নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু কিছু কথা আছে যার মানে, বুঝি নি এখনো তবু সন্ধানে...........

পাশেই কারোর একখানা হাত ধরো, কাছেই কাউকে তোমার বন্ধু করো… দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও হয়তো অন্য দেশে।

সুমন কর

আমাকে পড়লে মনে খুঁজো এইখানে,এখানে খুঁজছি আমি জীবনের মানে।

সুমন কর › বিস্তারিত পোস্টঃ

পরিণাম।

২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩



কতো ভুল, কতো পাপ
জানে শুধু বিধি রাম
একদিন সব শেষ হবে
দিন শেষে ডাক এলে।

আমি ঠিক, তোমরা ভুল
ভেসে গেল কতো কূল
আমি আমি করে হারালে
একলা থাকো দিন দুপুরে।

টাকার মোহে অন্ধ হয়ে
মানুষ তুমি পশু হলে।
অন্যায় করছ সারা বেলা
শোষণ তোমার নিত্য খেলা।

ঠুনকো ক্ষমতার পাহাড় গড়ে
জোর দেখাচ্ছ সবার সাথে
বিবেকের তালা বন্ধ রেখে
যাবে তুমি কতো দূরে ?

সবার হিসেব হচ্ছে জমা
তোমার কি, নেই জানা !
সাথে থাকবে কৃত কর্মফল
সেটাই হবে জীবনের ফলাফল।

মন্তব্য ১১৯ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১১৯) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

শাহিন বিন রফিক বলেছেন: বাহ, চমৎকার ছন্দ-ছড়া।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

সুমন কর বলেছেন: ১ম মন্তব্যে শুভেচ্ছা। ধন্যবাদ।

২| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১

শাহরিয়ার কবীর বলেছেন: শুধু পড়ে গেলাম দাদা... :)

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২

সুমন কর বলেছেন: ঠিক আছে.....শুভেচ্ছা।

৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একদম সঠিক কথা লিখেছেন। খুব ভাল লাগল।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৪| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৮

তারেক ফাহিম বলেছেন: টাকার মোহে মানুষ সহজে বিবেক হারায় :(
ওপারের কথা মাথায় এসেও আসেনা X(

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৯

হাফিজ বিন শামসী বলেছেন:


বাস্তবতায় পরিপূর্ণ।



ভালো লাগা রইল কবিতা।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম......ধন্যবাদ।

৬| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২

সৈয়দ ইসলাম বলেছেন:
ভালোলাগা ছন্দগুলোতে ভালোলাগা রেখে গেলাম

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৭| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪১

শায়মা বলেছেন: জীবনের ফলাফল .... হিসাব জমা হচ্ছে ...

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: সেটাই......শুভকামনা।

৮| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝতে চায়না কেউ- যতক্ষন না চক্ষু বন্ধ হয়!
হায় তখন আর সময় থাকে না!


+++

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২২

সুমন কর বলেছেন: কিন্তু কেউ সেটা বুঝতে চায় না.............ধন্যবাদ।

৩টা প্লাস !! একটাও পৌঁছে নাই.....হাহাহাহা

৯| ২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৫

সাদা মনের মানুষ বলেছেন: সত্য কথা, শুভেচ্ছা জানবেন ভাই।

২০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৯

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

১০| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৪

ওমেরা বলেছেন: একদিন খেলা শেষ হবে , পাই পাই দিসাবও দিতে হবে । কিন্ত দুনিয়ার মোহ যে মোর কাটে না ।
ভাবনা জাগানিয়া করিতার জন্য অনেক ধন্যবাদ ।

২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

১১| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

ধ্রুবক আলো বলেছেন: সবাইকে একদিন চলে যেতে হবে সব ছেড়ে, এরপর কৃতকর্মের ফলাফল ভোগ করতে হবে এসব কথা কয়জন মানুষ বুঝে!?

