![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ক্লান্ত পথিক
আজ দাঁড়িয়েছি ক্ষণিক
যতটুক চলেছি পথ
ছিল শুধুই ভুল
আজ দেখি পথের নেই কোন কূল ।।
ভাবছি নিরালায়
দেখি যেতে পারি কিনা
আবার আমার শ্যামলী গায় ।
জানি রাত হয়ে যাবে
দেখব না পথ,
দেখলেই কি হবে ?
ভুল পথের তার আবার সকাল সন্ধ্যা কিংবা রাত
নেইতো কোন তফাৎ ।
সবই নাকি বিধাতার লিখা
লঙ্গিত হয় না ,
স্বপ্ন আমার শেষ সীমানা
জানি না আজ পাড়ি দিতে পারব কি না ...
পথে আমার অনেক বাধা
এ সবইতো বাস্তবতা ।
এক জনের শাস্তি পাচ্ছে আরেক
এ যে আমাদের হরিক্ষেত,
আমি এমনই , নই ব্যাতক্রমী।
আমি ক্লান্ত পথিক
আজ দাঁড়িয়েছি ক্ষণিক ।।
©somewhere in net ltd.