![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্মীলিত আকাশের উদ্বাস্তু নীলিমার সাক্ষ্য,
নীলাম্বরী সাবেকি স্মৃতির দোহাই দিয়ে তোমাকে বলছি,
'স্মৃতিপটের সমগ্র জমিন থেকে সমস্ত ক্ষতচিহ্নসহ তুমি সরে যাও,
তোমার জবরদখল থেকে আমাকে রেহাই দাও'।
আবিষ্ট স্মৃতির কান্না ক্রমেই লোপ করছে আমায়,
দৃশ্যপট থেকে ক্রমশ বিলুপ্ত হচ্ছি আমি, আমার সবটুকু সত্ত্বা।
পলায়নপর সময়ের কাছে আমি এখন শুধুই আগাছা,
যেন ছেঁটে ফেললেই সে বাঁচে।
স্মৃতির আতুরঘরে তোমার হতবিহবল আগমনে সবগুলো কোষ যেমন জীবন্ত আর ক্ষুধিত হয়েছিল
আজ সেই তোমার সংক্রমণেই তারা মুমূর্ষু।
তুমি একটা লিথাল হরমোন, স্মৃতির ঘর খালি কর বলছি,
নাহয়........নাহয়, স্ফিংক্স এর নৃশংসতায় হত্যা করব তোমাকে আর তোমার অভ্যাসবশত প্রেমকে।
©somewhere in net ltd.