![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**সালাম দেওয়াতে এখনই সতর্ক হন
১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )
২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )
৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )
সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।
আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার,
•অলাইকুম সালাম ❌
••অলাইকুম আস-সালাম ❌
•আলিকুম সালাম ❌
•>যার উত্তরেও গজব ,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়
▪️ নাঊজুবিল্লাহি মিন জালিক!
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে :
▪️সালাম এর সঠিক উচ্চারণ হলো,
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَ
✅ আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি, ওয়া
বারকাতুহ্।
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
✅ ওয়া আলাইকুমুস-সালাম, ওয়া রহমাতুল্লহি, ওয়া বারকাতুহ্।
# সালাম
আস-সালামু আলাইকুম ওয়া
রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
সালামের নেকী কত
জেনেও জবাব দেয় না তবু্ও।
আস-সালামু আলাইকুম
আপনার উপর শান্তি বর্ষিত হউক
দোয়া যে একথাতে জানে তবু
সালাম দেয় নাকো লোক।
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
শান্তির সাথে এই দোয়াতে তে
আছে রহমত কামনা
মুসলিম তুমি সালাম যে দোয়া
সেকথা কি জাননা?
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্
প্রথমটি দিলে দশ নেকি
এরপর থাকে বাড়তে
সালামে শান্তি তারপর রহমত
বরকত বারাকাতে।
ঘরে যখন প্রবেশ করো
সালাম দিও সাথে
শান্তি ও রহমত রইবে তোমার
বরকত পাবে তাতে।
অন্য কারো ঘরে যেতে হলে
সালাম দিও আগে
সালাম না দিয়ে করলে প্রবেশ
গুনাহ আসবে ভাগে।
সালামের সাথে মুসাফাহ করলে
নব্বই নেকি তাতে
সালাম ও মুসাফাহ্ করো বেশি বেশি
নেকি বাড়ে যাতে।
সালামের প্রচলন বেশি করা
এটা মুমিনদের কাজ
সালাম দিতে ভয় পেওনা
করো না কোন লাজ।
বিশটি সালাম দিলে দিনে
অশেষ নেকি পাবে
সালামের জবাব সঠিক করে
তোমায় দিতে হবে।
যতই বেশি সালাম দিবে
ততই তোমার ভালো
সালাম দিলে ঘর তোমার
হবে নুরের আলো।
রহমতে ঘর যেমন ভরে যাবে
শয়তান দুরে রবে
দুনিয়া-আখেরাতের সকল ভালাই
বরকতে তুমি পাবে।
জান্নাতে যাওয়ার সহজ আমল
অভ্যাসে পরিণত হলে
মৃত্যুর সাথে সাথে তাহলে তুমি
জান্নাতে যাবে চলে।
----RabAh ✍️
---
©somewhere in net ltd.