নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শৃঙ্খল যেখানে আবদ্ধ, মুক্তি সেখানে অসম্ভব\"

সাকিবুল ইসলাম সাজ্জাদ

ভূমিষ্ঠ হওয়ার পরই আমার ছাড়পত্র নিয়ে আমার আগমন

সাকিবুল ইসলাম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

বসেন বসেন বইসা যান, কোয়ান্টাম ইলেক্ট্রোডায়নামিক্স পইড়া যান-১

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

কেউ যদি জিজ্ঞেস করে একাডেমিক দিক থেকে বলার মত কি নিয়ে যাচ্ছ ভার্সিটি থেকে? তাহলে বলব ছেলেমেয়ে নাতিপুতি দের বলার মত একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যার কে ৩ টা কোর্সের কোর্স টিচার হিসেবে পাওয়া। এবং উনাকে থিসিসের সুপারভাইজর হিসেবে পাওয়া। সাস্টে উনি ফাস্ট ইয়ারে একটা কোর্স নেন আর ফাইনাল ইয়ারে এসে ২ টা নেন। ফাস্ট ইয়ারের ক্লাস এ এসেই উনি একটা প্রশ্ন করেছিলেন, এই যে ইলেক্ট্রিক্যাল এ পড়তে আসছ, বলত একটা তামার তারের মধ্য দিয়ে কিভাবে ইলেকট্রন ফ্লো করে? অনেকে অনেক ব্যাখ্যাই দিল। কেউ বলল স্যার যাইতে ইচ্ছে করে যায়, এইটা নিয়ে মাথা ঘামানোর কি আছে? স্যার মনে হয় চিন্তা করতেছিল এইসব নিয়ে চিন্তা করি দেখেই অল্প বয়সে চুলগুলি পাকল।
স্যার বুঝতে পেরেছিল কতগুলো গরু ছাগলের ক্লাস নিতে আসছে। হতাশ ভঙ্গিতে আমাদের তাকিয়ে আছেন। তখন কেউ একজন একটা ব্যাখ্যা দিল। ধরেন স্যার এক গ্লাস ভরতি পানি। আর পানি ধারণের জায়গা নেই গ্লাস টার। এখন যদি এক ফোটা পানি ফেলি তাহলে গ্লাস থেকে এক ফোটা পানি বেরিয়ে যাবে। তারের মধ্য দিয়ে এভাবেই কারেন্ট যায়।
স্যার খুশি হয়ে গেলেন। যারা পড়তেছেন তারা সম্ভবত চিন্তা করতেছেন কি ঘোড়ার ডিম ছাইপাস বলল আর স্যার খুশি হয়ে গেল। বানায়ে বানায়ে কথা বলার জায়গা পায় না। আসেন আপনাদের খুশি করি।
ধাতু ইলেকট্রন এ ভরতি। ধরেন একটা RFL পাইপের ছিদ্র মার্বেল দিয়ে ভরতি। তো আমার হাতে একটা মার্বেল আছে। এই মার্বেল দিয়ে সবগুলি মার্বেল যদি বের করতে চাই তাহলে কি করব বলেন তো? আমি যেটা করব হাতের মার্বেল দিয়ে পাইপের মার্বেলে জোরেশোরে টোকা দিব। ফলে একটা একটা করে ইলেকট্রন বের হতে শুরু করবে।
এই যে আমার হাতের মার্বেল এইটা ধরেন ব্যাটারি, পাইপের মার্বেল ইলেকট্রন আর এইযে জোরেশোরে টোকা দিলাম এইটাই ইলেকট্রনকে চালাতে শক্তি। মাসে মাসে যে কারেন্ট বিল দেন এইসব টোকাটোকির কারনেই দেন।
তো লাইট জ্বালাতে হলে কি করেন সুইচ টিপেন। সুইচ অন করার সাথে সাথেই কিন্তু লাইট জ্বলে উঠে। আচ্ছা উপরের কথা যদি সত্যি হয় তাহলে একটা একটা করে ইলেকট্রন যেতে তো কিছুক্ষন সময় লাগার কথা এইটা হয় না কেন? কারন তখন ইলেকট্রন আর ইলেকট্রন থাকে না। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে যায়। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ কি? আলো। মানে ইলেকট্রন তখন আলোর বেগে চলে। ফলে সময় লাগে না।
আচ্ছা ধরেন সুইচ টা পৃথিবীতে আর লাইটটা সূর্যে, তাহলে সুইচ চাপলে কতক্ষন লাগবে লাইট অন হতে?
৮ মিনিট ২০ সেকেন্ড। জ্বি ৮ মিনিট ২০ সেকেন্ড! মানে সূর্যের আলো পৃথিবীতে আসতে যে সময় লাগে ঠিক সেই সময়ই লাগবে। কারন আলোর বেগে যাবে।
আমার এই সিরিজে কিছু লেখা পাবলিশ করার ইচ্ছে আছে দেখি কতটুক ধারাবাহিক থাকতে পারি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

