নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফগানিস্তানের মুদ্রা চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বের অন্যতম সেরা মুদ্রা হিসেবে আবির্ভূত হয়েছে। এই সময়ের মধ্যে আফগান মুদ্রার দাম ৯ শতাংশ বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দারিদ্রপীড়িত একটি দেশের জন্য এটা অনেক বড় অর্জন বলেই মনে করা হচ্ছে।
ক্ষমতায় এসে মাত্র ২ বছরের মধ্যেই তারা সুপার কার তৈরি করলো। কৃষি উন্নয়নে কারো সহোযোগিতা ছাড়াই দীর্ঘ খাল খনন করলো। আম্রিকার ফেলে যাওয়া হেলিকপ্টার মেরামত শুরু করলো। জ্বালানি তেল উত্তলন শুরু করলো। ধীরেধীরে অর্থনীতিতেও এগিয়ে যাচ্ছে। মাত্র ২ বছরে একটা ধর্মান্ধ গোষ্ঠী এতোকিছু করে ফেললো। অথচ এ দেশে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা প্রগতিশীল একটা দল কী করলো? বিদেশি ঋণে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশীদের কাছ থেকে ফ্লাইওভার ক্রয় করলো, তবুও ১৫ বছর আগে ঢাকায় যে জ্যাম ছিল আজও তাই আছে। ১৫ বছর আগেও বৃষ্টি হলে ঢাকা তলিয়ে যেত, আজও তলিয়ে যায়। এখন বলতে পারেন বৃষ্টি হলে মাঝেমধ্যে অনেক উন্নত শহরও তলিয়ে যায়। দেখুন, সেসব শহর ঢাকার মতো নিয়ম করে প্রতি বছরই তলায় না। যদি তাই হতো তবে তারা কোনা না কোন ব্যবস্থা করেই ফেলতো।
তালেবান যেভাবে এগিয়ে যাচ্ছে, এভাবে যদি এগিয়ে যেতে পারে তবে ১৫ বছর পর এরা বিশ্বের দরবারে শক্তিশালী একটা রাষ্ট হিসেবেই প্রতিষ্ঠিত হবে। ১৫ বছর ক্ষমতায় থেকেও একটা প্রগতিশীল দল আফগান হতে পারলো না, আরো ১৫ বছর ক্ষমতায় থাকলেও কি পারবে আফগান হতে?
হ্যাঁ, তাদের একটা বিষয়ে আমার দ্বিমত রয়েছে, সেটা হলো নারী শিক্ষা। তবে কিছুদিন আগে তারা এটাও পরিষ্কার করেছে, তারা কিছুটা সময় চেয়েছে। তারা নারী শিক্ষার একটা শক্তিশালী কাঠামো তৈরি করে তারপরই নারী শিক্ষা চালু করবে। তারা বলেছে, তারাও নারীদের শিক্ষার অধিকারকে বিশ্বাস করে, এবং তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে। আমরা ৭০ বছরেও ব্রিটিশদের তৈরি করা কেরানী শিক্ষা ব্যাবস্থা ভেঙে নতুন শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে পারিনি। তারা এসেই পশ্চিমা শিক্ষা ব্যাবস্থা ভেঙে নতুন শিক্ষা কাঠামো গঠন করতে এগিয়ে যাচ্ছে। যে শিক্ষা ব্যাবস্থায় একটি শক্তিশালী জাতি গড়ে উঠবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আপনি আমার বক্তব্যের বিরোধী হতেই পারেন, গঠনমূলক সমালোচনাও করতে পারেন। কিন্তা তা করেন নি, যেটা করলেন খাঁটি বাংলায় সেটাকে বলে টিটকারি, গ্রামের মূর্খ মানুষরা কারো উন্নতি দেখে সহ্য করতে না পারলে যা করে আরকি।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪
বাউন্ডেলে বলেছেন: তালেবানরা ধর্মান্ধ, ভন্ড হলেও সৎ। অপব্যায় করে না। মানুষ কম, ব্যবহার যোগ্য সম্পদ বেশী। তাদের দ্বারা দৃশ্যমান অস্থায়ী উন্নয়ন সম্ভব। এতে অবাক হওয়ার কিছু নেই।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
স্থায়ী উন্নয়ন বলতে কী বোঝেন?
