নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র

সাদাত তানজির

Legal Practitioner

সাদাত তানজির › বিস্তারিত পোস্টঃ

হেলোসিনেশন

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৭

এখানকার মানুষগুলো খুব অসুখী, লাঞ্ছনা -বঞ্চনা,গঞ্জনা আর না পাওয়ার বেদনা নিয়ে এরা বেড়ে উঠে প্রতিনিয়ত,
আবার একসময় এই সকল দুঃখকষ্ট নিয়ে মরেও যায়।
অথচ কতো আশ্চর্যের বিষয়!! এরা কখনো এইসকল দুঃখকষ্ট মনেও রাখেনা, একটা দুঃখের সাগর পাড়ি দিয়ে আরেকটায় গেলে পিছনের দুঃখ এরা বেমালুম ভুলে যায়।
কতো উদার এদের মন!!!
এরা কোন রাগঢাক ছাড়াই প্রথমদিন ভুলে গিয়ে আবার পরের দিনের সূর্য দেখার অপেক্ষায় রাতের জোছনা উপভোগ করে, পরেরদিন যখন আবার সেই সূর্য তাদের জন্য মাত্রাতিরিক্ত উষ্ণতা নিয়ে উদিত হয় তখন আবার তারা তার পরেরদিনের জন্য অপেক্ষা করে, এভাবে অপেক্ষার নদীতে তাদের কতো পূর্ব পুরুষ যে ডুবে গেলো!! সেই হিসেব তারা কখনো করেনি।
তারা অপেক্ষা করতেই থাকে হয়তো কোন একদিন সুবোধ এখানে আসবে, এসে তাদের দুঃখ গোছাবে। কিন্ত এরা জানেনা এরা যে প্রত্যেকেই একেকটা সুবোধ, একেকটা পরিবর্তন..................

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: মানুষ মুলত দুঃখী। কারন একদিন তাকে মরে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.