নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিনবদলের স্বপ্নে বিভোর !

সাগর ঢাকা

হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ, সফটয়ার ফার্ম এ কাজ করার ভান করি :) [email protected]

সাগর ঢাকা › বিস্তারিত পোস্টঃ

আমার বদলে যাওয়া বাবার গল্প

১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৭



ছোট বেলাতে সবার কাছেই বাবা মনে হয় সুপার হিরো থাকে, বাবা শিশুকে খেলনা কিনে দেন , সাইকেল কিনে দেন নতুন জামা কিনে দেন বিপদ থেকে বাঁচান ...

যখন ছোট ছিলাম আব্বার ভয়ে কাপতাম , আব্বার পায়ের শব্দে আত্মা কেপে উঠতো, ভাবতাম যখন বড় হবো , নিজে আয় করবো বাবাকে আর ভয় করবো না ! রাতে দেরী করে ফিরলেও বাবা বকবেন না! কিন্তু আজ যখন বাবা হার্ট আটক করার পর বদলে গেছেন হঠাত করেই দ্রুত বুড়িয়ে গেছেন আগের মত সিংহের মত গর্জন করে উঠেন না, বাবা কেমন যেন শিশুর মতো হয়ে গেছেন .. বাবার পায়ের শব্দে বুক কাপেনা , চাইলেই গভীর রাতে বাসায় আসতে পারি , যত ইচ্ছা টিভি দেখতে পারি | টিভি দেখার অপরাধে বাবার বকা খেতে হয়না ... আমার তো খুশি হওয়া উচিত ! তাই না ?

কিন্তু আজ কেন এই অচেনা, একটু দুর্বল বাবা কে দেখে খুশি না হয়ে মন খারাপ হয় ? কেন আবার বাবার বকুনি খেতে ইচ্ছা করে? কই বাবা তো আমাকে স্কুলে দিয়ে আসেন না , বাবার একটা লাল মটর সাইকেল ছিল | কত দিন সেই মটর সাইকেলে চেপে বেরিয়েছি ! কোনো ভয় করতনা, কেন করবে? আমার বাবা আছেননা? উনি থাকতে আমার কোনো ভয় নেই !

সেই বীর , সুপার হিরো বাবা ! আজ কেমন অচেনা ! আগের মত আদেশ দেন না অনুরোধ করেন ! তাই তো তোমাকে অচেনা লাগে বাবা ! আমি তো অভ্যস্ত নই , এই নতুন বাবার সাথে ! বাবা তুমি কেন এমন হলে? কেন আগের মত আদেশ করো না? কেন আজ তোমাকে দুর্বল দেখায় ? আমরা কি তোমার যোগ্য ছেলে হতে পারিনি বাবা? তুমি কি গর্ব করনা আমাদের নিয়ে?



ফিরে এসো বাবা , সেই পুরনো দিনের মত ! যেন তোমার পায়ের শব্দ পেয়ে আবার আগের মত টিভির রুম ছেড়ে পরার টেবিলে দৌড় দিয়ে যাই ! ফিরে এসো সেই বট বৃক্ষের মতো, ছায়া হয়ে যেন রাতে ঘুমাতে পারি আগের মতো নির্ভয়ে , স্বপ্ন দেখে ভয় পেলে আগের মতো আমাকে জাগিয়ে দেবেতো বাবা ? বলবে কোনো ভয় নেই , আমি আছি না ? তুমি থাকো সেই পুরনো , সুস্থ্য , রাগী বাবা হয়ে |



...... গত বছর বাবা বড় একটা অসুখ থেকে উঠার পর থেকে কেমন যেন দুর্বল হয়ে গেছেন সেই অনুভূতি থেকেই এই লেখাটা লেখা , আপনাদের কেমন লাগবে জানিনা তবে আজ থেকে অনেকদিন পরে যদি লেখাটা পড়ি তবে আজকের এই অনুভূতিটা মনে পড়বে, অনুভূতিটা অন্তজালে বন্দী করার চেষ্টা করলাম...ভালো থাকবেন সবাই !

মন্তব্য ২৯ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৪

আশরাফ উজ জামান বলেছেন: সুন্দর হয়েছে, প্রথম প্লাস :)
লিখাটা বোধহয় দুইবার পেস্ট হয়েছে, এডিট করে নিন।

১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১০

সাগর ঢাকা বলেছেন: ওহ ! ঠিক করে দিচ্ছি , ধন্যবাদ মন্তব্যের জন্য !

২| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৫

অনির্বান বলেছেন: ভালো লাগলো অনেক। আমার বাবা ও অসুষ্হ হয়ে যাবার পর কেমন যেন হয়ে গেছে। আগের সেই বাবাকে অনেক মিস করি।

রেগুলার লিইখেন। আর একদিন বাসায় আইসেন। নতুন বাসা ও দেখে যাবেন

+++

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৯

সাগর ঢাকা বলেছেন: তোমার বাবাও ভালো হয়ে উঠুন এই শুভ কামনা থাকলো ...ধন্যবাদ

৩| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৪

রাইসুল সাগর বলেছেন: চমৎকার লিখা...ভালো লাগা রেখে গেলাম...। শুভকামনা রইল...। ভালো থাকবেন সব সময়...।

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১২

সাগর ঢাকা বলেছেন: লেখাটা কেমন যেন এলোমেলো লাগছে :( মনে হয়েছে যা বলতে চেয়েছি ঠিকমত বলা হয়নি ! ভালো লেগেছে জেনে ভালো লাগলো :)

৪| ১২ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩১

মিনহাজ০০৭ বলেছেন: আপনার বাবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ উনি ভাল হয়া যাবেন।

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৬

সাগর ঢাকা বলেছেন: আসলে বয়স হলে সবাই একটু দুর্বল হয়ে পড়েন তবুও কাছের কেও এমন হলে মেনে নেয়া কঠিন , ধন্যবাদ

৫| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৫

শিবলী বলেছেন: :(

১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০২

সাগর ঢাকা বলেছেন: ভাই মন খারাপ করলেন কেন :( দুক্ষিত মন খারাপ করিয়ে দেয়ার জন্য !

৬| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৪

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নিজের সাথে কেমন যেন একটা মিল পেলাম...

ভালো থাকুন আপনার বাবা। দীর্ঘায়ু হোন, কামনা করি।

১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৮

সাগর ঢাকা বলেছেন: হমম সবার জীবনেরই গল্প এটা ..ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য !

৭| ১২ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৪

আকাশ আমার সীমানা বলেছেন: খুব ভালো লাগল। আসলেই বাবারা যেন নরম হয়ে গেছেন অনেক। নিজেরই ভালো লাগে না।

১২ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:১৭

সাগর ঢাকা বলেছেন: তুমি ব্লগ লেখ না কেন ! তোমার চারপাশের কথা শেয়ার করো , সবার ভালো লাগবে !

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৪

হুপফূলফরইভার বলেছেন: সত্যি কথা কি বলব~
যেই বাবার ভয়ে সবসময় থাকতাম তটস্থ আজ বাবা দীর্ঘ ৫ বছর যাবত পেরালাইজড~ বাবা----------------------------------------------~
তুমি একটু সুস্থ হয়ে উঠনা~ তুমি ছিলে বটবৃক্ষের মত~ আজ তোমার শিশুসুলভ আব্দার শুনে নিজেই নিজেকে হারিয়ে ফেলি~
তোমাকে নিয়ে আমার উপলব্ধি প্রকাশের কোন শব্দ, কোন ভাষা এ পৃথিবীতে এখনও সৃস্টি হয়নি~ আমি জানিনা কিভাবে কি করতে হবে~তোমাকে কলেজ জীবনের সেই (বজ্রকঠিন দৃঢ়মনোভাবের প্রিন্সিপালের মত) সুস্থ দেখতে চাই~

অ:ট:
এমন স্মৃতিকাতর লেখা কেন লেখেন ভাই~ ব্লগে আসি মনটাকে হাল্কা করার জন্য~ এখানেও আপনারা বারে বারে সাবলীল লেখায় ফিরিয়ে নিয়ে চলেন সেই স্মৃতির উঠোনে~ কেন? কেন? কেন?

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৪

সাগর ঢাকা বলেছেন: দুক্ষিত মন খারাপ করে দেয়ার জন্য ! আসলে কাউকে কষ্ট দেয়ার জন্য না নিজের অনুভূতি প্রকাশ এর জন্যই লেখা ...ধন্যবাদ মন্তব্যের জন্য

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮

বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: ভাইয়া, আব্বু মাত্র পড়ল, এরপর মন্তব্য ছিল এইরকম, '"সুন্দর লেখা, কোত্থেকে বের করলি?"'
আমি বললাম :"এইটা ভাইয়া লিখছে"
:"চমত্কার লেখা!! সৈ** এত সুন্দর লিখতে পারে তা তো জানতাম না! অনেক সুন্দর লেখা..............." .................... আমাকে যদি আব্বু কখনো এমন প্রসংসা করত.............................

