নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরও কত দূরে আছে সে আনন্দধাম...

সেলিম তাহের

স্মরণে ত্বরণ, স্পর্শে মুক্তি

সেলিম তাহের › বিস্তারিত পোস্টঃ

ঢাকাইয়া আস্‌লি

০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:০২


“বিশ শতকের শুরুতে ঢাকার স্থানীয় যাত্রাপালার কিছুটা বর্ণনা করেছেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও কমিউনিস্ট নেতা বঙ্গেশ্বর রায়। তখন নবাবপুর যাত্রাদল ও শাঁখারিবাজার অপেরা পার্টি একে অপরের প্রতিদ্বন্দ্বি ছিল। এসব যাত্রাপালায় অভিনেতা-অভিনেত্রি দুই ভুমিকায় ছেলেরাই অংশ নিত।

একটি যাত্রাপালার নায়ক ও নায়িকার সংলাপ পালা বইতে তখনকার শুদ্ধ বাংলায় এভাবে রচিত ছিল (যাত্রাপালার নায়কের নাম সূর্য সিংহ ও নায়িকার নাম সংযুক্তা)ঃ
-সংযুক্তাঃ সূর্য সিংহ! সূর্য সিংহ! কি হেতু প্রেরিয়াছ সাক্ষাতের গোপন বারতা? নহে এবে মোরা বালক-বালিকা, নহে শোভে নির্জন নিভৃতে এহেন গোপন আলাপন?
-সূর্য সিংহঃ একি কথা কহ তুমি সংযুক্তা সুন্দরী! মানি আমি নহ তুমি নাবালিকা এবে; ষোড়শী যুবতী তুমি, জানি তাহা জানি তবু এই লাজলজ্জা শোভে কি তোমায়? কেমনে ভুলিলে তুমি শৈশবে অনাবৃত দেহে দোহে সাথে দোহে হেথা হোথা কত বিচরণ? নির্দয়! নিষ্ঠুর! অতীতের মধু স্মৃতি দিয়াছ কি বিসর্জন খরতর তটিনীর স্রোতে?"

তখনকার ঢাকাইয়া যাত্রাপালায় পাত্র-মিত্ররা এ ধরনের সংলাপগুলো ঢাকাইয়া আঞ্চলিক ভাষায় রূপান্তর করে নিত। রূপান্তরিত সংলাপ নিম্নরূপঃ
-সংযুক্তাঃ সূর্য সিংহ! সূর্য সিংহ! ক্যালাইগা বোলাইছো? আমরা তো আর ছ্যাড়া ছ্যাড়ি নাই মাঠে ময়দানে ঘোপে ঘাপে বাৎচিৎ করুম?
-সূর্য সিংহঃ ক্যালাইগা সংযুক্তা, জুয়ানকি মাগী অইছস দেইখা বুঝি সরমাইতেচছ! হায় হায় হায় হায় পাষাণী! কি কমু তরে। ন্যাংটা কালে কত পেম-মহব্বত করছি দুইজনে। সব হালায় ঝাইড়া ঝুইড়া সূত্রাপুরের খাল দিয়া ভাসাইয়া দিলি?"

আহা... খাস ঢাকাইয়া ভাষায় যাত্রাপালার সেই চর্চাটা আজ কোন সে কালের গর্ভে হারাইয়া গেল গো?

বইঃ ঢাকাইয়া আস্‌লি/আনিস আহামেদ

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: বাহ! দারুন একটি তথ্য পেলাম।
আপনাকে অনেক ধন্যবাদ এটি শেয়ার করার জন্য।

অটঃ আমিও একটু - আধটু যাত্রা করে থাকি, হা হা হা .......!

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:১২

সেলিম তাহের বলেছেন: পাঠের জন্য আপনাকেও ধন্যবাদ।
আর যাত্রাশিল্প তো আমাদের দেশে প্রায় বিলুপ্তির পথে। আপনার মতো একজন যাত্রাশিল্পীর মন্তব্য পেয়ে আমার এই পোস্টটি ঋদ্ধ হলো। শুভ কামনা।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৩৩

পদ্মপুকুর বলেছেন: ঢাকাইয়ারা আসলেই 'আসলি'। এই ডায়ালগের দুই ভার্সন এখন যেখানেই দেন, পাব্লিক উষ্ঠা খাইবো.... 'এবে' মানেটা কি?

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:১৪

সেলিম তাহের বলেছেন: "এবে" অর্থাৎ "এখন"।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৫২

শায়মা বলেছেন: ভাইয়া। কতদিন পরে। যাত্রাপালা নিয়ে দারুণ বই মনে হচ্ছে।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:১৮

সেলিম তাহের বলেছেন: আসলেই অনেক দিন পর! আফসোস, ব্লগে লেখালেখির জায়গাটা এখন ফেইসবুক দখল করে নিয়েছে। ভালো আছেন আশা করি।
তবে আপু, বইটি মূলতঃ আদি ঢাকার বিভিন্ন বিষয় নিয়ে একটি স্মৃতিচারনমূলক ইতিহাসভিত্তিক বই, শুধু যাত্রাপালা এর বিষয় নয়।
শুভেচ্ছা।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ দুপুর ২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: আগে গ্রাম অঞ্চলে শীত কালে যাত্রাপালা হতো এখন হয়না ।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:২০

সেলিম তাহের বলেছেন: এখনও হয়, তবে সময়ের সাথে সাথে সংকুচিত হয়ে যাচ্ছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: বইটা কি বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছে?

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:২১

সেলিম তাহের বলেছেন: জ্বি।

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর প্রতিউত্তরের জন্য।

শুভকামনা।

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৩

সেলিম তাহের বলেছেন: শুভকামনা আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.