![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছগুলোর ষাণ্মাসিক সভায় শহরের সবচেয়ে উঁচু গাছগুলোর বেশ মন খারাপ, যদিও বেঁচে থাকার লড়াইয়ে অন্যদের থেকে তাদের টিকে থাকার সুযোগ বেশি। গুল্ম আর বিরুতেরা তাদের স্বল্পায়ুর কথা ভেবে মনে হচ্ছে বরং স্বস্তিতেই আছে। শহরের উঁচু গাছগুলোর দিন কাটে সব উঁচু উঁচু দুঃখ আর নিচু নিচু মন দেখে। তাদের অভিজ্ঞতার ভয়াবহতার গ্রাফের চড়াই কোন কোন ক্ষেত্রে মানুষের ঋণাত্মক কল্পনার গ্রাফের চড়াইয়ের চেয়েও খাড়া। তাদের শরীরে এখন আর পাখির আনাগোনা নেই, পাখিরা হয়ত দুঃখের শরীরের ক্রমবর্ধমান ছায়া দিয়ে সংক্রমিত হবার আগেই নিরাপদ দূরত্বে থাকছে, কিংবা তাদের সুখই বিপন্ন।
এদিকে গাছের এই অবস্থা দেখে সার্বজনীন সুখী সম্প্রদায়ের আহবায়ক সুখের ভবিষ্যৎ নিয়ে যারপরনাই উদ্বিগ্ন। অসুখী গাছের অক্সিজেনে দুঃখের রেনু থাকে, তার ধারনা এই বাতাস নিয়ে সব মানুষ 'মন-খারাপ' রোগ বাঁধিয়ে ফেলবে। অথচ কত মন যে পঁচে ডাস্টবিনে থাকার উপযুক্ত হয়ে গেছে এবং প্রতিনিয়ত যাচ্ছে এব্যাপারে তার কোনো ধারনাই নেই -_-
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৩
দুঃস্থ বর্ণমালা বলেছেন: ধন্যবাদ। আপনার কয়েকটা লেখা পড়ে রীতিমত আপনার ভক্ত বনে গেছি ^_^
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৩
গেম চেঞ্জার বলেছেন: প্রথম লেখাটিই এতোটা দুঃখের হলে তো মন খারাপে কোন বাঁধা নাই। থাক...... আজ নাহয় মন খারাপেরই রাত.......
সামুতে স্বাগতম....!!!
০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
দুঃস্থ বর্ণমালা বলেছেন: দুঃখ কিংবা সুখের আলাদা সংজ্ঞায়ন আমার ভাল লাগেনা, আমি বরং দুইটাকেই অনুভূতি বলে চালিয়ে দিই; তা না করলে যে নিজেকে দুঃখীদের কাতারে দেখতে হবে -_-
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৬
জনম দাসী বলেছেন: ধারনা কখনো কখনো হয়ে যায় ... তবু রয়ে যায় কিছু কথা, কিছু ভাল লাগা, কিছু মন্দ লাগা;
শুভ হোক পথ চলা.........