নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেগে যেহেতু আছি , ভাবনা গুলো রেখে যাই...

একটা গাড়ী খুজছি , ব্যাক টু দ্য ফিউচারে যাওয়ার গাড়ীটা খুজছি / তথ্যের অংক , যুক্তির জ্যামিতি

দাসত্ব

১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ

দাসত্ব › বিস্তারিত পোস্টঃ

আমার মায়ের কন্ঠনালীতে দুটো কর্কট কোষ : বাংলিশ আর হিংলা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৭







প্লাস্টিক ল্যামিনেটেড বর্নমালার বইয়ের সেই রঙীন পাতাগুলো আজো ঢিল ছোড়ে টলটলে স্মৃতির পুকুরে.....

নিউজ প্রিন্টের পচা মন্ডের বাল্যশিক্ষার সাদাকালো অক্ষরগুলো যেন থেকে থেকেই স্মৃতির পর্দায় তাজা রঙীন হয়ে ওঠে......



মৃদুকম্প স্মৃতির সেই ঢেউ যেন এক সময় সুরংগ।

নস্টালজী অণুরণিত স্নায়ুকোষগুলো যেন সময় ভ্রমনের ভেল্কীযান....



ফিরিয়ে নিয়ে যায় সেই পিচ্চিবেলায়.......

কানে বাজে আমার মায়ের কন্ঠনালী থেকে স্বর্গমধুরতায় রীণিত - স্রূত সেই অপার স্নেহভরা আওয়াজ :



" পড় আব্বু........



স্বরেঅ / "অ" তে অজগর ঐ আসছে তেড়ে ,

স্বরেআ / "আ" তে আমটি আমি খাবো পেড়ে
........"





[অন্তর্জাল থেকে সংগৃহীত]



আজো আমার ডানহাতের তর্জনীতে মায়ের হাতের ছোঁয়া পাই.....



কখনো মেঝেতে , কখনো খাটে বসে এই ছোট্ট "আমি"র তুলতুলে তর্জনীকে নিজের হাতে চুম্বকিত করে "অ" , "আ" , "ক" , "খ" এর উপর বুলিয়ে দিয়েছেন........



শিখিয়েছেন এই অক্ষরগুলোই আমাকে এই পৃথিবী চেনাবে.....

সত্যিই তাই......



সেদিনের সেই চক-স্লেটের ঘষাঘষিতে "আ" লিখার কসরতে আঙুল ব্যথা হয়ে যাওয়া পুচকে আমি আজ অন্তর্জালের এদিকে ওদিকে অক্ষরের বোতাম চাপি খটাখট.......



মনে পড়লে হাসি পায় .....



"ঐ" তে ছিলো ঐরাবত।

হাতি চিনতাম ।

কিন্তু হাতি কিভাবে " ঐরাবত " হলো ????

বাচ্চালু ভাবালুতায় আকাশ পাতাল ভ্রমন করতাম এ রহস্য উদ্ধারে....



সেই অক্ষর , দাড়ি - কমা , আ-কার , ই-কারে অনেক রহস্যই উদ্ধার করেছি আজ অব্দী........

পীথাগোরাসের উপপাদ্যের রহস্য....

শিশুর অন্তরে শিশুর পিতা ঘুমিয়ে থাকার রহস্য......

রাজর্ষি সন্ধি না সমাসের রহস্য.......

নিউটনের গতি সূত্রের রহস্য....

জন ডাল্টনের পরমানু রহস্য.......




মায়ের ভাষার অক্ষরে অক্ষরে রহস্যে ভরা জিনিসগুলো নিয়ে খেলতে খেলতেই আজ এতদুর চলে এলাম.....



আমার মায়ের সেই কন্ঠনালী আর আগের মত ঝরঝরে সুরেলা নয়.....

বাসা বেধেঁছে দুটো কর্কট কোষ......

একটি বাংলিশ , আরেকটি হিংলা.......




সময়ের স্রোতের অমর ভাষা বাংলার নিপাট শুদ্ধ তরলতায় মিশেছে ইংলিশ আর হিন্দির পচা স্রোত.......

কর্কট বেদনায় সেদিনের সেই মমতাময় আওয়াজ আজ কর্কশ হয়ে উঠছে ক্রমশ.........



এ তে অ্যাপল , বি তে ব্যানানার চকচকে আভিজাত্যের কাছে বিবস্ত্র - বিবর্ন অ তে অজগর , ব তে বই......



" দুনিয়ার সাথে তাল মেলাতে হবে।

হায়ার সেকেন্ডারীর পর বাংলা দিয়ে কিচ্ছু হয়না।

ইংরেজীই শেখাতে হবে শুরু থেকে ছেলে মেয়েকে।"




- এমন কথা আজ অনেক বাবা মায়ের মুখেই শোনা যায়।



হ্যা , বুঝলাম , কথা সত্যি , উচ্চতর শিক্ষার জন্য ইংরেজীর কোন বিকল্প নেই।



কিন্তু বাবা / মা , আব্বু / আম্মু শব্দগুলিকে কিচেন সিংকে ধুয়ে ফেলে বাচ্চাকে যখন শেখানো হয় পাপা / মাম সেগুলো কোন উচ্চতর জ্ঞানের কত নং অধ্যায়ের অংশ ?



আনারসকে চাষাভুষাদের গ্রাম্য শব্দ জ্ঞান করে বাচ্চাকে অ্যাগোরা, পিকিউএস আর হাবিজাবি সব বাংলিশ নামের দোকানে নিয়ে পাইনঅ্যাপল চেনানোটা কোন উচ্চতর জ্ঞানের কত নং অধ্যায়ের অংশ ?



ঠাকুরমার ঝুলিকে মুদি দোকানের ঠোঙার মত করে ময়লার ঝুড়িতে ছুড়ে ফেলে বাচ্চাকে হ্যারী পটার চেনানো কোন উচ্চতর জ্ঞানের কোন নং অধ্যায়ের অংশ ?



হোজ্জা নাসিরুদ্দিন , বীরবল , গোপাল ভাঁড়ের গল্পকে নাঁক সিটকিয়ে চার্লি চ্যাপলিনে বাচ্চাকে বুদ করে রাখা কোন উচ্চতর জ্ঞানের কত নং অধ্যায়ের অংশ ?






কাকের ময়ূর সেজে আজকাল কার পাপা আর মামদের এই হিজড়ামো কি সন্তানের মেধাচর্চার ভবিষ্যত ভেবে ?



নাকি ভবিষ্যতের " সেলিব্রেটী " হওয়ার জন্য বাচ্চাকে "স্মার্টার - শার্পার" করে গড়ে তুলতে ?





এসব বাচ্চারা ইফতারের টেবিলে ড্রিংকস খোজে , শরবত খোজেনা।

ডেসার্ট খোজে , মিষ্টি - রসমালাই - সন্দেশ খোজেনা।

কেকের ভেতরে পিনাট খোজে , বাদাম খোজেনা।

ক্র্যাকার্স আর স্ন্যাকস খোজে , ভাজাভুজি খোজেনা।



এসব বাচ্চারা দুপুরেও খায়না , রাতেও খায়না।

ওরা এখন লান্চ্ঞ আর ডিনার করে।

তাও আবার ভাত দিয়ে নয় কিন্তু , ওরা লান্চ্ঞ-ডিনার করে রাইস দিয়ে।



ভাত শব্দটা যে কত অচ্ছুত - ভেতো আর চাষাভূষাদের ক্ষেতো শব্দ হয়ে গেছে তা আমি বুঝতে পেরেছিলাম এক আত্নীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে....

আশে পাশের সবাই যখন খাবার টেবিলে মাঝেমাঝেই "রাইস" চাইছিলো তখন আমিও অসহায়ের মত "রাইস" চেয়েছিলাম... ভাত চাইনি.....



ব্লগে যতোই বাংলাপ্রেম দেখাই না কেন প্রতিদিনকার জীবনে কার সেলফোন সেটটা "কুল" , কাকে দেখতে "পশ" লাগছে আর কার কোন কাজটা "অসাম" হয়েছে তা নিয়ে কত হিজড়া বুলিই আমরা এখনকার বাঙালী বুলবুলিরা হরদম বলে ফেলি.......



চাকরীর বাজারেও নাকি এখন এই বাংলিশের দর উত্থান ঘটছে দিনদিন....

বাইরে নানারকম বাংলিশ কপচানো ফিটফাট , ভেতরে সদরঘাটরা নাকি বেশ ভালোই "জব" করে।



ঢা.বি. অ্যাকাউন্টিং এর ৪/৫ টা বন্ধুর সাথে আড্ডায় শুনেছি বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর কাছে ওরা এমনই মার খেয়েছে চাকরীর বাজারে যে ব্র্যাকও নাকি চাকুরী দেনেওয়ালা বাপদের কাছে বেশী পছন্দ ঢা.বি.র চাইতে....



জিজ্ঞেস করলাম : কারনটা কি ?

আমার দোস্তদের ঠোঁট উল্টানো উত্তর : ওরা যে ঢং কৈরা ইংলিশ কয়





বুয়েট জীবনে ক্যাফেটেরিয়ার সামনের আড্ডায় পোলাপান যখন পিংক ফ্লয়েড , মেটালিকা , আয়রন মেইডেন আর হাবিজাবি সব পশ্চিমা ব্যান্ড নিয়ে হাউকাউ করতো তখন এই অন্তর্মুখী আমি একা একা ভাবতাম :



" আচ্ছা মেটালিকা , পিংক ফ্লয়েড এটা সেটা - ওরা কি আমার মায়ের দেশ , শেকড়ের দেশ - এই ছোট্ট বাংলাদেশ কে চেনে ?



যদিও বা চিনে থাকে , নাম শুনে আবার নাক সিটকাবে নাতো ? "




কথায় বলে মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ.....

পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে দেশান্তরী হয়ে দেখেছি

মোর আমেরিকান দ্যান দ্য আমেরিকানস কাকে বলে........



কানে দুল , চোখের ভ্রুতে দুল , মাথার চুল রাতা মোরগের মত - ড্যি জুস সং জাতির কিছু ছেলেপেলে বাপের টাকায় আমেরিকায় পড়তে এসে এমন ভাবখানা নিচ্ছে যেন আমেরিকানদের কেই ওদের কাছে শিখতে হবে স্মার্ট কিভাবে হতে হবে !



এদের আমেরিকানদের চেয়েও বেশী আমেরিকান সাজতে চাওয়াটা যেমন কাকের ময়ূর সাজার মত তেমনি এদের "অ্যামারিকান অ্যাকসেন্টে" ইংরেজী বলার ঢং টাও অনেকটা কাকের গলায় কোকিলের গানের মত......







" ইটস মাই লাইফ " "ক্রেইজী" এই সব বাংরেজ প্রজন্মের কাছে ফেরিওয়ালার হাঁকডাকের মতই নগন্য হয়ে গেছে আব্দুল জব্বারের দরাজ গলা " তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় ".......



জীবনস্পর্শীতা - মর্মস্পর্শীতা কি সেটা এই সং প্রজন্ম জানেনা.....

মানবজীবনের করুনাভেদীতা কি সেটা ওরা গানের ভেতর খুজে দেখেনা........

ওরা খোজে কেবল "ক্রেইজ".......



অবশ্য এদেরকেই বা দোষ দিয়ে কি লাভ ?

এদের বাবা মায়েরা আরো ২ কাঠি সরেস........

শুদ্ধ - প্রমিত বাংলা লিখতে - বলতে গায়ে জ্বর চলে আসা , ক - লিখতে কলম ভাঙা প্রাকৃত জন গেঁয়ো বাবা মার ঘরে জন্মানো অনেকেই আজ নতুন টাকায় ফিটফাট বাবু......



ওসব বাংলা টাংলা দিয়ে সদ্যলব্ধ বাবুত্বের ঠাটবাট হয়না , সাহেবী ভাষা ইংরেজী না কপচালে সাহেবীয়ানা ঝকমক করেনা।



অবশ্য এদেরকেই বা আর দোষ দিয়ে লাভ কি ?



