![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি...শুধুই আমি
১
এখন থাকিস চোখের সামনে
খেলিস চেনা খেলা;
দুদিন পর যে থাকবিনা আর
কষ্ট হবে ম্যালা !
২
চলে যাই, যাচ্ছি, যাব বলে
চোখ দুখানি ছলছল;
মুখ ঘুড়িয়ে নিলেই বুঝি
যায় লুকানো চোখের জল !
৩
যাবার আগে আয় না আবার
শেষবার শুধু হাত টা দে;
মুঠোয় ভরে শুন্যতা টা
এইবার তুই নে বুঝে !
©somewhere in net ltd.