![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোমলপানীয় ও বোতলজাত পানির ব্যাপক ব্যবহারের ফলে প্লাস্টিকের বোতল এখন সহজলভ্য। অনেকেই প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি কিংবা টব বানাচ্ছেন। কিন্তু কখনও ভেবেছেন এই প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি করা সম্ভব শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র? নীচে একটি ভিডিও ও কয়েকটিি ছবিতে আরো পরিষ্কার ধারনা পাওয়া যাবে।
শুধু তাই নয়, এই এসিতে কোনও বিদ্যুৎ লাগবে না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো- খুব সহজেই এটা তৈরি করে ঘর শীতল রাখা যাবে। অসম্ভব মনে হলেও অভিনব বিদ্যুৎবিহীন ও পরিবেশবান্ধব এমনই এসি উদ্ভাবন করেছেন বাংলাদেশি উদ্ভাবক আশীষ পাল। সেই এসি এখন ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামে।
বিজ্ঞানমনস্ক আশীষ পাল কাজ করেন সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে গ্রুপে। প্রতিষ্ঠানটিতে তিনি ক্রিয়েটিভ সুপারভাইজার হিসেবে কর্মরত। তিনিই প্লাস্টিকের বোতল দিয়ে স্বল্প খরচে এ বিদ্যুৎবিহীন ও পরিবেশবান্ধব এসি উদ্ভাবন করেছেন। তার এই উদ্ভাবনের পর গ্রে গ্রুপ কল্যাণমূলক কাজ হিসেবে গ্রামীণ বাংলার হাজার হাজার মানুষকে এই যন্ত্র তৈরি শেখানোর প্রকল্প হাতে নিয়েছে।
-ভিডিওতে দেখুন
-আশীষ পাল
এরকম কিছু মানুষ যাদের জন্য বাংলাদেশ এখনও স্বপ্ন দেখার সাহস রাখে। দেশের চারিদিকে হাজারো দু:সংবাদের মধ্যে এটা একটা ভাল সংবাদ।
শুভকামনা রইল বাংলাদেশি উদ্ভাবক আশীষ পালের জন্য!
তথ্যসূত্র:Here
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৫
গ. ম. ছাকলাইন বলেছেন: হুম!
ধন্যবাদ।
২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬
আহলান বলেছেন: চমৎকৃত ...কতটুকু ঠান্ডা হয়, সেটা একটু অনুভব করতে পারলে ভালো লাগতো
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
গ. ম. ছাকলাইন বলেছেন: ঠিক বলেছেন, তবে মনেহয় ঠান্ডা নিশ্চয় হয় তা নাহলে এতটা সামনে আসত না ঘটনাটা!
ধন্যবাদ।
৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৩
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো কাজ অন্তত কিছু হলেও বিদুৎ এর আয় হবে ।
০৭ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৮
গ. ম. ছাকলাইন বলেছেন: হ্যাঁ তাইতো মনেহয়!
ধন্যবাদ।
৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৭
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: মেইন লিঙ্কে গিয়ে মেকানিজম পড়ছিলাম। কার্যকর হবে বলেই মনে হলো। খুব সিম্পল টেকনিক।
০৭ ই জুন, ২০১৬ সকাল ৯:৩৮
গ. ম. ছাকলাইন বলেছেন: হ্যাঁ খুব সিম্পল টেকনিক। ভিডিওতে ভাল বোঝা যাচ্ছে।
ধন্যবাদ।
৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার। শেয়ার করার জন্যে ধন্যবাদ!
