![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নদেখি যা কিছু সত্য ও সত্যকে আলিঙ্গন করে, তার শেষপ্রান্তে যাব।
ইদানিং মুক্তমনা শব্দটার বেশ মার্কেটিং হচ্ছে। কোন রকমে মুক্তমনের স্বীকৃতিটুকু আদায় করে নিতে পারলে আপনি হবেন আধুনিক, প্রগতিশীল, এবং অবশ্যই সুশীল। যদিও ভিতরে মাল খুব একটা নাও থাকে। অন্তত আমার মত মৌলবাদী, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল জাতীয় গালি শুনতে হবে না। যাই হোক মূল কথায় আসি। সামুতে আমি গত কয়েকদিন বেশ কয়েকটা পোষ্ট দিয়েছিলাম। পোষ্টগুলো হলোঃ
১ । বিশ্বাসের একটি ভাষা আছে
২ । নাস্তিকতার অন্ধ বিশ্বাস
৩ । সাংস্কৃতিক গণহত্যা
৪ । পদার্থ নাকি স্রষ্টা?
৫ । আপনার ধান্ধা কি?
উপরে উল্লেখিত পোষ্টগুলো আমি প্রথম আলো ব্লগেও পোষ্ট করেছিলাম। মুক্তমনা ও প্রগতিশীলতার ধ্বজাধারী প্রথম আলো একবার দুইবার নয় ছয় ছয় বার আমার পোষ্টগুলো ডিলেট করেছে। সর্বশেষ আমি আজ দুপুরে দুইটা পোষ্ট আবার রিপোষ্ট করি। সেগুলোও এখন নেই।
দুপুরের চিত্র
বর্তমান চিত্র
আলহামদুলিল্লাহ সময় বদলাতে শুরু করেছে। বিলুপ্ত প্রায় এই বিশেষ বস্তুবাদীরা তাদের মুখোশ উন্মোচন করছে। কারন এ্যাকুরিয়ামের মাছের মিথ ভাঙতে শুরু করেছে।
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আপনার পদার্থ নাকি স্রষ্টা শিরোনামের পোস্টে আমি একটি কমেন্ট করেছি। উত্তর প্রত্যাশা করছি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ রাত ৯:০৩
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সমস্যাটা হলো অনেকে প্রগতিশীল না হয়েও নিজেকে প্রগতিশীল বলে দাবি করে। আবার অনেকে প্রগতিশীলতা কি সেটা না বুঝেও এ নিয়ে লেখালেখি করেন।