![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Legal Practitioner
একটা গল্প লিখব ভাবছি
তোমায় আমায় মিলে।
হয়তোবা শুরুটা হবে না সচারাচার হয় যেমনটা
অসম বন্টন থাকবে না অতটা
জমবে না খুব একটা
টুইস্ট বলতে বেঁচে থাকাটাই কম কীসে।
তবুও কাক ডাকা দুপুরে
যান্ত্রিক শহুরে নিস্তব্ধতায়
ভাত ঘুমের বিছানায় চোখ বুলানো যাবে।
প্রান্তিক জীবনের দিনগুলতে
মোটা ফ্রেমে বেঁধে রাখার প্রায়াস কিংবা
যৌবন রমন্থনের লোভ,
যাই হোক এক কাপ ধোয়াঁয় তোমার
আকড়ে ধরা তারুণ্য।
আমি কেবল হাতড়ে যাই
কালো পৃষ্ঠার সময়ের গল্প
যেখানে অতি সামান্যতম অংশই আমাদের
তারও সবটাই তোমার
আমার বলতে কেবল ঐ উচ্ছিষ্ঠ গুলোই।
২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
সাদাত তানজির বলেছেন: ধন্যবাদ..
শুভকামনা রইল...
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।

শুভ ব্লগিং........