![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Legal Practitioner
বাবু গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের আংশিক অনুবাদ করেন। একজন অমুসলিম হয়ে পবিত্র কোরআনের অনুবাদ ? সত্যিই প্রসংসার দাবী রাখে। ! আর সবার মত আমিও অবাক হয়েছিলাম।
কিন্তু! আর অবাক হইনা। কারন ইতিহাসের আত্বহনন যখন পড়ি, আবেগ নয় বাস্তবতায় যখন আসি,ইতিহাস যে কত বিকৃত তা ভেবে অশহায় বোধ করি।
ইতিহাস দেখিয়েছে বাবু গিরিশচন্দ্রকে বীর হিসেবে। কিন্তু সমসাময়ীক রামায়ন , মহাভারতের মত মহান গ্রন্থগুলো সর্বপ্রথম কারা অনুবাদ করেছে? তার খোজ ইতিহাস চেপে গেছে।
হুসেন শাহ,পরগাল খাঁ, এবং ছুটি খাঁদের মত মুসলিম মনিষিরা যে রামায়ন,মহাভারতের মত গ্রন্থের লেখক তা কতজন জানে? জানবে বা কেন? ইতিহাসের কোথায় লেখা আছে? থাকবে বা কেন?
বিকৃতির ঝড়ে ইতিহাসই স্বয়ং আজ ইতিহাস।
©somewhere in net ltd.