বাঙালীত্বপনার মহান দিকপাল , পাকিস্তানী স্ত্রীর স্বামী ডঃ কামাল হোসেনের মেয়ে সারাহ যেভাবে একুশে টিভিতে বাংলিশ প্যাচাল পেড়ে নিজের "ইংলিশ " কেতাদুরস্ততার মাধ্যমে বারিস্টারীপনা জাহির করেন তাতে ভাবাই যায় - বাংলিশ শিখলেই সাক্ষাৎ স্টার।



শুনলে অবাক হবেন মাহফুজ আনামের মেয়ে তাহমিমা আনাম বাংলাই বলতে পারেনা !



নিজদেশের নোবেল জয়ী ডঃ ইউনুসকে সমালোচনা করে পরদেশী অমর্ত্যসেনকে নিয়ে দোস্তিপনায় মেতে থাকা রেহমান সোবহানের প্রিয় সংগীত মধ্য ইউরোপীয়ান ক্লাসিক.....




কেঁচো খুজলে এমন আরো অনেক "বংগেত জন্মি হিংসে বংগবাণী" সাপই বের হয়ে আসবে......



হায় আমার মায়ের ভাষা বাংলা , তোমাকে যারা সম্মান দেয়নি , আমিও ওদের সম্মান দেবোনা কখনো , খোদার কসম.......





শুধু কি বাচ্চা , নব্যধনী বাবা মা আর দেশপুংগব "বংগেত জন্মি হিংসে বংগবাণী" সুশীলরাই এমনটা করছে ?

আমরা ও কি পিছিয়ে আছি ?

ছোট বেলায় কতবার মামাতো - খালাতো- চাচাতো - ফুফাতো ভাইবোনরা মিলে ঈদের সময় , শীতের ছুটিতে চোর পুলিশ খেলেছি , লুডু খেলেছি.....



এখন আর কেউ মামাতো - খালাতো - ফুফাতো - চাচাতো নয় ......

সবাই এখন কাজিন



যদি তাই হয় তবে শব্দটিকে বাংলা অভিধানে ঢুকিয়ে ফেলা হোক.....

হসপিটাল যদি হাসপাতাল হয়ে , বটল যদি বোতল হয়ে বাংলায় ঢুকে যায় তবে কাজিন আর কি দোষ করলো ?



নারী-পুরুষের হৃদয় রসায়নের প্রেম-ভালোবাসা-মনের দুর্বলতা চিরন্তন....

অনেকেরই তাই ভালোলাগার মানুষ থাকে , মনের মানুষ থাকে......



কিন্তু আজ আর কোন ভালো লাগার মানুষও নেই , মনের মানুষও নেই....

সবার থাকে অ্যাফেয়ার , সবাই এখন ডেট , বিএফ , জিএফ





তাই বোধহয় সিডির বাজারে দেশী থ্রীর রমরমা ব্যবসা আজ।



রেডিও টেলিভিশনে "আরজে / প্রেসেন্টার " নামক চিড়িয়াদের হিজড়ামো ভাবভংগীমায় উৎকট বাংলিশ চিৎকার শুনে হাসি পেয়ে যায় :



" পশ্চাৎদেশ মৃত কাক নাকি আকাশ ফাটিয়ে চেঁচায় - কাআ কাআআআআ "







আমরা কেউ আর সুপ্রিয় দর্শক নই , সবাই এখন ডিয়ার ভিউ্যয়ারস.....

কেউ আর সুপ্রিয় শ্রোতা নই , সবাই এখন ডিয়ার লিসেনারস......



পুরস্কার বিজয়ে , উপহার প্রাপ্তিতে হাততালির যুগ চলে গেছে......

সময়টা এখন "গিফট হ্যাম্পার" পাওয়া "উইনার"দেরকে "বিগ হ্যান্ডে"

"কনগ্রাটস" করার.......



" মিউজিক এক্সপ্রেস " এর ঝাকানাকা বাদ্য বাজনার কাছে হেরে গেছে "হারানো দিনের গান"...

" ডেফিনেশন ডিজে " এর দোলাদুলির কাছে চিৎপটাং "আধুনিক বাংলা গান".....



ফেসবুকে অসংখ্য ছেলেমেয়ের প্রিয় সংগীতের তালিকায় থাকে পশ্চিমা গায়ক , ব্যান্ড আর গান.....

মস্তিষ্কের শ্রদ্ধার কোষগুলো থেকে হারিয়ে যাচ্ছে সাবিনা ইয়াসমীন , রুনা লায়লা , আব্দুল হাদী , আবদুল জব্বার , বেবী নাজনীনরা........



ক্যাটস আই , কে ক্র্যাফট , রেক্স , ইনটেনয - হাজারটা ইংরেজী পুচ্ছ পাছায় নিয়ে নিয়ে বাংলা ফ্যাশনের চর্চা করা দোকানপাটে দেশটা ভরে যাচ্ছে....



বাংলিশে বাংলিশে দেশ এগিয়ে যাচ্ছে , দুঃখ - চীন থেকে আমাদের আলপিন আমদানী এখনো বন্ধ হলোনা !



এতসব সাত পাচ চিন্তা করতে করতে মাঝে মাঝে নিজেকেই গেঁয়ো , ক্ষ্যাত , অসুস্থ মনে হয়.....

সেই অসুস্থতা কাটাতে ধার নিতে হয় কুমার বিশ্বজিতের সেই গানটি....





এত গেলো বাংলিশ বর্নন ।



বাংলার সাথে হিন্দী মিশিয়ে হিংলা নামে যে নতুন কিছু হিজড়া বুলি প্রসার পাচ্ছে দিনকে দিন সে আরেক নতুন উৎপাত।



অনেকেই বলে - পাকিস্তানীদের মোটা বুদ্ধিতে কুলোয় নি , তাই ওরা ডান্ডার বাড়ি দিয়ে আমাদেরকে উর্দু গেলাতে চেয়েছিলো।

ভারতীয়দের চিকন বুদ্ধি নাকি সুইয়ের চেয়েও সরু........

তাই ওরা হিন্দি সিনেমা আর সিরিয়ালের মিষ্টির ভেতরে হিন্দির ক্যাপসুল গিলিয়ে দিচ্ছে আমাদেরকে......



সত্যিই তাই......



নিউমার্কেট - গাউসিয়ায় প্রতি ঈদে কারিশমা লেহাংগা , মাধুরী ঘাগড়া , দেবদাস চুড়ী নিয়ে ঢাকাই নারীকূলের কাড়াকাড়ি ঘিলুতে কড়া নাড়িয়ে দেয় - হিংলার প্রভাব কতোটা প্রকট !



মনে পড়ে - হিন্দী সিরিয়াল "জ্যাসি জ্যাসি কোই নেহী" শুরু হলে শুধু টিভির রুমটা বাদে পুরো বাসার অবস্থা দাড়াতো - " ঘরমে আদমী কোই নেহী ".......

জ্যাসির বর্তমান কেমন যাচ্ছে , ভবিষ্যতে কি হবে- এই নিয়ে নিখিল বংগ নারীকুলের সেই কি উৎকন্ঠা !



বোধহয় দেখানো হতো সনি চ্যানেলে.....



বাংলিশ বুঝতে - বলতে না হয় দু চার কলম ইংরেজী পড়তে জানতে হয়.......

কিন্তু হিংলা ?

ফুটপাথে দাড়িয়ে যে টোকাইগুলো ইলেক্ট্রনিক শো রূমের বাইরে দাড়িয়ে আয়নার ভেতর দিয়ে সদাচালু টিভির পর্দায় তাকিয়ে থাকে ওরাও হিংলা বলতে পারে......



জাবিকো লাড়কী দেখো মেরা দিল দিওয়ানা বলে ওলে ওলে ওলে ....

হায় সেক্সী হ্যালো সেক্সী কিউ বলে ......

রুখ রুখ রুখ , আরি বাবা রুখ ......

তু চীজ বড়া হ্যায় মাস্ত মাস্ত.......

মেরা পিয়া ঘরে আয়া ও রামজী.......




এভাবে বলে শেষ হবেনা...

এমন সব হিন্দী গান যেন বছরের পর বছর এদেশের চায়ের দোকান , চুলকাটার সেলুন , হোটেল রেস্তোরা আর দুরপাল্লার বাসগুলোর "জব্বর গান" !

হিন্দি সিনেমার যত কিম্ভুতকিমাকার গান আছে সব যেন এদেশের আপামর মহান জনগনের বর্ষসেরা রসিয়া সংগীত !



বুঝতে হবে - "যৌবন আমার লাল টমেটু " কি এমনি এমনি সুপার ডুপার হিট ???



হিংলায় মজে যাওয়া কিছু ফেসবুক বন্ধুকে দেখি স্ট্যাটাস দেয় :



Tujhko jo paaya... To jeena aaya... Ab ye lamha theher jaye... tham jaye... bas jaye... hum Dono ke darmiyaaaaan.........



ফেসবুকেই একবার এক ছেলেবন্ধু আর মেয়েবন্ধুকে মেসেজ দিয়েছিলাম এ নিয়ে....

কাকতালীয়ভাবে দুজনেরই উত্তরটা ছিলো একই -

"ঐ হিন্দি লাইনগুলোতে জীবনের অনেক সুন্দর ফিলোসোফি থাকে , এগুলা তুমি বুঝবানা"...



হিন্দিতে লুকিয়ে থাকা জীবনের সব গূঢ় দর্শন না হয় বাদই দিলাম...ওটা না হয় আমি বুঝবো না...

কিন্তু ....এইতো কদিন আগে শাহরুখ আর তার টু পিস গং এর নর্তন কুর্দনে আর্মি স্টেডিয়ামে বসেছিলো যেন ছাদখোলা জাতীয় জলসা !



সেবার শাহরুখের সাথে হিন্দি বাতচিতে লেজে গোবর মাখিয়েছিলো বেকুব মর্কট গাজী ইলিয়াস....

মন্চ্ঞ থেকে নেমে লেজের গোবর ধোয়ার আগেই গাজির মুখে এসে পড়েছিলো বাংলিশ গালির গোবর.........



গোবর তো এদেরকেও ছুড়ে মারা দরকার....

অ্যাকটেল এক্সীড , ফ্লেক্সীলোড , ইজিলোড , এফএনএফ হাবিজাবি সব বাংলিশ গিলিয়ে কর্পোরেট কোম্পানী গুলোই আবার দুনিয়া কাঁপানো ৩০ মিনিটের ভন্ডামী করে.....







জানিনা এই বাংলিশ- হিংলার গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়া বাংলাদেশের সামনের দিনগুলোতে কি আছে.....



আমি শুধু মাকে প্রতিশ্রুতি দিতে পারি -



নশ্বরতার অমোঘ নিয়ম মেনে তুমি একদিন হারিয়ে যাবে....

জীবন-মৃত্যুর বিভেদ ঝিল্লী ছেদ করে চলে যাবে অন্যপাশে......

তোমাকে আমি ধরে রাখতে পারবো না জানি.....

কিন্তু তোমার স্মৃতিকে আমি হারিয়ে যেতে দেবোনা.....

তোমার স্মৃতিকে বাচানোর জন্যই তোমার কন্ঠনালীর সেই আওয়াজ আমি হারিয়ে যেতে দেবোনা.....

অনাগত জীবনের স্ত্রী সন্তানের ভেতর হয়তো তোমার ভাষা বেঁচে থাকবেনা প্রাচীন পরিশুদ্ধতায়.....

কিন্তু আমার ভেতরে তোমার ভাষাকে আমি বাঁচিয়ে রাখবো......

শুধু তোমাকে বাঁচিয়ে রাখার জন্যে আমার স্মৃতিকোষ গুলোতে....

এ আমাকে পারতেই হবে......

[১]

অমর আমার মায়ের ভাষা.......

অমর আমার প্রাণের ভাষা.......

আ-মরি বাংলাভাষা......





























