![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছের শিবিরে আরো কিছু নতুন তাঁবু টানানো হবে আজ।
পুরোনো তাঁবুগুলোর গায়ে ক্রমাগত ঝরে পড়ছে স্মৃতির অসুখ,
সময়ের মমতায় যদিও কোনমতে টিকে গেছে তারা।
প্রেমিকার চোখের ঘোলা মায়া কেন যেন আন্দোলিত করেনা আর,
সেখানে আর হারিয়ে যাবার নেশা নাই,
নাই কোন স্বতঃস্ফূর্ত পিছুটান।
সবকিছু যেন একান্তই নিয়মরক্ষার অস্বস্তি।
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭
দুঃস্থ বর্ণমালা বলেছেন: সত্যিই পিছুটান নেই, এখন সবকিছুই ধারাবাহিতা রক্ষা -_-
২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭
দুঃস্থ বর্ণমালা বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪
গেম চেঞ্জার বলেছেন: স্মৃতির অসুখ নয়,,,,,,,,,,,এটাই সমাজের নিয়ম......
চালিয়ে যান.......১ম লাইক।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
দুঃস্থ বর্ণমালা বলেছেন: ধন্যবাদ, আপনার গ্রিক মিথভিত্তিক লেখাটা ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
ডরোথি গোমেজ বলেছেন: নেই কোন পিছুটান, এমনটি আমরা সবাই বলি। কিন্তু সত্যিই পিছুটান থেকে যায়।