নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বধোনী অনুষ্টান বর্জন করলাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭


শুনলাম বঙ্গবন্ধু বিপিএলের উদ্বধনী অনুষ্টান মাতাতে ইন্ডিয়া থেকে অভিনেতা অভিনেত্রি আনা হচ্ছে। আরেক দেশ হতে লোক ভাড়া করে এনে ডিসকো নাচ নেচে ইভেন্ট মাতানো হবে, আর একজন বাঙ্গালি হয়ে আমিও গর্ধবের মত তালে তালে নাচতে থাকব? না, আত্মমর্যাদা সম্পর্ন একজন বাংঙ্গালী কখনোই এটা গ্রহন করতে পারে না।

যেই বঙ্গবন্ধু বাংলাকে নিয়ে সর্বদা সবখানে গর্ব করে গেছে সে বঙ্গবন্ধুর নামে আয়োজিত টুর্নামেন্টের উদ্বধনী অনুষ্টানে ভাড়া করা বিদেশি? আপনি হয়ত মানতেই পারেন সেটা আপনার ব্যাক্তিগত এবং ব্যাক্তিত্বের ব্যাপার। তবে আমি ব্যাক্তিগত এবং ব্যাক্তিত্ববোধের জায়গা হতে এটা মানত পারছিনা। তাই ব্যাক্তিগত ভাবে আমি বঙ্গবন্ধু বিপিএলের উদ্বধোনী অনুষ্টান বর্জন করলাম। ডিসকো ড্যান্স আর আইটেম ড্যান্স যাই বলেন এর সবই আমার কাছে পাগলের প্রলাপ মনে হয়। তারচেয়ে সেদিন টিএসসিতে নাট্য উৎসবে গিয়ে মঞ্চনাটক দেখলাম। অসাধারন ছিলো! নজরুল, রবিন্দনাথ, শাহ্ আবদুল করিম, হাসন রাজা, আব্দুল জব্বার, আঃ হাদি........ কত জনের নাম বলবো এমন অনেকে রয়েছ। বাংলাদেশের অভিনয় জগতেও বর্তমানে অনেক অনেক গুনি শিল্পি কলা কৌশলী রয়েছে, রয়েছে অনেক ভালো ভালো ব্যান্ড। জানি এদের অনেকেই হয়ত এই অনুষ্টানে পার্ফাম করেবে। কিন্তু কথা হচ্ছে, এতবড় আয়োজনে একটা বিশেষ আকর্ষন থাকা লাগবে। ভাড়া করা বিদেশিরাই সেই বিশেষ আকর্ষন। যেখানে দেশীও শিল্পিরা দেশের মানুষের কাছে বিশেষ আকর্ষন হতে পারে না সেখানে আয়োজক কমিটির তেমন দোস দিয়েই আর কি লাভ। আমাদের মেন্টাল সেট-আপ টাই এমন, বাংলার প্রডাক্ট ভালো কিন্তু সর্বত্তম নয়। তাই বড়বড় আয়োজন কে সর্বত্তম করার জন্য আমাদের বিদেশি প্রডাক্ট ভাড়া করতে হবে।
হ্যা বিদেশি সাংস্কৃতির সাথে আপনি পরিচিত হতেই পারেন সেটা দোসের কিছু নয়। কিন্তু যখন নিজ সাংস্কৃতির চেয়ে বিদেশি সাংস্কৃতির প্রতি ঝুকে পরা হয়, সমস্যাটা ওখানেই। এটা অস্বীকার করার উপায় নেই যে, বর্তমানে অধিকাংশ তরুন-তরুনিদের হিন্দি বিনোদনের প্রতি গভীর আগ্রহ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশে বিলাসিতা মানায় না। এটা আমাদের দেশের কর্তা ব্যাক্তিরা কবে বুঝবে??