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০২
বাউন্ডেলে বলেছেন: জনগোষ্ঠীর মনোদৈহিক উন্নয়ন।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
সেটা আসে শিক্ষার মাধ্যমে
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৮
সোনাগাজী বলেছেন:
নারী শিক্ষা বন্ধ রাখায়, খরচ কমছে; পুরুষ শিক্ষা বন্ধ করলে মুদ্রার মান ৯০% বেড়ে যাবে।
আপনার সন্চয় থাকলে আফগানী উহা দ্বারা আফগানী মুদ্রা কিনে রাখেন।
আপনি একটিভ থাকলে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
শিক্ষা বন্ধ করলে মুদ্রার মান বেড়ে যায়।
বাণীতে: প্রক্ষাত অর্থনীতিবিদ সোনাগাজী
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২৩
নিমো বলেছেন: view this link
বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান ১০ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে মার্কিন ডলারভিত্তিক বন্ডের উচ্চ সুদহার, যা এখন ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া ইয়েন ধীরে ধীরে বিপজ্জনক পর্যায়ে চলে যাওয়ার কারণেও ডলারের এই চাঙাভাব। চীনা মুদ্রা ইউয়ানের অবস্থাও ভালো নয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার বাড়ার কারণে রাতারাতি ইউরোর শূন্য দশমিক ৫ শতাংশ দরপতন হয়েছে। চলতি ত্রৈমাসিকে ইউরোর দর ৩ শতাংশ কমেছে, বছরের আর কোনো প্রান্তিকে তা এতটা কমেনি।
পাউন্ডেরও দরপতন হচ্ছে। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ব্রিটিশ মুদ্রার দর ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। এক পাউন্ডের মান ১ দশমিক ২১ ডলারে নেমে এসেছিল, ছয় মাসের মধ্যে যা ছিল সর্বনিম্ন
গত সপ্তাহে সুইস ন্যাশনাল ব্যাংক সুদহার অপরিবর্তিত রাখার কারণে সুইস ফ্রাঁর মান গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
জাপানের কেন্দ্রীয় ব্যাংক এখনো অতি নিম্ন সুদহারের নীতিতে থাকার কারণে ডলারের বিপরীতে ইয়েনের দর কমছেই। এক ডলারের বিপরীতে এখন প্রায় ১৫০ ইয়েন পাওয়া যাচ্ছে।
লে বাবা! গোটা বিশ্বরইতো দেখি আফগান হবার দশা!
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
হ
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০০
জুন বলেছেন: মুদ্রার মান যতই বাড়ুক তাই বলে দেশ আফগানিস্তান হোক তা স্বপ্নেও ভাবি না।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
ভাবার জন্য যে সামর্থ্য লাগে
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪
মনজু মজুমদার বলেছেন: একটা টয়োটা করোলা ২০০০ মডেলের গাড়ি মোডিফিকেশন করে যে সুপার কারের চেহারা বানানো হয়েছে বাংলাদেশে বহু বছর আগে লিপু নামের একজন এর চেয়ে ভালো ভালো জিনিষ বানিয়ে গেছিলেন। আফগানী মুদ্রা নিয়ে এখনই বলার সময় আসেনি, দেখা যাক।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আপনারা আসলেই বাঙ্গু পোগোতিশীল। ২ বছর বয়সের বাংলাদেশ আর একই বয়সের আফগানিস্তানের সাথে তুলনা করেন তো। ৫২ বছরের বাংলাদেশের সাথে নয়।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪
দি এমপেরর বলেছেন: আফগানিস্তানের মুদ্রা বর্তমানে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। ৭৭ আফগানি দিয়ে এক ডলার কেনা যাচ্ছে যেখানে বাংলাদেশে এক ডলারের মূল্য পড়ছে ১১০ টাকা।
তবে আফগানিস্তান নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আরও কয়েকবছর যাক, তালেবানদের কর্মকৌশল কেমন হয় বিশ্ববাসী দেখুক, তারপর তুলনা করা যাবে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এ পর্যন্ত যতটুকু করেছে তা কি প্রশংসনিয় নয়? এটাকে এপ্রিশিয়েট করবেন না?
