নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শবান লোকদের বন্ধুর সংখ্যা কম থাকে।

সজিবুল ইসলাম

ছাত্র

সজিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জোড় যার মুল্লক তার

২১ শে মে, ২০১৫ রাত ১২:১৮


যার শরিরে শক্তি বেশি সেই পৃথিবীতে দুর্বল কে শাসন করে চলতে পারে ,করতে পারে রাজত্ব । আর এটাই পৃথিবীর বর্তমান বাস্তবতা ............
দুর্বল হইয়া ভদ্রতা দেখানো নেহাৎ বোকামির কাজ । সব সময় সব জায়গায় ভদ্রতা দেখানো উচিৎ না । অনিয়ম –অশৃঙ্খল পরিবেশে আপনার ভদ্রতা যেন মূল্য হীন ।
কোথায় নেই পেশি শক্তির ব্যাবহার ?
আজ সমাজের সর্বজায়গাই এই পেশি শক্তির ব্যাবহার হচ্ছে ।
যেমন
স্কুলে বা কলেজে ভর্তি হতে গেলে আপনি বেশি টাকা দিবেন--- তা হলে আপনার ছেলের রোল আগে কিন্তু এক ভদ্র লোক আপনার তিন মাস আগে ছেলেকে স্কুলে বা কলেজে ভর্তি করেছে কিন্তু পেশি শক্তি নেই সেই ছেলের রোল ঠিকানা হীন।
হাসপাতালে রুগী দেখাবেন- লম্বা সিরিয়াল ! আপনার পেশি শক্তি বা টাকা আছে তো আপনি আগে । কোন নিয়ম-নীতির তোয়াক্কা নাই।
আপনি ঈদে বাড়ি যাবেন কিংবা খেলা দেখার জন্য টিকেটের প্রয়োজন লম্বা সিরিয়াল ----
পেশি শক্তি যদি থাকে, আপনি সবার আগে টিকেট পেয়ে যাবেন । ব্যাংকে যাবেন টাকা তুলতে
সেখানেও লম্বা সিরিয়াল
টাকা আছে তো সিরিয়াল ভেঙ্গে আপনি আগে ।
মামলা চালচ্ছেন
টাকা , পেশি শক্তি কমতি নেই
তবে আপনার বিচার কাজ দ্রুত চলবে ।
পেশি শক্তি না থাকলে নিজের মুখের খাবার যে অন্যে কেঁড়ে নেয় , নতুন করে বলার কিছু নাই ।
আমাদের এই নোংরা সমাজে ভাল- নম্র- ভদ্র ও সহজ সরল দরিদ্র মানুষগুলোর কোন মূল্যায়ন নেই । কারণ তাদের আক্তাই অপরাধ – তাদের পেশী শক্তি/ টাকা নেই।
যদি থাকত
তারাই সমাজ তথা দেশ কে পরিচালনা করতে পারত ।
কথায় আছে
“মানুষ শক্তের ভক্ত নরমের যম”

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.