![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Legal Practitioner
চারিদিকে যখন ঠাঁঠা রোদ,
মিথ্যে হাসিরাও যখন আপন দায়িত্বে ক্লান্ত...
বিরাজমান অস্থিরতা আর যান্ত্রিক জীবনের গতি যখন তীব্র থেকে তীব্রতর।
তখন সবকিছু থেকে নিজেকে আড়াল করে, চার দেয়াল কে সঙ্গী করে শিরোনামহীন শুনতে ইচ্ছে করে।
ইচ্ছে টা খুব ই অল্প,শান্ত।
শোরগোলের পৃথিবীতে পুরোটা নিজের হতে পারা যায় এই ইচ্ছের হাত ধরে।
তারপর...
তাকিয়ে থাকা শূন্য দৃষ্টিতে
দেয়ালের অপার্থিব আলোর ভিড়ে
ওপাশের আলো ফাটল ধরায়
সব চুক্তিতে সব বিশ্বাসে।
চলমান অসম প্রতিযোগিতার প্রতিযোগী আমি নই।
নই আমি বিরাজমান অস্থিরতার অংশীদার।
আমি শ্রান্ত পথিক।
আমি জানালায় দাঁড়িয়ে শেষ টা দেখার প্রতিক্ষায়।
বা আমি শিরোনামহীন। যাকে সজ্ঞায়িত করতে স্বয়ং সংজ্ঞারাও ক্লান্ত।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
সাদাত তানজির বলেছেন: ধন্যবাদ...
৩| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৭
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা, কিন্তু আপনার আর নতুন লেখা কই?
৪| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৭
মিঃ আতিক বলেছেন: আমি জানালায় দাঁড়িয়ে শেষ টা দেখার প্রতিক্ষায়।
সুন্দর।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১
টুনটুনি০৪ বলেছেন: ভাল লেগেছে।