নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরও কত দূরে আছে সে আনন্দধাম...

সেলিম তাহের

স্মরণে ত্বরণ, স্পর্শে মুক্তি

সেলিম তাহের › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিসত্ত্বাকণাঃ কারাবাসনামা-৪

২২ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯


৪.
পরদিন নতুন সেল-এ আইসা দেখি সাত জন ইন্ডিয়ান, আউট অফ এইট! মানে আমি সহ এই সেল ফুল হাউস। মজার ব্যাপার হইলো, এই সাতজনই শিখ ধর্মাবলম্বী। তারা আমারে দেশি ভাই পাইয়া (মানে বৃহত্তর ভারতবর্ষের লোক অর্থে) সাদরে গ্রহন করলো। তার উপ্রে আমি বাংলাদেশী শুইনা তাদের কৌতুহলের শেষ নাই। আমার অস্ট্রীয়া জীবন আর ব্যক্তিজীবন নিয়া নানান প্রশ্ন। আমি বারো বচ্ছর ধইরা এই দেশে আছি, সেরের উপ্রে সোয়া সের হিসাবে আবার এখানকার Vienna University of Economics (Wirtschaftsuniversität Wien) -এর একটা স্নাতক ডিগ্রীও আছে- এগুলা শুইনা তারা কিছুতেই অঙ্ক মিলাইতে পারলো না যে কেন তাইলে আমি আজকে জেলে। আস্তে ধীরে এর জবাব দিমু বইলা আমি প্রথম ধাক্কাটা সামলাইলাম।
এই সাতজনের পাঁচজনই ডাঙ্কি পার্টি। আর এরা প্রত্যেকেই দুই/তিন বার এ্যাসাইলাম প্রার্থনা কইরা প্রত্যাখাত হইছে। তাই তারা এখন হাজতি। যেকোন দিন তাদের এই দেশ থেইকা ডিপোর্ট করা হইতে পারে- এই ভয় আর আতঙ্ক তাদের প্রতিদিনের সঙ্গী।
এই সাতজনের প্রত্যেকেই অল্পশিক্ষিত, না পারে জর্মন, না পারে ইংরাজীতে মোটামুটি কথা কইতে। অতএব, হিন্দী ভাষাটাই তাদের সাথে আমার কথাবার্তার একমাত্র মাধ্যম। আমি হিন্দী বুঝি, কিন্তু কইতে গেলে তোতলাইতে থাকি। “হিন্দী-উর্দু কমু না” টাইপ জাতীবাদী “প্রগতিশীল” মধ্যবিত্ত বাঙালীগো এইসব বায়নাক্কা আমার মধ্যে নাই। পৃথীবির প্রতিটা ভাষাই তার নিজের মত কইরা মধুর। আমার ভাঙ্গা হিন্দীতেই তাই তাদের সাথে বাতচিত চলতো। আর তারা আমারে “বন্ধু” বইলা ডাকা শুরু করলো।
তারা কেউ গ্রামের কৃষকের ছেলে, কেউ বা নিম্নমধ্যবিত্ত থেইকা উইঠা আসা। জমিজমা বেইচা দালালের হাত ধইরা ডাঙ্কি মাইরা আইসা আজ তারা ইউরোপের জেলে। তারা তো ক্রিমিনাল নয়! একটা ফকিন্নি দেশের লোক হিসাবে একটু উন্নত জীবন-জীবিকার উদ্দেশ্যে জীবন বাজী রাইখা আজ তারা এইখানে।
