সি) ওয়াডে পেস্ট (কন্ট্রোল+ভি) করুন, সেখান থেকে যা খুশি এবার কপি-পেস্ট করুন। 
কিন্তু চুরি বন্ধ হলো না !!
৬২| 
২৪ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:০৫
জুন বলেছেন: চোররা আমাদের আগে শিখে ফেল্লো ![]()
 
২৪ শে নভেম্বর, ২০১৭  দুপুর ১:২১
সুমন কর বলেছেন: হুম !!  ![]()
৬৩| 
৩০ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:০১
ইমরাজ কবির মুন বলেছেন: 
জীবনে কোয়ালিটিফুল কিসু লিখিও নাই, কপি-পেস্ট হওয়ার টেনশান ও নাই।
যাই ঘুমাই  ![]()
 
৩০ শে নভেম্বর, ২০১৭  রাত ১২:১৭
সুমন কর বলেছেন: আপনি লগইন করে মন্তব্য করেছিলেন, তাই ভাবলাম আপনার ব্লগে ঘুরে আসি। নতুন কোন খবর আছে কিনা !! নাই !! 
মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।
৬৪| 
০২ রা ডিসেম্বর, ২০১৭  রাত ৩:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমি বিষয়টি সম্পূর্ণ সামু কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলাম। আস্থা আছে সামুর উপর, আর তাই আমি বিশ্বাস করি যে, বিষয়টি যথাযথভাবে ওনাদের বিবেচনায় রয়েছে। টেষ্টিং পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
 
০২ রা ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:১২
সুমন কর বলেছেন: মনে হচ্ছে না !! সামুর এ ব্যাপারে আর কোন প্রদক্ষেপ দেখছি না !! নাকি পরে নেবে.....কেউ জানে না।
৬৫| 
০২ রা ডিসেম্বর, ২০১৭  রাত ৮:০৪
সেলিম আনোয়ার বলেছেন: এখন পোস্ট কপি করা যায় না। কৃতজ্ঞতা সচেতনতা সৃষ্টির জন্য।
 
০২ রা ডিসেম্বর, ২০১৭  রাত ৮:০৮
সুমন কর বলেছেন: না, কপি করা যায়। সমাধান হয়নি।
৬৬| 
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কীভাবে কপি করা যায়??
 
১৫ ই ডিসেম্বর, ২০১৭  সকাল ১১:৫৩
সুমন কর বলেছেন: ৬১ নং মন্তব্যের প্রতি উত্তরে বলা আছে।
৬৭| 
১৮ ই ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৬:২৯
শামচুল হক বলেছেন: কপি নাকি বন্ধ হয় নাই।
 
১৮ ই ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫১
সুমন কর বলেছেন: না, বন্ধ হয়নি।
৬৮| 
২৭ শে ডিসেম্বর, ২০১৭  সকাল ১০:২১
আটলান্টিক বলেছেন: হুম বুঝছি।কপিখোররা কপি করতেই থাকবে যতদিন না আমরা লেখালেখি বন্ধ করছি।
 
২৭ শে ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৫৯
সুমন কর বলেছেন: হুম, ভালো বলেছেন। ঠিক, তারা চুরি বন্ধ করবে না !!
৬৯| 
২৮ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৮:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
এভাবেও কি লেখাচুরি বন্ধ করা যাবে? খোদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই যেখানে প্লেজিয়ারিজমে অভিযুক্ত! আমাদের নৈতিকতার উন্নতি না হলে এসব কি বন্ধ হবে মনে করেন?
লেখাচোরকে নিয়ে একসময় কথা বলার লোকের সংখ্যা কমে যাবে। লেখাচোরের সংখ্যাই তখন বেশি হয়ে যাবে। ইতিমধ্যেই বেশি হয়ে আছে কিনা কে জানে!
সুমন করকে নতুন বছরের শুভেচ্ছা....
 
২৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১:৪৭
সুমন কর বলেছেন: আমরা সবাই বিবেক শূন্য হয়ে গেছি। তাই আমাদের এতো অধঃপতন !! মনে হয়, ইতিমধ্যে চোরদের সংখ্যা প্রকৃত লেখকের চেয়ে বেশি হয়ে গেছে। 
আপনার প্রতিও রইলো নুতন বছরের শুভেচ্ছা ......
শুভ রাত্রি।
৭০| 
২৮ শে ডিসেম্বর, ২০১৭  রাত ৯:৫১
তাসবীর হক বলেছেন: কপি-পেস্ট ব্লগারদের জন্য খুবই যন্ত্রণার বিষয়।নিজের লেখার ব্যপারে ইনসিকিউরিটি ফিল করাটা আসলেই লেখার উৎসাহ কমিয়ে দেয়।আমি অবশ্য ব্লগার কিনা সে ব্যপারে আমি নিজেই সন্দিহান...তো ভাবছি আপনার পোস্টটাই কপি করে আবার পোস্ট করব কিনা...:-D:-D:-D(কপি করা যাচ্ছে এখনো!)
 
২৯ শে ডিসেম্বর, ২০১৭  রাত ১:৫৩
সুমন কর বলেছেন: ব্লগার আর লেখকের মধ্যে পার্থক্য আছে। ব্লগার হতে গেলে যে আপনাকে লেখক হতে হবে, সেটা আমি বিশ্বাস করি না। আপনি অন্য ব্লগারদের লেখা পড়বেন, মন্তব্য করবেন এবং তাদের উৎসাহ দেবেন। 
আর পোস্ট কপি করলে সমস্যা নাই, শুধু প্রকৃত লেখকের নামটা অবশ্যই দিতে হবে। 
শুভ রাত্রি।
৭১| 
৩০ শে ডিসেম্বর, ২০১৭  বিকাল ৫:০৮
সৈয়দ ইসলাম বলেছেন: এই সমস্যাটি মারাত্মক কষ্টদায়ক। সামু কর্তৃপক্ষ যদি উনাদের পরিশ্রমকে আরেকটু বেগবান করে চেষ্টা করতেন, তবে নিরাপত্তার উছিলায় সামুতে এসে কিছুটা শান্তির হাওয়া আকাশে উড়ানো যেত।
ধন্যবাদ আপনাকে
 
৩০ শে ডিসেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:০১
সুমন কর বলেছেন: আসলেই, সামু এরপর আর কোন ব্যবস্থা নিল না !! আশা ছিল, আরো একটু কঠোর হবে। কিন্তু.........
মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৭২| 
৩১ শে ডিসেম্বর, ২০১৭  বিকাল ৩:০৮
বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আপনার প্রতিও রইলো নতুন বছরের শুভেচ্ছা..... ![]()
৭৩| 
০১ লা জানুয়ারি, ২০১৮  রাত ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: 
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। আপনার প্রতিও রইলো নতুন বছরের শুভেচ্ছা..... ![]()
৭৪| 
০১ লা জানুয়ারি, ২০১৮  রাত ২:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: 
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল।
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১১
সুমন কর বলেছেন: শুভ সকাল। আপনার প্রতিও রইলো নতুন বছরের শুভেচ্ছা..... ![]()
৭৫| 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৮:২৩
কথাকথিকেথিকথন বলেছেন: 
শুভ ভোর ২০১৮!
জীবনের সকল আঙ্গিক সৌন্দর্য্যের ছোঁয়া লেগে থাকুক.....
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১২
সুমন কর বলেছেন: শুভ সকাল। আপনার প্রতিও রইলো নতুন বছরের শুভেচ্ছা..... ![]()
৭৬| 
০১ লা জানুয়ারি, ২০১৮  সকাল ১১:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যাপী নিউ ইয়ার
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় প্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ, 
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়।
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকা হোক, সব সময়। নতুন বছরের শুভেচ্ছা...
৭৭| 
০১ লা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
তামান্না তাবাসসুম বলেছেন: হ্যাপী নিউ ইয়ার  ![]()
 
