নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাসে বাংলাভাষী

শফিকইসলাম

ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।

শফিকইসলাম › বিস্তারিত পোস্টঃ

শেকড়কে দূরে ঠেলে শেকড়ের সন্ধানে

০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০৪

দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমেই হোক অথবা জীবনজীবিকার তাগিদেই হোক, প্রতিনিয়তই বাংলাদেশীরা বিদেশে পাড়ি জমাচ্ছে। এদের অনেকেই একটা সময় পর স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, বংশবিস্তার করে। ভবিষ্যত প্রজন্মের সুখের জন্য অতীতের বাধনকে হাল্কা করে ফেলে। মা, মাতৃভূমির টান তখন কষ্টকরে হলেও অগ্রাহ্য করতে হয়। তবে ভেতরে বাংলাদেশকে নিয়ে চিন্তার অন্ত থাকে না। প্রবাসে দেশীয় অনুষ্ঠান গুলোতে এক দিনের জন্য হলেও পুরদস্তুর বাঙালি হয়ে উঠার নিরন্তর চেষ্ঠা চলে।



আসল কথায় আসি, এবার বাংলানববর্ষ উৎযাপন উপলক্ষ্যে বেশ কয়েকটি সংঘঠন অনুষ্ঠানের আয়োজন করে। সৌভাগ্যক্রমে আমারও কয়েকটিতে উপস্থিত হবার সুযোগ হয়। মাথায় একটি প্রশ্ন ঘোরপাক থেকে থাকে। প্রবাসী হিসেবে আমি আমার ভবিষ্যত প্রযন্মকে অতীতের সাথে কতটুকু পরিচয় ঘটাতে পারছি। যদি নাই পারি তাহলে এই এক দিনের বাঙালি হয়ে লাভ কি? বাংলাদেশের অতীত, রীতি প্রথা নিয়ে কথা বলার অধিকারও নাই।





সেই কৌতুহল থেকেই অনেকগুলো প্রবাসী (!) বাচ্চা ছেলের তাদের দাদার নাম জানতে চাই। আমি পাল্টা প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে থ বনে যাই “দাদা কি?”। বয়ষে বড় একটা ছেলে বুদ্ধি করে নিজেই দাদার নাম দিয়ে দিল। আর একজন একটু লজ্জা পেয়ে বলল - “দাদা আছে বাংলাদেশে, তবে নাম জানি না। কেউ বলেনি তো, তাই”।



‘এশো হে বৈশাখ ... যাক পুরাতন স্মৃতি ... গানটা বাজতে ছিল। ছেলেপুলেদের কথাগুলো শুনে মনে হল নব প্রজন্ম যেন বৈশাখ আর পেছনের প্রজন্ম যেন পুরাতন স্মৃতি। অতীতকে মুছে ফেলার মত শেকড়কে দূরে ঠেলে আমরা কোন শেকড়কে সন্ধান করছি?



প্রবীনের কাছ থেকে নবীনকে দূরে ঠেলে, গাছের মূলউতপাটন করে আদৌ কি গাছকে বাচিয়ে রাখা সম্ভব। তাহলে বাংলা নববর্ষ বা বৈশাখি উতসব আয়োজন করে বাঙ্গালিত্বের শেকড় খোজার কোন অর্থ আছে কি ? দেশকে বিশ্বকে চেনার আগে আমাদের কি উচিত নয় নিজের পরিবারকে চেনা, নিজের শেকড়ের সন্ধান করা??

Click This Link

আরও দেখুন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:০৬

মাঘের নীল আকাশ বলেছেন: আপনার সাথে আমিও একমত...কিস্তু সত্য যে, দেশে আপনার যথাযথ মূল্যায়ন না হলে আপনি কি করবেন?

২৪ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৮

শফিকইসলাম বলেছেন: আসলে অবমূল্যায়ন নিয়ে লেখাটা নয়, পৃথিবী ছোট হয়ে আসছে তাই দেশেই থাকতে হবে এমনটা নয়। যেখানেই থাকি বা কাজ করি আমার শেকড়ের সাথে সেতুবন্ধন থাকা চাই। বাঙালির পরিচয় দিতে যেয়ে বর্ষবরন উদযাপন করতে চাই, বাঙালি পোষাক পড়ে ঘুরে বেড়িয়ে তা যাহির করি কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মত ঘরের নবপ্রজন্মকে জানতে দেই না তাদের পূর্ব পুরুষদের ঠিকানা, এটা কেমন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.