নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টরের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। সর্বশেষ শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷ বর্তমানে দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন।

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

এক শাহাদত অঙ্গুলি

০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৪


সেদিনের আকাশের বুক খোলা ছিল কোথাও ছিলনা মেঘ
বাতাসের মাঝে খুব তাড়া ছিল দূরে ধেয়ে চলার গতিবেগ।
রমনার বাহারি ঘাসফুল দুলে দুলে কানাকানি করে যায়
চারদিকে জনস্রোত রেসকোর্সে এসে মিশে গেছে নির্দ্বিধায়।
বাংলার ইতিহাসের বড় অর্জন আর সবচেয়ে মহান কাজ
বুকের ভেতরে যত সুপ্ত বাসনা বাস্তব ঘোষিত হবে আজ।
হাজার বছরের নির্যাতন আর নিষ্পাষণের হবে জলাঞ্জলি
সব ছুড়ে ফেলে মুক্তির স্বাদ দেবে এক শাহাদত অঙ্গুলি।

সাতই মার্চের দুপুর গড়িয়ে যায় বিকাল হওয়ার আগে
তিনি আসছেন এই সংবাদে জনতার সমূদ্রে ঢেউ জাগে।
মুক্তিপাগল কোটি মানুষের কণ্ঠে শ্লোগান আর আহবান
দুইটা পয়তাল্লিশে রাজনীতির কবি মঞ্চে দাড়িয়ে যান।
পর্বতের মতো স্থির অবিচল সাহসী কণ্ঠের নিনাদ ধ্বনি
আঠারো মিনিটে ঘোষিত হয় দুঃশাসন ভাঙ্গার জাগরণী।
ভাষণ নয় যেন মহান কবিতা সফল বিপ্লবের সন্ধিক্ষণ
যার ঝংকারে কালান্তরে বাঙালির রক্তে জাগে শিহরণ।
তিনি শেখ মুজিবুর রহমান, তিনি বাঙালির মুক্তির নাম
তাঁর আঙ্গুলের ঘোষণা ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

দক্ষিণ কোরিয়া
০৭ মার্চ ২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: দুর্দান্ত।
জাস্ট গ্রেট।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১১:২৫

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই।
শূভেচ্ছা নিরন্তর।

২| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: অনুপম, অতুলনীয় লেখা।

০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য্ ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.