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

১২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: মৃত্যু নিয়ে আমাদের ভাবনাটা ক্ষনিকের তাই পাপ করতে আমাদের দ্বিধা কম।
কবিতা অনেক ভাল লাগল সুমনদা।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

১৩| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫৫

মামুন ইসলাম বলেছেন: পূর্বের মতই এখনো চমৎকার লেখনীর ছোঁয়া আপনার ।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: হাহাহা......শুভ দুপুর। ধন্যবাদ।

১৪| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে দাদা
মন ভরে গেলো পড়ে।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভ দুপুর।

১৫| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

ব্লগ মাস্টার বলেছেন: দেহতত্ব কবিতা ভাললাগল।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

১৬| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: শুদ্ধ করো ওহে দয়াময়......


কবিতা ভালো লিখেছেন ++


২১ মার্চ বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা রইল।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: কবিতা দিবসের কথা তো জানতাম না ....!! :(

আবার এসে মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ। শুভ দুপুর।

১৭| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: শেষ স্তবকে জীবনের সারসত্য তুলে ধরেছেন । অসাধারণ । +++++++

শুভকামনা ।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫২

সুমন কর বলেছেন: শুভ দুপুর। ধন্যবাদ।

১৮| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭

শিখা রহমান বলেছেন: ভালো লেগেছে। বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: আপনার প্রতিও শুভেচ্ছা রইলো........ শুভ দুপুর। ধন্যবাদ।

১৯| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ। শুভ দুপুর।

২০| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৮

পার্থ তালুকদার বলেছেন: ভালো হয়েছে ।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২১| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪

কাছের-মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন । কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে ।

আমার ভাললাগা রইল।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২২| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪

ডঃ এম এ আলী বলেছেন: মানুষ মাত্রই ভুল ( Too err is human ) , যে কোনো মানুষই ভুল করতে পারে; শুধুমাত্র বিধাতাই ভুলের ঊর্ধ্বে । সমস্ত ভাল নিয়ম মেনে না চলাই ভুল , আর সে রকম ভুলের পরিনাম ভয়াবহ, ইচ্ছাকৃত অসৎ ভুলের কোন ক্ষমা নেই , টাকা ও ক্ষমতার মোহে তাড়িত ইচ্ছাকৃত অসৎ ভুল কোন ভুল নয়, সে গুলি ডেডিকেটেড কর্ম । সত্যিকার ভুলের জন্য অনুতপ্ত হয়ে সে ভুলটি দ্বিতীয়বার না করার জন্য বিধাতার কাছে শক্তি ও সামর্থ পার্থনা করলে ভাল হয় । অসৎ ও ভুল পথে চলার ভয়াবহ পরিনামের কথা চিন্তা করে বিধাতার কাছে মুক্তি পার্থনা করলে তিনি মানুষকে সৎপথ প্রদর্শন করেন এবং মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সত্য ও জ্ঞানের আলোকে উজ্জ্বলতায় বের করে নিয়ে আসেন। ভুলের ভয়াবহ পরিনাম দেখার জন্য ভুলের সাগরে বিচরনকারীদের ঐতিহাসিক ও সমসাময়িক অবস্থা পর্যবেক্ষন করা আবশ্যক । ভুলের ভয়াবহ পরিনাম দেখে সেগুলির জন্য অনুতপ্ত হয়ে দ্বিতীয় ভ্রান্তি পাশে পতিত না হয়ে সঠিক পথে ফিরে আসলে বিধাতার অপার মহিমায় সকলেই সফল হবেন । কবিতাটির গুঢ় কথাগুলি পাঠকের মনে ভুলের পরিনামের বিষয়ে ভাল একটি অনুভুতি জাগাবে বলে মনে করি । ধন্যবাদ রইল সুন্দর ছন্দময় কবিতাটির জন্য ।

ভাল থাকার শুভ কামনা রইল ।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০১

সুমন কর বলেছেন: সামুতে যে কয়জন ভালো মন্তব্য করেন, তাঁর মধ্যে আপনি একজন। একদম পরিপূর্ণ বিশ্লেষণ। এতে লেখক এবং অন্য পাঠকদের বেশ সুবিধে হয়। আপনার বিশ্লেষণে লেখাটি ভিন্ন এক রূপ পায়। আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

ভালো থাকুন।

২৩| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

আখেনাটেন বলেছেন: কৃতকর্মফল সেটাই হবে জীবনের পাথেয়। চমৎকার চিন্তাভাবনা।

মানুষ হিসেবে আমরা এখন অনেকটাই এককেন্দ্রিক। আমিত্বের গৌরব আমাদের সকলের সর্বনাশের মূল।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০২

সুমন কর বলেছেন: এই আমি আমি করেই তো সব গেল !! ধন্যবাদ।

২৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ পাপ করার সময়য় অন্য কিছু ভাবতে চায়না। কিন্তু ভাবা উচিত সব কিছু একদিক শেষ হয় যাবে।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: হুম, হিসেব জমা হচ্ছে.......