[১] ছবিসত্ত্ব : আরিফুর রহমান / ফ্লিকর লিংক



মন্তব্য ১৮৭ টি রেটিং +৭৫/-০

মন্তব্য (১৮৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৮

দাসত্ব বলেছেন: ব্লগে আমার শুভাকাংখীদের জানাতে একটু দেরী হয়ে গেল......
কিভাবে কিভাবে যেন সামহয়্যারইন ব্লগে আমার ১ বছর পার হয়ে গেলো.......


সে উপলক্ষ্যে আমার খুব প্রিয় একটা গান সবাইকে শোনাতে মন চাইলো.......

হেমন্তের " সব কথা বলা হলো , বাকী রয়ে গেলো শুধু বলিতে......"



দয়া করে কেউ বলে বসবেন না যেন : লেখাটা খুব "টাচি" :P

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৪

জর্জিস বলেছেন: লেখাটাতে "লাইক" দিলাম আর ফেসবুকে "শেয়ার" দিলাম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৫

দাসত্ব বলেছেন: হাহাহাহা , মজা পাইলাম "কমেন্ট" খানে....

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৮

কবির চৌধুরী বলেছেন: সোকেসে রাখলাম সময় করে পড়বো।
ধন্যবাদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৯

দাসত্ব বলেছেন: আপনাকেও ধন্যবাদ কবির চৌধুরী

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৩

অন্ধকারে অবমানুষ বলেছেন: ১। কাক কখনো ময়ুর হয়না, বুইঝা লিয়েন।


২। উপরের ছবিতে কি আপনার বৌ? উনারও কি হেনার মতো রোগ আছে?

৩। বুড়া হইছেন, বয়স হইছে, আল্লা খুদার নাম নেন। আমাদের জেনারেশনের লগে লাগতে আইসেন না, াগা বন্ধ হইয়ে যাইবো। যতসব ব্যাকডেটেড ফাউল বুইড়া।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৭

দাসত্ব বলেছেন: জ্বী ভাই , আমি "ব্যাকডেটেড " মানে একটু পুরোনো ধাচের ক্ষ্যাত একজন মানুষ , তবে বয়সে ৩০ পার হইনি- এই আর কি।

আর ২ টা ছবির একজনও আমার বৌ নন।
উনারা দুইজনই "মা" যাদের কন্ঠনালী দিয়ে বাংলা উচ্চারিত হয়।

প্রভাতফেরীতে আশা করি সবার আগে আগেই যাবেন।
ধন্যবাদ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪২

দাসত্ব বলেছেন: বেয়াদব কে লাই দিয়ে মাথায় তুলতে নেই।
তাই তোর ময়লা মন্তব্যটা মুছলাম।
সমাজে চামার ছোটলোক বলে একটা শ্রেনী থাকেই - এরা কোটি টাকার মালিক হলেও মুখ আর আচরনের দুর্গন্ধ যায়না।

সোজা গালে কষে কয়েকটা চড় বসিয়ে , ঘাড়ে পিঠে লাত্থি গদাম দিয়ে কানটা মুচড়িয়ে ব্লগ থেকে বের করে দেয়া হলো।

ভবিষ্যতে স্বভাব শুধরে নিবি কারো ব্লগে মন্তব্য করার সময়।







৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩০

মিটুলঅনুসন্ধানি বলেছেন: চমৎকার পোস্ট...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ মিটুল

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩১

দেশী পোলা বলেছেন: উল্টা কেসও আছে,

উদাহরণস্বরূপ: মেক্সিকোতে থাকি বইলা আমার দেশপ্রেম নাই, এইকথাও শুনছি কিছু ঘটি আর ছাগুদের মুখে। ;)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৬

দাসত্ব বলেছেন: বেকুব গুলাকে আমেরিকা আইনা ছাইড়া দেন ।
দেখেন ইংরাজী পুচ্ছ লাগায়া ঘুরবো , কাউরে পরিচয়ও দিবোনা যে দেশের নাম বাংলাদেশ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৫

লুলু পাগলা বলেছেন: অসাধারণ পোষ্ট। সরাসরি প্রিয়তে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৭

দাসত্ব বলেছেন: আচ্ছা , ধন্যবাদ

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪২

বিনবি বলেছেন: কথাগুলো সত্যি এটা স্বীকার করতে বাধ্য হলাম।লেখার ধরণ আর বক্তব্য অসাধারণ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৫

দাসত্ব বলেছেন: চারপাশে তাকিয়েই তো লিখলাম , মিথ্যা - বানোয়াট লিখার সুযোগ কই ?
ধন্যবাদ বিনবি

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: আপনার সুহৃদ মাহবুব (হেনাকে ধর্ষণকারী) ধরা পড়েছে। :( খুব খারাপ লাগছে আপনার জন্য। ওদিকে হাইকোর্টও উঠেপড়ে লেগেছে ফতোয়াবাজদের বিচার করার জন্য। সবমিলিয়ে আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। সমবেদনা!

অফটপিক-
এই পোস্টে Click This Link এবং ডজনখানেক পেপার কাটিংয়ের অভাব বেশ চোখে পড়ছে। তবে পোস্ট দৈর্ঘ্যে মোটামুটি ঠিক আছে - এটাই ভরসা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০০

দাসত্ব বলেছেন: ফিউশন ফাইভ , আমি শুরুতে প্রশংসা করছি যে বিষয়টা সেটা হলো
আপনি নিমক হারাম নন।
ইশারাতেই বুঝে নেবেন।

২য়ত যে বিষয়টাতে বিরক্ত হয়েছি - আপনি অন্য পোস্টের বিষয় নিয়ে এই পোস্টে মন্তব্য করলেন।
এই মন্তব্যটা আপনার ঐ পোস্টেই করা উচিত ছিলো।

৩য়ত , মাহবুব , ফতোয়াবাজ সহ বাংলাদেশের সব পুরুষ , হোক বয়স ১৬ , হোক ৩৬ , হোক ৫৬ - সবাইকে নুন্যতম শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদন্ড দেয়াহোক।
এটা আমি চাই যাতে সমাজে অবাধ যৌনতার রোগটা থামানো যায় যেই রোগে স্কুল না পেরুনো ছেলেমেয়ারাও আক্রান্ত হচ্ছে।

৪র্থত , অফটপিকে যেটা বললেন সেরকম কোন হীনমন্য মন্তব্য আপনি আজ হোক , কাল হোক - দাসত্বের ব্লগে আপনি করবেন সেটা আমি আঁচ করেছিলাম।
কিভাবে করেছিলাম জানিনা।
ব্লগে গত একবছরে নিজের চরকা নিয়ে ব্যস্ত ছিলাম,
অন্যের চরকা নিয়ে অনাহুত তেল দেয়ার ইচ্ছা আমার কখনোই তৈরী হয়নি।
তারপরও টের পাচ্ছিলাম - আমার শত্রু তৈরী হচ্ছে।
এরা আমাকে না পারে সইতে , না কিছু কইতে।
শেষ পর্যন্ত কিছু কইয়াই ফেললেন।

আর ব্লগার হিসেবে আমি আপনার মত কোন তারকা নই।
আমার সাধারন মানের ব্লগগুলোতে কেন লোকজন আগ্রহ দেখায় সেটা আমি জানিনা।
যাইহোক , কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কখনো ভালো ব্লগার কিভাবে হবো তাহলে আমি তাকে "ব্লগার আইডল" হিসেবে আপনার নামটা বলবো।

ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৪

দাসত্ব বলেছেন: ভুল - "বাংলাদেশের সব পুরুষ"

সঠিক - *বাংলাদেশের সব ধর্ষকামী নারী লোলুপ পুরুষ যারা বিয়ে ছাড়া মেয়েদের দুর্বলতার সুযোগ নেয় শারীরিক সম্পর্কের জন্য *

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫২

হাসান তারেক বলেছেন: ভাই সত্য কথার ভাত এই বাংগাল কোন দিন দিতে পারে নাই, আজ ও পারবেনা।

কেহ কেহ হয়তো এই পোষ্ট দেখে পজিটিভ অর নেগেটিভ মন্তব্য করবেন।

কিন্তু কেহ তো মর্ম বুঝতে চাইবেন না।

তারপরও এই আবাল জেনারেশনের ভীড়ে অন্তত দু / এক জন যে এগুলো ভেবে দেখে তা দেখেই কেবল সান্তনা খুজে বেড়াই ভবিষ্যতের জন্য ।

ধন্যবাদ অসাধারন পোষ্টের জন্য ।

+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ হাসান তারেক
এর ভেতরে শুরু হয়ে গেসে উল্টা কথা

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৩

বেঁচে আছি বলেছেন:
ভাই এখন আর প্রাইভেট পাবলিক নাই। সবাই এখন ইশ্মারট হইতে চায়। আমি ঢাবির ছাত্র ছিলাম

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৭

দাসত্ব বলেছেন: সবাই এখন ইশ্মার্ট হইতে চায় , শিক্ষিত বাঙালী হতে চায়না

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। ১৫ মাসের উপর বৃটেনে আছি। এখানে কয়েক প্রজন্মের পর নতুন বাংলাদেশীদের ছেলে-মেয়েদের দোষ দিতে পারি না, যেখানে বাংলাদেশের ইংলিশ মিডিয়ামদের অবস্থা করুণ। এদের যখন বাংলা পড়তে দেখি মনে হয় যেন দাত ভেঙে যাওয়ার অবস্থা। আর যদি লিখতে দেওয়া হয় তো ডায়রিয়া হয়ে যাবে। আসলে আমার মতে ও লেভেল পর্যন্ত বাংলা ভাল ভাবে পড়া-লেখার ব্যাবস্থা থাকা উচিত। প্রতি স্কুল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে সপ্তাহে সংস্কৃতিক ক্লাস থাকা উচিত যেখানে স্রেফ বাংলায় কবিতা-ছড়া, গান, নাটক ইত্যাদি চর্চা হবে। গ্রাম থেকে শুরু করে শহড়ে পাড়া মহল্লাতেও সপ্তাহে না সম্ভব হলেও মাসে একবার এগুলোর চর্চা করা উচিত। আর সংবাদপত্র সহ বেসরকারী রেডিও-টিভি গুলোর সচেতন হওয়া উচিত বাংলিশ ও বান্দী ভাষার জগা খিচুরী সহ বিদেশী সংস্কৃতির অনুকরণ বাদ দিয়ে দেশীয় সংস্কৃতিকে জোড়াল ভাবে তুলে ধরতে হবে। আসলে জাতীয় ভাবে সচেতন না হলে পরিস্থিতি আরো খারাপ হতে বাধ্য। আপনাকে ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১০

দাসত্ব বলেছেন: যা যা বাতলালেন কোন কিছুতেই কিছু হবেনা।
কারন কি জানেন ?
এদের বাবা - মা ওরফে "পাপা-মাম" রা এদের মাথায় ভেতরে ঢোকায় -

বাংলা হচ্ছে সাধারন লোকজনের মুখের ভাষা , এটা অভিজাতদের ভাষা না।
এরপর আর ওষুধে কাজ করবে ?
যারা সত্যিই চায় ছেলেমেয়ে বাংলা শিখুক তারা আমেরিকায় বড় হচ্ছে নিজের বাচ্চাকেও বাংলা শেখায়।

আশেপাশের কিছু সিনিয়র ভাই ভাবীকে সেরকমটাই দেখলাম।
এটাই সত্যিকার মাতৃভাষা প্রেম।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১৯

ব্লুম্যাজিক বলেছেন: খুব সন্দুর লিখছেন। ধন্যবাদ সহকারে প্রিয়তে নিলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২২

