নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

........

www.eee-lab.com

সুইট

আমি কোন মানুষ না.....মানুষের আকার আকৃতিতে একটা Virtual Charactar আমার ওয়েব http://www.eee-lab.com/

সুইট › বিস্তারিত পোস্টঃ

জানুন হেলিকপ্টার এর গঠন এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:০৭





আমি আমার এই পোষ্টে একটি সাধারন হেলিকপ্টার এর বিভিন্ন অংশ ও তাদের কাজ নিয়ে আলোচনা করবো। তাহলে আসুন জেনে নেই একটি হেলিকপ্টার এর মূল অংশগুলো কি কিঃ



* মেইন রোটর।

* টেইল রোটর।

* টেইল ফিনস।

* টেইল বুম।

* স্কীডস।

* ক্যানোপি।

* মাফলার

* ককপিট।

* ইঞ্জিন।

* কেবিন।

* ফুয়েল ট্যাংক







মেইন রোটরঃ

হেলিকপ্টার এর উপরে দুটি ব্লেড এর সমন্বয়ে গঠিত যে রোটরটি(ঘুর্ণন পাখা) এটিকেই মেইন রোটর বলা হয়। মেইন রোটরে মূলত দুটি ব্লেড দেখা গেলেও এতে আরো রয়েছে স্পাইডার, স্লাইডার, ড্যাম্পার, পিচ কন্ট্রোল রোড, মাস্ট, এক্সটেনশন রোড, স্কিসরস আসি, সোয়াশ প্লেট, ফাইবার এবং প্যাডেল।



কাজঃ

* ইঞ্জিন এবং এর সমন্বয়েই হেলিকপ্টার চালিত হয়।

* এটি হেলিকপ্টার এর ভারসাম্য রক্ষায় সহায়তা করে।

* এছাড়াও এটি হেলিকপ্টারকে উপরে উঠা ও নিচে নামায় মুখ্য ভূমিকা পালন করে।





টেইল রোটরঃ

হেলিকপ্টার এর পেছন দিকে যে ছোট আরেকটি রোটর থাকে এটিকে বলা হয় টেইল রোটর। মূলত হেলিকপ্টার এর লেজের দিকের রোটর বলে এটিকে বলা হয় টেইল রোটর।



কাজঃ

* এর মূল কাজ হলো পাশ থেকে কোন বাতাস এসে যেন হেলিকপ্টার এর ভারসাম্য নষ্ট না করে এবং মেইন রোটর এর কাজে বিঘ্ন না ঘটায়।

* এছাড়া এটি হেলিকপ্টার এর মোড় নিতেও সহায়তা করে।





টেইল ফিনসঃ

আমার জানামতে এই অংশটি সব হেলিকপ্টার এ থাকে না। পেছনে স্থির ব্লেড যা অনেকটা বিমানের ব্লেড এর মত তবে অনেক ছোট এটাই হল টেইল ফিনস। এটা ভারসাম্য রক্ষার জন্য তৈরী।





টেইল বুমঃ

হেলিকপ্টার এর পেছন দিকে যে লম্বা লেজটি থাকে এটিকেই বলা হয় টেইল বুম। এটি মূলত ভারসাম্য রক্ষা এবং টেইল রোটর অথবা টেইল ফিনস এর কাঠামো তৈরীর জন্য তৈরী।





স্কীডসঃ

হেলিকপ্টার এর নিচে ল্যান্ডিং এর জন্য যে পাতটি থাকে তাই হল স্কীড।

কাজঃ



* এটি ল্যান্ডিং এর জন্য ব্যাবহৃত। মূলত মাটিতে হেলিকপ্টারকে দাড়াতে অনেকটা পায়ের মত ব্যাবহৃত হয়।





ক্যানোপিঃ

হেলিকপ্টার এর সম্মুখভাগে মুখের মত যে অংশ এটাকেই বলা হয় বলা হয় ক্যানোপি।





মাফলারঃ

হেলিকপ্টার এর গ্যাস জমা থাকার জন্য যে ট্যাংকটি থাকে স্কীড এর উপরে এটাকেই বলা হয় মাফলার।





