নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শবান লোকদের বন্ধুর সংখ্যা কম থাকে।

সজিবুল ইসলাম

ছাত্র

সজিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন চাই

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

৭৫ এর পট পরিবর্তনের পর এ দেশে আওয়ামী লীগ একুশ বৎসর ক্ষমতায় আসতে পারেনি,
এবারের পট পরিবরতনের পর আওয়ামী লীগ আগামী ৫০শ বৎসর ক্ষমতায় আসতে পারবে না।
কারণ তারা তাদের শাসনকালে যা দেখাল দেশবাসীকে তার জবাব দেবার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে একটা অবাধ সুষ্ঠু আর নিরপেক্ষ নিরবাচনের যার ভয়ে আওয়ামী লীগ আতংকগ্রস্ত হয়ে আছে । আওয়ামী লীগের রাজনীতি মানে ইটের ট্রাক আর বালুর ট্রাক দিয়ে বিরোধীদলীয় নেত্রিকে অবরুদ্ধ করার রাজনীতি যা স্বৈরাচার এরশাদ সাহেব ও করেনি । পাখির মত মানুষকে গুলি করে মেরে ফেলার রাজনীতি কেবমাত্র আওয়ামীলীগ ই করেছে এ দেশে । হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেয়ার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে আর সরকারী ব্যাংক গুলোকে করেছে অর্থহীন । নারী অধিকারের কথা বলে নারীর সম্ভ্রম হানি করেছে । মুক্তিযুদ্ধের চেতনা আর গনতন্ত্রএর কথা বলে মুখে ফেনা তুলেছে কিন্তু তারাই মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশী ধ্বংস করেছে আর গনতন্ত্রকে হত্যা করেছে । এ সব কিছুর উচিত জবাব দেবার জন্য জনগণ অস্থির হয়ে গেছে তাদের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৫ রাত ৮:৪৬

কলাবাগান১ বলেছেন: পরিবর্তন চাই- রাজাকারের গাড়ীতে বাংলাদেশের রক্তস্নাত পতাকা আবার দেখতে চাই। শুধু খাম্বা হলেই চলবে.. বিদ্যুতের দরকার নাই

১৩ ই মে, ২০১৫ রাত ১০:০১

সজিবুল ইসলাম বলেছেন: যারা কথায় কথায় রাজাকার বলে তারা যে কি সাধারন মানুষ জানে ! বিদ্যুৎ কারও বাবার দেওয়া সম্পত্তি নয় । এটা জনগনের অর্জন ।

২| ১৩ ই মে, ২০১৫ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশবাসী তার জবাব দেবার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে একটা অবাধ সুষ্ঠু আর নিরপেক্ষ নিরবাচনের যার ভয়ে আওয়ামী লীগ আতংকগ্রস্ত হয়ে আছে ।

তাইতো ৫ জানুয়ারীর প্রহসন আর ২৮ জানুয়ারীর ভোট লুটের পথেই হাটছে!!!

চোরের ১০ দিন গেরস্থের ১ দিন! ১৬ কোটি গেরস্থ এক দিনের অপেক্ষায়......................

১৩ ই মে, ২০১৫ রাত ৯:৫৭

সজিবুল ইসলাম বলেছেন: ভাই সেই অপেক্ষায় আছি , এ দেশ থেকে বর্তমানের চুর বাটপার ইসলামের শত্রু বিতারিত করব ইনশাল্লাহ ।

৩| ১৩ ই মে, ২০১৫ রাত ৯:৪১

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @ কলাবাগান ১ এর মত লোকরা সারা জীবন মুখস্ত কথা বইলা গ্যাল, গবেষণা করার মত বিষয়
এরা!!!

৪| ১৪ ই মে, ২০১৫ রাত ২:৫০

কলাবাগান১ বলেছেন: " বিদ্যুৎ কারও বাবার দেওয়া সম্পত্তি নয় । এটা জনগনের অর্জন ।" জামাতি-রাজাকারদের আমলে তাহলে এই জনগনের অর্জন হল না কেন নাকি তখন মুখ বালুতে ঘুজে ছিলেন???? ।

৫| ১৪ ই মে, ২০১৫ ভোর ৬:১৯

সজিবুল ইসলাম বলেছেন: বাপ ছাড়া যেমন ছেলে হয় না তেমনি বিনপি না থাকলে বিদ্যুৎ চোখে দেখতে পারতেন না .....
বিদ্যুৎ উৎপন্ন করার রাস্তা কে তৈরি করছে ? বি ন পি । নাস্তিকবাদি সরকারের নাম মাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.