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:সেটা আসে শিক্ষার মাধ্যমে
জাল হাদিস আর ভন্ড-প্রতারক অর্ধমুর্খের ভুলেভরা তাফসির ছাড়া তালেবান শাষকদের মগজে যেটা আছে সেটা হলো কচি নারী মাংস। এরা আফগানদের কি শিক্ষা দিবে ? এই অন্ধকার থেকে আফগানদের বেড়িয়ে আসতে স্বয়ং আলাহর হাত ছাড়া অসম্ভব।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এই শিক্ষা নিয়েই ২ বছরে যা করছে, প্রগতিশীলরা ৫০ বছরেও তা করতে পেরেছে কি?
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬
রাসেল বলেছেন: দি এমপেরর এর মন্তব্য "তবে আফগানিস্তান নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। আরও কয়েকবছর যাক, তালেবানদের কর্মকৌশল কেমন হয় বিশ্ববাসী দেখুক, তারপর তুলনা করা যাবে।" আমিও তাই মনে করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
এ পর্যন্ত যতটুকু করেছে তা কি প্রশংসনিয় নয়? এটাকে এপ্রিশিয়েট করবেন না?
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮
বাউন্ডেলে বলেছেন:
গাধাঃ ভাইরে খুব কষ্টে আছি মালিক খুব মা*রে আর খাটায়..!
গরুঃ দুঃখের কথা, ~একদিন রাতের বেলায় পালিয়ে যা.
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আচ্ছা
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩১
নিমো বলেছেন: লেখক বলেছেন:হ
আপনারওতো দেখা যাচ্ছে ভাবার জন্য যে সামর্থ্য লাগে তা নাই। নইলেতো মার্কিন যুক্তরাষ্ট্র হবার কথা বলতেন, যেহেতু তাদের মূদ্রাই বিশ্বে সবচেয়ে শক্তিশালী।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
মার্কিন যুক্তরাষ্ট্রের বয়স কত?
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৩
ঢাবিয়ান বলেছেন: তালেবানিরা নারী স্বাধীনতায় বিশ্বাষ করে না, মৌলবাদী সেগুলো অন্য প্রসঙ্গ।
অর্থনৈতিক বাস্তবতা হচ্ছে ২০২১ সালের নভেম্বরে এক মার্কিন ডলারের মূল্য ১৩০ আফগানি ছিল আর এখন ১ ডলারে ৭৭ আফগানি মুদ্রা পাওয়া যাচ্ছে। যেভাবেই হোক তারা মুদ্রা স্ফীতিকে রোধ করতে পেরেছে। আর আমাদের দেশে ডলারের দাম বাড়তে বাড়তে এখন ১১০ এ পৌছিয়েছে । আসল ব্যপার হচ্ছে আফগানিস্তান থেকে কোন অর্থ বিদেশে পাচার হয় না আর সে কারনেই তারা মুদ্রা স্ফীতি রোধ করতে পেরেছে। আমাদের দেশের মুদ্রা স্ফীতির মুল কারনই হচ্ছে দেশ থেকে প্রতিনিয়ত হাজার কোটি টাকা পাচার।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৪
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
যার্ পাচার করছে তারা কি মৌলবাদী, নাকি আওয়ামী প্রগতিশীল?