দাসত্ব বলেছেন: প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা থাকলো

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দাসত্ব ভাই, আমি আশাবাদী মানুষ। অভিজাত শ্রেণী যতই বাহাদুরি দেখাক সাধারণ জনগণ মানুষ ব্যাতীত এরা জিরো। তাদের অর্থ ও প্রভাবে তারা মিডিয়া ও প্রচার বিভাগ কাবু করে রেখেছে। কিন্তু তারপরেও কিছু প্রভাবশালীর সাধ্য আছে সময় থাকতে বেলাইনী গুলোকে লাইনে আনা। এই ব্লগের কথাই ধরুণ এটা যদি বাংলা না হত, তো সামুব্লগ এত জনপ্রিয় হত না। আসলে আমি একটা জিনিস বুঝি ইচ্ছা থাকিলেই উপায় হয়। দরকার সকল সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ। বিরক্ত করে থাকলে দুঃখিত!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৫

দাসত্ব বলেছেন: হুমম । ভালো একটা কথা মনে করায়া দিলেন।
সামু বাংলা ব্লগ না হলে আসলেই এত জনপ্রিয় হতোনা।
আসলেই যেখানেই "বারিস্টার সারাহ" কিংবা "রক স্টার ফুয়াদ" দের বাংলিশ , সেখানেই গদাম।

এ রকম টাই দরকার

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৫

সাইফুল ইসলাম নিপু বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে..............++++++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ নিপু

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪২

নীল ভোমরা বলেছেন: খুব ভাল লেখা! প্লাস।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ নীল ভোমরা

১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৫

াঢারে ালো বলেছেন: ইংলিশ থেকেও হিন্দিকে আমি বাংলা ভাষার জন্য বড় হুমকি মনে করি, কারণ এর প্রভাবটা শিক্ষিত,অশিক্ষিত সব সমাজের মাঝেই বিস্তার লাভ করবে ৷ দেশের বাইরে এসে দেখি যে এখানে বাংলাদেশী বাবা মা,বিশেষ করে সন্তানেরা সব হিন্দিতে কথা বলে,হয় ইংলিশ না হয় হিন্দী কিন্তু বাংলা না ৷ বেশিরভাগ ছেলেমেয়ে ফ্লুয়েন্টলি হিন্দীতে বলতে পারলেও বাংলা একদম পারে না বললেই চলে ! এমনকি দেশে গুলশানে একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট পড়াতাম,ওই বাসার লোকজন নিজেরদের মধ্যে হিন্দিতে কথা বলত ইভেন ছেলেটা ওর ফ্রেন্ডদের সাথেও ফোনে হিন্দিতেই কথা বলত ৷ যেভাবে আমাদের দেশের মানুষজন এখন হিন্দী সিরিয়াল,মুভি আসক্ত তাতে আমাদের ভাষা,সংস্কৃতি আসলেই হুমকির মুখে ৷ ধন্যবাদ ভাষার মাসে চমৎকার এই পোস্টের জন্য ৷

অ.ট.:ফিফার মধ্যে ব্লগীয় ভাড় খেতাবটা নেবার প্রবল ইচ্ছা দেখা যায়,অবশ্য এখন উনাকে দিয়ে এইসব ভাড়ামিই মানায় ! হায়রে অধপতন !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৫

দাসত্ব বলেছেন: ইংলিশ থেকেও হিন্দিকে আমি বাংলা ভাষার জন্য বড় হুমকি মনে করি, কারণ এর প্রভাবটা শিক্ষিত,অশিক্ষিত সব সমাজের মাঝেই বিস্তার লাভ করবে ৷

ঠিক এই কথাটাই ব্লগেও বলসি।
বাংলিশ বলতে দু চার কলম ইংরেজী পড়তে জানতে হয়।
কিন্তু হিংলা পারা কোন ব্যাপারই না।

বিষয়টা মোটেই ভাষার মাসের আবেগে বলিনি।
এইভাবে চলতে থাকলে একসময় নিজেদের শিকড় টাই ভুলে যাবো।

১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৯

স্বাধীকার বলেছেন: দাসত্বের লেখা বরাবরই ভিন্ন স্বাদের হয়ে থাকে। অনেকেই অপছন্দও করতে পারে। কিন্তু কাউকে দেখছি, ব্যক্তি আক্রমনের চেষ্টাও করে। এটা হবেই। লেখককে মনে রাখতে হবে, ‘‘মরা কুকুরকে কেউ লাথি দেয়না’’-কোথায় যেন পড়েছিলাম। এটাই লেখকের সফলতা। লিখতে থাকুন, ভালো থাকুন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৮

দাসত্ব বলেছেন: হীনমন্যতা , মনের বিষ কাকে বলে ব্লগে এসে বুঝতে পারসি।
বাদ দেন , এসব ইতররা কেন ইতরামী পুষে রাখে ভেতরে সেটা আমি ভালো করেই জানি।

লিখবো তো অবশ্যই , আপনার জন্যও শুভ কামনা

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫২

াঢারে ালো বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ আধারে আলো , অভিনন্দনে খুশী হলাম

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৫৭

প্রজন্ম৮৬ বলেছেন: হায় আমার মায়ের ভাষা বাংলা , তোমাকে যারা সম্মান দেয়নি , আমিও ওদের সম্মান দেবোনা কখনো , খোদার কসম.......

বদমায়েশগুলা দেশ আর বাঙ্গালদের চেতনা নিয়ে কিছু বললেই থু থু ছিটানো দরকার।

অশিক্ষিত পরিবার আর নিন্মমানের শিক্ষা'র ফসল এসব 'হাফ চকলেট' পোলাপান।

আমি বিশ্বায়ন ভালবাসি,আমি বিশ্বায়নের ভক্ত কিন্তু নিজ ভাষায় নিজেদের অক্ষমতা প্রকাশ করে নিজেকে বৈশ্বিক প্রমানের দাবিদার নই। পড়াশোনার সুবাদে বিদেশে থেকেও আজ পর্যন্ত নিজ ভাষাকে Bengoli বলে পরিচয় করিয়ে দিতে পারলাম না।শুধু মনে হয় বাংলা-কে বেঙ্গলী বলে পরিচয় করানোর জন্য তো আমার পুর্বপুরুষ রক্ত দেয় নাই। হোক যত অশুদ্ধ উচ্চারন তবুও আমি আমার ভাষার নাম বাংলাই শুনতে চাই! তাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমার ভাষার নাম বেঙ্গলীকে মেনে নিতে পারি নাই।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যমই না এটার সাথেই জড়িত আগামীদিনের ভবিষ্যত প্রজন্মের পরিচয়ের ব্যাপার।

যদিও বাস্তব চিন্তায় মন বলে যে এই দাবানল থেকে দেবালয় রক্ষার কোন সম্ভাবনাই নেই তবুও মাঝে মাঝে চিৎকার করে প্রতিবাদী হয়ে উঠলে হয়তো কিছু ছেলে-মেয়ে 'হাফ চকলেট' এর সংখ্যা কমবে।

অবিরাম লিখতে হবে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে। আপনি খেয়াল করে দেখবেন, অসামাজিক কার্যকলাপের সমর্থক, বাংলাদেশ বিরোধী মনোভাবাপন্ম লোকজন এবং নৈতিকতাহীন, ও সর্বোপরি দেশপ্রেমহীন মানুষগুলোই ভাষা বিকৃতকারী এবং সকল অনাচারে উৎস।

সব খারাপ উপাদানগুলোই রসুনের মত এক জায়গায় জড় হয়ে থাকে।

আপনার কিবোর্ড বলতে থাকুক। সকল অনাচারের দাসত্ব থেকে মুক্ত হোক আমাদের জাতি,আমাদের মানুষ।

সন্মান লেখক দাসত্ব।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৪

দাসত্ব বলেছেন: ভাষা শুধু যোগাযোগের মাধ্যমই না এটার সাথেই জড়িত আগামীদিনের ভবিষ্যত প্রজন্মের পরিচয়ের ব্যাপার।

সব খারাপ উপাদানগুলোই রসুনের মত এক জায়গায় জড় হয়ে থাকে।


এই দুটো কথা খুবই গুরুত্বপূর্ন।


আপনার প্রতিও শ্রদ্ধা রইলো।


২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪১

নেটপোকা বলেছেন: দাসত্ব, আপনি আপনিই!

আর বর্তমান গড্ডালিকা প্রবাহের বিপরীতে মূল যে ধারাটি বহমান, সেটি কিছুটা শীর্ণ হয়ে গেলেও একেবারে যে হারিয়ে যায় নি, তা আপনার পোস্ট ও এতে মন্তব্যকারী ব্লগারদের আবেগী উচ্চারণে কান পাতলেই বোঝা যায়। আপনার কথাগুলো আমাদের অনেকেরই মনের কথা।

আপনাকে অভিবাদন, সুহৃদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৪

দাসত্ব বলেছেন: আপনার কথাগুলো আমাদের অনেকেরই মনের কথা।


এই কথাগুলোতেই ব্লগ লেখা সার্থক হয়।

ধন্যবাদ নেটপোকা

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৪৩

নীল ভোমরা বলেছেন:
ভাষার মাসে এই পোস্টে মন্তব্য-৪ ও মন্তব্য-৯ পড়ে আমি মর্মাহত!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০৬

দাসত্ব বলেছেন: ৪নং এর মন্তব্যকারী এরচেয়েও বাজে একটা মন্তব্য করসিলো আমার......
বাধ্য হয়ে মুছে ফেলতে হয়েছে।

আর ৯ নং এর ব্যাপারে বলবো - এই মন্তব্যটার জন্য আমি অনেক ধরে মানসিকভাবে প্রস্তুত হয়ে ছিলাম।

আমি জানতাম যে ফিউশন এরকম কিছু শেষ পর্যন্ত বলবে।

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৩০

ধীবর বলেছেন: দাসত্ব ভাই। প্রথমেই বছর পুর্তিতে আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন।

বাংলা ভাষা এবং সংস্কৃতির অবক্ষয় নিয়ে আপনার পর্যবেক্ষণ ১০০ ভাগ সঠিক। এজন্যই পাকিজাত রক্তের হিন্দিজাত শুওরদের এত গাত্রদাহ। এরাই দেখবেন ২১শে ফেব্রুয়ারিতে বাংলা বাংলা করে পরণের পোষাক ভিজিয়ে ফেলবে। চিনে তো রাখলাম, এর পর ওরা পোস্ট দিয়ে দেখুক। বাংলা গাদন কাকে বলে, সেটা বুঝিয়ে দেয়া হবে। আর ব্লগের রেসিডেন্ট ভাড়টি দিগম্বর হয়ে যাওয়াতে আরো নির্লজ্জ হয়ে গিয়েছে। ওটাকেও কান ধরে পোস্টের বাইরে পাঠিয়ে দিন।

উচ্চ শিক্ষার সুবিধার্থে এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি শিক্ষা করাই যায়। কিন্তু তাই বলে সংস্কৃতি আর মন মানসিকতায় ইংরেজ হতে হবে কেন?

আর হিন্দি আমাদের কোন কাজে লাগে? আন্তর্জাতিক তো দুরের কথা খোদ ভারতেই হিন্দিটা কোথায় চলে? পাঞ্জাবে শিখ, মহারাস্টে মারাঠী, ইউ পি এম পি তে দেহাতি, বিহারে বিহারি, উড়িষ্যায় ঊড়িয়া। তবে খুব বেশি সমস্যা হলে ভারতের উঃ ভাগে হিন্দি চালানো যায়। কিন্তু ঘরের পাশে আসাম মেঘালয় ত্রিপুরা এই সব অঞ্চলে হিন্দি বললে সাধারণ মানুষ খুব প্রীত বোধ করে না । আর ভারতের শিক্ষা এবং প্রশাসনে শক্তিশালি অবস্থানে থাকা দঃ ভারতীদের সাথে হিন্দি বলে দেখতে পারেন। ওরা আপনাকে ঘৃণার চোখে দেখবে। তাহলে আমাদের এই হিন্দি প্রীতি কেন? শ্রেফ কুরুচিপুর্ণ হিন্দি সিনেমা আর সিরিয়াল গেলবার জন্য? দরকার নেই।

হিন্দি সিনেমা আর সিরিয়াল আমাদের সমাজে ক্যান্সারের মতই। তাই অস্রপ্রচারের বিকল্প নেই। আমাদের মা বোনদের কাছে ফেন্সির মত সিরিয়াল নেশার বস্তু। শক্ত না হলে এই নাশা ছাড়ানো যাবে না। আর কথিত বুদ্ধিজীবিগুলিও ইন্ডিয়ার দালালের একশেষ। এর বিরুদ্ধে তাদের মুখ খুলতেই চায় না। ধিক এই দালালের বাচ্চাদের!