কিছুদিনের মধ্যেই তাদের অজান্তে আমারে তারা এই সেল-এর নেতা হিসাবে ট্রিট করতে শুরু করলো। কি ভাবে? কারণ আমি “শিক্ষিত”, আমি জর্মন পড়তে-লিখতে-বলতে পারি, তাদের আইনী কাগজপত্র আমি ভাঙ্গা হিন্দীতে ইন্টারপ্রেইট কইরা দেই, তাদের কোনো দরকারে বা অসুখ বিসুখে আমি জেল কর্তৃপক্ষের সাথে দোভাষী হিসাবে সহায়তা করি। আর যেইটা করছি, তা হইলো সেল-এর মধ্যে আমি একটা ডিসিপ্লিন আইনা দেই। কে কোনদিন টয়লেট ক্লিন করবো, কে কোনদিন সেল-এর ফ্লোর মপ করবো- এই কাজগুলা আমরা রুটিনমাফিক ভাগ কইরা নেই।
সবচে ইন্টেরেস্টিং ব্যাপারটা হইলো, জেলের সেল-এ আমাদের যে জর্মন পত্রিকা (Die Kurier Zeitung) ফ্রি-তে সরবরাহ করা হইতো, আমার কাজ ছিলো এই সাত অভাগারে পত্রিকাটার “রাশিফল” কলামটা অনুবাদ কইরা শুনানো। তারা উদ্গ্রীব হইয়া প্রতিটা দিনের যার যার ভাগ্যের ফোরকাস্ট শুনতো আমারে ঘিরা গোল হইয়া বইসা। “আপনার আজকের দিনটি খারাপ যাবে” টাইপ ফোরকাস্টগুলা আমি এড়ায়া যাইতাম। ভালো ভালো কথা নিজের মনের মাধুরী মিশায়া মিথ্যা আশ্বাসে তাদের শুনাইতাম। স্পষ্ট দেখতে পাইতাম, মুক্তির আশায় তাদের চোখ তখন একবিন্দু আশার আলোয় চিকচিক কইরা উঠতো। আমার মন তখন আর্দ্র হইতো, আমার চোখ ভিইজা উঠতো।
তারা ছিলো বেশ ধার্মিক। প্রতিদিন দুইবার না জানি তিনবার কইরা মাথায় রুমাল বাইন্ধা লাইন কইরা দাঁড়াইয়া গুরু নানকের স্তোত্র পাঠ করতো। আমি তাকায়া তাকায়া দেখতাম আর জীবনে ভক্তিরসের গুরুত্ব আর মহীমা সেই প্রথম উপলব্ধি করতে পারলাম। আমি তখন ছিলাম Agnostic বা অজ্ঞেয়বাদী। তারা আমারে কখনও নামাজ-কালাম পড়তে দেখতো না।
-“তুমি নামাজ পড় না?”
-“না”, ক্ষমাসুলভ হাসি দিয়া উত্তর দিতাম।
-“নামাজটা পইড়ো, বুঝছো? মনে শান্তি আর বল পাইবা।“
-“চেষ্টা করুম”, আমার আবার হাসি।
আমার আরেকটা ব্যাপারে তারা বেশ আশ্চর্য হইতো। আমার স্বল্প সময়ের জেল জীবনে আমি হাতে গোণা ২/৩ বার শুধু নীচের লন-এ ঘুরাঘুরি করতে বার হইছিলাম। বাকী দিনগুলার প্রায় চব্বিশ ঘন্টাই আমার কাটতো লাইব্রেরী থেইকা আনানো Stefan Zweig, Elfriede Jelinek, Peter Drucker, Bohumil Hrabal, Heinrich Heine ইত্যাদি জর্মন উপন্যাসিক আর কবিদের বই পইড়া আর দরকার মতো গ্রোসারিতে গিয়া বিড়ি, টুকটাক খাবার কিনা আনার মধ্যে। একটা মানুষ হাগা-মুতা-খাওয়া বাদে কেমনে দিনের পর দিন বিছানায় শুইয়া বইসা বই পড়ে- এইটা নিয়া তাদের গবেষনার অন্ত ছিলো না।
