নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানের জাহাজ এবনে গোলাম সামাদকে পড়েছেন?

৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩৫


সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলছিলেন, তিনি যখন প্রথম রাবিতে শিক্ষক হিসেবে যোগ দেন, একদিন দেখেন এবনে গোলাম সামাদ স্যার হেটে যাচ্ছেন, তখন উনার সাথের অপর একজন বলে উঠল, ঐ দেখেন জ্ঞানের জাহাজ যাচ্ছেন। বিষয়টা তখন নব্য জয়েন করা শিক্ষক মাহাফুজুর রহমানের কাছে ভালো লাগেনি, তিনি ভেবেছিলেন, জ্ঞানের জাহাজ কথার দ্বারা এবনে গোলাম সামাদকে হেয় করা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন এবনে গোলাম সামাদ সম্পর্কে জানতে পারলেন, তখন তাঁর ভুল ভাংলো, কারণ এবনে গোলাম সামাদ প্রকৃতপক্ষেই ছিলেন একজন পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তি। বিভিন্ন বিষয়ে তাঁর ছিল অগাধ পড়াশোনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাঁকে সম্মান করে জ্ঞানের জাহাজ বলে ডাকতো।

আমি তাঁর লেখা যতটুকু পড়েছি, তাতে বলতে পারি উনি একজন মাস্টরিড লেখক। তাঁর লেখা, "আমার স্বদেশ ভাবনা" "আত্মপরিচয়ের সন্ধানে" "বায়ান্ন থেকে একাত্তর " বইগুলো সকলের জন্য অবশ্য পাঠ্য। নিজেদের বড় করতে গিয়ে আমরা যা চেপে গিয়েছি, উনি নির্মোহভাবে সেসব কথা বলে বলে গেছেন।
ছবিঃ এবনে গোলাম সামাদ

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৪

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার কি মনে হয়,উনার সাথে ২০/২৫ মিনিট সময় কাটালে আমূল পরিবর্তন ঘটাতে পারতেন আপনার ভিতরে?

৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:২৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



সে সৌভাগ্য আমার হয়নি।

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন উন্নত নাগরিক সংখ্যা বাড়লে বাংলাদেশ আরো উন্নত হতো।

৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:১০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:





জ্ঞান এবং নির্মোহ ব্যক্তি ছিলেন। সম্ভব হলে উনার বই পড়ে ফেলুন

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২০

অধীতি বলেছেন: এ ধরনের মানুষেরা চলে যাচ্ছে ধীরে ধীরে।

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




তারা তাঁদের জ্ঞান রেখে যায়।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: বই গুলো পড়া হয়নি।

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




পড়ে ফেলুন, বইগুলো খুবই দরকারি।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি পত্রিকায় ওনার কলামগুলি পড়তাম। অনেক তথ্য পাওয়া যেত যেগুলি আর কোন সূত্র থেকে জানার সম্ভবনা কম।

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




উনার লেখা ইউনিক, তাই সকলের জন্য (বিশেষ করে আমরা যারা নিয়মিত বই পড়ি) অবশ্য পাঠ্য।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:২৪

কামাল১৮ বলেছেন: পড়তে চেষ্টা করবো।

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৩০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




রকমারিতে বইগুলো পাবেন, সংগ্রহ করে পড়ে ফেলুন। উনার লেখা ইউনিক। অন্যকারো মাঝে তা পাবেন না, যা তিনি লিখে গেছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি কারো পক্ষে বিপক্ষে না গিয়ে নির্মোহভাবে লিখেছেন।

৭| ০১ লা মে, ২০২৩ রাত ১:১৪

হাসান জামাল গোলাপ বলেছেন: উনাকে রাজশাহীতে দেখেছি, উনার লেখা স্থানীয় দৈনিক দৈনিকবার্তা'য় পড়েছি। উনার ব্যক্তিজীবন নিয়ে কিছু দার্শনিক গোছের মজার গল্প ছিল শহরে। উনি ভিন্নমতের মানুষ হিসাবে পরিচিত ছিলেন আশির দশকে। এর পরে আমি দেশ ছেড়ে বাইরে যাই পড়াশোনা করতে, আর তাঁর লেখা পড়া হয়নি।

৮| ০১ লা মে, ২০২৩ ভোর ৫:৪৯

কামাল১৮ বলেছেন: কারো পক্ষে বা বিপক্ষে না গেলে তার লেখা পড়ে লাভ কি।আজ পর্যন্ত যা কিছু লেখা হয়েছে সব লেখাই কারো পক্ষে বা বিপক্ষে।সেটা হতে পারে রাজনীতি,ধর্ম,দর্শন বা মতবাদ।সব বিষয়ের পক্ষ বিপক্ষ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.