যেহেতু এই ব্লগ মতপ্রকাশের একটি মাধ্যম, তাই এই ব্লগ থেকেই শুরু হোক অস্রপ্রচারের সেই উদ্যোগ। যারা সত্যিকার অর্থেই দেশ আর ভাষাকে ভালোবাসেন তাদের আহবান করছি। ব্লগে হিন্দির বিজ্ঞাপন মুলক কিংবা হিন্দি শব্দযুক্ত পোস্টে গিয়ে প্রতিবাদ করুন।

আবারও অনেক ধন্যবাদ দাসত্ব ভাই। দেশপ্রেমিকদের শত্রু দেশদ্রোহিরাই। আর দেশদ্রোহিরা বরাবরই পরাজিত হয়েছে। তাই সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। কেননা আপনার সাথে দেশপ্রেমিকরা সব সময়েই আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই অভিনন্দনের জন্য।

ব্লগ আসলে এ কারনেই অসাধারন।
যে কথাটা নিজে কিভাবে বলবো বুঝতে পারিনা সেটা আরেকজনের কাছ থেকে নিখুতভাবে শুনতে পাই।

আপনি মোক্ষম জায়গায় টোকা দিয়েছেন :

উচ্চ শিক্ষার সুবিধার্থে এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি শিক্ষা করাই যায়। কিন্তু তাই বলে সংস্কৃতি আর মন মানসিকতায় ইংরেজ হতে হবে কেন?


সেটাই তো......

সংস্কৃতি আর মন মানসিকতায় ইংরেজ হওয়া মানেই "বংগেত জন্মি হিংসে বংগ বাণী".....

কয়েকজন বিখ্যাত "বাংরেজ" বাঙালীর উদাহরন তো দেখালামই

আর আমার এখানে দক্ষিন ভারতীয়দের কে সবসময় নিজেদের ভাষায় কথা বলতে দেখি... সম্ভবত তেলেগু....

সবচেয়ে ঘৃণা হয় সারাহ আর তানিয়া আমিরের মত বাংলিশ ওয়ালীরা যখন আমাদের উপর বাঙালীত্বপনার মোড়লগিরি করে।

এদের ভন্ডামীগুলো আস্তে আস্তে মানুষকে জানাতে হবে।


২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫২

মুর্খমানব বলেছেন: আপনার ব্লগে নাকি ছাগুরা এসে লেদিয়ে যায়? অনেক কিছু শুনি আপনার নামে।তারপর কিছুদিন সময় দিলাম আপনার পিছনে(পিছনে বলতে খারাপ কিছু মনে করবেননা!)মানে আপনার ব্লগে। এখন বুঝলাম ফিফা ক্যান আপনার উপর নাখোশ ;) কয়দিন আগে দেখলাম বিডির উপর ও নাখোশ। ফিফারে রোগে পাইছে বুঝলেন। ছেলেপিলে নিজ ব্লগে মজা করতে করতে হিট বাড়ায়।এক কথা কে কমেন্টে একশোবার ব্যাবহার করে হিট বাড়ায়।কয়েকটা ফানি লেখা দিয়ে জনগনের মনোরঞ্জন করে হিট পেয়ে কি যেন হয়ে গেছে ভাব ধরে ফেলেছে।ছয়জনে মিলে এক নিক চালায়া এই হিট? আবার ধরে ভাব X(
অ.ট.:ফিফার মধ্যে ব্লগীয় ভাড় খেতাবটা নেবার প্রবল ইচ্ছা দেখা যায়,অবশ্য এখন উনাকে দিয়ে এইসব ভাড়ামিই মানায় ! হায়রে অধপতন!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১২

দাসত্ব বলেছেন: নিমক হালাল করাটাই ফিউশনের একমাত্র উদ্দেশ্য না , আরো একটা কারনও আছে আমার ধারনা।
থাক..... আর আমি ব্লগে আড্ডা দিতে আসিনা।
ব্লগে যখনই কিছু লিখি দরকার মনে হলেই লিখি।
কিছু একটা লিখতেই হবে , ব্লগ ভরাতে হবে এটা আমার ব্লগিং না।

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৫৬

লালু কসাই বলেছেন: টাইমিং ঠিক হয় নাই দাসত্ব ভাই...এই জন্যে ই খুব বেশি পাব্লিক পড়তে পারবেনা...আর ভাল বিষয়ের লেখা সামুতে পড়ে ই কয়জন...ক্যাচাল লাগাইবেন পাবলিক আইসা কইব তুই বেটা ধর্ষকের পক্ষ নিছস...তোর লাইগ্যা মায়া হয়। নৈলে কইব জিয়া ছিল সাধু পুরুষ তা এতদিনে আপনার মাধ্যমে জানিতে পারিলাম। এই হইল বর্তমানে ব্লগের অবস্থা। শেষ রাইতে রিপোষ্ট মারব...ভালা থাইকেন...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৩

দাসত্ব বলেছেন: নাহ লালু ভাই , টাইমিং বিষয় না... গত কয়েকদিন ধরেই ব্লগ ঠান্ডা...... এই ঠান্ডার ভেতরে এই বিষয় আরো ঠান্ডা....
আপনার রিপোস্ট দেখসি.... সেজন্য অনেক ধইন্যা :)......

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:২১

ননদালীনাজ বলেছেন: অসাধারন !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:২৭

গানচিল বলেছেন: প্রথমতঃ বর্ষপূর্তির জন্য অভিনন্দন।
ইনফিরিওরিটি কমপ্লেক্সে ভোগা কিছু লোক আপনার লেখাতে অপ্রাসঙ্গিক কিছু একটা বলে বসবে,আপত্তিকর মন্তব্য একটা করে বসবে( লেখাটা যতই ভাল হোক না কেন) এ আর অস্বাভাবিক কি ! ঐ যে "যারে দেখতে নারি তার চলন বাঁকা"।ওদের কোন উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়াটাই আমি শ্রেয় বলে মনে করি। তবে হ্যা! কমেন্টটি কোনভাবেই মুছে দেয়া চলবেনা। ব্লগের অন্যান্যরা পড়ুক, তার আসল খোলসটা সবার সামনে উম্মোচিত হোক।এটা নিশ্চয়ই আপনিও চাইবেন !
যাইহোক, লেখাটা অসাধারন লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৭

দাসত্ব বলেছেন: ধন্যবাদ গানচিল....
মন্তব্যটা এত বেশী বাজে ছিলো যে না মুছে উপায় ছিলোনা....
আর দাসত্ববিরোধী সিন্ডিকেটের কারা কারা আছে সেটা গত কয়েকদিন ধরে অনেকেই মন্তব্য আর ছ্যাচড়ামি পোস্ট দিয়ে প্রমান করে ফেলসে। আগে এদেরকে সন্দেহ করতাম....
ভালোই হলো..... সন্দেহ পরিষ্কার হলো.....

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১১

জাহাজী পোলা বলেছেন:


ভাল লাগলো লেখাটি।

ধন্যবাদ !

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ জাহাজী পোলা ।
মালয়শিয়া থেকে ছাড়া পাইসেন ?
নাকি এখনো কানতেসেন জাহাজে বৈয়া বৈয়া ? ;);)

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৩৪

কুমকুম বলেছেন: খুবই ভালো লাগলো । আপনার সাথে একমত । অসাধারন লিখাটি প্রিয়তে নিলাম এবং অংশীদার করলাম ফেসবুক এর সকল বন্ধুদের । ধন্যবাদ ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২১

দাসত্ব বলেছেন: অনেক ধন্যবাদ কুমকুম , ব্লগটা ফেসবুকে দেয়ায় কৃতজ্ঞতা রইলো

৩০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৭:৩৫

ছাইরাছ হেলাল বলেছেন:

বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছি অনেক ।
আরও লিখুন,বেশী করে লিখুন ।
ধন্যবাদ আপনাকে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ সাইরাস হেলাল

৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:০৫

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ভাইয়া আপনার অন্যান্য লেখার মত এটাও যে খুবই চমৎকার হয়েছে তা আর নতুন করে বলতে চাচ্ছি না। সব জায়গাতেই এই অদ্ভুত বাংলিশ আর হিন্দি শুনে শুনে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম।খারাপ লাগলেও চুপ করে থাকতাম, ভাবতাম এই পচনটাই স্বাভাবিক। কিন্তু আজ এই পোষ্টটা পড়ে নতুন করে ভাবতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এই সমস্যার সমাধান কি? নিজের কথা বলি, নিজের খুব নিকট আত্বীয়কেও বস্তাপচা হিন্দি সিরিয়াল এবং তার অনুকরনে বানানো মেগা মেগা বাংলা ধারবাহিকগুলো দেখার কুফল বুঝাতে পারি নি, নিবৃত্ত করতে পারি নি এগুলো দেখা থেকে।সম্ভবত দুই অথবা তিন বছর আগে মামুনুর রশীদের একটা লেখা পড়েছিলাম। তিনি সেখানে লিখেছিলেন, পরকীয়া, নোংরামি, পারিবারিক কলহ তৈরির পদ্ধতি দেখানো এসব হিন্দি সিরিয়ালগুলো যেভাবে আমাদের দেশের নারীরা (এখনকার সময়ে অনেক পুরুষেরাও) দেখছেন তার ভয়াবহ প্রভাব টের পাওয়া যাবে আগামী কয়েক বছরের মধ্যেই। ।মামুনুর রশীদের সেই কথা সত্য হয়েছে কিনা তা আমরা দেখতেই পাচ্ছি।


আমাদের বুয়েটের কথাই বলি। পোলাপান যেভাবে মেটাল ব্যান্ড গুলার গান শুনে , সেগুলো নিয়ে আলোচনা করে তা দেখে মনে হয় ওই ব্যান্ড গুলো বোধহয় আমাদেরই দেশের। আর আপনাদের সময়ের চেয়ে এই ক্রেজ বেড়েছি কিনা সেই তুলনা তো আমি দিতে পারব না, তবে ক্রেজটা ভালোমতই আছে তা জানি।ইংলিশ গান নিজেও শুনি , ভালো ও লাগে খুব, এরকম হার্ড মেটাল শোনা অথবা এগুলো নিয়ে এত মাতামতি বোধহয় আমাদের মানসিকতার অন্তঃসারশূন্যতাকেই প্রকাশ করে। হিন্দির কথা আর কি বলব। যদি বলি যে , হিন্দি ছবি দেখি না-ফালতু লাগে প্রায় সব গুলাই, তাহলে কেউবা মুখ বাঁকিয়ে বলবে আঁতেল আর কেউবা সরাসরি বলবে, বেশি ভাব নেয়! থ্রি ইডিয়টস কে যদি বলি ফালতু তথাকথিত টাইপড হিন্দি সিনেমা তবে তারা আপনাকে পারলে জরিমানা করে দিবে! এই হচ্ছে আমাদের অবস্থা।


ব্লগে প্রায় দেড় বছর ( ১ বছর চার মাস) পূর্ন হওয়াতে অনেক অভিনন্দন আপনাকে!!!!! আপনার দুর্দান্ত লেখাগুলো আরো নিয়মিত আসুক সেই কামনা করি!!!!!!!!


অ.টঃ আপনি কত তম ব্যাচ ছিলেন ভাইয়া? কোন ডিপার্টমেন্ট?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৬

দাসত্ব বলেছেন: বাঙালী কে অভিজাত হওয়ার ভুতে পাইসে......
যে যত বেশী বাংলিশ পারে সে তত বেশী অভিজাত......
আজব এক ইদুর দৌড় শুরু হইসে......