পড়ার জন্য ধন্যবাদ।

২৫| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: কবির দর্শণকে স্বাগতম!:)


কবিতা জীবনের জন্য
কবিতা সত্যের জন্য
কবিতা অমর
কবিতারােএভাবেই বেঁচে থাকুক কবির কলমের ডগায়! :)

+++

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৯

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

২৬| ২২ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো কবিতা !

২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০

সুমন কর বলেছেন: ভালো থাকুন। ধন্যবাদ।

২৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

২৮| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় দাদা, কেমন আছেন?
মন বলে আপনি ভালো আছেন, ভালো থাকুন সবসময় এমনটাই কাম্য আমার।

দাদা একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি অামি।
আমি একটা কবিতা পোষ্ট করেছিলাম 'আজোও ভালোবাসি'। সেখানে অনেক কথা আপনার 'তোমাকে চাই' কবিতার সাথে মিলে গেছে জানতে পেরে আপনার প্রোফাইল খুঁজে পেলামনা কবিতাটি দেখবো বলে। কিন্তু কবিতাটি পেলাম না, হয়তো লুকিয়ে রেখেছেন নয়তো অন্য কোথাও রেখেছেন নিশ্চয়। পড়ে যেতে পারলে ধন্য হতাম, আমার কবিতাটি মুছে দিতাম।
তবুও আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি দাদা, যদি একবার আপনি আমার 'আজোও ভালোবাসি' কবিতাটি পড়ে আসতেন। যদি মিলেই যায় তবে মুছে দিবো আমারটি।
দাদা, বিরক্তি নয়, আপনার স্নেহ ভালোবাসা পেয়েই ধন্য আমি। আমি স্বস্তি বোধ করছিনা আপনি না দেখা পর্যন্ত।

২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: না, আমি মাত্রই পড়ে এসেছি। আর খায়রুল আহসান ভাই আমার না, সুমন চট্টোপাধ্যায় (কবির সুমন)-এর কথা বলেছেন। যাক এ সুযোগে আপনার কবিতাটি পড়ে নিলাম। ভালো লিখেছেন।

আর আমার ব্লগে এসে মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ।

২৯| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

নিয়াজ সুমন বলেছেন: এমন কবিতা আরো চাই,
শুভ কামনা প্রিয় তাই

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

৩০| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

জাহিদ অনিক বলেছেন:

একদিন এ খেলা শেষ হবে।
তারপর কি হবে কর্মফল? নাকি অন্যকিছু।
তা জানি না, তবে এইটুকু মানি, ভালো করলে ভালো হবে। খারাপ করলে খারাপ।


অনেক দিন বাদে কবিতা নিয়ে এলেন সুমন দা।
অনেক ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: কেউ জানে না !! তবে কিছু তো হবে !!

সাথে থাকার জন্য ধন্যবাদ।

৩১| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:




জীবনের মূলভাব নিয়ে কবিতা লিখেছেন । কবিতার মেলবন্ধন চমৎকার । দিনশেষে সবাই শূন্য, সবাই পঁচনশীল ।

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৩২| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৯

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার ছড়া । কথা গুলোও খুব সুন্দর ।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩১

সুমন কর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ দুপুর।

৩৩| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৮

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন । জগৎ সংসারে আমার বলে কিছু নেই ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৯

সৈয়দ তাজুল বলেছেন:
যদি মানুষ তার জানার উপর বিশ্বাসী হত, তবে সকল অপকর্ম তার শত্রু হয়ে বন্ধু হত সকল সুখ।
এরা সাময়িক সুখকেই শান্তি মনে করে,তাই আগামীকালের কথা মোটেও চিন্তায় আনে না। বর্তমান প্রত্যেকটা মুহুর্ত তার আগামীদিন সাজিয়ে দিচ্ছে সেটা; সে বুঝতেই পারে না।

