নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*প্রথমেই বাস থেকে নেমে শাহজালাল উপসহর যাওয়ার উদ্দেশে রিকসায় উঠলাম । ছোট্টো একটা ব্রিজ পার হতে হয় যা বেশ উচু। ব্রিজের উপর উঠার পর পিছনে তাকিয়ে দেখি একটা বৃদ্ধ লোক ৫৫র মতো বয়স হবে যে রিকসাটাকে পিছনদিয়ে ঠেলে রিকসাটিকে উপরে উঠাতে চালককে সাহায্য করেছে মাএ ৫ টাকার জন্য। ব্যপারটা আমি যখন লক্ষকরি রিকসা তখন ব্রিজের উপরে। খুবই ক্লান্ত থাকার কারনে আসেপাশে খেয়াল করিনি ব্যপারটা লক্ষ করলাম তখন নিজেকে খুব দোসি মনে হচ্ছিল।
২. আমি বাংলাদেশের ৬৪ জেলার প্রায় ৪০ টা জেলা ভ্রমন করেছি। আর প্রত্যেক জেলারই আলাদা একটা স্থানিয় ভাষা রয়েছে যেগুলো স্ব স্ব জেলাযগুলোর গ্রাম অঞ্চলে গেলে শুনাযায় । কিন্তু জেলা শহরে যারা থাকে তাদে মুখে ঐ জেলার নিজস্ব ১০০% পিওর ভাষা শুনতে পাবেন না। কারন তারা ভাষায় আধুনিক হতেগিয়ে ভাষারই বিকৃত করছে । কিন্তু সিলেটে তার ব্যতাক্রম পেলাম । এখানকার স্থানিয় সকল লোক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শ্রমিক, চাকুরিজীবি, সকলেই ১০০% পিওর সিলেটি ভাষায় কথা বলে । ব্যপারটা খুবই ভালোলেগেছে যে তারা আধুনিক যুগেও সকল স্তরে নিজেদের আঞ্চলি ভাষাটাকে ভালবেসে ধরে রেখাছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: *****
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০
মামুন রশিদ বলেছেন: সবাই আঞ্চলিক ভাষা নিয়ে ব্যাঙ্গ করে, আপনি কমপ্লিমেন্ট দিলেন । সাধুবাদ ।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০
বাকি বিল্লাহ বলেছেন: মামুন রশিদ বলেছেন: সবাই আঞ্চলিক ভাষা নিয়ে ব্যাঙ্গ করে, আপনি কমপ্লিমেন্ট দিলেন । সাধুবাদ ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২
কলমের কালি শেষ বলেছেন: আঞ্চলিক ভাষার প্রতি টান আসলেই অনেক সুন্দর ।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: আমি সিলেট বহুবার গিয়েছি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১
সোহানী বলেছেন: +++++