আর হিন্দি সিরিয়াল গুলা যে কিভাবে পরকীয়া , গ্যান্জ্ঞাম প্রেম ছড়াইতেসে আল্লাহ মালুম ভবিষ্যতে কি অপেক্ষা করতেসে।

অভিনন্দনের জন্য ধন্যবাদ নাহিয়ান।
তোমার নিক বলতেসে তুমি ০৮ ইনটেক.....

যদি সেটা হয় তাহলে আমরা ০৭ এ পাস করে বেরিয়ে গেসি.....
বাকীটা জানতে চাইলে তোমার মেইল অ্যাড্রেস দিয়ে যাও।
আমি সময় করে মেইল করবো।

৩২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:২০

Mukit বলেছেন: অসাধারণ পোষ্ট

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৮

দাসত্ব বলেছেন: ধন্যবাদ মুকিত

৩৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৩১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: উপরে এক উৎকৃষ্ট আবালকে বলতে দেখলাম, এই লেখা দিয়ে নাকি দাসত্ব ভাই এই প্রজন্মের বিরুদ্ধে লাগছেন!!!!! ওই আবাল, তোর বয়স কত? প্রজন্ম চিনাইতে আসছিস? শু** তোর কাছে এসব কাচড়া টাইপ হিন্দি সিরিয়াল, বাংলিশ কথা আর হিংলামি প্রজন্মের পরিচয়? থাপড়ায়ে ছাগলামি ছুটায় দিমু। তোমারে প্রজন্মের সার্টিফিকেট দেওয়ার কর্তা বানাইছে তোমার ভারতীয় দাদারা? অবশ্য তোদের মত অকর্মা গুলা এছাড়া আর কি বা পারবি। হাতে দড়ী বাধবি, কানে পরবি দুল, বাপের টাকা উড়াবি আর এসব দিয়ে প্রজন্ম চিনাবি। লজ্জা থাকলে তোর বয়সী অন্যান্য পোলাপানের দিকে তাকা। দেখ প্রজন্ম কারে কয়। ওরা দেশের জন্য , নিজের অবস্থান থেকে কত কি করছে দেখ। ওদের যোগ্যতা দেখ।তারপর যদি লজ্জা থাকে তাহলে প্রজন্ম চিনাইতে আসিস।


@ দাসত্ব ভাই, ফিফা ( দুষ্টু লোকেরা অবশ্য উনাকে ফিভাদা ডেকে থাকেন!!) কেন এত ক্ষেপছে বুঝেন নাই? উনাদের প্রানপ্রিয় মতি ভাই, হেনার ঘটনা নিয়ে কি সুন্দর এক নাটক জাতিকে গিলাইতে ছিল কিন্তু তার মাঝে আপনি দিলেন এক বাগড়া !!!!!! আপনার ব্লগ অন্তত ব্লগীয় সমাজের পাঠকরা পড়ল আর মতি ভাই এর সাধের গাঞ্জাখুরি সিনেমার গল্পে হল বাড়া ভাতে ছাই। এখন তিনারা না পারেন যুক্তি আর তথ্য দিয়া কিছু কইতে অথবা না পারেন সইতে!!!!!!!তার উপর আজ আবার মাহফুজুর রহামানের মেয়ের উদাহরন দিয়া ওদের সুশীল ভন্ডামির চরিত্র নিয়ে দিছেন আরেক টান!!!!! কাঁহাতক আর সহ্য হয় বলেন!!!!! তাই এসে একটু ল্যাদায় গেল আপনার পোষ্টে। তয় ফিভাদা থুক্কু ফিফার ল্যাদালি খানা দিয়া নিজেরে সে চেনায় গেল।সে বুঝায় দিল বাংলিশ আর হিন্দি ল্যাদানি তার অনেক প্রিয়, এগুলার বিরুদ্ধে কথা কইলেই তেনারা গোস্বা করেন। ফিভাদা থুক্কু (খালি ফিভাদা চইলা সে মুখে!!!!) ফিফা তো আবার ব্লগীয় সেলিব্রেটি, না জানি আমাকে আবার বান মারে এই অপ্রিয় কথনের জন্য!!!!!!!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৯

দাসত্ব বলেছেন: ফিউশন একজন আদর্শ নিমকহালাল ব্যক্তি সেই প্রশংসা আমিও করি নির্দ্বিধায়....;)

৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৩

আইডিয়াল বলেছেন: আপ্নার জন্মদিন আর সামু তে আসা এই ফেব্রুয়ারীতে। দুটোর জন্য অভিনন্দন। পোস্ট এ ++++++্

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩১

দাসত্ব বলেছেন: হ্যা , আসলেই , কিছুটা কাকতালীয়.....
দুটো অভিনন্দনের জন্যই অনেক ধন্যবাদ

৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:২৯

অপেক্ষমান বলেছেন: বর্ষপুর্ততে অনেক শুভেচ্ছা। দোয়া করি অনেক অনেক দিন এই শুভ ব্লগিংয়ের ধারাবাহিকতা বজায় থাকবে।

@ফিফাঃ ভাই আপনি এমনিতেই অনেক গুনি এবং হিট মানু্ষ । আপনার কাছে একটা অনুরোধ সবজায়গায় কাদা ছুড়বেন না, ভাল লাগেনা। আপনার কি বিরক্ত লাগেনা?? আমার তো মনে হয় কেউ যদি পোস্ট দেয় "ওমক দিন জাতীয় পলিও টিকা খাওয়ানো দিবস" আপনি তো সেখানেও কিছুনা কিছু গোবর ল্যাপ্টাবেন উদাঃ "পোলিও খাওয়ান লাগব ক্যান?? এসব বাচ্চাগুলা মায়ের টো থেকে কেন সব টিকা খাইয়া বাইর হইলনা ।" ইপনার এই আচরন আমার কাছে মানসিক ব্যধি ছাড়া অন্যকিছু মনে হয় না। -- সরি টু সে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩১

দাসত্ব বলেছেন: ইনশাল্লাহ , লিখে যাবো যতদিন পারি

৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৬

ছোটমির্জা বলেছেন:
দাসত্ব ভাই,
আমরা আসলে কর্পোরেটের স্বীকার। ভালবাসার সাথে কুইনাইন না খেলে চলছে না আজকাল। টাই বাংলা, ইংলিশ, হিন্দী আমাদের শরীরে ঢুকছে। তা ছাড়া আমাদের মেরুদন্ডের বলিষ্ঠতাও কম তার উপরে আমরা গরীব লগে সুজোগ সন্ধানী চামচা কর্পোরেটের দালাল।
তাই এমন।
লেখা চালিয়ে যান। আমরা ভাল লেখা ঠিক খুঁজে নেব।
১ বছর পূর্তিতে অভিবাদন B-) B-) B-)

ফিফারে খেমা করে দেন।
ওর লেখার ধার যেমন কমেছে, চামচামী তেমন বেড়েছে।
সত্যকে সত্য ও খারাপকে খারাপ বলাই পুরুষত্ব।
খারাপ লাগল পিরিয় এক ব্লগারের এমন আচরণ। X(( X((

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৬

দাসত্ব বলেছেন: আসলেই বাঙালীর ভেতরে নিজের মাতৃভাষা নিয়ে , শেকড় নিয়ে হীনমন্যতা অনেক আগে থেকেই আছে।

আমরা মনে করি ইংরেজী কপচানো মানে শিক্ষিত....!
আমরা মনে করি আমরা একটা অনভিজাত -মেটো জাতি।
জিয়াউর রহমান এ কারনেই বাংলাদেশী জাতীয়তাবাদ দিয়ে আমাদের মেটো বাঙালী জাতিত্বের গায়ে আত্নসম্মানবোধের চাদর পড়াইসিলেন।

একারনেই আমরা বাংলাদেশীদের ভেতরে বাংলা- বাংলাদেশের প্রতি যে টান আছে , বাংলাদেশ - বাংলাদেশী শব্দটাতে আমাদের যে আত্নসম্নাবোধ হয় সেটা "বাঙালী"ত্ব পনার মোড়লদের বেলায় পাওয়া যায়না।


নিজেদের আত্নপরিচয় নিয়ে আমাদের ভেতরে যে হীনমন্যতা কাজ করে কর্পোরেট কোম্পানী গুলো সেই সুযোগটাই নিসে।
তারা জানে ইংলিশ গেলালেই প্রোডাক্ট হিট......

সমস্যা আমাদের ভেতরে......

৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৫৮

ছোটমির্জা বলেছেন:
বানান ভুল আছে- স্বীকার< শিকার, টাই< তাই

৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩২

তীর জোক বলেছেন: ভাল পোস্ট। অভিনন্দন।

অট: ফিফা শ্যাষ!! ফুরায় গেছে, তার লেইগা আজাইরা ফাউল কথা কইলা যদি হিট কামান যায়। ;)
খ্রাক খ্যাক!!
আপনের জবাবটাও যা দিছেন, সেইরাম! খ্রাক খ্যাক!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৮

দাসত্ব বলেছেন: আসলেই উনি একজন আদর্শ নিমক হালাল ব্যক্তি..... একেবারে খুল্লামখুল্লা ব্যক্তিআক্রমন করে বসেছেন আর সইতে না পেরে....

৩৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৪৫

একজন আমি বলেছেন: ফিফার ফেব্রুয়ারী মাসের বেতন হালাল হইল এতদিনে......বাকী দিনগুলোতে বউ-পুলাপান/ ডারলিং লইয়া আরামে কাঁথার নিচে শুইয়া দাদা গো ভাই-বোনদের পিরিতির সিরিয়াল দেখতে থাকবো আর লুল ফেলতে পারবো...

লেখক, জবাবটা একেবারে চপেটাঘাত হইছে। ঘেয়ো কুকুরকে লাথি মারার পর কুই কুই করা ছাড়া তার আর কিছু করার নাই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৩৯

দাসত্ব বলেছেন: হাহাহাহা , ঠিক বলসেন একজন আমি ভাই

৪০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৪

পারভেজ আলম বলেছেন: বিদেশী প্রভুদের পা চাটা চামচারা যতদিন দেশ চালাবে ততদিন বাঙলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির অপমান হতেই থাকবে।

পোস্ট ভালো লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪১

দাসত্ব বলেছেন: ছোট মির্জার ৩৬ নাম্বারের উত্তরটা দেখেন।

শুধু বিদেশী প্রভু , তাদের চামচা আর কর্পোরেট কোম্পানী গুলোকে দোষ দিয়ে লাভ নাই।
ওরা সুযোগ নেয়।
ঐ একই সুযোগ ওরা ফ্রান্স কিংবা জার্মানীতে নিতে পারেনা।
কেন পারেনা ?
ভেবে দেখবেন।
দোষটা আমাদেরই

৪১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩

এক রাশ তরঙ্গ বলেছেন: খুব ভাল লিখেছেন। অনেক ভাল লাগলো। :)
আমার বক্তব্য এইটুকুই যে আমাদের শিকড় হোক বিস্তৃত, সেই সাথে ডাল, শাখা-প্রশাখাও বেড়ে উঠুক সুবিন্যস্ত ভাবে। আমি নিজেও Pink Floyd ভক্ত, Yanni এর গানও ভালবাসি; তাই বলে রবীন্দ্রনাথের আনন্দলোকের আলো হতে বঞ্চিত রাখিনা নিজেকে। যতক্ষণ শিকড় বিস্তৃত থাকবে হাজার আলোর ঝলকানি থেকেও ভাল কিছু বেছে নেয়া যায়, এটাই আমার বিশ্বাস। পরগাছার মত জীবন কাম্য নয়। তবে সমাজে পরিবর্তন আসবেই, এটাই স্বাভাবিক। পরিবর্তনটা সঠিক পথে হোক এটাই চাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৪

দাসত্ব বলেছেন: ইংরেজী গান কেউ শুনতেই পারে।
বিশ্ব সংস্কৃতি সম্পর্কে নইলে জানবে কিভাবে ?
কিন্তু নিজের মাতৃভাষার গান কে অবজ্ঞা করে মধ্য ইউরোপীয়ান ক্লাসিক নিয়ে ফুটানি ?!!