০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:১০
গ. ম. ছাকলাইন বলেছেন: ধন্যবাদ।
৬| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
সুমন কর বলেছেন: চারিদিকে হাজারো দু:সংবাদের মধ্যে এটা একটা ভাল সংবাদ।
চমৎকার খবর।
০৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৮
গ. ম. ছাকলাইন বলেছেন: ধন্যবাদ।
৭| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিডিও দেখতে পাচ্ছিনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধারনাটাতো ভালই হবে মনে হচ্ছে
০৭ ই জুন, ২০১৬ সকাল ৯:১৮
গ. ম. ছাকলাইন বলেছেন: আশাকরি এখন ভিডিওটা দেখতে পারবেন। ভিডিও লিংকটা আপডেট করা হয়েছে। সমস্যাটা ধরে দেওয়ার জন্য ধন্যবাদ।
৮| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:০১
প্রামানিক বলেছেন: দারুণ খবর
০৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৯
গ. ম. ছাকলাইন বলেছেন: গ্রামের মানুষের জন্য ভাল হবে।
ধন্যবাদ।
৯| ০৬ ই জুন, ২০১৬ রাত ৯:১৮
মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা জটিল একখান খবর.....তয় কথার মানে কথা হইলো গিয়ে, সরকারের পক্ষ হতে কোন রুকম প্রতিক্রিয়া কিংবা কোন সহায্য করা হয় না, যার কারণ অকালেই অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়....
০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৪২
গ. ম. ছাকলাইন বলেছেন: এটাই আমাদের বড় সমস্যা।
ধন্যবাদ।
১০| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১১
বিজন রয় বলেছেন: তার জন্য অভিনন্দন আর শুভকামনা।
০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮
গ. ম. ছাকলাইন বলেছেন: সহমত।
ধন্যবাদ।
১১| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ একটা খবর পড়লাম। মন ভাল হয়ে গেল। ধন্যবাদ আপনাকে।
০৯ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৪
গ. ম. ছাকলাইন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১২| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৬:২৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিডিও দেখতে পাচ্ছিনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ধারনাটাতো ভালই হবে মনে হচ্ছে
পোষ্টেতে ভালো লাগা
ভালোবাসা জানিও;
লিন্কখানা ফের দাও
দেখছিনা ভিডিও।
০৯ ই জুন, ২০১৬ সকাল ৯:৫০
গ. ম. ছাকলাইন বলেছেন: দিয়েছি সে তো
আপনার জন্য! - ধন্যবাদ।
১৩| ০৭ ই জুন, ২০১৬ সকাল ৭:২৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: view this link
১৪| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৭
কল্লোল পথিক বলেছেন:
দারুন খবর।
০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৩০
গ. ম. ছাকলাইন বলেছেন: সরকারীভাবে সাহায্য পেলে ভাল হবে।
ধন্যবাদ।
১৫| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৫
মোস্তফা ভাই বলেছেন: তবে এর জন্য জোরে বাতাস বইতে হবে, না হলে কাজে দিবে না।
০৯ ই জুন, ২০১৬ বিকাল ৩:০২
গ. ম. ছাকলাইন বলেছেন: ভাল চিন্তা করছেন ।
ধন্যবাদ।
১৬| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটি আশা জাগানিয়া সংবাদ।
১৭| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:১৬
ভবঘুরে মানুষ বলেছেন: শুভকামনা।
১৮| ০৭ ই জুন, ২০১৬ রাত ১১:১১
তাপস কুমার দে বলেছেন: সত্যি
১৯| ০৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার তো মনে হচ্ছে প্রকৃতিতে ভালো বাতাস না থাকলে এটা কার্যকরি হবে না, তাছাড়া বিপরিত পাশ দিয়ে বাতাস বের হওয়ার জন্য ও জায়গা থাকতে হবে।
২০| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৩
যায্যাবর বলেছেন: কথা মনেয় হয় ঠিক। আমার তো মনে হচ্ছে প্রকৃতিতে ভালো বাতাস না থাকলে এটা কার্যকরি হবে না, তাছাড়া বিপরিত পাশ দিয়ে বাতাস বের হওয়ার জন্য ও জায়গা থাকতে হবে। তবে মনে হয় এর সামনে বা পেছনে যদি একটা ফ্যান সেট করা যায় তাহলে প্রকৃতির বাতাশের ওপর নির্ভর করতে হবে না। আর এছাড়া অবশ্যই বাতাশ বেরোনোর জন্য রাস্তা বা পথ রাখতে হবে, নইলে কাজ করার কথা না।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন তো