নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আদর্শবান লোকদের বন্ধুর সংখ্যা কম থাকে।

সজিবুল ইসলাম

ছাত্র

সজিবুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বন্ধু

২৩ শে মে, ২০১৫ রাত ১২:২১

ভাল বন্ধু একজন
বা দু’জন-ই যথেষ্ট। তবে এটা সম্পদের
চেয়ে কম কিছু নয়। একজন মানুষের
অনেক বন্ধু থাকা সম্পত্তির মতোই।
তাই ভাল বন্ধুত্ব আর সম্পদের মধ্যে
তফাত শুধু এই যে সম্পদের মুল্য
নির্ধারন করা যায়, বন্ধুত্যের মুল্য
নির্ধারন করা যায় না। এটা অমুল্য।
তাই বুঝে শুনে জায়গা দিন একজন
মানুষ কে আপানার বন্ধুর তালিকায়।
নিচের কয়েকটি ধাপ মনে রাখুনঃ
১। প্রথম দিন পরিচয় হবার সাথে
সাথেই ভাবুন তিনি কেমন, বন্ধুর কোন
গুন আছে কি-না।
২। এটা ভাবলে ভুল হবে যে তাকে
দিয়ে আপানার কি উপকার হবে। তাই
এই কাজটা করে কেবল স্বার্থান্নেষী
কেউ।
৩। বন্ধু ঘোষনা করার আগে তাকে
একটা জায়গা দিন। এই যেমন আমি
আপনার ফ্যান এই জাতীয় কিছু।
৪। মুল্যায়ন করুন তার ব্যাক্তিত্বকে ।
যদি খারাপ ঠেকে তবে একটু ইঙ্গিত
দিন শুধরে দেয়া যায় কি-না। যদি
কয়েকবার ট্রাই করেও না পারেন
তবে আশা ছেড়ে না দিয়ে ফ্যান
পর্যন্তই রাখে দিন। আর না এগোনোই
ভাল।
৫। কাজের মাধ্যমে স্বীকৃতি দিন,
তিনি আপনার বন্ধু নন তবু আপনি তার
বন্ধু। মনে রাখবেন, এখানেও
প্রতিদান আশা করবেন না।
৬। এই পর্যায়ে আমি মনে করি তিনি
আর নিজেকে ধরে রাখতে পারবেন
না। আপনার প্রতি বন্ধুর প্রস্তাব
করবেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ রাত ১২:৩৫

কাউছার আহমেদ সকাল বলেছেন: ঠিক বলছেন ভাই|

২৩ শে মে, ২০১৫ ভোর ৬:৪৫

সজিবুল ইসলাম বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে মে, ২০১৫ রাত ১:১৪

মিন্টুর নগর সংবাদ বলেছেন: হুম ভাল বলছেন ।

৩| ২৩ শে মে, ২০১৫ সকাল ৭:০১

সজিবুল ইসলাম বলেছেন: জি ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.