২৩ নাম্বার মন্তব্যে ধীবর ভাই এর কথাটা নিখুত :

উচ্চ শিক্ষার সুবিধার্থে এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি শিক্ষা করাই যায়। কিন্তু তাই বলে সংস্কৃতি আর মন মানসিকতায় ইংরেজ হতে হবে কেন?

সেটাই......

সংস্কৃতি আর মন মানসিকতায় ইংরেজ হওয়া মানেই "বংগেত জন্মি হিংসে বংগ বাণী".....

৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৩

ওয়াহিদ০০১ বলেছেন: চমৎকার লিখেছেন। অসাধারণ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ ওয়াহিদ

৪৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

সাইফুল আকন্দ বলেছেন: হতাশ হলাম, শেষ পর্যন্ত কোন মাকাল ফল প্রসব হলনা দেখে। কয়েকটা লিঙ্ক, পেপারকাটিং যোগার করতে পারলেন না। আর প্রথম আলোকেই বা এবার ছাড় দিলেন দেখছি।
নাহ গত পোস্টের পর আরো ভাল কিছু আশা করছিলাম। হতাশই হলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১১

দাসত্ব বলেছেন: ফিউশন তাহলে কমিশনের ভাগ আপনাকেও দেয় ?
নাকি মতি মিয়া সরাসরি খাম পাঠায় আপনার কাছে ? ;)

যাইহোক..... অত কথায় কাজ নাই।
মতিমিয়া অ্যান্ড গং আমার নজরবন্দী থাকবে সবসময়......:)

যাইহোক, মতি মিয়া কিন্তু দাসত্বের ব্লগিং এর ২০ ভাগের ১ ভাগও না.....
সামনে আরো অনেক দরকারী বিষয় নিয়ে ব্যস্ত থাকবো.....
মাঝে মাঝে মতি মিয়া অ্যান্ড গং কেও একটু ঝাকুনী দিবো.....


৪৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৪৮

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: চরম লিখছেন , কোন পত্রিকায় দেন , এই লেখা না ছাপায়া পারবোনা।আর আমি মাগার ঘাউরা। আমি ভাতই খামু, রাইসের খ্যাতা পুড়ি।দেহি ক্যাডা কি কয় ? ++++++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২০

দাসত্ব বলেছেন: আপনার ঐ "রাইস" না বলে "ভাত" বলার ঘাউরামি টাই হচ্ছে মাতৃভাষা প্রেম।

৪৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:০৭

জাহাজী পোলা বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ জাহাজী পোলা ।
মালয়শিয়া থেকে ছাড়া পাইসেন ?
নাকি এখনো কানতেসেন জাহাজে বৈয়া বৈয়া ?




:-B :-B :-B :-B :-B


বাপ্রে!! কেম্নে কি?? :-* :-* :-* :-*


আপ্নেও জানেন দেহি আমার কাহিনী :-B :-B :-B








কুম্পানি ভালা না X(( X((


এখনো মালায়সিয়ায় :(( :(( :((



আমার সি টাইম এপ্রিলের ২৬ তারিখ শেষ। তারপরে এঙ্কর চেন দিয়াও বাইন্ধা রাক্তে পারবে না। X(( X(( X((






আশা করি মে মাসে আইয়া পরুম, থেঙ্কু ব্রাদার B-) B-) B-) B-)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৪

দাসত্ব বলেছেন: জানি জানি , ব্লগেতো চোখ থাকে। অনলাইন থাকি কম, অফলাইনে খবর ঠিকই জানা হয়....

জাহাজী ভাই , আমার কিন্তু প্রিয় সিনেমা টাইটানিক.... মাথার ভিতরে সাংঘাতিক চক্কর মারে এই সিনেমাটা.....
বাংলায় অবচেতনা , ইংরেজীতে "অবসেশন".....

আপনি সেইদিক থেকে খুব মৌজে আছেন বলেই মনে হয়।
আল্লাহ আপনাকে সবসময় নিরাপদ রাখুন উত্তাল সাগরে......
তারউপর বিয়াশাদীও করেন নাই ;);)

আর আপনারে আমি উপাধি দিলাম - সামুর সিন্দাবাদ..... : )

৪৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৫:৫৫

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: দুঃখিত! দেড়ীতে বর্ষপূর্তির অভিনন্দন দিলাম। আল্লাহ আপনাকে ভাল রাখুন এবং সাফল্য দিন। আমিন!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৫

দাসত্ব বলেছেন: কোন সমস্যা নাই জিন্দাবাদ ভাই।
আল্লাহ আপনাকেও ভালো রাখুন

৪৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৮:৫৬

লালু কসাই বলেছেন: আরেক আবাল আইছে...ভাষার মাসে তাদের পিছন দিয়া ভাষা বিষয়ক কোন পোষ্ট বাইর হইতে দেখলামনা...আইছে দাসত্বের ব্লগে পোন্দ দেখাইতে। লিঙ্ক দিয়া কি করব অয় জিগাইলেননা আকন্দরে? মেজাজটা বিলা হইয়া যায়রে...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৯

দাসত্ব বলেছেন: প্রথম আলোরে আমি খুব কড়া নজরবন্দী করে রাখসি----------- এটা মতি মিয়ার জন্য খুব অস্বস্তির কারন হয়ে গেসে.....
সেজন্যই মতি মিয়া তার ব্লগীয় লোকজনকে ঝাড়িঝুড়ি মারতেসে ভালো মত দাসত্বের পিছে ডিউটি করার জন্য।

লাভ নাই , মতি মিয়া ১ ইন্চ্ঞি নড়লেও সেটা আমি হুশিয়ার হয়ে খেয়াল করি কোন দিকে নড়তেসে......

৪৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০৩

সামিউর বলেছেন: সোজা প্রিয়তে। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ সামিউর

৪৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭

নষ্টছেলে বলেছেন: লেখাটার জন্য অনেক ধন্যবাদ।
প্রিয়তে নিলাম।
বন্ধু এক বছর পূর্তিতে তোমার জন্য অনেক অনেক শুভকামনা।



আমি একবার আকুতি জানিয়েছিলাম দ্য়া করে নিজের সংস্কৃতির উপর কাদা লেপ্টাবেন না

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩১

দাসত্ব বলেছেন: তোমার রোল নাম্বার টা কওতো দেখি .....
কোন ডিপ্টে ছিলা?
তোমারে চিইন্না নেই.....
লিংকে আইতেসি.....

৫০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০০

রেড বলেছেন: ফিফার অর্ন্তজ্বালার কারণটা খুবই সাদাসিধে। সামুতে তার প্রতিদ্বন্দ্বী গড়ে উঠছে। তার পূর্ব পূরুষের এক নায়কতন্ত্রের খায়েশ এখনো মিটে নাই। হিটাকাঙ্খি ফিফা গংরা প্রভূত্ব কায়েমের যে আজন্ম লালিত স্বপ্নে বিভোর,সেখানে ছাঁই ছিটিয়ে দিলে সেতো ফুঁসে উঠবেই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৬

দাসত্ব বলেছেন: "প্রতিদ্বন্দী" শব্দটাই হাস্যকর......
কেউ যদি প্রতিদ্বন্দী শব্দটা মাথার ভিতরে রেখে ব্লগিং করে তাহলে সে কোন ব্লগার ই না......
তার ভেতরে হীনমন্যতা কাজ করে.......
এই ব্লগে অনেক মেধাবী ভালো ব্লগার হিট- কমেন্টের দিক থেকে মূল্যায়ন পায়না.....
যেমন ইমন জুবায়ের .......
কেউ যদি ব্লগ বিনোদক হয়ে থাকে তাহলে তার বিপরীতে ইমন জুবায়ের খাঁটি ব্লগার.......
হিট কমেন্টের কাছে উনাকে মুখাপেক্ষী থাকতে হবেনা......

আসলে মতি মিয়া বোধহয় ব্লগে তার লোকজনের উপর খেপে আছে
তাদের ডিউটি ভালো শক্তপোক্ত হইতেসেনা বলে....

৫১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০১

জানা বলেছেন:

জন্মদিন, এখানে ব্লগিংএ বর্যপূর্তি এবং ভাষার মাসে দারুণ একটি লেখার জন্য অভিন্দন ও শুভ কামনা @ দাসত্ব।

ভাল থাকবেন সবসময়।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৯

দাসত্ব বলেছেন: আপনি এবং আরিলের অনাগত জীবন বর্তমানের মতোই সুন্দর হোক....
অনেক "কিউট" কিন্নরীর জন্য রইলো অনেক স্নেহ....
আপনারা সবাই ভালো থাকবেন সব সময়

৫২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০১

রেড বলেছেন: ও হ্যাঁ, আপনার লেখায় সাধুবাদ!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ রেড

৫৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭

জানা বলেছেন:


বর্যপূর্তি > বর্ষপূর্তি :(

৫৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৭

মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: ভালই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪০

দাসত্ব বলেছেন: আচ্ছা

৫৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: নাড়া দেয় চেতনায়

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪২

দাসত্ব বলেছেন: তাহলেই স্বার্থক হলাম ব্লগ লিখে.....

৫৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৫

কামাল_কক্সবাজার বলেছেন: সবগুলো লেখার মধ্য এটাই সেরা লেখা ২১ নিয়ে। এটাকে স্টিকি করা হোক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ কামাল....

৫৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭

আসিফ মুভি পাগলা বলেছেন: লেখাটা খুব ''টাচি''(হৃদয়স্পর্শী) হয়েছে । ''প্লাস'' (ধনাত্মক) দিলাম আর ''ফেসবুকে''(খোমাবইয়ে) ''শেয়ার''(ভাগাভাগি) করলাম ;)

মোটামুটি একমত । কেবলই মাতৃভাষা চর্চার নামে ইংরেজী শিক্ষার গুরুত্বকে অবহেলা করা সমীচীন নয় আবার ডিজ্যুস জেনারেশনের এই বাংলিশ তো আরও আরও বিপদজনক ।

দারুন ''পোস্ট''(এইটার বাংলা কি করা যায় !) এর জন্য ধন্যবাদ ও শুভকামনা রইল ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০

দাসত্ব বলেছেন: ধীবর ভাইয়ের কথাটা আবার বলতে হলো :

উচ্চ শিক্ষার সুবিধার্থে এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি শিক্ষা করাই যায়। কিন্তু তাই বলে সংস্কৃতি আর মন মানসিকতায় ইংরেজ হতে হবে কেন?

সংস্কৃতি আর মন মানসিকতায় ইংরেজ হওয়া মানেই "বংগেত জন্মি হিংসে বংগ বাণী".....

ডিজ্যুস জেনারেশন যেটা করতেসে এটা সোজা কথায় নিজের শেকড় টাকে অস্বীকার করা....
এরা যে ধরনের মানসিকতা নিয়ে বড় হইতেসে সেভাবে চললে এরা হবে আগামী দিনের রাজাকার......
ভুলে যাবেন না মুক্তিযুদ্ধের রাজাকাররাও শেকড় অস্বীকার করসিলো.... ওরা আরবী হরফে বাংলা লিখতে চাইসিলো.....
উর্দু ছিলো ওদের প্রিয় ভাষা.....

ধন্যবাদ

৫৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯

মরু পেঁচা বলেছেন: অনেকেই বলে - পাকিস্তানীদের মোটা বুদ্ধিতে কুলোয় নি , তাই ওরা ডান্ডার বাড়ি দিয়ে আমাদেরকে উর্দু গেলাতে চেয়েছিলো।
ভারতীয়দের চিকন বুদ্ধি নাকি সুইয়ের চেয়েও সরু........
তাই ওরা হিন্দি সিনেমা আর সিরিয়ালের মিষ্টির ভেতরে হিন্দির ক্যাপসুল গিলিয়ে দিচ্ছে আমাদেরকে...... ..................
এটা তো আমাদের পোড়া কপাল.........কিঞ্চিত ফাঁটাও বটে...।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫০

দাসত্ব বলেছেন: ফাঁটতে ফাঁটতে দুই ভাগ হয়ে যাইতেসে......

