নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

যেখানে যৌনতা নয় বরং নিখাদ ভালোবাসা খুঁজে পাবেন—

১১ ই মে, ২০২০ ভোর ৪:৫৯

(১)অ্যামাজন বনে বাস করা বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর(হুয়ারোয়ানি, গুয়াজাজারা ইত্যাদি) মানুষগুলোকে যখন দেখবেন উলঙ্গ হয়ে উৎসব পালন করছে বা রিজিওনাল আচার-অনুষ্ঠান পালন করছে । সেখানে আপনি কোনো যৌনতা খুঁজে পাবেননা ।

(২)যখন দেখবেন নাইজেরিয়া বা উগান্ডার একজন জমকালো মহিলা তার বাচ্চাকে পরম যত্নে স্তন বের করে দুধ খাওয়াচ্ছেন । মহিলাটি কালো হলেও তখন এই দৃশ্য দেখলে আপনি বরং মা-সন্তানের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যাবেন । সেখানে আপনি কোনো যৌনতা খুঁজে পাবেননা ।

(৩)যখন দেখবেন কিছু বিখ্যাত ইংলিশ মুভিতে(লাইফ ইজ বিউটিফুল, হ্যাকশ রিজ, গ্রীন মাইল, এ বিউটিফুল মাইন্ড, টাইটানিক) চুম্বনের দৃশ্য; তখন আপনি মোটেও নিখাদ ভালোবাসা ছাড়া অন্যকিছু ভাবতে পারবেননা । আপনার মস্তিষ্ক সেভাবে কখনোই সাড়া দিবেনা । শুধু মনে হবে এই দৃশ্যর পরে কি ঘটবে-কি ঘটতে পারে ।

(৪)যখন একজন মহিলা এক্সিডেন্টে জামা-কাপড় ছিঁড়ে যাওয়ার পরও কোনোমতে উঠে তার সন্তানকে হন্য হযে খুঁজতে থাকে । তখন আপনি সেখানে কোনো যৌনতা খুঁজে পাবেননা ।

(৫)যখন রাস্তায় ভিখারিনীর অর্ধনগ্ন শরীর দেখা যায় । তখন হয়তোবা আপনার সামান্য সিমপ্যাথিই কাজ করবে, অন্যকিছু না । সেখানেও কোনো যৌনতা খুঁজে পাবেননা ।

(৬)যখন একজন গর্ভবতী মহিলা প্রসব বেদনায় ছটফট করবেন, তখন কাপড়-চোপড় এদিক-সেদিক হলেও আপনি সেখানে যৌনতা খুঁজে পাবেননা ।

(৭)যখন ট্রেনে কাটা পড়ে কোন মহিলার শরীর ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে, স্তন একদিকে ভ্যাজিনা আরেকদিকে । সেখানে আপনি যৌনতা খুঁজে পাবেননা ।

(ফুটনোটঃ যৌনতা নামক হরমোনঘটিত প্রাকৃতিক ব্যাপারটিকে আমরা কখনোই উপেক্ষা করতে পারিনা । শুধু মানুষ-ই নয় বরং পৃথিবীর সমস্ত ফ্লোরা-ফনা কেউ-ই উপেক্ষা করতে পারেনা(হরমোনঘটিত সমস্যাসম্পন্ন ছাড়া)। হরমোনঘটিত যৌন প্রক্রিয়া আমাদের সবার মাঝে বিদ্যমান থাকলেও অন্য হরমোনের প্রভাবে কিছু বিষয়কে ভিন্ন দৃষ্টিতে দেখতে হয় । কারণ আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব । দৃষ্টিভঙ্গির নূন্যতম পরিবর্তনের ফলেই আমরা কেবল নিজেকে প্রকৃত মানুষ বলে পরিচয় দিতে পারি!)

—সাব্বির আহমেদ সাকিল
২৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ | সোমবার

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২০ ভোর ৫:২৮

মীর আবুল আল হাসিব বলেছেন:

দৃষ্টিভঙ্গির নুন্যতম পরিবর্তনের ফলেই আমরা কেবল নিজেকে প্রকৃত মানুষ বলে পরিচয় দিতে পারি!

খাটি কথা।

২| ১১ ই মে, ২০২০ ভোর ৫:২৮

মীর আবুল আল হাসিব বলেছেন: কি দেখছি সেটা কোন বিষয় না, বিষয়টা হলো কিভাবে দেখছি।

৩| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
সবার আগে মানূষ, মানবতা।

৪| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: মানুষ মানুষের জন্য । জয় হোক মানবতার

৫| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দৃষ্টিভঙ্গিই বদলে দেয় অনুভব নেক্রোফিলিয়ার রোগী বা যৌ্নকাতর উন্মাদ ব্যাতিত।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.