![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।
সিঙ্গাপুর মসজিদের শহর না। এ দেশে ধর্মীয় লোক সংখ্যার অনুপাতে মুসলিম খুব বেশি নয়, মাত্র ১৫ %। যদিও এদেশে ধর্ম নিয়ে কারোও ততটা মাথা ব্যাথা নেই বা বলা চলে ধর্মীয় গোড়ামিমুক্ত । সিঙ্গাপুরিয়ানদের প্রায় সব মালায় এবং ২৫% ইন্ডিয়ান মুসলিম ধর্মানুসারী। তার পরও মসজিদের সংখ্যা নেহায়েতই কম না। ৭১৬ বর্গ কিলোমিটারের এ দেশে ছোট বড় মিলিয়ে ৭১ টি ( ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের হিসাব মতে)। সীমিতি সম্পদের সর্বোত্তম ব্যবহারকারী দেশ সিঙ্গাপুরে মসজিদ গুলোও ঠিক তেমনি শুধু মাত্র মসজিদ হিসেবেই ব্যবহৃত হয় না বরং মাদ্রাসা এবং ধর্মীয় কর্মকান্ডের প্রানকেন্দ্র হিসেবে ও পরিচালিত হয়।
মজসিদ গুলো মসজিদ ম্যানেজমেন্ট বোর্ডের অধীনে মসজিদ ম্যানেজমেন্ট এবং মসজিদ ফাইন্যান্সিয়াল আইন দ্বারা পরিচালিত হয়। সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের শাখা মসজিদভিত্তিক সকল কার্যক্রম মনিটর করে। মসজিদে ইমাম সাহেবের খুদবা থেকে শুরু করে মসজিদ কমিটির বক্তব্য সবই বোর্ডের পুর্বানুমতি সাপেক্ষে এবং অনুমোদিত অংশই প্রচার করা হয়। ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখার জন্য এ নিয়মের ব্যতিক্রমের কোনই অবকাশ নাই।
মসজিদ বা তার জায়গা সিঙ্গাপুর সরকার থেকে লিজ নিয়ে পরিচালিত হয়।
বেশ কয়েকটি মসজিদের ডিজাইন খুবই মনোমুগ্ধকর। আসুন পরিচিত হই সিঙ্গাপুরের কিছু মসজিদের সাথে।
আবদুল গাফুর মসজিদ
আল আনসার মসজিদ
আল ইমাম মসজিদ
আল মুখমিনিন মসজিদ
আন-নাহদাহ মসজিদ
আসসায়াফ মসজিদ
আসায়াকিরিন মসজিদ
দারুল গোফরান মসজিদ
কাসিম মসজিদ
মজসিদ আঙ্গুলিয়া , বাংলাদেশীদের অঘোষিত মিলন কেন্দ্র মুস্তফা শপিং সেন্টারের আশে পাশে বলে বাঙ্গালিদের কাছে সবচেয়ে পরিচিত মসজিদ এটি।
মসজিদ আবদুল আমিন
মালাবার মসজিদ
মসজিদ হাজ্জা ফাতিমা
মসজিদ ওয়াক তানজং
সুলতান মসজিদ, সিঙ্গাপুরের সবচেয়ে গুরুত্বপূর্ন মসজিদ।
মসজিদ আলমুত্তাকিন
মসজিদ ওমার কাম্পুং মালাকা। সবচেয়ে পুরাতন মসজিদ এটি যা প্রতিষ্ঠিত হয় ১৮২০ সালে।
অারও দেখুন http://sfortunehunter.blogspot.sg/
আরও দেখুন এখানে
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
শফিকইসলাম বলেছেন: নতুন মসজিদ সবাই প্রথাগত ডিজাইন থেকে বেরিয়ে নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে। বাইরেরর চেয়ে মসজিদের ভেতরের চাকচিক্যই বেশি। অধিকাংশ মসজিদের ভেতর দামি কার্পেটে মোড়ানো। মজার বিষয় হল কয়েকটি মসজিদের রক্ষনাবেসক্সনে বাংলাদশিদের গুরুত্বপূর্ন ভূমিকা লক্ষ্যনীয়।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
কয়েকটি মসজিদের নক্সা আধুনিক স্থাপত্য রীতির। ভাল পোষ্ট।
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
শফিকইসলাম বলেছেন: ধন্যবাদ। নতুন মসজিদ সবাই প্রথাগত ডিজাইন থেকে বেরিয়ে নতুন আঙ্গিকে তৈরি হচ্ছে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ পোস্ট।++++
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২
শফিকইসলাম বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
শেখ মফিজ বলেছেন: খুব ভালো লেগেছে ।
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২
শফিকইসলাম বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০০
বিদ্রোহী বাঙালি বলেছেন: মসজিদগুলো কারুকার্য দারুণ সুন্দর। চমৎকার পোস্ট। খুব ভালো লাগলো।
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪
শফিকইসলাম বলেছেন: বেশ কয়েকটি মসজিদ এর ভেতর টা আরোও বেশি সুন্দর। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৭
ফা হিম বলেছেন: এত বৈচিত্রময় ডিজাইন আগে দেখি নাই
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৬
শফিকইসলাম বলেছেন: উচু উচু দালানের বৈচিত্রয়ময় ডিজাইনের সাথে তাল মেলানোর জন্যই হয়তো মসজিদের ডিজাইনে ভিন্নতা আনার প্রয়াস
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
মৃদুল শ্রাবন বলেছেন: জাহাজে করে সিঙ্গাপুর যাওয়া হয় মাঝে মাঝে। আপনার পোষ্ট পড়ে ভাল লাগলো।
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮
শফিকইসলাম বলেছেন: আপনি চির গতিময়তার প্রতীক আর আমি স্থির গতি হারিয়ে জাহাজ নির্মানে দিনাতিপাতরত।
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১
এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগল মসজিদ গুলো দেখে।
২৪ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৮
শফিকইসলাম বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৯
mrof বলেছেন: অসাধারণ পোস্ট। দোয়া করি পৃথিবীর সব মসজিদগুলো আবাদ হয়ে যাক আমাদের মুসলিম ভাইদের দিয়ে। এবং আমাদের মাঝে ঐক্য আসুক
২৪ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৭
শফিকইসলাম বলেছেন: ধন্যবাদ। আমিও মুসলিম ভাইদের ঐক্য দেখার অপেক্ষায়
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭
জনাব মাহাবুব বলেছেন: সিঙ্গাপুরে অসাধারণ কারুকার্যমন্ডিত মসজিদ দেখে অবাক।
সিঙ্গাপুরে এত মসজিদ আছে তা আগে জানা ছিল না, আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।
সুন্দর পোষ্টের ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৪
শফিকইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮
আহলান বলেছেন: ছোট্ট একটা শহর/দেশ, কিভাবে যে মাথা উঁচু করে দাড়িয়ে আছে, ভাবতেই অবাক লাগে ....
২৬ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৫
শফিকইসলাম বলেছেন: দেশ দাঁড়িয়ে আছে অনেক কিছুর উপর ভিত্তি করে কিন্তু এ দেশের দালান কোঠা বা সৌন্দর্য্য মাথা উচু করার পেছনে আছে আমরা বাংলাদেশীরা
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৫
আব্বাস বলেছেন: অনেকগুলো ট্রাডিশনাল গম্বুজ ডিজাইনের নয়, দেখে ভাল লাগল।