কবিতা ভাল হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: বেশ বলেছেন। ধন্যবাদ।

৩৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:২৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সহজ সরল ভাষায় যেন জীবনের একটি চক্রের ছবি আঁকলেন । আর প্রোফাইলে যে ব্যক্তিটির গানের কথাগুলো লিখে রেখেছেন, তিনি আমারও ফেভারিট ।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: পড়ে, মন্তব্য করে যাবার জন্য ধন্যবাদ। হুম, উনি বাংলা গানকে ভিন্ন ধারায় নিয়ে গেছেন। যারা বাংলা গানকে ভালোবাসে, তাদের সকলের প্রিয় হওয়াটা স্বাভাবিক।

৩৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: সবার হিসেব হচ্ছে জমা... সাথে থাকবে কর্মফল! আশাকরি, আপনার এ হুঁশিয়ারিটুকু ব্লগের পাঠকেরা আমলে নেবেন।
ভাবনা ও তার প্রকাশ খুব সুন্দর হয়েছে।
শুভেচ্ছা জানবেন।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৩৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

সুমন কর বলেছেন: কবির মন্তব্য পেয়ে, ভালো লাগল। ধন্যবাদ।

৩৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিকারের মানুষ হয়ে উঠা বেশ কঠিন। ক'জন তা পারে!

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

সুমন কর বলেছেন: আমিও বলি, খাঁটি মানুষ হও। ধন্যবাদ।

৪০| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম তাইতো বলি "মানুষ তুমি মানুষ হও"

২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: সুমন কর দেরীতে হলেও পড়লাম আপনার অপুর্ব কবিতাটি । মনে পরলো খৈয়ামের কথা । তিনিও একই আক্ষেপ করেছিলেন আজ থেকে বহু বছর আগে ।


ঘুটি তো কেউ কয়না কথা
নির্বিচারে নিরুপায়ে
খেলুড়েরই ইচ্ছে মত
ঘুরতে থাকে ডাইনে বায়ে
তোমায় নিয়ে খেলার ছলে
চাল ছেলেছেন আজকে যিনি
তোমার কথা সব জানা তার
সবার কথাই জানেন তিনি।


অনেক ভালোলাগা রইলো ।
+

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: আপনার মনে পড়া কথাগুলোও অনেক সুন্দর। দেরী হলেও, জানি আসবেন......(আমরা সবাই সহ-ব্লগার)। এবার বুঝি, অনেক দিনের জন্য ঘুরে এলেন......

পাশে থাকার জন্য ধন্যবাদ।

৪২| ২৭ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিবেকের ধ্বংসনে পুড়ে না যেজন, ষোলো আনাই বিফল তার মিছে সে জীবন।

বরাবরের মতোই আপনার কবিতা আমার কাছে হৃদয়ের কথোপকথন।

কেমন আছেন প্রিয় ভাই?
শুভকামনা আপনার জন্য সবসময়।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: একটু ব্যস্ত আছি......এই আর কি !!

পড়ার জন্য ধন্যবাদ।

৪৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮

Fatema Khatun Asha বলেছেন: বাহ!

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

সুমন কর বলেছেন: হাহাহাহাহহাহহা......৭ মিনিট ১৭ সেকেন্ড, হলো ব্লগ খুলেছো। গুড।

সময় হলে আমার ব্লগ ঘুরে যেও। কিন্তু.............চুপ।

৪৪| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

এজাজ ফারিয়া বলেছেন: দারুণ লাগলো!

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

সুমন কর বলেছেন: আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ধন্যবাদ।

৪৫| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন।

৪৬| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: সুন্দর ছন্দময়

০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: ভালো থাকুন।

৪৭| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: কৃত কর্মের ফলাফলের কথা চিন্তা করলে কেউ খারাপ পথে যাবে না। ছন্দময় কবিতা।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:১০

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৪৮| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি যমানা আইল

পাপ-পূণ্যের বিচার এখন মানুষে করে !