খাঁজা বাবা বলেছেন: ভাল গালল, আশা করছি সহজ ভষায় অনেক তথ্য পাব আপনার কাছ থেকে।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। ইনশাল্লাহ চেষ্টা করব।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: The Feynman Lectures on Physics part 3 is awesome for quabtum.....

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: হ্যা। ফাইনম্যান এর লেকচার সত্যি অসাধারন। এতটাই অসাধারন যে লেকচারগুলো ক্যালটেক এর স্টুডেন্টদের জন্য। যদিও আমি ধারাবাহিকভাবে যখন লিখব মোটিভেশন এখান থেকেই নিব।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: O man this keyboard on redmi...is... Worst
quabtum

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: রিদমিক এত বাজে না, আমি মাঝে মাঝে ব্যবহার করি। যদিও লিখার সময় অভ্র ব্যবহার করি। কষ্ট করে আবার ঠিক করার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Again error...
Sorry correct it yourself.
Bad keyboard.

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: নিজেই ঠিক করে ফেললাম। Quantum.

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার কাছেে আছে বইটা
All three parts...
Aro ace resnik er physics 1,2

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: রেসনিক হেলিডের বইটা ফাস্ট ইয়ারে পরেছিলাম। ভালই হল। ফাইনম্যান এর বইগুলো দরকার হলে যোগাযোগ করব। আশা করি দিতে আপত্তি থাকবে না।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: আপনি ভাগ্যবান।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: জাফর স্যারকে সুপারভাইজর হিসেবে পাওয়ার দিক থেকে অবশ্যই ভাগ্যবান।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

আরমান শুভ বলেছেন: খোদার সাথে যোগাযোগ করার মেশিন আবিষ্কার করতে পারবে বিজ্ঞান? খোদাকে ফোন করা দরকার উনি যেন আফ্রিকা সিরিয়া ইয়েমেনে আবার আসমান থেকে রুটি মাংস ফেলেন ওরা খেয়ে শুকরিয়া আদায় করুক।

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: আমি আপনার কথা ঠিক বুঝি নাই। কেন খোদার সাথে কথা বলার জন্য মেশিন দরকার? আমি যতদূর পাচ ওয়াক্ত নামাজেই উনার সাথে সাক্ষাত হওয়ার কথা।
সিরিয়া ইয়েমেনে এর মানুষদের দুরবস্থার জন্য মানুষ দায়ী এখানে খোদাকে যুক্ত করার কি দরকার বুঝলাম না।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: Rokomari থেকে কিনুন
না হয় বিদেশ থেকে আনান
বইগুলো কিন্ত জোসস :-B

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: ফাইনম্যান আছে আমার কাছে। হ্যা বইগুলো অসাধারন।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

সুমন কর বলেছেন: পড়ে গেলাম..........

০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.