নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

লোডশেডিং ও ভবিষ্যৎ শঙ্কা!!

১৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪



২০১২ সালে মিয়ানমারের সাথে এবং ২০১৪ সালে ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়। এরপর দেশ দুটি তাদের সীমানায় বিভিন্ন ব্লকে অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পেয়েছে এবং গ্যাস উত্তলনও শুরু করেছে। বিপরীতে মাল্টিক্লায়েন্ট সার্ভের নামে ঝুলেছে বাংলাদেশের তেল-গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া।

অন্যদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে আমদানি করা জ্বালানির (কয়লা এবং ইউরেনিয়াম) উপর নির্ভর করে বৃহৎ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে, এগুলোর মধ্যে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যেই উৎপাদনে গেছে। বোঝাই যাচ্ছে এসব বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হবে।

বিশ্বের অন্যান্য দেশ যখন নবায়নযোগ্য জ্বালানির প্রতি ঝুঁকছে, বাংলাদেশ তখন আমদানি করা জ্বালানীর উপর নির্ভরশীল হচ্ছে! গত কয়েকদিনের লোডশেডিংয়ে এই নির্ভরশীলতাই শঙ্কার জন্ম দিচ্ছে! ভবিষ্যতে কোনো কারণে জ্বালানী আমদানি ব্যাহত হলে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত এসব বিদ্যুৎ কেন্দ্র কোনো কাজে আসবে কী!?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২২ রাত ৮:১২

কামাল৮০ বলেছেন: কোনটা যে ঠিক আর কোনটা যে ভুল বুঝা মুসকিল। একেক বার একেক কথা বলছে।

২| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১১:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
২০১০ এ সমুদ্রসীমা নিষ্পত্তির পর সরকার কঙ্কোফিলিপ্সের সাথে চুক্তি করেছিল মাঝ সমুদ্রে গ্যাস তুলতে ভাল রেটে। ৫৫%-৪৫% বেসিস।
কিন্তু কিন্তু বিশ্ব জালানীর মুল্য দিন দিন কমতে থাকায় কঙ্কোফিলিপস দ্বিধায় পরে যায়, কাজ থামিয়ে দেয়। এরপর তেল গ্যাসের দাম আরো পতন হতে থাকলে কঙ্কোফিলিপস লাল বাতি জ্বলে, দেউলিয়া হয়ে যায়।

এনিয়ে ১১-১২ বছর আগের একটি পোষ্ট। সময় থাকলে পড়ে দেখতে পারেন।
আন্দোলনের মুল স্পিরিটের সাথে একমত ছিলাম। তবুও কিছু কথা থেকে যায়।

২০ শে জুলাই, ২০২২ রাত ৮:০০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




পড়লাম। ধন্যবাদ

৩| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৭:৩১

ইমরোজ৭৫ বলেছেন: সৌর বিদ্যুৎ শক্তিশালী করতে হবে।

৪| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৮:০২

কলাবাগান১ বলেছেন: @হাসান কালবৈশাখী: পৃথিবীতে কঙ্কোফিলিপ্স ছাড়া কি আর কোন কোম্পানী এই কাজ করতে পারে না

৫| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:

@ কলাবাগান১
পৃথিবীতে কঙ্কোফিলিপ্স ছাড়া আর কোন কোম্পানীই ইন্টারেষ্ট দেখায় নি।
বাংলাদেশও আর ইন্টারেষ্ট দেখায় নি।
কারন তখন তেলগ্যাসের দাম পানির চেয়েও সস্তা হয়ে গেছিল। তাই তাই উঠানোর খরচের চেয়ে ডলার দিয়ে কিনে আনাটা বেশী সাশ্রই ছিল। তাই এলেঞ্জি টার্মিনাল করে। আমাদানী শুরু করে। ৬ বছর ভালই কাটে। কিন্তু এখন অনেক বেশী দাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.