নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিপজিশন

অতি ক্ষুদ্র পতঙ্গেরও অপূর্ব জীবন।

সালমান ফার্সী

চিন্তিত।

সালমান ফার্সী › বিস্তারিত পোস্টঃ

American History X একটি মুভি ও কোটা ব্যবস্থা।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৪

American History X (১৯৯৮) IMDB রেটিং ৮.৬। বেশ কিছুদিন আগে এই ছবিটি দেখেছিলাম। এই ছবিতে অভিনয়ের জন্য এডওয়ার্ড নর্টন অস্কারে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন। এই ছবিটির কথা কয়েক দিন যাবত খুব বেশি মনে পরছে। ছবিটির কাহিনীর মধ্যে কোটা পদ্ধতির একটা ব্যাপার আছে এই জন্য।



ডেরেক (এডওয়ার্ড নর্টন) শ্বেতাঙ্গ এক আমেরিকান যুবক। বিশ্ববিদ্যালয়ের দারুন পড়ুয়া ও মেধাবী একজন ছাত্র। বলতে গেলে পড়াশুনা ছাড়া কিছুই বুঝে না। তার বাবা একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার। তার নিরাপত্তা রক্ষার জন্য দুইজন কৃষ্ণাঙ্গ পুলিশকে দায়িত্ব দেয়া হয় যারা কোটার ভিত্তিতে নিয়োগ পেয়েছে। যদিও তাদের চেয়েও বেশি দক্ষ প্রার্থীও ছিল, কিন্তু কোটার কারণে তারা বাতিল হয়ে যায়।



পরবর্তীতে ডেরেকের বাবা দায়িত্ব পালনের সময় নিহত হয়। ডেরেকের মনের মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মায় যে, ওই দুইজন অযোগ্য কৃষ্ণাঙ্গের কারণেই তার বাবার মৃত্যু হয়েছে। যদিও এর আগে সে সবসময় বর্ণবাদের বিরুদ্ধে কথা বলত কিন্তু এই ঘটনার পর সে ক্রমেই বর্ণবাদী হতে শুরু করে।



প্রথম দিকে স্থানীয় খেলার মাঠে কৃষ্ণাঙ্গদের সাথে মারামারি ও পরবর্তীতে সে মোটামুটি সঙ্গবদ্ধ একটি গোপন শ্বেতাঙ্গ সন্ত্রাসী গ্রুপ তৈরি করে। এরা বিভিন্ন সময় কৃষ্ণাঙ্গদের সাথে মারামারি ও মুখোশ পরে কৃষ্ণাঙ্গদের দোকানপাট ও ঘরবাড়িতে আক্রমণ করা শুরু করে। পরবর্তীতে এক সময় সে রাগের বশে দুই কৃষ্ণাঙ্গ কে খুন করে বসে। এই অপরাধে ওর তিন বছরের সাজা হয়।



ওর জেলে থাকাকালীন সময়ে ওর ছোট ভাইও ওই ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সক্রিয় হয়ে পরে। এই গ্রুপের কর্মকাণ্ড এক সময় পুরো আমেরিকায় ছড়িয়ে পরে।



গত বছর আমাদের ক্লাসে এক শিক্ষক বলেছিলেন এদেশের শিক্ষিত জনগন যদি নিয়মতান্ত্রিক ভাবে তাদের যৌক্তিক দাবি গুলো আদায় করতে না পারে অথবা দুর্নীতি ও অনিয়মের কারণে তাদের মধ্যে হতাশা ও হিংসাত্মক মনোভাবের জন্ম নেয়। এটাকে বলে Anti-establishment Sentiment.



অবস্থাদৃষ্টে মনে হয় আমাদের দেশের অবস্থা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে। এবং সেটাই যদি হয়ে থাকে তবে সেটা আতঙ্কের বিষয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৯

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ভাল লিখেছেন। মুভিটি দেখার ইচ্ছয় রইল।

সত্যিকার অর্থেই বর্তমান কোটা পদ্ধতি( মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে দলীয় কোটা) দেশ এবং দেশের মেধাবীদের জন্য আতঙ্কই বটে।

দেশ পরিচালকদের ঘটে বুদ্ধি হউক এই কামনা করি।

২| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভাই এত ভালো একজন অভিনেতার নাম এভাবে ভুল করলেন? একটু ঠিক করে দেন। না হলে তাকে অপমান করা হবে। এডওয়ার্ড নর্টন।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

সালমান ফার্সী বলেছেন: দুঃখিত এবং ধন্যবাদ। নরমান লুইসের ভোকেবোলারির বই পরতে পরতে খালি নরমানই আসতেসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.