১৭ ই মে, ২০১৮ রাত ১২:০৬

সুমন কর বলেছেন: না, করে না !!

ধন্যবাদ।

৪৯| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:০৪

বৃষ্টি বিন্দু বলেছেন: কৃতকর্মকে অবশ্যই সমালোচনায় আনতে হবে তা না হলে পাপ পূন্যের হিসেব কষা সম্ভব নয়।
ছন্দোবদ্ধ কবিতায় সত্যের উপস্থাপন অনেক ভালো লাগা দিলো।

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

সুমন কর বলেছেন: শুভ বিকাল / শুভ সন্ধ্যা। ধন্যবাদ।

৫০| ২০ শে মে, ২০১৮ রাত ৯:০৬

কাইকর বলেছেন: বেশ ভাল লাগলো।শব্দচয়ন খুব ভাল লাগলো।আশা করি আরো কবিতা পাবো আপনার কাছ থেকে।ব্লগে আমি নতুন। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন।ধন্যবাদ ও ভালবাসা রইলো।

২০ শে মে, ২০১৮ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: হুম, কাল রাতেই আপনার ব্লগে ঘুরে এসেছি। শুভেচ্ছা.....

ধন্যবাদ।

৫১| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৭

মীর সাজ্জাদ বলেছেন: ছন্দের সুরালো সুরাতালে, বলেছেন জীবনের পরিণাম,
সঠিক পথ করেছেন খন্ডন, করি শত শত প্রণাম।

ভালো লাগলো অনেক।

২৬ শে মে, ২০১৮ রাত ৮:২১

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫২| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:২৩

অর্থনীতিবিদ বলেছেন: ভালো লাগলো কবিতাটা পড়ে। কিছু মানুষের কথা তুলে ধরেছেন কবিতায় যারা টাকার লোভে অন্ধ, ক্ষমতায় আরোহন করে ধরাকে সরা জ্ঞান করে, অন্যায় করে। অবশ্যই অন্যায় করলে তার শাস্তি হবে। হুমায়ুন আহমেদের একটা উক্তি মনে পড়ে গেলো। ‘যে ঠকে সে কাঁদে, যে ঠকায় সেও কাঁদে, দুই দিন আগে আর পরে।’ সবার হিসাবই জমা হয়। কিন্তু কিছু মানুষ কখনও সেটা বুঝতে পারে না।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।

৫৩| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: কেমন আছেন? অপেক্ষা !!

৫৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫২

প্রথমকথা বলেছেন: ভাললাগল পরিণাম । শুভকামনা দাদা।

০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৫৪

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫৫| ১৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ।

১৬ ই জুন, ২০১৮ ভোর ৪:০৮

সুমন কর বলেছেন: আপনার প্রতিও রইলো ঈদের শুভেচ্ছা......

৫৬| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: সবাইকে একদিন বিদায় নিতে হবে, এই উপলব্ধি যতদিন কারো ভিতরে না আসবে সে পরিবর্তিত হবেনা। আর একটা হলো ইচ্ছে থাকা। কখন স্রষ্টা কাকে কিভাবে পরিবর্তন করেন তা তিনিই ভালো জানেন। আমরা মানুষ ভুলের উর্ধে নই। তবু চেষ্টাই হোক আমাদের অংগীকার।

১৮ ই জুন, ২০১৮ রাত ১০:২৭

সুমন কর বলেছেন: সত্য এবং সুন্দর বলেছেন। ধন্যবাদ।

৫৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: টাকার মোহে অন্ধ হয়ে
মানুষ তুমি পশু হলে।
অন্যায় করছ সারা বেলা
শোষণ তোমার নিত্য খেলা।

চরম বাস্তবতা

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৯

সুমন কর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

বলেছেন: জীবনের ফলাফল
দারুণ উপলব্ধি

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৫৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

সূর্যালোক । বলেছেন: কবিতা ভালো লাগছে । আমরা সব জেনে বুঝেই বেশি পাপ করছি ।
পড়ার অনুরোধ রাখছি ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সুমন কর বলেছেন: আপনার কবিতাটি পড়ে মন্তব্য করে আসলাম। হুম, সব জেনে-শুনেই করি......

৬০| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন সুমনদা। ফিরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.