![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর কুনো ছেলেটি আজ প্রবাসী। কেটে যাচ্ছে দিন,মাস, বছর। কিন্তু মানসপটে বঙ্গভূমি। সত্যকে সর্বদাই স্বাগতম মিথ্যা বড্ড অপছন্দনীয়।
সিঙ্গাপুরের জনগোষ্ঠির ৭০% ই চাইনিজ আর তাই চাইনিজ নববর্ষ উদযাপিত হয় ঘটা করে। এ সময়ই একসাথে সবচেয়ে বেশি সরকারী ছুটি (২দিন)। রাতভর জাগ্রত এ দেশে একটা সময় ছিল যখন নববর্ষের সময়টাতে অনেক দোকানপাটই বন্ধ থাকত। মনে হত ভিন্ন এক সিঙ্গাপুর। কালের বিবির্তনে হয়ত তার কিছুটা ব্যতয় ঘটেছে কিন্তু উৎসবের আমেজ বেড়েছে বৈ কমে নি। এবছরের প্রতীক হল ছাগল। আর তাই সাজসজ্জায় ছাগুর প্রাধান্য থাকাটাই স্বাভাবিক । প্রতিটি জাতিগত উৎসবের মত চাইনিজ নববর্ষেও সিঙ্গাপুরকে সাজানো হচ্ছে মনোরম আভায়। তারই কিছু আলোকচ্ছটা এ পোষ্টে।
রঙের খেলায় যেন মেতেছে দেশ। সবচেয়ে বেশি মাতোয়ারা চায়না টাউন এলাকা। হরদম চলছে বেচাকানা। ঐতিহ্যবাহী জিনিসপত্রেরে সাথে সাথে খাবার দাবার। কখনো কখনো আয়োজিত হচ্ছে সান্সকৃতিক অনুষ্ঠান। লায়ন ডান্সের সিংহ না থাকলেও লোকের ভীড় কিন্তু লেগেই আছে।
রাস্তা ঘাট, শপিং মল এমন কি অফিস পাড়াতেও লেগেছে নববর্ষের আমেজ। এ যেন জাতিভেদ ভূলে এক হয়ে যাওয়া। উৎসবের আনন্দ ভাগ হলে যে কমে না বরং বাড়ে তা সিঙ্গাপুরের প্রতিটি উৎসবেই পরিনক্ষিত হয়।
অারোও দেখুন এখানে
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৪
শফিকইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪১
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২
শফিকইসলাম বলেছেন: ধন্যবাদ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫০
বেসিক আলী বলেছেন: সুন্দর ছাগু
বর্ষের ছবি ও লেখা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৭
শফিকইসলাম বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৯
জাফরুল মবীন বলেছেন: চিত্তাকর্ষক পোস্ট!
ধন্যবাদ আপনাকে।