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৬

সাগর ঢাকা বলেছেন: পড়াশোনা করে ভালো রেজাল্ট করো , বাবার মত খুশি আর কেউ হবেন না ! প্রসংশা অর্জন করতে হয় আর একবার পেলে সেটা বজায় রাখতে কষ্ট করতে হয়

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০২

জর্জিস বলেছেন: শুধু বাবাই না মনে হয় আমরাও (সন্তানরাও) সময়ের সাথে চেন্জ হয়ে যাই....প্রচন্ড ইমোশনাল লেখা। শুধু প্লাস দিলে বাবাকে ছোট করা হবে।

...বাবা দিবসে লেখাটা রিপোস্ট চাই।

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০৭

সাগর ঢাকা বলেছেন: বাবা দিবসে রিপোস্ট চাই ! ভালো কথা বলেছ :)

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৮

হাসান মাহবুব বলেছেন: ছোট্ট লেখাটায় অনেক বিশাল অনুভূতি। খুব ছুঁয়ে গেলো। আপনার বাবার দীর্ঘজীবন কামনা করি।

১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৩৮

সাগর ঢাকা বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪০

হার্ট লকার বলেছেন: পড়তে পড়তেই আমার চোখ দুটি ভিজে উঠলো।
আমার বাবাকেও আমি মনে মনে বলি... বাবা তুমি আগের মত প্রতাপ নিয়ে আদেশ কর। বাসায় ঢুকেই আমাদের সতর্ক করে দাও।
বাবা তোমাকে নিস্তেজ দেখলে যে আমরা কষ্ট পাই।

১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৩৬

সাগর ঢাকা বলেছেন: লেখার সময় আমার নিজের চোখ ভিজে এসেছিল , আমরা মনে হয় একটু বেশি আবেগী

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৪৯

আট আনা বলেছেন: তোমার অনুভূতি কিছুটা হলেও বুঝছি। আমার আব্বার ট্রানজিশানটাও এরকমই হঠাৎ করে। ১ম সেমিস্টারে থাকতেই আব্বার ৩ বার হার্ট এ্যাটাক করে। সবাই টেনশন করতো অনেক। বাসা থেকে অড টাইমে ফোন আসলে ভয় লাগতো ফোন ধরতে- না জানি কি সংবাদ আসে! এরপর থেকেই সেই প্রবল প্রতাপশালী আব্বাটা যেন হারিয়ে যেতে থাকলো আস্তে আস্তে। এখন তো একদম শিশু। মাঝে মাঝে গোঁ ধরে কোন কাজ করার জন্য-বাসার লোকজন মানা করার পরেও না শুনলে ছোটআপা আমাকে ফোন করে না করে দিতে বলে। ভাইবোনের মধ্যে আমি সবার ছোট হলেও কোন একটা কারনে আমার কথা শুনে। তার আগের সেই ভূমিকা মিস করলেও এখনকার আমার এই ভূমিকাটা খারাপ লাগেনা :)

১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৮

সাগর ঢাকা বলেছেন: ভালো বলেছেন :) এখন নিজেই অভিভাবক এর ভূমিকায় নামতে হয় ! বয়স বাড়লে সবাই শিশু হয়ে যায় !

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৩৫

ইনক্রেডিবল বলেছেন: অনেকক্ষন চেষ্টা করলাম কিছু একটা লেখার। কি লিখব? বাবার কথা চিন্তা করতেই তো মাথা ফাকা হয়ে আসে, চোখ ঝাপসা হয়ে যায়।
মোবাইলের কন্টাক্ট লিস্টের প্রথমেই আব্বুর নাম্বারটা এখনো সেভ করা। মনে হয় ফোন দিলেই ওপাশ থেকে শুনব..... আব্বুর গলা "বাবা....কেমন আছ?"

১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৭

সাগর ঢাকা বলেছেন: তোমার কমেন্ট এর কি উত্তর দিবো, কিছু জিনিস কখনো পূরণ হয় না তারপরেও এগিযে যেতে হয় --- আবেগী কমেন্ট এর জন্য ধন্যবাদ

১৫| ০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন: আবেগী ভাল লাগা ছুঁয়ে গেল...

+++

শুভনববর্ষ...

স্বপ্নময় আগামীরা থাকুক আপনার অপেক্ষায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.