নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র

সাদাত তানজির

Legal Practitioner

সাদাত তানজির › বিস্তারিত পোস্টঃ

সেই গল্পটা... (পূর্ণেন্দু পত্রী)

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি
শোন,পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে।
আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে 
বানিয়ে ফেলেছিল ছাব্বিশ বছরের ছোকড়া। 
সে তো আগেই শুনেছো 
সেদিন ছিল পাহাড়টার জন্মদিন 
পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পড়ে আসবে 
মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে 
ভালোবাসলে নারীরা হয়ে যায় নরোম নদী 
পুরুষরা জ্বলন্ত কাঠ। 
সেইভাবেই সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে 
পাহাড় ছিল মেঘের ঢেউ জলে 
হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের যত ঝম্ফ 
ঝাকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের হুমকিতে ছুটে এল এক ঝাঁক হাওয়া 
মেঘের আঁচলে টান মেরে বলল 
ওঠ ছুঁড়ি তোর বিয়ে। 
এখনও শেষ হয়নি গল্পটা 
বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই 
কিন্তু পাহাড়কে সে কোনদিনই ভুলতে পারলো না 
বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড়-পাজর 
ভেতরে থৈ থৈ করছে শত ঝরনার জল।
তারপর তারপর শেষ হলো চৌদ্দ বছরের অজ্ঞাত বাস,
সে আমাকে দেখ ঢুকরে উঠলো,
আমি তাকে দেখে চমকে উঠলাম,
তুমি এত বিবর্ন কেন?
সে বললো আমার হাতের দিকে তাকাও,
তার হাতে ঘর পোড়া আগুনের
চাকা চাকা ছ্যাকা।
আমার চোখের দিকে তাকাও,
তার চোখে উপড় হয়ে আছে দুটো মরা ভ্রমর,
আমার বুকের দিকে তাকাও,
তার বুকে ভাঙ্গা রাজবাড়ির সমস্ত ইট পাথর।
আমি ভিজে বাতাসের মত জিজ্ঞেস করলাম,
তোমাকে কাঙ্গাল সাজালো কে?
সে ঝরা পাতার শব্দে জানালো
সপ্নের দরজা খুলে দিয়ছিলাম যাকে?
তারপর তারপর আমিই তাকে সাজাতে বসলুম,
আমার নিজের ভিজে পালকে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.