নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

আমার একটা প্রশ্ন!

০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৯



বুয়েট কিংবা ঢাবির মত বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে টিকতে একজন শিক্ষার্থীকে যে পরিমানে সাধনা করতে হয় একজন সন্ত্রাসীর পক্ষে তা সম্ভব নয়। তাহলে এসব প্রতিষ্ঠানে সন্ত্রাসী আসে কোথা থেকে!
তবে কি বিশ্ববিদ্যালয়ই সন্ত্রাসী তৈরি করছে? নাকি সন্ত্রাসীরা অদৃশ্য শক্তির বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে জিতে যাচ্ছে?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৬

করুণাধারা বলেছেন: বুয়েটে অদৃশ্য শক্তির মদদে ভর্তিযুদ্ধে টিকে যাবার উপায় নেই। যখন ভর্তি হয় তখন তারা সন্ত্রাসী ছিল না, ধীরে ধীরে সন্ত্রাসীতে রূপান্তরিত হয়েছে, (কারণ জানে তারা যাই করুক কখনো তাদের শাস্তি হবে না)। এতটাই যে, তাদের বয়সী একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলল!!! আমি ভাবতে পারছি না।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: তার মানে দুটো অপশনের মধ্যে আপনি প্রথমটার সাথে একমত হয়েছেন।
ধন্যবাদ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫

নতুন বলেছেন: ক্ষমতার লোভ এদের কিভাবে অমানুষ বানাচ্ছে ?

ছা্ত্র রাজনিতি বন্ধ করতে হবে। সাধারন মানুষের একসাথে এখন ছাত্র রাজনিতি বন্ধের ব্যাপারে একমত হতে হবে।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কিন্তু ছাত্র রাজনিতি বন্ধই কি এর সমাধান?
তাহলে ভবিষ্যত নেতৃত্ব আসবে কোথা থেকে।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

নতুন বলেছেন: উন্নত বিশ্বে ছাত্ররা রাজনিতি করেনা। তাদের ভবিষ্যত নেতৃত্ব কোথা থেকে আসে?

তাদের ছেলেমেয়েরা বিশ্বে নেতৃত্ব দেয় বিজ্ঞান, ব্যবসা, দশ`নে.....

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: উন্নত বিশ্বে হয়ত এদেশের মত স্পেসিফিক ছাত্র রাজনৈতিক সংগঠন নেই কিংবা ছাত্র রাজনিতি নেই, তবে তাদের কিছু ছাত্রাবস্থাতে রাজনিতি করে, রাজনিতি বোঝার চেষ্টা করে।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি ছাত্র অবস্হায় কোন দল করেছেন?

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ছাত্র অবস্থায় শুধু দল সম্পর্কে জানতে চেষ্টা করেছি।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



দল সম্পর্কে জানার পর, ছাত্র অবস্হায় কোন দলকে সঠিক মনে হয়েছে?

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সঠিক মানুষ যেখানে নাই সেখানে দল কি করে সঠিক হবে।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুঃখিত, যারা ইনিয়ে বিনিয়ে ছাত্র রাজনীতির পক্ষে থাকে আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি। তাদের কোন অর্থেই দেশপ্রেমিক মনে করি না...

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আমিও আপনার সাথে দ্বিমত, তবে আপনার মতের প্রতি সম্মান রইল।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আপনি সত্য কথা বলেন না।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আমি যা বিশ্বাস করি তাই বলি। সুতারং এখানে সত্য মিথ্যার কোন সুযোগ নাই। হতে পারে এখানে আপনার আর আমার বিশ্বাসের বৈপরীত্য।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



ছাত্র রাজনীতি, এটা সবচেয়ে লাভজনক ব্যবসা; ইহাতে মাঝে মাঝে প্রাণ যায়, সেটা সবাই জানে

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বাংলাদেশের রাজনীতিই তো একটা ব্যাবসা, আর রাজনৈতিক দল গুলো গঠনতন্ত্রে নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও আদতে প্রত্যেক দলই একেকটা লিঃ কোম্পানি।
কিন্তু রাজনীতি তো কোন ব্যাবসা নয়। সমস্যা হচ্ছে রাজনীতি করছে ব্যাবসায়ীরা। ৪৭এর পর থেকেই যখন ক্ষমতায় এসেছে পুঁজিবাদী ব্যাবসায়ীরা তার ঘাড়েই চেপে বসেছে। মাঝখানে স্বাধীনতার পর বঙ্গবন্ধু একবার মুনাফাখোরী পুঁজিবাদী ব্যাবসায়ী মজুদদার দের ঘাড় ঝাড়া দিয়ে নামিয়ে দিতে চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্যের পরিহাস তাকেই নামিয়ে দেওয়া হল।

