নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

প্রেম-ভালোবাসায় ছোটরা যেভাবে ফাঁদে পড়ে...

১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

ছোটরা খুব সহজেই যেমন বিশ্বাস করতে শেখে‚ তেমনি খুব সহজেই নিজেকে একজন বড় মানুষ ভাবতে শেখে । এইটা কোনো জটিল বিষয় না‚ এই পর্যায় সবার জীবনেই আসে ।

ছোটরা প্রেম-ভালোবাসার ক্ষেত্রে না ভেবেই না জেনেই হুট করে সম্পর্কে জড়িয়ে যায় । কারো সম্পর্কে না জেনে‚ না শুনে‚ না বুঝে তার প্রতি অতিরিক্ত ডুবে যাওয়া অনেক খারাপকিছুর লক্ষণ ।

ছোটরা মনে করে ওরা যেটা করছে সেটাই ঠিক । অথচ প্রেম-ভালোবাসা/বিয়ে এইসব জীবনের অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় । চাকরি না পেলে চায়ের দোকান দিয়েও দিব্যি পেটের খোরাক জুটবে‚ কিন্তু ভুল মানুষের সাথে একবার আটকে গেলে আর রেহাই নেই । সারাজীবন ধরে তার খেসারত দিতে হবে ।

মানুষ বড় হলে একটু হলেও বেশী জানে‚ বেশী শেখে বা বেশী জায়গায় ঘোরে । বেশী জায়গায় ঘোরার ফলে সে খুব সহজেই ছোটদের ভুলের স্থানটা ঠিক তার চোখে ধরা পড়ে ।

অনেক ক্ষেত্রে দেখা যায় বড়দের চেয়ে ছোটরা প্রেম-ভালোবাসায় বেশী পারদর্শী । স্কুল/কলেজ ম্যানেজ করা । বাড়ি থেকে টাকা-পয়সা সিস্টেম করে নেয়া । প্রেমিকার জন্য এটা-সেটা কিনে দেওয়া । এছাড়াও রেষ্টুরেন্ট বিল তো আছেই । আবার ঘুরতে-টুরতে যাওয়ার বিল তো আলাদা ।

ভুল মানুষের সাথে সম্পর্কে জড়ানো আমার এক বন্ধুর জীবন থেকেই দেখেছি খুব কাছে থেকে । যার খেসারত সে নিজের জীবন বিলিয়ে দিয়ে পরিশোধ করেছে ।

মানুষের জীবনে প্রেম-ভালোবাসা আসা খুবই স্বাভাবিক একটা ঘটনা । আসতেই পারে । শুধু মানুষ না সব প্রাণীর মাঝেই এইসব প্রেম-ভালোবাসা দেখা যায় । মানুষ মানুষকে ভালোবাসবে‚ সম্পর্কে জড়াবে‚ বিয়ে করবে এটাই স্বাভাবিক । যদিও আমাদের সোসাইটিতে নব্বইভাগেরই প্রেম-ভালোবাসা নিয়ে এখনও নেগেটিভ ধারণা আছে । যে সমাজে পুরুষ-নারীর সম্পর্ককেই এই ধারণা; সে সমাজে সমকামিতা যদি কোনোভাবে ঢুকে যায় তাহলে বোঝেন অবস্থা!

ছোটদেরকে যদি ভুলটি ধরিয়ে দেয়া হয় তবে ছোটরা ভাবে বড়রা ভুল কথা বলছে । এই ছেলে/মেয়ে অনেক ভালো । বিশ্বাসী‚ সৎ‚ যোগ্য ব্যক্তি সে-ই । অথচ কিছুদিন অতিবাহিত হওয়ার পরই আসল ঘটনা উদ্ঘাটিত হয় । সে তখন তার ভুল বুঝতে পারে ।

মানুষের আচার-আচরণ‚ চালচলন‚ কথাবার্তা‚ পরিবার‚ এলাকা‚ সামাজিক অবস্থান দেখেও মানুষ সম্পর্কে অনেককিছু বোঝা যায়‚ জানা যায় । বয়স বাড়ার সাথে সাথে মানুষ তার ভুলগুলো বুঝতে শেখে স্বভাবতই ।

নিষেধ সত্ত্বেও বা বিচার না করেই যারা সিদ্ধান্ত নেয় তাদেরকে কিছু বলার থাকেনা । কারণ তারা মানতে চায়না । বাস্তবতার নিরিখে তারা কখনও যাচাই-বাছাই করেনা । আবেগে গা ভাসিয়ে দিয়ে বিবেক-বুদ্ধিকে তুচ্ছজ্ঞান করে সিদ্ধান্ত নিয়ে ফেলে । অথচ এদের নির্মম পরিহাসের জন্য এরা নিজেরাই দায়ী; অন্যকেউ নয় ।