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যেদিন আমাদের দেশের পাবলিক এসব বুঝবে।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলিউডের লাস্যময়ী নায়িকারা যখন
ডিসকো নাচের মুদ্রা প্রদর্শণ করবেন
তখন আমাদের দেশের আমজনতা
তাদের পকেট উজার করে হুমড়ি
খেয়ে পড়বে তখন আয়োজকরা
সেটা কুড়িয়ে তাদের ঝোলা ভর্তি
করবেন। বিশ্বায়নের যুগে আপনার
বাঙ্গালী ঐতিহ্য ফুৎকারে উবে যাবে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: বলিউডের রং মেখে লাস্যময়ী হওয়া নায়িকার ০ ফিগার দেখে একঝাক আবাল পাবলিক পকেট উজাড় করবে। আরেক ঝাক টিভি স্ক্রিনে দেখে মনে মনে খেতে থাকবে, অপর দিকে আয়োজক অর্থ কুড়িয়ে ঝোলা ভরবে। এসব দেখে আমার বাঙ্গালীয়ানা এক ফুৎকারে উরে যাবে না, বরং এসব দেখে আমার ঐসমস্ত অভাগা পাবলিকের প্রতি করুনাই হতে থাকবে ।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: ভাল কাজ করেছেন।
কিন্তু এসব কথা এখানে বলার সাথে সাথে রাজপথেও বলতে হবে।

আর হ্যাঁ, এই লেখায় শিরোনামসহ অনেক জায়গায় টাইপো আছে সেগুলো ঠিক করে দিন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: যেখানে বলার সুযোগ করে নিতে পারব সেখানেই বলবো, যখন পাবো রাজপথে বলার সুযোগ করতে পারবো তখন রাজপথেও বলবো।
ধন্যবাদ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: সুযোগের অপেক্ষায় না থেকে সুযোগ যেন তৈরি হয় সেই কাজ করতে হবে।

আপনাকে সুযোগ দেবে কে?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: সুযোগ তৈরির চেষ্টা করছি বলেই বলছি, যখন রাজপথে বলার সুযোগ করতে পারবো তখন রাজপথেও বলবো

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কোটি টাকায় ডজন ডজন বিদেশী খেলোয়াড় আনতে পারলে, কোচ আনতে পারলে দুএকটা শিল্পি আনবে না কেন?
চলচিত্র শিল্পে কি বিদেশী শিল্পি আসে না?
শতশত হাজার হাজার ভারতিয় প্রডাক্সান ম্যানেজার এদেশে কাজ করছে। তখন কিছু বলেন না কেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন ।
বিদেশ থেকে যেমন প্লেয়ার আনা হচ্ছে তেমন বাঙালী খেলারও বিদেশে গিয়ে খেলছে। তাছাড়া বিদেশ থেকে প্লেয়ার আনা হলেও আমাদের দেশের খেলোয়াড়রাই কিন্তু এখানে আইকন ।
আমার এখানে মুল পয়েন্ট হচ্ছে হিন্দিকে বাংলায় এনে বাংলাদেশে কেন হিন্দিকে প্রমট করা হবে, তাও আবার হিন্দিই হবে বিশেষ আকর্ষণ।
বলতে পারেন বাংলাদেশি শিল্পীরাও ভারত সহ বিভিন্ন দেশে যায়।
১। হ্যা যায়, কিন্তু সেটা সেটা ঐ সে দেশের পাবলিককে বিনোদন দেবার জন্য নয়, প্রবাসী বাংঙ্গালীদের জন্য।
২। যদিও কোন দেশ তাদের অনুষ্টানে নেয় তবে সেটা বিশেষে আকর্ষন হিসেবে নয়!
৩। ইন্ডিয়াতে যায় তবে সেটা কোলকাতায়। এর বাহিরে গেলেও হিন্দি আর ইংরেজি মিলিয়ে বিনোদন দিতে হয়। তাও কিন্তু প্রধান আকর্ষন হিসেবে নয়।
শুধুমাত্র ভারতিয় প্রডাক্সান ম্যানেজারই নয়। হাজার হাজার ভারতিয় এদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে, এ নিয়ে ভালো ভালো মিডিয়ায় নিউজ হয়েছে, কিন্তু তাতে সরকারের কিছু যায় আসেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.