ছাত্র রাজনীতি ব্যাবসা নয়, মূলত ব্যাসায়ীরা বর্তমানে ছাত্র রাজনীতি করছে। ছাত্র রাজনীতি থাকার দরকার আছে, তবে সেটা কোন দলের অঙ্গ হয়ে নয়। ছাত্র রাজনীতি থাকতে হবে একটা সতন্ত্র রাজনৈতিক প্রতিষ্টান হিসেবে। যারা চোখ কান খোলা রেখে দেশের কল্যানে কাজ করবে। এ পর্যন্ত দেশে যত গৌরবময় আন্দলন হয়েছে সবখানেই ছাত্রদের বৃহত্তর ভূমিকা রয়েছে, এ কথা ভুরে গেলে চলবে না।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এর আগে একবার আন্দোলন হয়েছিল বুয়েটের এক ছাত্রকে ফেল করবার পরেও পরের সেশনে উত্তীর্ণ করায়। এই হল বুয়েট প্রশাসন। আর দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একই অবস্থা তারা শিক্ষার থেকে দাদালীতে অধিক যোগ্য।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সেদিন এক রিপোর্ট দেখলাম, ইউজিসির তদন্তে ঢাবি সহ দেশের ১৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের প্রমান পাওয়া গেছে।
অর্থাৎ সরকারি হিসেব মতেই ১৪ ভিসি দূর্নীতিবাজ, তাহরে বেসরকারী হিসেবে কয়জন হতে পারে ভেবে দেখুন! আর নীতিহীন শিক্ষক থেকে কি করে নীতিবান ছাত্র তৈরি হবে! বলা হয়ে থাকে শিক্ষকরা জাতী গড়ার কারিগর। এসব দূর্নীতিবাজ শিক্ষক কি করে ছাত্রদের নৈতিকতা শিক্ষা দিয়ে নীতিবান জাতী গঠন করবে!

১০| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ছাত্ররা হবে মানবিক ও বিবেকবান। অথচ তারা আজ হিংস্র।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সেদিন এক রিপোর্ট দেখলাম, ইউজিসির তদন্তে ঢাবি সহ দেশের ১৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের প্রমান পাওয়া গেছে।
অর্থাৎ সরকারি হিসেব মতেই ১৪ ভিসি দূর্নীতিবাজ, তাহরে বেসরকারী হিসেবে কয়জন হতে পারে ভেবে দেখুন! আর নীতিহীন শিক্ষক থেকে কি করে নীতিবান ছাত্র তৈরি হবে! বলা হয়ে থাকে শিক্ষকরা জাতী গড়ার কারিগর। এসব দূর্নীতিবাজ শিক্ষক কি করে ছাত্রদের নৈতিকতা শিক্ষা দিয়ে নীতিবান জাতী গঠন করবে!

১১| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: ভাই আমরা গরীব দেশ। আমাদের ছাত্র রাজনীতি দরকার নাই। ছাত্ররা করবে লেখা পড়া।

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: অবস্যই লেখা পড়া করবে। প্রতিটা পিতা মাতাই অনেক স্বপ্ন নিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়। আবার একজন ছাত্রের পিছনে রাষ্ট্রও অনেক অর্থ ব্যয় করে। একজন ছাত্রের মৃত্যুতে শুধু তার পরিবারই নয় পুরো রাষ্ট্রই ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু বূর্জয়া রাষ্ট্রে নিজেদের অধিকার আদায়ে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকাটা জরুরি। শোষকের ভয়ের যায়গাটা হচ্ছে এই ছাত্ররা, কারণ ছাত্ররা চাইলে ভেঙ্গে গুড়ো গুড়ো করে দিতে পারে শোষকের কালো হাতে।

খোকা ঘুমালো পাড়া জুড়ালো
বর্গী এলো দেশে।

খোকারা যদি ঘুমিয়ে যায় তাহলে তো বর্গীরা এসে তাদের শোষন চালাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.