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৩
করুণাধারা বলেছেন: অশিক্ষিত মানুষ বড়লোক হয়ে তেমন লাভ করতে পারে না। অর্থনৈতিক দুরবস্থা কাটানোর আগে শিক্ষার দূরবস্থা আর বিপর্যয় কাটাতে হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৬
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আমরা কি ৭০ বছরেও সেটা কাটানোর টেষ্টা করেছি, বা করতে পেরেছি? ৫২ বছরতো কোন কট্টর ধর্মীয় দল দেশ শাসন করেনি।
১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
সোনাগাজী বলেছেন:
দেশ আফগান হয়নি বা হবে না; তবে, আপনি ভালোই তালেবান।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৮
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
যারা ভালো কাজ করছে, তাদের প্রশংসায় যদি তাদের অন্তর্ভুক্ত হতে হয়, তবে হোক।
১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২
কামাল১৮ বলেছেন: তালেবান আর আইএস এর মাঝে পার্থক্য কি?ইসলামে কোন প্রশ্নে তারা দুই ভাগ।শিয়া সুন্নির মতো কোন বিষয় আছে কি?
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তালেবান স্বাধীনতাকামী।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
তাঁরা স্বাধীনতার জন্য লড়াই করেছে।
১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০
জুন বলেছেন: আমরা তো আফগানিস্তান হতে চাই না, তাহলে সেই সামর্থ্য অর্জনের জন্য আমরা অযথা ভাববো ক্যানো!!
২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আমরা কি প্রযুক্তিক এবং অর্থনৈতিক উন্নতি সহ বিদেশি শক্তির হস্তক্ষেপ মুক্ত স্বয়ংসম্পূর্ন একটা দেশ চাই না?
১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
রিদওয়ান খান বলেছেন: একটা কথা আছে 'আঙ্গুর ফল টক'। এখানে বেশিরভাগ মন্তব্যকারীর অবস্থাও তাই...
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৪৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আমার কাছে তাদের প্রগ্রামিং মাইন্ডেড মনে হয়।
১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩
বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন: এই শিক্ষা নিয়েই ২ বছরে যা করছে, প্রগতিশীলরা ৫০ বছরেও তা করতে পেরেছে কি?
আপনি সবার সব কমেন্ট পড়ে বুঝে, বর্তমানের বাংলাদেশ হতে অধিক উন্নত দেশ আফগানিস্থান মনে হলে সেখানে চলে যান । এ দেশের জনগন ভন্ডদের ঘৃনা করে।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৪৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
বাংলাদেশ ৫২ বছর। বর্তমান আফাগানিস্থান ২ বছর। তুলনামূলক উন্নতি বোঝেন? ৫০ বছরে শিক্ষা ব্যাবস্থার কী উন্নতি হয়েছে তা তো আপনার মন্তব্য হতেই বোঝা যায়।
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আফগান ও আমাদের অবস্হান ভিন্ন ।
.......................................................................
আমাদের কৃষিতে যথেষ্ট সাফল্য আছে বিধায় এত বড়
দুইটি থাক্কা সামলে এখনও ভালো আছি ।
এছাড়াও যে কোন অর্থনৈতিক শক্তি বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে বাস্তব রুপ নেয় ।
যে কোন দেশ ধংশস্তুপ থেকে দ্রুত উঠে দাড়াতে চায়।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫০
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আপনি কি আম্লিগ? না তাইলে ঠিক আছে।
২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৪৯
শ্রাবণধারা বলেছেন: এ দেশ কি পারবে আফগান হতে? কি সাংঘাতিক চিন্তা ভাবনা।
তালেবান হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তি, চিন্তা-চেতনা, মননশীলতার সর্বনিকৃষ্ট অবস্থা। মানুষের চেহারায় এমন অসভ্য, বর্বর বিষ্ঠার চেয়েও ঘৃন্য কুলাঙ্গার মানব সভ্যতার জন্যই হুমকি স্বরুপ।
আপনি আপনার তালেবানি চিন্তা ভাবনা থেকে সরে এসে মানুষ হোন এই কামনা করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৫৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে কারা? বর্বর আফগানিস্তান নাকি সভ্য আম্রিকা?
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬
নূর আলম হিরণ বলেছেন: হুম, আর কয়েকবছর পরেই আফগানিস্থানের ভিসার জন্য তাদের এম্ব্যাসিতে লাইন পড়ে যাবে।