নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদলের উদ্দেশ্য ভাস্কর্যের বিরুদ্ধে আন্দলনে নেমেছে, আরেক দল ভাস্কর্য বিরোধিদের বিরুদ্ধে শাহবাগে বসে পড়ছে। এজন্য একদল ধর্ম রক্ষার কথা বলে মানুষকে জড়ো করছে, অন্যদল বিরিয়ানির প্যাকেট বিলিয়ে মানুষ জড়ো করছে। উভয় ক্ষেত্রেই বোকা মানুষ গুলোই ব্যাবহৃত হচ্ছে। একদলের পুঁজি ধর্ম অন্য দলের পুঁজি মুক্তিযুদ্ধ।
ভাস্কর্য কতটা জায়েজ বা নাজায়েজ এ ব্যাপারে বিতর্কে যাচ্ছিনা। তবে যেখানে মানুষের জীবনযাপনেই নাজায়েজিতে ভরা; ব্যবসায় নাজায়েজি, চাকরিতে নাজায়েজি, রিজিকে নাজায়েজি। সেদিন পাশের বাড়িতে বিয়ে হচ্ছিল, আনুষ্ঠানিকতার নামে যা যা হচ্ছিল সেসবও নাজায়েজি (ইয়ে মানে দেশের মেক্সিমাম বিয়েই এভাবে হয়)। ইভেন, মৃত্যুর পড়েও দেখছি নাজায়েজি।
অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত নাজায়েজিতেই পূর্ন, সেখানে এক ভাস্কর্য স্থাপন রুখে দিয়ে তারা কিভাবে ইসলামকে কিভাবে রক্ষা করবে আমার মাথায় আসে না!
অপরদিকে যে শহরে রাস্তায় মানুষ ঘুমায়, সেই শহরের নর্দমা খ্যাত বুড়িগঙ্গাকে পরিশুদ্ধ না করে ভাস্কর্যের পেছনে অর্থ অপচয় করে, যানজটের রাজধানী পুরান ঢাকাকে কতটা দৃষ্টিনন্দন করা যাবে। কিংবা যেখানে টাকার অভাবে বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধা মারা যায়, সেখানে ভাস্কর্য দিয়ে মুক্তি যুদ্ধের চেতনা কতটা বাস্তবায়ন হবে তাও আমার মাথায় আসো না।
রাষ্ট্রের কত ক্রাইসিস, এসব ক্রাইসিসের মধ্যে আন্দলন করার জন্য ভাস্কর্য ক্রাইসিস কতটা গুরুত্ব হতে পারে?
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
দ্বিতীয়টি ঠিক আছে কিন্তু প্রথমটার কোন যুক্তি পেলাম না।
২| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৬
ঢাবিয়ান বলেছেন: পক্ষ বা বিপক্ষ দুই পার্টিই আসলে এক পক্ষ যাদের কাজ জনগনরে তামাশা দেখানোর ব্যবস্থা করা।
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
দুই পক্ষের উদ্দেশ্য এক হতে পারে কিন্তু দুই পক্ষই এক না
৩| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানেই শুরু হওয়া উচিত চুড়ান্ত সংগ্রাম।হয় মৌলবাদ থাকবে নয়তো গনতন্ত্র থাকবে।আপোস করে খুব একটা সুবিধা হবে না।যুদ্ধটা একদিন করতেই হবে।
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
কোন গণতন্ত্রের কথা বলছেন, যেখানে গাধা আর জ্ঞানী দুয়ের ভোটের মুল্যই সমান ?
৪| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: পক্ষ বা বিপক্ষ দুই পার্টিই আসলে এক পক্ষ যাদের কাজ জনগনরে তামাশা দেখানোর ব্যবস্থা করা।
-আপনার ভুল হচ্ছে, এরা আসলে একপক্ষ নন, এখানে ভালো একটা বিভক্তি আছে।
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হ্যা
৫| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: যারা ভাস্কর্যের বিপক্ষে তাদের শাস্তি হওয়া উচিত।
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
যারা পক্ষে আন্দোলন করছে তারাওতো চাটুকার এবং ধান্দাবাজ, এদের কি বলবেন?
৬| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩১
স্প্যানকড বলেছেন: এ সংঘাত অনিবার্য কেউ ঠেকাতে পারবে না।
বলির পাঠা হয়েছি বহুবার
এবার দেখব কার জিত কার হার!
চেতনার বড়ি মেলা চলছে
ধর্মের লেবাসে পুরনো শকুন ঘুরছে।
বলির পাঠা হয়েছি বহুবার
স্বাক্ষী নক্ষত্র তরু লতা বাঁশঝাড়
এবার দেখব কার জিত কার হার!
# ভাস্কর্য বনাম চেতনা!
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
দুই দলের কে জিতবে তা বলা মুশকিল, তবে জনতা হেরে যাবে এটা নিশ্চিত!
৭| ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০০
নেওয়াজ আলি বলেছেন: উভয় পক্ষ মুখামুখি কোন পক্ষ জিতে বলা মুসকিল। তবে সব মৌলভী একজোট
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
দুই দলের কে জিতবে তা বলা মুশকিল, তবে জনতা হেরে যাবে এটা নিশ্চিত!
৮| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০০
স্প্যানকড বলেছেন: মৌ লোভী! নাই তো কেউ!
আসল কাজে মন নেই
চলছে ফাকা বুলি
একশন সিন ভালো ই লাগে
কুড়াই বোমা গুলি।
দুম ধারাক্কা মারপিট
কে জিতল কে হিট!
রেটিং ভালো থাকা চাই
নইলে আবার কিসের লড়াই?
২৮ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:২১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: হা হা হ
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের ভাস্কর্যে বাধা দেয়া মানে '৭১'এর পরাজয়ের সামান্য প্রতিশোধ; ভাস্কর্যের পক্ষে নেতৃত্ব দেয়া মানে শেখ হাসিনার নজরে থাকা