নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

বাঙালির চিন্তাধারার ধরণ...

২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

বাঙালী সংস্কৃতিতে বেশিরভাগ বাঙালি নারীদের চিন্তাভাবনা হলো—
বাবার/স্বামীর অধিক টাকাপয়সা হইলে ভরী ভরী গহনা গায়ে জড়াবো । দুই হাতের দশ আঙ্গুলেই হীরার আংটি লাগাবো । নাভীতে একটা সোনার রিং লাগাবো । কোমরের বিছাটা সোনার লাগাবো । খোঁপায় যে ক্লিপ পড়া হয় সেটা হবে সোনার । তারপর আনুষাঙ্গিক সাজসজ্জাতে সব থাকবে সোনার ।

এবার বাঙালি পুরুষদের ভাবনাচিন্তা হলো—
টাকাপয়সা হইলে বিদেশ থেকে ইমপোর্ট করা জামা-প্যান্ট-স্যুট-জুতা-বেল্ট পড়বো । চশমার ফ্রেমটা সোনার লাগাবো । হাতের ব্যাসলেটটা সোনার বানাবো । আরও যা যা লাগে তা হবে পৃথিবীর সবথেকে দামী পন্য । যে প্রাইভেট কারটা কিনবো তা হবে সোনা ও হীরায় খচিত । ব্লা ব্লা ব্লা...

অথচ আমরা যদি পশ্চিমা সংস্কৃতির সেসব বিশ্বের অন্যতম ধনীদের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? তাদের চশমার ফ্রেমটা সোনা/হীরায় খচিত? না । গাড়ীগুলো সোনা/হীরায় খচিত? না । কাপড়গুলোতে কি বিশ্বের নামি-দামি ব্র্যান্ডের সিলযুক্ত? না । যতকিছুই উচ্চাকাঙ্খী জীবনযাপনের জন্য তৈজসপত্র খুঁজতে যান না কেন উত্তরটা না-ই বের হবে ।

দোষটা আসলে পুরোপুরি আমাদেরও না । কারণ আমাদের সমাজ প্রতিনিয়ত এসবই শিখিয়ে দিচ্ছে । লোভ-লালসা আর যৌনতা দিয়ে এমনভাবে বিগড়ে দিচ্ছে যে খুব ধনী না হলে জীবনে সুখ সেই শান্তি নেই । যৌনতাকে দমানোর জন্য ধর্ষণ করে হলেও তা করতেই হবে । মানবিকতা-বিবেকবোধের সীমা অতিক্রম করে হলেও! পশ্চিমাদের সাথে আমাদের সংস্কৃতির পার্থক্য হলো আমরা জীবন বলতে সোনা/হীরা/জহরত বুঝি বা চাই সেটা কাজ না করে পেলে খুব ভালো হয় । যা অর্জন করবো তা শুধু নিজের ভিতরেই সীমাবদ্ধ করে রাখবো‚ আটকে রাখবো । আর তাদের চিন্তা হলো ধনী হবো ঠিক আছে তবে বুদ্ধি ও কাজ দিয়ে কিন্তু সেটা যেন সবার কাজে লাগে । শুধু নিজের ভিতরেই আটকে রাখবোনা‚ ছড়িয়ে দেবো সবার মাঝে ।

এ ধারা চলতেই থাকবে । পরম্পরা থেকে পরম্পরায় । লোভ-লালসা-অভিলাষ-ধর্ষণ-ফাঁকি এসব চলতেই থাকবে । শতাব্দী থেকে শতাব্দীতে বাঙালী সংস্কৃতির এসব চিন্তাধারা বহমান থাকবেই থাকবে । শুধু আমরা থাকবোনা!


০৬ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ | শীতকাল | শনিবার

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরম্পরা থেকে পরম্পরায় । লোভ-লালসা-অভিলাষ-ধর্ষণ-ফাঁকি এসব চলতেই থাকবে ।
.........................................................................................................................
হ্যাঁ চলতেই থাকবে যদি আমরা আমাদের শিক্ষা দীক্ষা আধুনিক না হয়
না চলবে না, আমাদের সমাজ ব্যবস্হা যদি আমাদেরকে সাহসী , সৎ ও বিনয়ী করে !!

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪০

নতুন বলেছেন: শিক্ষা মানুষকে পরিবত`ন করে, বিনয়ী বানায়, লোভ, লালসা থেকে মানবিকতা দিকে নিয়ে যায় মানুষকে।

আমাদের সমাজের মানুষ এখন সাটিফিকেট কামাইয়ে ব্যস্ত। সাহিত্য, দশ`ন,বিজ্ঞান শিক্ষা নিতে চায় না।

মানবিক মূল্যবোধের আরো অধপতন আগামীতে সামনে আসবে, যদি শিক্ষার উন্নয়ন না হয় সমাজে।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: দেশভাগের পর বাঙালি বদলে যেতে শুরু করে। আজ বদলে যাওয়া কমে নি।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: আমরা তো সবাই আধুনিক মানুষ বলেই চিল্লাই । শার্ট-প্যান্ট-স্যুট পরে ঘুরে বেড়াই । আর কত আধুনিক হতে হয় ভাই?

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: সেটাই । এ যুগের ক'জন শিক্ষিত লোক বিনয়ী, নির্লোভ, নিরহংকার?

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: 'বদল' শব্দটির বিপরীতে 'অধঃপতন' শব্দটি বোধহয় বেশী মানানসই হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.