নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন একটা অদৃশ্য শিরোনাম । যার বিস্তারিতই দেখে শুধু মানুষ, মূল শিরোনাম দেখেনা কেউ । কেউ কেউ আবার বিস্তারিত সংবাদের মাঝেই হার মেনে যায়...

নির্বাক কাকতাড়ুয়া

নদীতে ভেসে চলা ভাসমান কচুরিপানাগুলোর মতই আমার জীবন...

নির্বাক কাকতাড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

স্পেসিস অব পলিটিক্স

০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:০১

আব্বা পলিটিক্সের সাথে কখনোই সম্পৃক্ত ছিলোনা । যেকারণে পলিটিক্স সম্পর্কে আব্বা আমাদের কোনো জ্ঞান দিতে পারেননাই । রাজনৈতিক কূটনীতির অভ্যন্তরীন কুটিল বিষয়াদি শেখাতে পারেননাই আমাদের । এইটা আব্বার ব্যর্থতা না‚ কারণ আব্বা সেই স্পেস পাননাই কখনো । দাদা ছোটবেলায় মারা যাওয়ার দরুণে আব্বা লেখাপড়া করার সুযোগ পাননাই । তবে লেখাপড়া না করেও তীব্র(সততা‚ নিষ্ঠা‚ কর্মস্পৃহা বোঝাতে) সাফল্য নিয়ে বুক উঁচু করে সমাজের বুকে চলেন ।

রাজনৈতিক কুটিলতা সম্পর্কে জ্ঞান থাকাটা একজন মানুষ যিনি সোসাইটির একটু উপরের দিকে যাওয়া-আসা করেন তাঁর জন্য অনেক দরকারি ।

যখন ভার্সিটিতে ভর্তি হই তখন এককেন্দ্রিক একটা পলিটিক্যাল ব্যবস্থা দেখতে পাই । কোন দল ভালো‚ কোন দল খারাপ এইটা জাজ করার মতো কোনো সুযোগ তৈরি হয়ে ওঠেনাই । ক্যাম্পাসে নির্দিষ্ট একটা দলেরই শুধু মিছিল-মিটিং-সমাবেশ-পোস্টার-ফেস্টুন । অনেক শিক্ষককে দেখি রাজনীতির সাথে ইনভলভ থাকলে তাঁদের দেখে নাক সিঁটকান । কেনো সিটকানি দেন সেটাও অজানা দুর্নীতি‚ দলীয় কোন্দল‚ টেন্ডারবাজি‚ মাস্তানি‚ কেলেংকারী এটাই রাজনৈতিক ধর্ম । এই ধর্মের বাহিরে চলা মানুষ খুবই নগণ্য ।

যখন আমিও এরকম করাপ্ট পলিটিকাল লোকের মুখে রাম-নাম শুনি তখন তাকে ‘খা*** পোলা’ বলে গালি দিতে ইচ্ছে করে‚ মুখে থুথু নিক্ষেপ করতে ইচ্ছে হয় ।

ভার্সিটি জীবনে ছেলেপেলে পলিটিক্স শিখবে‚ জানবে । কিন্তু দেখা যায় বড় বড় ভার্সিটির ছেলেপেলেরাই ভবিষ্যতে রাষ্ট্রের টাকা লুণ্ঠন করে বিদেশে গিয়ে হোয়াইট এসকোর্টের সাথে রাত কাটান । লুট করা টাকা দিয়ে বেশ সাচ্ছন্দ্যে নিজের জীবন‚ ভবিষ্যত বংশধরের জীবন শাহেনশাহ হিসেবে কাটিয়ে দেন ।

হঠাৎ পলিটিক্স সম্পর্কে কথা বলছি কেনো! শুনুন...পলিটিক্স মানে শুধু একটা দেশের রাজনৈতিক দলকেই বোঝায়না । পলিটিক্সের বিভিন্ন স্পিসিস আছে । ফ্যামিলি পলিটিক্স‚ অফিস পলিটিক্স‚ বিজনেস পলিটিক্স‚ সাংগঠনিক পলিটিক্স ব্লা ব্লা । আর এই পলিটিক্সের কালো থাবায় কেউ পদপিষ্ট হয় আবার কেউবা গাধা হয়েও ঘোড়ার মতো দাপট দেখিয়ে বেড়ায় । যাঁরা এইসব পলিটিক্সের স্বীকার হন তাঁদের সিংহভাগই সরল-সোজা পথের মানুষ । যাঁরা সাধারণত তেলবাজি করতে পারেন‚ মিথ্যা দিয়ে সবকিছু রাখঢাক করতে জানেন‚ কালোকে সাদা আর সাদাকে কালো করতে পারেন দিনশেষে দেখা যায় তাঁরাই সাফল্যের বরণডালা নিয়ে ঘরে ফেরেন ।

সত্য-মিথ্যা‚ সততা-অসততা‚ নীতি-দুর্নীতি নিয়ে এখন প্রচণ্ড ক্ষোভ জন্মে যায় । একবার মনেহয় স্বার্থপর কেনো হতে পারলামনা‚ কেন চাটুকারিতা করতে পারলামনা‚ কেন পলিটিক্স ট্রিক্স শিখলামনা আর প্রয়োগ করলামনা । কেউ চক্রান্ত করা শিখতে পারলামনা ।

মিথ্যাদের জয় বরাবরই সুনিশ্চিত । বুঝতে পারিনা মিথ্যার সুনিশ্চিত পথের দিকে হাঁটবো নাকি সত্যের অনিশ্চিত একটা পথের দিকে হাঁটবো...পলিটিক্সের কাছে আমার ভয় লাগে‚ শঙ্কিত লাগে‚ বিপর্যস্ত লাগে‚ ক্লান্ত লাগে!

◾সাব্বির আহমেদ সাকিল
▪️২৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ | রোববার | ০৭ মার্চ ২০২১ ইং

#সাব্বিরসাকিল #অলিখিত #আগুনের_দিন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ রাত ১০:০৭

চাঁদগাজী বলেছেন:



অনেক টাইপ টুইপ করেছেন, নতুন কিছু নেই, ব্লগে ইহা দিন ১০ বার করে বলা হয় কমপক্ষে।

২| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: পলিটিক্স থেকে দূরে থাকাই মঙ্গল।

৩| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ৭:১৬

কবিতা ক্থ্য বলেছেন: রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাইলে - ফল ভালো হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.