![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।
বস্ত্র বা গার্মেন্টস বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত। এ খাতের ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। তবে এ শিল্পে নিয়োজিত লাখ লাখ কর্মীদের অবদান কোন অংশেই কম না। কিন্তু আফসোস কর্ম ক্ষেত্রে তাদের নিরাপত্তার কতটুকুই বা ব্যবসায়ীরা আমলে নেয়। দিনের পর দিন একের পর এক দুর্ঘটনা কেরে নিচ্ছে শত শত তাজা প্রান। প্রতিটি তাজা প্রানের সাথে অস্তমিত হচ্ছে এক এক টি করে পরিবারে স্বপ্ন। সর্বশেষ দুটি দুর্ঘটনার পর টনক নড়ে বিদেশি ক্রেতা দের। আর কারখানার নিরাপত্তার যাচাই এর জন্য ইউরোপ ও আমেরিকার ক্রেতা প্রতিষ্ঠানগুলোর দুটি জোট ‘অ্যাকর্ড অন ফায়ার এন্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’ (অ্যাকর্ড) এবং ‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ (অ্যালায়েন্স) গঠন করে। সম্প্রতি অ্যাকর্ড ও অ্যালায়েন্স সংগঠনের নেতারা বাংলাদেশের ১১ হাজার কারখানা পরিদর্শন করেন। তারা এসব কারখানার ৮০ হাজারের মতো ত্রুটি চিহ্নিত করেন। যা ইউরোপ-আমেরিকার মিডিয়ায় গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। সূত্র - ইত্তেফাক
দুঃখের বিষয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রনালয় এবং সাথে জড়িতদের এ বিষয়ে তাদের পাত্তা দিতে না করেন। প্রকারন্তরে তিনি কি গার্মেন্টস দুর্ঘটনা ঘটার জন্য মৌন সম্মতি দিচ্ছেন না? গাছের গোড়া কেটে কর্মীরা মারা যাবার পর তাদের মাথা পিছু লাখ টাকা দেবার ঘোষনা দিলেই কি দায়মুক্ত হওয়া যায়? এক নজরে পরিসংখ্যান। কিন্তু এভাবে আর কত?
ভাবতেই খুব খারাপ লাগে যখন আমরা সিঙ্গাপুরের কর্ম ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তার জন্য কত কিছু করছি আর দেশে স্বয়ং প্রধানমন্ত্রী নিরাপত্তাকে আমলে নিচ্ছেন না। সিঙ্গাপুরে শ’খানেরকের বেশী বাংলাদেশী সেফটি অফিসার আছে যারা দেশের মানব সম্পদ মন্ত্রনালয়ের রেজিস্টার্ড। তাদের তালিকা । অবাক লাগে যখন ভাবি আমাদের মত চুনপুটিরা সেফটি অফিসাররা যেখানে কর্মীদের নিরাপত্তার ত্রুটি দেখলেই সকল কাজ বন্ধ করে দিতে পারি বা সে ক্ষমতা দেওয়া হয়েছে আর সেখানে দেশনেত্রী যিনি কিনা দেশের সকল জনগনের অভিবাবক, তিনি কি করে তা অবহেলা করেন। গার্মেন্টস মালিকরা তাহলে কি এ বিষয়ে একটু মাথা ঘামানোর বা পয়সা খরচকরার প্রয়োজনীয়তা অনুভব করবে। আমরা কি আবার কোন বড় দুর্ঘটনাকে প্রত্যক্ষ করতে যাচ্ছি না?
অপেক্ষায় আছি দেশের কান্ডারীদের বোধোয়ের। স্বপ্ন দেখি প্রতিটি কর্মী পাবে নিরাপদ কর্মস্থল এবং সুন্দর কর্ম পরিবেশ।
আরোও দেখুন ...
©somewhere in net ltd.