![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রস্তুতি ভাল ছিল
তাই
পরীক্ষাও খুব ভাল দিয়েছিলাম ।
আগে থেকে জানতাম মে মাসের ৭ তারিখ রেজাল্ট দিবে ।
রেজাল্ট পাওয়া যাবে অনলাইনে এবং এসএমএস করে রেজাল্ট জানা যাবে ।
রেজাল্ট কয়টায় জানা যাবে সেটা জানতাম না ।
টেলিটক সিম আমার কাছে ছিল না ।
তাই সকাল সকাল আমি ও আমার দুই বন্ধু বাংলালিংক দিয়ে
এস এম এস পাঠালাম কিন্তু কোন রেন্সপন্স পাচ্ছিলাম না ।
খুব টেনশন হচ্ছিল
আর বাসায় একের পর এক আত্মীয়-স্বজনরা ফোন দিতে লাগল , আমি যেন আরও চাপে পরে গেলাম ।
স্কুলে রেজাল্ট আসবে সেই বিকালে কিন্তু বিকাল যেন কিছুতেই আসতেছে না । বাড়ি থেকে এক বাজারে গেলাম অনলাইনে জানার জন্য , গিয়ে দেখি প্রচুর ভিড় আমার অনেক ক্লাস ম্যাট সেখানে আছে , ইংরেজি শিক্ষক পাশেই বসা ,আমার বুক তখন থরথর করে কাপছিল যেমন গান বাজালে বীট হয় সেই রকম ।
তখন দুপুর ১২ টা,
তখন ২ জি ইন্টারনেট অনেক স্লও কাজ করছিল , এক জন বলল ২ টায় জানা যাবে । আমি অপেক্ষা করছিলাম , আর এ দিক দিয়ে একের পর এক ফোন আসতেছিল ......
যাই হক যখন দুইটা বেজে গেল ।স্যার রেজাল্ট দেখতেছিলেন তাও অনেক পর পর একটা দেখার পর আরেকটা দেখার জন্য কমপক্ষে ৫ মিনিট অপেক্ষা করা লাগত । আমার রেজাল্ট দেখার সিরিয়াল পেলাম তিনটায় ...... ততক্ষণে স্কুলে রেজাল্ট , নোটিশ বোর্ডে টানিয়ে ফেলছে ।রেজাল্ট দেখার পর আমি বিশ্বাস করতে পারছিলাম না 4.94
আফসোস সবাই করতেছিল । ইংরেজি শিক্ষক কপালে হাত দিয়ে ফেলছে । স্কুলে A+ এসেছিল ৩ টা...
রেজাল্টের আগে আমাকে নিয়ে অনেক আশা ছিল সব শিক্ষকেরই । আমাদের স্কুলে এর আগে A+ এক জন পেয়েছিল কিন্তু কেউ 4.94 পায় নি । বাড়ি ফিরলাম
পথে যত জনের সাথে দেখা হয়েছিল সবাই শুধু রেজাল্টের কথাই জিজ্ঞাস করেছে আর শুনে আফসোস করছে । আমার রেজাল্ট শুনে মা-বাবা , ভাই বোন,আত্মীয়_স্বজন ও পাড়া প্রতিবেশী সবাই খুশি হয়েছিল । কারণ ইতিপূর্বে গ্রামের কেউ এমন রেজাল্ট করতে পারে নি ।
প্রধান শিক্ষক আমার বাবা কে বলেছিল আমি A+ পাইতাম । পাইনাই শুধু তার সাথে এক দিন বেয়াদুবি করার জন্য ......
প্রতিবছর যখন এস এস সি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয় সেই দিনগুলির কথা খুব মনে পরে ।
২| ০৩ রা জুন, ২০১৫ রাত ১২:৪৮
সজিবুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ সকাল ৮:১৫
সামাদ হোসেন বলেছেন: এই একই দিনে আমিও রেসাল্ট পাই। আল্লাহর রহমতে A+ পেয়েছিলাম। তুমি যে গ্রামে থেকেও 4.94 পেয়েছ, বিষয়টা ভাল লাগলো।