নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

যুগে যুগে বাঙালী বীর...

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯

সেদিন জন্মদাত্রী মাও দশ মাস দশ দিনের কষ্ট ভুলে তিল তিল করে যুবক বানিয়ে তোলা ছেলেটিকে বলেছিল‚ “যা বাবা যুদ্ধে যা । বিজয় ছিনিয়ে তবেই আমার ঘরে ফিরবি । তোর মায়ের দুধের কসম শত্রুর থেকে কখনো পিছপা হবিনা‚ মরলে সামনে থেকে মরবি; বীরের মত ।”

সেদিন হাড়ভাঙা খাটুনি করে‚ মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে বড় করে তোলা পিতাটিও ছেলের পিঠে চাপড় দিয়ে বলেছিল‚ “যা ব্যাটা যুদ্ধে যা । মরলে বীরের মতন মর । বেড়ালের মত মরে জীবনের কোনো স্বার্থকতা নেই । তুই বীরের মত মরলেই আমি আমার সেই শুক্রাণু স্বার্থক মনে করবো যেটার থেকে একজন বীর জন্মেছে । বাঁচলে বাঁচার মতন করে বাঁচ‚ অথবা মরার মতন মর ।”

সেদিন আদরের ছোট বোনটিও কাঁদতে কাঁদতে বলেছিল‚ “যাও ভাইয়া যুদ্ধে যাও । আর কখনও মেলা থেকে খেলনা কিনে আনতে বলবোনা । তোমাকে আর জ্বালাবোওনা । তবুও বিজয়টা ছিনিয়ে এনো । গুডলাক!”

সেদিন মায়ের কোলে থাকা ছোট্ট ভাইটিও যুদ্ধে যাওয়ার আগে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলো । চোখ দুটো যেন বলছিলো‚ “যাও ভাইয়া যাও । বিজয় ছিনিয়ে আনো‚ আর দেরি করোনা ।”

সেদিন হালাল ও বৈধ স্ত্রীও স্বামীকে বুকের উপর থেকে সরিয়ে দিয়ে বলেছিল‚ “যাও যুদ্ধে যাও । এভাবে কাপুরষের মত আপনার বুকের উপরে থাকার কোনো মানে নেই । তোমাকে যে বিজয় ছিনিয়ে আনতেই হবে প্রিয়তম স্বামী ।”

(ফুটনোটঃ শুধু ৭১ এর মুক্তিযুদ্ধেই নয় বরং আজকের সমাজেও আমরা দেখি কিছু বীরদের দেখি । যারা মৃত্যুকে ভয় পায়না । ওরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই উক্তিটি জানে‚ “যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত তাকে কেউ মারতে পারেনা ।” সামনে নিশ্চিত মৃত্যু জেনেও লড়ে যায় । তাদের বাবা-মা-ভাই-বোন-বউরা প্রেরণা দেয়‚ সাহস জোগায় । যুগে যুগে এরকম ইতিহাসের পাতায় থেকে যাবে কিছু বীর । যাদেরকে কেউ ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেনা ।)


০৮ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ | শীতকাল | সোমবার

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবন কাটে যুদ্ধ করে
প্রাণের মায়া সাঙ্গ করে
জীবনের স্বাদ নাহি পাই -২
ঘর-বাড়ির ঠিকানা নাই
দিন-রাত্রি জানা নাই
চলার ঠিকানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এ তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৪

আকতার আর হোসাইন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

আর একজন মা মুক্তিযোদ্ধাকে বাঁচাতে তার নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছিল যাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে মুক্তিযোদ্ধা ভেবে মেরে ফেলে। হয়েছিলও তাই।

এইটা বাস্তব ঘটনা।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: অনেক পছন্দের একটি গান । ধন্যবাদ । ❤

৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ❤

৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ ভাই । ❤

৭| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: বাপ্পা মজুমদার ❤

৮| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.