এই প্রসঙ্গে একটা কথা উল্লেখ করার লোভ সামলাইতে পারতেছি না। ২০০১/২০০২ এর দিকে আমি প্রথম নারীবাদী লেখক Kate Millett -এর Sexual Politics বইটা পড়ি। ঘটনাচক্রে আমার কারাবাসের মধ্যে একদিন আমার এক বাঙালী ছোট ভাই (তার কথা আমি পরে বলুমনে) হুমায়ুন আজাদের “নারী” বইটা পৌঁছাইয়া দেয়। “নারী” বইটা পরার পর আশ্চর্য হইয়া বুঝতে পাড়লাম, বইটা Sexual Politics -এর হুবহু বঙ্গানুবাদ, মানে চৌর্যবৃত্তি আর কী! আজাদ শুধু “নারী’ বইটার দুয়েকটা অধ্যায় (যেমন, বেগম রোকেয়ারে নিয়া) নিজে লিখছেন মাত্র। আজাদপ্রেমীরা এই কথা শুইনা গোস্বা করলেও কইতে বাধ্য হইতেছি, সেদিন থেইকা এই ইসলামফোবিক বিশাল চোর পন্ডিতের প্রতি শ্রদ্ধা আমার উইঠা গেছিলো।
সে যাই হোক, এদিকে আমি শুইয়া বইসা বই পইড়া আর রোজনামচা লিইখা আর তিন বেলা খাইয়া খাইয়া শুয়োরের মতো মোটা হইতেছি। ইন্ডিয়ান ভাইদের এন্টারটেইনমেন্ট বলতে দুপুর-সন্ধ্যা তাস পিটানো আর ব্যায়াম করা। ফ্রি হ্যান্ড ব্যায়াম ছাড়াও তারা আরেকটা অদ্ভুত ব্যায়াম করতো। বাঙ্কারের মাঝারি সাইজের ছোট একটা রড ক্যামনে জানি জোগার কইরা পানি ভর্তি দুইটা প্লাস্টিকের বাকেট (টয়লেটে ছিলো) রডের দুই মাথায় দড়ি দিয়া কইসা বাইন্ধা কাধে আর হাতে নিয়া উঠবস করতো। এই টেকনিক দেইখা অভিভূত হইয়া আমিও বিসমিল্লাহ বইলা সেই ব্যায়াম উৎসাহের সাথে শুরু কইরা দিলাম।
এইভাবে দিন যায়। ইতিমধ্যে প্রি-পেইড কার্ড কিন্যা ফোন বুথ থেইকা চার-পাঁচজন জরুরী ব্যক্তিরে আমি ফোন দিলাম- আমার আব্বা-আম্মারে (চাপা মারলাম যে কিছুদিনের জন্য আমি ভিয়েনার বাইরে আছি), আমার অতি অতি ঘনিষ্ট এক বন্ধুরে (নাম Werner Aichhorn), আমার ঘনিষ্ট এক বাঙালি ছোটভাই (ভিয়েনায় থাকতো), আমার আরেক বন্ধু মুন্সিয়ানা-রে (ছদ্মনাম, তিনি তখন লন্ডন থাকতেন), আর আমারে এই গজব থেইকা উদ্ধারকারী আমার দুঁদে Rechtsanwalt অর্থাৎ ল’ইয়াররে।
এরপর শুরু হইলো আমার আইনী লড়াই আর কারাকর্তৃপক্ষের সাথে কাইজা। সেইসব সংগ্রামের ঘটনা বাকী কিস্তিতে…
(চলবে)
কারাবাসনামা-৩

