নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তক বাংলাদেশ চাই

সাব্বির জুবাইর

সাব্বির জুবাইর › বিস্তারিত পোস্টঃ

জার্মান মানুষ সম্পর্কে ইন্টারেস্টিং পর্যবেক্ষণ

১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৪

জার্মানিতে দুই সপ্তাহের একটা সফরে এসে দেখলাম এখানে শিশু থেকে বৃদ্ধ সবাই সাইকেল চালায়। মেদহীন ঝরঝরে মানুষগুলাকে দেখলে আপনি নিজেও সুস্হ অনুভব করবেন। অফিসগামী ভদ্রলোক, ভার্সিটি ফেরত ‍তরুনী, স্কুলগামী বালক, পরিত্যক্তা বৃদ্ধা কেউ বাদ নাই। সাইকেল কাস্টোমাইজ করে বহুবিধ ব্যবহারের উপযোগী করা হয়।আলগা জিনিসপত্র জোড়া লাগিয়ে মা তার শিশুকে সাইকেলে বহন করার জন্য প্রস্তুত করেন। বাসের পেছনে সাইকেল জোড়া লাগানোর সুব্যবস্হা। তার মানে আপনি সাইকেল সাথে করে যেখানে ইচ্ছে যেতে পারবেন।
কিন্তু জার্মানিতে মোটর সাইকেল চোখে পড়েনা কেন? সম্ভবত পরিবেশের কথা বিবেচনা করে এখানকার সরকার ইন্সুরেন্স ইত্যাদি প্রতিবন্ধকতা দিয়ে নিরুৎসাহিত করে রেখেছে।
মিউনিখ থেকে রিজেন্সবার্গ যাওয়ার পথে রাস্তার দুই ধারে লাখে লাখে সোলার প্যানেল নজরে আসে। মাঝেমধ্যে আছে বায়ুচালিত ওয়াইন্ডমিল। ইউরোপের আবহাওয়ার তুলনায় নিরক্ষীয় বাংলাদেশের আবহাওয়া অনেক বেশি সূর্যস্নাত হওয়ার কথা। আমরা কেন কাজে লাগাচ্ছিনা?
ডাচরা হচ্ছে পৃথিবীর লম্বা জাতি। নৃতাত্ত্বিক দিক থেকে জার্মানরা এবং ডাচ খুবই কাছাকাছি। জার্মানির জার্মান নাম ডয়েচল্যান্ড সম্ভবত তারই দিকে ইঙ্গিত করে। তাই জার্মানিতে অনেক লম্বা মানুষ চোখে পড়ে। জার্মানরা স্কটিশ বা আইরিশদের মত হেলেদুলে চলেনা। ক্ষীপ্র এবং চৌকস। জার্মান কিন্তু বোকা এটা বিরল ঘটনা।
জার্মান খাবার ইউরোপের কেউ পসন্দ করেনা। আমার কাছে ভালোই মনে হলো। একটু লবণাক্ত এই যা।


মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: ভাইয়া তুমি দেখছি জার্মানী আর জার্মানদের দেখে সত্যিই মুগ্ধ হয়েছো। ভাইয়ামনি আমারও মনে হয় সাইকেল চালালে আমাদের পরিবেশের যেমন ভালো হত তেমনি ভাবে নিজের শরীরেও।

কিন্তু কি আর করা যদিও আজকাল শহরে অনেকেরই বাহন সাইকেল কিন্তু জার্মানদের মত হতে ১০০ বছর লাগবে!

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

সাব্বির জুবাইর বলেছেন: সত্যিই মুগ্ধ হয়েছি। ওদের সাইকেলের আলাদা লেন আছে। আমাদের প্রধান রাস্তাই যখন নাই, সাইকেলের জন্য আলাদা লেন হইতে অনেক দেরি। অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য।

২| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


জার্মান খাবার ভালো লেগেছে, ভালো কথা; মেয়েরা বউ হিসেবে কেমন, কিছু ভাবছেন টাবছেন নাকি?

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

সাব্বির জুবাইর বলেছেন: বউ হিসেবে কেমন তা বলতে পারবোনা। তবে জার্মান মেয়েরা খুবই রূপবতী হয়। বিশেষ করে পশ্চিম দিকের মেয়েগুলা। ওরা বাদামি চামড়া নাকি বেশ পছন্দ করে।

৩| ১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: আমস্টারডাম গেলে দেখবেন সবাই সাইকেল চালাচ্ছে। এমন কেউ নাই যে এখানে সাইকেল চালায় না। অনেকে এই শহরকে সাইকেলের শহর বলে।

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

সাব্বির জুবাইর বলেছেন: এটা শুনেছি ডাচরা প্রচুর সাইকেল চালায়। জার্মান এবং ডাচ কাছাকাছি তো সে কারনে মনে হয়।

৪| ১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ট্র্যাকার বলেছেন: আচ্ছা, জার্মানিতে নাকি মাত্র ৪ ঘণ্টা রাত হয়?

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

সাব্বির জুবাইর বলেছেন: আমার মনে হয়না। জুন ২১ এর দিকে আনুমানিক ৬-৭ ঘন্টার মত রাত হয়। গ্রীষ্মকালে এটা উল্টে যায়।

৫| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১২

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ জানানোর জন্য। পরিবেশ বান্ধব । ফ্রেন্ডলি কেমন জার্মানরা ?

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

সাব্বির জুবাইর বলেছেন: আমার কাছে বন্ধুপরায়ন মনে হইছে। কিন্তু অন্যান্য ইউরোপিয়ানরা বলে জার্মানরা বন্ধুত্বপরায়ন না। ওদের নাকি আবেগ কম।

৬| ১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৭

নাসির ইয়ামান বলেছেন: সাইকেলের বহুল ব্যবহারে ঢাকা শহরে যানজট কমে যাবে!

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

সাব্বির জুবাইর বলেছেন: সেটা জন্য প্রথমে দরকার সাইকেলের জন্য আলাদা নিরাপদ লেন। সেটা ঘনবসতির ঢাকায় করা সহজ হবেনা।

৭| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: টুকরো নয়। পুরো জার্মানকে নিয়ে একটা পোস্ট দিন।

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

সাব্বির জুবাইর বলেছেন: অনেক ধন্যবাদ অনুরোধ করার জন্য। লিখবো।

৮| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৯

সুমন কর বলেছেন: জানলাম, ওরা অনেক আগে থেকে সাইকেল চালায় আর আমরা সারা বছর খেয়ে-দেয়ে ভুড়ি বানিয়ে তারপর পার্কে দৌড়ঝাপ করি।
প্রতিউত্তর নাই যে !!!

২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

সাব্বির জুবাইর বলেছেন: প্রতিউত্তর দিলাম। ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.