![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লাজুক ও গম্ভীর প্রকৃতির ছেলে এবং বড্ড অভিমানীও বটে।
জীবনটা যদি উপন্যাসের পাতা হতো !
_তাহলে হয়তো ,
পড়ন্ত বিকেলে
পশ্চিমের নীল আকাশে
ঢলে পড়া সূর্য্যের আলোতে,
মুক্তোর মতো জ্বলতে থাকা মেঘ দেখে আর ভবিষ্যত্ নিয়ে ভাবতে হতো না ।
_ব্যস্ত শহরের হাজারো মানুষের ভীড়ে নিজেকে একা লাগতো না ।
_মেঘলা কালো আকাশে উড়তে থাকা পাখি দেখে ,
ভেসে যাওয়া স্বপ্নের কথা ভেবে অশ্রু ঝরতো না ।
_শ্রাবণের এই বৃষ্টিতে ভিজতে গিয়ে, ফেলে আসা কিছু স্মৃতিকেও ধুয়ে দিয়ে হতো না ।
_রক্তে রাঙা হয়ে জ্বলে ওঠা সূর্য্যকে দেখে ঢলে পড়া জীবন নিয়ে আর ভাবতে হতো না ।
_সবার অগোচরে অথবা সম্মুখে দিনের সমাপ্তিতে ,
চিত্কার করে জানতে ইচ্ছে হতো না_
কী পেলাম ?
এভাবেই তো শেষ হবে জীবনের অধ্যায়।
২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৫
সাফল্য (বর্ণ) বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম ব্লগে।। টিকে থাকুন, নিজের ইচ্ছেমত।।