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৩৯

জীবনযোদ্বা বলেছেন: অনেক সূুনদর হয়েছে লেখটা। এক নি:শাসে পড়া শেষ। আবারো ওনুরোধ রইল যদি সমভব হয় আরেকটু বড় লেখার।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৪

সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ ভাই।
চেষ্টা করবো আরেকটু বড় করে লেখার।

২| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৭

ঈশান মাহমুদ বলেছেন: প্রতিটি পর্বই জমজমাট। বাংলাদেশের দুই 'খ্যাতিমান' লেখক হুমায়ুন আজাদ এবং জাফর ইকবালের 'চৌর্যবৃত্তি' নিয়ে অন্তঃর্জালে যে সব গুজব বিদ্যমান। আপনার লেখা পড়ে বুঝা গেলো সে সবের সবই মিথ্যা না।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১৮

সেলিম তাহের বলেছেন: এই "চৌর্যবৃত্তি" নিয়ে আর কোনো মন্তব্য না করাই শ্রেয়। আমাদের মতো সাধারণ পাঠকেরা কম বেশী সবাই এ ব্যাপারে অবহিত আছেন।
পাঠে ধন্যবাদ।

৩| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার হয়েছে। আপনার গল্প বলার ভাষা ও স্টাইল, দুটোই উপভোগ্য।
আমি তো ভেবেছিলাম, সেলের আট জনের মধ্যে সাতজন ইন্ডিয়ান নিয়ে হয়তো আপনি কোন বেসামাল অবস্থায় বা বিপাকে পড়তে পারেন, কিন্তু সেটার বিপরীত ঘটেছে জেনে প্রীত হ'লাম। সহজাত গুণের কারণে অতি সহজেই তাদের নেতা হতে পেরেছিলেন এবং তাদের আনুগত্য লাভ করেছিলেন।
হুমায়ুন আজাদ এর এ চৌর্যবৃত্তির কথা আমি আগেও কিছুটা শুনেছিলাম। আপনার এ লেখাটা পড়ে নিশ্চিত হ'লাম।
পোস্টে প্লাস। + +

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৪

সেলিম তাহের বলেছেন: বর্তমান ব্রাহ্মণ্যবাদী ইন্ডিয়ায় শিখ সম্প্রদায়ই সম্ভবতঃ সবচেয়ে বেশী পরমতসহিষ্ণু। আমার সেই শিখ কারাবন্ধুদের এখনও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি।

আপনার মন্তব্যে প্রাণিত হলাম।

৪| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৯

জগতারন বলেছেন:
এই ব্লগ লিখক; সেলিম তাহের কি "মরু তীর্থ হিংলাজ"
উপন্যাসটি পড়েছেন ?
এই পোষ্টটি তে কেমন যেন লিখায় ঐ উপন্যাস ধাচের আভাষ পেলাম।


২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৭

সেলিম তাহের বলেছেন: না ভাই, উপন্যাসটি পড়া হয়নি। তবে নাম শুনেছি।
আমি সজ্ঞানে অপ্রমিত ভাষায় লিখছি। ওই উপন্যাসের সাথে আমার এই লিখার ভাষার মিল নিতান্তই কাকতলীয়।

৫| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চকমৎকার লেখা।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৮

সেলিম তাহের বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১১

সোহানী বলেছেন: সবগুলো এক সাথেই পড়লাম খুব আগ্রহ নিয়ে। ভালো লাগছে অবশ্যই। পরের পর্বের অপেক্ষায়। ফলো করলাম যাতে মিস না হয়।

কিন্তু একটা প্রশ্ন, কেন আপনি বৈধভাবে এ্যাপ্লাই করেননি যেখানে আপনার সুযোগ ছিল?

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৬

সেলিম তাহের বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ।

আর আপনার প্রশ্নের উত্তরের ইঙ্গিত মনে হয় প্রথম ও দ্বিতীয় কিস্তিতে দিয়েছি। তারপরও আবার বলি, এ্যাপ্লাই না করার কোনো বস্তুগত কারণ ছিলো না, সম্ভবতঃ একটা এন্টি-স্টাব্লিশমেন্ট নন-কনভেনশনাল মন এর কারণ।

৭| ২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

মাইক পেন্স বলেছেন: হুমায়ুন আজাদকে ব্যক্তিগত জীবনে চিনেছি প্রায় ১৭ বছর। আজাদ সাহেব নিজের মেয়েকে নিয়ে সেক্সের স্বপ্ন দেখতেন তা নতুন কিছু নয়। তিনি নিজের বোনের সাথে সেক্স করেছেন এটা আড্ডায় ডিরেক্ট বলে গিয়েছেন আমাদের সামনে৷ প্রথম আলোর মাজহার সেই আড্ডায় উপস্থিত ছিলেন। বড় বিকৃত মানসিকতার লোক ছিলেন এই আজাদ।