০১ লা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
সুমন কর বলেছেন: শুভ সন্ধ্যা। আপনার প্রতিও রইলো নতুন বছরের শুভেচ্ছা..... ![]()
৭৮| 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১০
সৈয়দ ইসলাম বলেছেন: তাদেরকে ধন্যবাদ দেয়া যায় বটে
 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:৫৫
সুমন কর বলেছেন: হুম, কিন্তু কপি তো বন্ধ হলো না...........!!
৭৯| 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:১৬
কাছের-মানুষ বলেছেন: আপনার পোষ্ট দেখে আসলাম ! আপনি খুব একটা পোষ্ট দেন না !
হাতে মরিচা পরার আগে নতুন কোন কবিতা-টবিতা দিন ! ![]()
 
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১১:০০
সুমন কর বলেছেন: হাহাহাহা.......বেশ বলেছেন। আমি কিন্তু বরাবরই বলে থাকি, আমি সামুর পাঠক।
মরিচা মনে হয়, পড়েই গেছে  
 ...........ধন্যবাদ।
৮০| 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ৭:১৬
সৈয়দ ইসলাম বলেছেন: এজন্যই বিল্কুল ধন্যবাদ দেওয়া গেল না
 
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:০৯
সুমন কর বলেছেন: হুম....
৮১| 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: ভাই কেমন আছেন? অনেক দেখিনা আপনাকে । লেখার কি ব্লক টাইম যাচ্ছে।
 
১২ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:১১
সুমন কর বলেছেন: বেঁচে আছি, এইটুকুই বলতে পারি............হাহাহাহা
ব্লগে নিয়মিতই থাকি। আরে, আমি তো পাঠক। ওসব লেখা-লেখির মধ্যে আমি নাই......... ![]()
৮২| 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১:৩৮
ডঃ এম এ আলী বলেছেন: দাদা কেমন আছেন?
টেস্টিং হতে পোষ্টিং এ কখন আসছেন 
এদিকে  ফাগুনতো এসে গেছে 
 
আজ বসন্তের প্রথম দিন 
ফুল ফুটেছে ,পাখীও গাইছে 
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন 
অনেক অনেক শুভেচ্ছা রইল 
 
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮  সকাল ১০:৪১
সুমন কর বলেছেন: একটু ব্যস্ত আছি.........মনে হয় না, আর আসতে পারব..........হাহাহাহাহা
শুভেচ্ছা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। আপনার প্রতিও রইলো বসন্তের শুভেচ্ছা..... 
  ![]()
৮৩| 
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
জুন বলেছেন: আপনার টেষ্টিং পোষ্টেই বসন্তের শুভেচ্ছা জানিয়ে গেলাম সুমন কর 
  
 
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:২১
সুমন কর বলেছেন: হাহাহাহা...............অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক নিরন্তর।
৮৪| 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ২:২৫
জাহিদ অনিক বলেছেন: টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !! টেস্টিং পোস্ট !!   মনে হয় এতদিনে টেস্টিং শেষ হয়ে গেছে সুমন দা ! 
একটা কবিতা দিন এবার !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১:৫৩
সুমন কর বলেছেন: হাহাহাহা...............আমি কিছুই লিখতে পারছি না !!!!  
পাঠক হিসেবে আপনাদের সাথে বেশ আছি........ ![]()
৮৫| 
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:১৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন পোস্ট দিন দাদা।
 
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৪
সুমন কর বলেছেন: আমি তো, পাঠক হিসেবে আপনাদের সাথে বেশ আছি.... 
ধন্যবাদ।
৮৬| 
০৬ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: শুধু পাঠক নয়, লেখক হিসেবেও চাই।
 
০৬ ই মার্চ, ২০১৮  সন্ধ্যা  ৭:২২
সুমন কর বলেছেন: হুম, আবারও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৭  রাত ৮:৫৪
জাহিদ অনিক বলেছেন:
তাইতো ! সামুকে ধন্যবাদ!