মনে রাখবেন একজন গরীব লোক বাজার করতে গিয়ে টমেটো-শসা-মাছকে যতটা না খতিয়ে দেখে তেমনি ধনীরাও কিন্তু ঠিকই খতিয়ে দেখেই জিনিসটা কেনা‚ যতই তার অর্থ-সম্পদ বেশী থাকনা কেন ।

রবীন্দ্রনাথ বোধহয় একারণেই বলেছিলেন‚ “বিয়ে না করে ঠকা ভালো । বিয়ে করে ঠকলেই মুশিল ।”


২৭ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ | শনিবার

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৩

রূপম রিজওয়ান বলেছেন: ঠিক তাই!
:( :( :( :( :( :( :( :(

২| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: ছোটরা সব বুঝে। সব। এ যুগের পোলাপান ভাগ্যবান। আমরা যখন ছোট ছিলাম ভাগ্যবান ছিলাম না।
আপনার বন্ধুর জন্য মায়া হচ্ছে।

৩| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের সমাজে অবিবাহিত ছেলেমেয়েদের মধ্যে প্রেম-ভালবাসা
যেন একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে।
ইসলামের দৃষ্টিতে বিয়ের আগে প্রেম করা সম্পূর্ন হারাম আর
ইসলামে নারী পুরুষের সম্পর্কের পবিত্র আর বৈধ পন্থা হল বিয়ে।
এর বাইরে অর্থাৎ “বিয়ের আগে নারী পুরুষের সম্পর্ক, বয়ফ্রেন্ড,
গার্লফ্রেন্ড, লিভ টুগেদার এসব সম্পূর্ণ হারাম।
পবিত্র কুরআনের সূরা নূর এর ৩০ নং আয়াতে পুরুষদের চোখ
নীচু রাখতে এবং লজ্জা স্থান হিফাজত করতে বলা হয়েছে।
৩১ নং আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে, পর্দা করার কথা বলা
হয়েছে আর নারীরা কাদের সাথে সাক্ষাত করতে পারবে তাদের একটা তালিকা দেওয়া হয়েছে।
ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে গুনাহ থেকে বাঁচতে বিভিন্ন উপায় বলে দেয়।প্রেম করলে
শয়তান অবশ্যই জিনা করতে প্রলুব্ধ করবে। ইসলামে বিয়ের আগে প্রেম করা হারাম।

৪| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: ছোটরা প্রেম ভালোবাসার ক্ষেত্রে না জেনেই না ভেবেই হুট করেই সম্পর্কে জড়িয়ে যায়।

বিষয়টা হয়তো পুরোপুরি এরকম নয়, আসলে এই বয়সটা এসব করতে বাধ্য করে। বয়ঃসন্ধিকাল যে কোনো মানুষের ক্ষেত্রেই খুব জটিল কিছু পরিবর্তন নিয়ে আসে, সে সময় আশপাশ ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য সম্ভব হয় না। কারণ আমাদের দৃষ্টিভঙ্গি পিতামাতার সাথে সন্তানদের সম্পর্কে বাধ সাজে।

৫| ১২ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৩৮

বাহাউদ্দিন আবির বলেছেন: এ যুগে ছেলেমেয়ে প্রেম করার অন্যতম একটা কারন সমাজব্যবস্থা ও বটে। তারা প্রেম করছে কারন কথা বলার,সময় পাস করার লোক নেই।কথা শোনার নেই।সবাই বিজি। সো একজন কেন্দ্রীক বা একাধিক প্রেম কেন্দ্রিক ঝুকছে কারন এটা সহজ অপশন

৬| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বয়সন্ধিকাল সময়টা মারাত্মক ভয়ংকর । এসময় মা বাবাদের সব সময় খেয়াল রাখতে হয়

৭| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৭

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: সহমত পোষণ করছি ।

৮| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৮

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: প্রেম তো আগেও ছিল; তবে এখন প্রেক্ষাপটটা ভিন্ন ।

৯| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২০

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন।

১০| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২১

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: হ্যাঁ অবশ্যই হারাম । কিন্তু এ সমাজের কয়টা হারাম থেকে আমরা পরহেজ থাকতে পারছি!

১১| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২২

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: সহমর্মিতার জন্য ধন্যবাদ ।

১২| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২২

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: জ্বি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.