২২ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪১

সেলিম তাহের বলেছেন: তাঁর ব্যক্তিগত জীবনচর্চা নিয়ে আমার আগ্রহ নেই। আমি তাঁকে তাঁর সামগ্রিক লেখার আলোকেই পাঠক হিসাবে বিচার করতে চাই। "নারী" গ্রন্থটি নিপাট একটা টুকলিফাই বই।

৮| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি ধারাবাহিক। বেশ উপভোগ করছি।

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

সেলিম তাহের বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: স্বকৃত নোমান লিখেছেন দেশের কারাগার নিয়ে বইটা আমার প্রিয়। আপনি লিখেছেন বিদেশের কারাবাস। একসাথে পুরো বই পড়লে ভালো লাগবে।

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

সেলিম তাহের বলেছেন: স্বকৃত নোমানের ওই বইটা পড়া হয়নি। বইটার নামটা জানাবেন?

১০| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


@মাইক পেন্স,
আপনি বলেছেন, " হুমায়ুন আজাদকে ব্যক্তিগত জীবনে চিনেছি প্রায় ১৭ বছর। আজাদ সাহেব নিজের মেয়েকে নিয়ে সেক্সের স্বপ্ন দেখতেন তা নতুন কিছু নয়। তিনি নিজের বোনের সাথে সেক্স করেছেন এটা আড্ডায় ডিরেক্ট বলে গিয়েছেন আমাদের সামনে৷ "

-উনি জীবিত নেই, উনাকে অকারণে ভয় পাচ্ছেন।

১১| ২৩ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:৩৫

নগরবালক বলেছেন: কমেন্ট করে গেলাম । সিরিজ ভাল লেগেছে। পরের পর্বের অপেক্ষায় রইলাম

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ। পরের পর্ব দু'এক দিনের মধ্যেই...

১২| ২৩ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার লেখার স্টাইল বরাবরের মতোই খুব গতিময় এবং উপভোগ্য ! আর কোনো হিপোক্রেসি ছাড়াই আপনি আপনার প্রবাস জীবন নিয়ে অকপটে মতামত ব্যক্ত করেছেন যা প্রশংসনীয়।

হুমায়ুন আজাদের টুকলিফাই নিয়ে আপনার পর্যবেক্ষণ বেশ ইন্টারেষ্টিং ! আমরা কি জাতিগতভাবে আমাদের সততা ও নৈতিকতা হারিয়ে ফেলেছি সব পর্যায়েই - আমাদের বরেণ্য ব্যক্তিরাও এর প্রভাবমুক্ত নন !!!

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

সেলিম তাহের বলেছেন: প্রমিত ভাষায় লিখছি না। অ-প্রমিত মুখের ভাষার লেখা পাঠকেরা কেমন ভাবে নেবেন, এই নিয়ে ধন্ধে ছিলাম। আপনার মন্তব্যে আস্বস্ত হলাম।

আর টুকলিফাই নিয়ে এটা আমার পর্যবেক্ষণ না বলে প্রত্যক্ষ অভিজ্ঞতাসঞ্চাত বলতে পারেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

১৩| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ধারাবাহিকটা শেষ হুলে বই আকারে প্রকাশ করুণ।

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

সেলিম তাহের বলেছেন: দেখা যাক ভাই। পরামর্শের জন্য ধন্যবাদ।

১৪| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই সিরিজটা পড়ছি বেশ আগ্রহ নিয়ে কিন্তু আজই প্রথম মন্তব্য করলাম। সুন্দর, চালিয়ে যান। জেলের অন্ধকার দিকগুলোও তুলে ধরবেন।

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

সেলিম তাহের বলেছেন: পাঠের জন্য অনেক ধন্যবাদ।

১৫| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৪

রানার ব্লগ বলেছেন: চলতে থাকুক !!! সাথে আছি !!!!!

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

সেলিম তাহের বলেছেন: সাথে থাকার জন্য অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।

১৬| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: একসময় যন্ত্রণা অথচ চমৎকার করে উপস্থাপন করেছেন। দারুণ উপভোগ্য হয়েছে।++

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

সেলিম তাহের বলেছেন: অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.