ককপিটঃ

হেলিকপ্টার এর পাইলট যেখানে বসে এটিকে নিয়ন্ত্রন করে তাকে বলা হয় ককপিট অন্যভাবে বললে এটি হেলিকপ্টারে পাইলটের বসার স্থান।





ইঞ্জিনঃ

এটাতো মনে হয় আর বলার দরকার নেই তারপরও বলি এর মাধ্যমেই হেলিকপ্টার এবং তার সকল যান্ত্রিক অংশ নিয়ন্ত্রিত হয়। এখানে আর আছে মাফলার, গিয়ার, ক্ল্যাচ মাফলার।

কাজঃ



* হেলিকপ্টারকে পরিচালনা করা।

* সকল যান্ত্রিক অংশকে নিয়ন্ত্রন করা।





কেবিনঃ

ককপিট এর পেছনে অন্যান্য আরোহী এবং মাল রাখার যে স্থানটি তাকেই বলা হয় কেবিন।

কাজঃ



* আরোহী বসার স্থান এবং মাল রাখা হয় এখানে





ফুয়েল ট্যাংকঃ

এখানে হেলিকপ্টারের চালনার জন্য ফুয়েল জমা থাকে।



পূর্ব প্রকাশঃ এখানে

মন্তব্য ২৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:১১

এ আর খান বলেছেন: onek janlam.

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:১৫

সুইট বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:১৭

মোতাব্বির কাগু বলেছেন:

আদার ব্যাপারী আমি হেলিকপ্টারের খবর দিয়া কি করুম??


গরীবের ঘোড়া রোগ।

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:২০

সুইট বলেছেন: জানার মধ্যে কোন দোষ নাই

৩| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:২৪

রাজিববাবা বলেছেন: অমার অনেক দিন এর শখ পূরন হলো।

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

সুইট বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:২৬

ওসিরিস টিমোন বলেছেন: অনেক কিসু জানলাম। সোজা শোকেসে রাইখা দিলাম।

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪০

সুইট বলেছেন: ধন্যবাদ

৫| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

মুরুববী বলেছেন: আহা..চালাইতাম মন্চায়।

ভালো পোষ্ট। +

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪১

সুইট বলেছেন: ধন্যবাদ

৬| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৫

ডাইনোসর বলেছেন:
টেইল রোটর না থাকলে। মেইন রোটরের সাথে সাথে হেলিকপ্টাটাও ঘুরতে থাকতো।

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

সুইট বলেছেন: হূমম

৭| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৪১

নীল ভোমরা বলেছেন: টেকি পোস্ট! ভালই-তো!

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৫০

সুইট বলেছেন: হূমম...ধন্যবাদ।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৫২

মৈত্রী বলেছেন: সহজ বাংলায় এর চে সোজা ভাবে কেউ বুঝাইতে পারতো না। লেখককে

৯| ০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

মৈত্রী বলেছেন: সহজ বাংলায় এর চে সোজা ভাবে কেউ বুঝাইতে পারতো না। লেখককে অভিনন্দন!

০৩ রা জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯

সুইট বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ৩:১৯

মজারু বলেছেন: ছোড বেলায় আব্বায় এট্টা কিন্না দিছিল !

০৪ ঠা জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৪

সুইট বলেছেন: তাই নাকি? কোনডা?

১১| ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:০৭

কাঠ মোল্লা বলেছেন: একখান হে.ক কিন্তাম ছাই...... একটু আইডিয়া দ্যান....

০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১৯

সুইট বলেছেন: বাজেট কত? নিটোল গ্রুপে যোগাযোগ করেন

১২| ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৭

যীশুমন বলেছেন: লেখককে অভিনন্দন ধন্যবাদ।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৫

মিঠাপুর বলেছেন: এক খান বানাইবার ইচ্ছা আছে..

১৪| ৩১ শে মার্চ, ২০১১ সকাল ৮:৪৫

সাইকোপ্যাথ্‌ বলেছেন: আগে কইলে আমার চপারের ফডুই তুলতে পারতেন। হুদাই নেট থিকা দিলেন। ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.