নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক দুরন্তর মানুষ ও মানুষের ভাবনাচিন্তা

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮

এই পৃথিবীতে খুবই সামান্য কিছু অসাধারণ লোক এসেছেন । যারা অসাধারণ সব কাজ করে গেছেন‚ করছেন । এই পৃথিবীর স্বার্থের জন্য যাদের খুবই প্রয়োজন । যারা আয়ত্ত করতে পেরেছেন অভাবনীয় কিছু; যা আপনার-আমার মত সাধারণ মস্তিষ্কে ধরবেনা অনেকসময় ।

বিভিন্ন সেক্টরের কিছু অসাধারণ মানুষ! কেউ সাদা চামড়ার‚ কেউ কালো চামড়ার‚ কেউ লম্বা‚ কেউ বেঁটে‚ কেউ মুসলমান‚ কেউ হিন্দু‚ কেউ খ্রিষ্টান‚ কেউবা অন্যকোনো ধর্মের আবার কেউবা নাস্তিক । দুইশো বছরের মানুষের ভাবনাচিন্তা‚ লক্ষ্য‚ পুস্তক‚ বিদ্যা একরকম ছিল‚ এখন পুরোপুরি অন্যরকম । পুরোনোকে মানুষ এখন আর খুব একটা বিশ্বাস করতে চায়না । মানুষ তার সাধারণ চোখ-মস্তিষ্কে যেটা দেখে সেটাই শুধু বিশ্বাস করতে চায়! প্রাকৃতিক‚ অলৌকিক‚ পরম্পরাগত‚ ধর্মগত‚ পুঁথিগত‚ বিভিন্ন বিদ্যাগত শক্তি সম্পর্কে মানুষের বিশ্বাস কমতেছে দিনদিন ।

মানুষ সৃষ্টির এত অল্প সময়েই মানুষ এত সুউচ্চে পৌঁছাতে পেরেছে । যা হয়তোবা ডারউইনের বিবর্তনবাদকেও কাবু করতে সমর্থ । ডারউইন এত সুক্ষ্ম সুক্ষ্ম পরীক্ষার দ্বারা/যাচাই-বাছাই দ্বারা প্রাণীর উত্তরসূরীর সূত্র মেলানোর চেষ্টাও বর্তমানে মানুষের তথা বিজ্ঞানের বিকাশকে পিছনে ফেলবে হয়তোবা । যদিও এটা ঘটেছে খুব স্বল্প সময়ে । মানুষ অগ্রগতি যেন চোখের পলকেই সব এক রূপ থেকে অন্যরূপে পাল্টে দিচ্ছে ।

আমার মনে হয় ১৮০০-২০০০ সালের মধ্যে মানুষ এমনকিছু খুঁজে পেতে শিখেছে বা খুঁজে পেয়েছে যার দ্বারাই এতটা অগ্রগতি লাভ করছে । যেমনটা সোনার খনিতে একটা সোনা খুঁজে পাওয়ার পর পরবর্তীতে সোনার খনি খনন কাজের মত । যার ফলে এতটা দুঃসাহসিক কাজ করতে সমর্থ হচ্ছে মানুষ । উন্নতিকামী মানুষ-স্বপ্নকে বাস্তবিক রূপ দেয়া মানুষ তাতে যেকোনোকিছুকেই উৎসর্গ করতে প্রস্তুত । সেটা যদি নিজের প্রাণ বা আরও দশটা প্রাণের বিনিময়ে হোক তথা শতকোটি কোষ ধ্বংস করে হলেও ।

আমার মাঝেমধ্যে ইচ্ছে করে এই অসাধারণ লোকগুলোর টুটি চেপে ধরে বলি‚ “এই ব্যাটা বল এইটা ক্যামনে আয়ত্ব করতে পারলি তুই? কিভাবে এইটা তৈরি করতে পারলি?”। হাহাহা!

—সাব্বির আহমেদ সাকিল
১৫ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | শুক্রবার

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: যে জামা খুলে ফেলেছে তার সমস্যা একটাই- ন্যাংটা।

আর যার গায়ে জামা, তার সমস্যা হাজারটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.