৫৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৮

দুখী মানব বলেছেন: অনেক অভিনন্দন দাসত্ব ভাই। :#)

পোস্ট নিয়ে কিছুই বলার নাই।এসব দেখলে নিজেকে বড়ই অসহায় মনে হয় /:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৩

দাসত্ব বলেছেন: সবচেয়ে বড় অসহায়ত্ব টা হইলো ব্লগের বাইরে এগুলো নিয়ে কথা বলতে চাইলে লোকজন আপনার দিকে বিরক্তি নিয়ে তাকাবে.....

অভিনন্দনের জন্য ধন্যবাদ দুখীমানব ভাই

৬০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৯

রাজামশাই বলেছেন: সেই কালেও ছিলো - এই কালেও আছে

অমর জিনিসে কর্কট রোগ কিছু করতে পারে না।



১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৫

দাসত্ব বলেছেন: অমর জিনিস যদি যাদুঘরের কাঁচের ভেতরে অমর থাকে তাহলে লাভ নাই।
আমাদের গলার আওয়াজে - কলমের কালিতে অমর থাকতে হবে.....
সেই জায়গাটা বিপদমুক্ত না.....

৬১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:৩৭

বিইওরসেল্‌ফ বলেছেন: আমার মনের কথা বলে দিয়েছেন ভাই :D আমি এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারি না বলে লিখি নাই। আপনাকে অনেক ধন্যবাদ লিখাটার জন্য।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৬

দাসত্ব বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ার জন্য

৬২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৬

নাহিয়ান বিন হোসেন বলেছেন: জ্বী ভাইয়া, আমি ০৮ ব্যাচ :-B :-B

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫৮

দাসত্ব বলেছেন: [email protected]

৬৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১১

এডিস ইফাজ বলেছেন: পোস্টটা ভালো লেগেছে। :)
আর ব্লগীয় ভাঁড়দের নর্তনকুর্দনে বিরক্ত হয়েছি। >:( >:(

আপনার সবগুলো কথায় খুবই যুক্তি যুক্ত।
সামুতে লেখা শুরুর আগে আমি নিজেও অনেক ইংরেজী ঘেষা থাকতে পছন্দ করতাম। বাংলা লেখার সুযোগ ছিলনা তেমন। তাই, আসলে ইংরেজীতেই কাজ চালিয়ে যেতে হতো।
আমি নিজেও একজন ফার্স্টক্লাস বাংলিশিয়ান। তার পেছনে, আমার মনে হয় ইংরেজী অক্ষরে বাংলা লেখার চলটা সবচেয়ে বেশী দায়ী।
তারপরও সাধুবাদ লেখককে।এবং আমিও এ অভ্যাস বাদ দেবার 'ট্রাই করবো' আশা করি। :P

কিন্তু........

১. আমার ধারনা, বিদেশী ভাষা শেখার প্রতি নিরুৎসাহিত করাটা ঠিক হবেনা। আমাদের দেশের মানুষরা এমনিতেও ইংরেজী কাঁচা হবার কারণে, মেধাবী অনেক ছাত্রছাত্রী হারায়। (আমার এক মামা, এসএসসি তে সাইন্সের সব বিষয়ে সত্তুরোর্ধ পেয়েও ইংরেজীতে অকৃতকার্য হন।)

পরিবারে ছোট্টবেলা থেকে ইংরেজী বলার অভ্যাস থাকলে বাচ্চাদের মনে ইংরেজীর প্রতি যে ভয় আছে তা অনেকটা কমে যায়। এ বিশ্বাসেই তো আজকালকার বাচ্চাদের 'প্যারেন্টসরা' ইংরেজী শেখানোর চেষ্টা চালিয়ে যান। এই উদ্দেশ্যটাকে আপনি কি করে খারাপ বলতে পারেন?

২. বিদেশী সংস্কৃতির ব্যপারটাও এদিকটা বিবেচনায় আনতে চাই। আমার এক ছাত্র খুব গান টান শুনে। আমি তাকে 'মেটালিকা'র গান শুনতে বলেছি, যাতে তার ইংরেজীটা আরো ভালো হয়। (আমি নিজেও ইংরেজী গানগুলো শোনা শুরু করার পর ইংরেজীতে অনেক চালু হয়েছি বলে বিশ্বাস করি।)
এই বিশাল প্রয়োজনটাকে আপনি কোন যুক্তিতে ঋণাত্বক-দৃষ্টিতে দেখেন?

***************************************************************
লেখা ভালো লেগেছে। এটাই মূল কথা । :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:০৮

দাসত্ব বলেছেন: ১. আমি নিজেই জিআরই ভোকাবুলারী খুব শক্তপোক্ত ভাবে শিখেছিলাম। যারা বাংলিশ বলে ফুটানী দেখায় এদেরকে আমি চেপে ধরলে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারবো।
কিন্তু আমার ভেতরে বাংলিশ কাজ করেনা।

একটা কথা পরিস্কার করা দরকার :
প্রয়োজনীয় ইংরেজী আর বাংলিশ দুটো একই বিষয় না......
বাংলিশ হচ্ছে ঐ বিষয়গুলো যেগুলো আমাদের আত্নপরিচয় , আমাদের মায়ের ভাষা বাংলা এগুলোকে আঘাত করে.....

যেমন আনারস না বলে পাইনঅ্যাপল বলা , ভাত না বলে রাইস বলা....

আপনি অবশ্যই ইংরেজীতে জোর দেবেন..... কিন্তু যখনই টের পাবেন যে আপনি এমন ধরনের " ইংলিশ " শিখছেন যেটাতে আপনার বাংলাকে ক্ষ্যাত - "আনসোস্যাল" ভাষা মনে হচ্ছে তখনই নিশ্চিত থাকুন আপনি আসলে ইংরেজী শিখছেননা , বাংলিশ শিখছেন।

২. শুধু ছোট করেই বলি ..... আপনি এমনো ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেকে চিনি যারা টোফেলে পাশ করতে পারেনি....
আর কিছু বলার নাই......
যাকে দিয়ে হবে সে কুলি মজুরের ছেলে হলেও আল্লাহ তাকে উঠাবেন.....
চুরুলিয়ার দুখুমিয়া কোন অক্সফোর্ডে-ক্যামব্রিজে পড়সিলেন ?

৬৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২০

tsabtahi বলেছেন: ভাল পাইলাম




ছবিটি আরিফুর রহমান এর তোলা, ছবির সাথে উনার নাম সংযুক্ত করার অনুরোধ রইল।

উনার তোলা আর ছবি দেখতে পারেন এখানে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১১

দাসত্ব বলেছেন: আসলে নেট থেকে ছবি সংগ্রহ করিতো.....
ছবিসত্ত্বের বা কপিরাইটের ব্যাপারটা এত মাথায় কাজ করেনা।
ছবির সাথে উনার নাম সংযুক্ত করা হবে। উনার লিংক দেয়ার জন্য ধন্যবাদ

৬৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৪

tsabtahi বলেছেন:

৬৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩৭

কামাল_কক্সবাজার বলেছেন: এক গালিবাজ আবাল নাস্তিকের লেখা স্টিকি হয়ছে..মডুরা এমন ভাল লেখা দেখেনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:১৪

দাসত্ব বলেছেন: থাক ভাই , সমস্যা নাই।
ব্লগার নাস্তিক হলেও ঐ পোস্টের বিষয়বস্তু ভালো।
আর নাস্তিক হলেও খেপে যাবেন না যদি না ধর্ম কে অপমান করে উদ্দেশ্যমূলক কিছু না বলে.....

৬৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:০৫

নষ্টছেলে বলেছেন: হা হা হা

তোমার পরিচয় বের করা যতোটা টাফ আমর পরিচয় বের করা ঠিক ততোটা সোজা।

কিন্তু দেখো আমি ঠিক বের করে নিসি :) :)
তুমি ট্রাই দিতে থাকো ইনশাল্লাহ পারবা :)

পরিচয় রিলেটেড কথাবার্তা ফেসবুক ইনবক্সে হলে ভালো হয় /:) /:)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:১৩

দাসত্ব বলেছেন: আইচ্ছা , ফেবুতেই কথা হৈবো...
আমার পরিচয় বাইর করাটাই মনে হয় খুব সহজ.....

৬৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৪

অগ্নিশিখা বলেছেন: বর্ষপূর্তেতে শুভেচ্ছা .... পোষ্টটা প্রিয়তে নিলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩০

দাসত্ব বলেছেন: ধন্যবাদ অগ্নিশিখা , প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা

৬৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:১২

চন্দ্রগ্রহণ বলেছেন: শুভাকাংখী হিসেবে বর্ষপুর্তির শুভেচ্ছা।


বিষয়টা সত্যি ভাববার। নাক সিঁটকানো আর বেহুদা আভিজাত্যের ব্যপারটা তো বলেছেনই, আমি আরও একটা সমস্যা দেখি। সেটা হলো পৃষ্ঠপোষকতার। সেজন্যই তো ফুয়াদের পেছনে প্রযোজকদের লাইন লেগে থাকে, সে নাকি সবাইকে গান দেয়ার সময়ই পায়না.....
আর সেলিব্রেটি হবার আশায় অবুঝ বাংগালীও এসব ভাষাপ্রেমের ধার ধারেনা, তাদের যে কোন প্রকারে হিট হওয়া চাই। অথচ গান নাটক মুভিই কিন্তু ভাষার বেঁচে থাকার, উৎকর্ষতার, সার্বজনীনতার মাধ্যম।
অল্প কথায় বললাম, জানিনা বোঝাতে পারলাম কিনা।

ভাল থাকেন, লিখতে থাকেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩১

দাসত্ব বলেছেন: অথচ গান নাটক মুভিই কিন্তু ভাষার বেঁচে থাকার, উৎকর্ষতার, সার্বজনীনতার মাধ্যম।

এই একটা কথা নিয়ে অনেক বড় কিছু লিখে ফেলতে পারেন। হয়তো সামুও স্টিকি করবে....
কথাটা ভালোভাবে ভেবে দেখার সময় হয়ে গেসে

৭০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৫০

জাহাজী পোলা বলেছেন: লেখক বলেছেন:

জাহাজী ভাই , আমার কিন্তু প্রিয় সিনেমা টাইটানিক.... মাথার ভিতরে সাংঘাতিক চক্কর মারে এই সিনেমাটা.....
বাংলায় অবচেতনা , ইংরেজীতে "অবসেশন".....


নেন আপ্নের জন্মদিনের গিফট- :D





লেখক বলেছেন: আর আপনারে আমি উপাধি দিলাম - সামুর সিন্দাবাদ..... : )
:-B :-B :-B


আপ্নের উপাধি সম্মানের শহিত নেওয়া হইল-
ধন্যবাদ আপনাকে।





(ক্ষমা প্রাথনা-অফ টপিক আলাপের জন্য দুঃখিত)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩২

দাসত্ব বলেছেন: জন্মদিনের উপহারের জন্য খুশী হৈলাম.....:)

৭১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০

দাসত্ব বলেছেন: দৃষ্টি আকর্ষন :


"সাংবাদিকতার জিলাপীর প্যাচে লুকিয়ে রাখা সমাজের রোগ , হেনার মৃত্যু আর কাঠগড়ায় আসামী যারা ....."পোস্টটি কোন কারন ছাড়াই মডারেশন কতৃপক্ষ ড্রাফটে নিয়ে গেসে......

এখন দেশে ক্রিকেট বিশ্বকাপ ২০১১ চলছে.....
সে কারনে কতৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিলাম বিতর্কিত - সংবেদনশীল একটি বিষয়ে আলোচনা - বন্ধ রাখার জন্য...........
যথাসময়ে পোস্ট টি ফিরিয়ে আনবো ব্লগে , যাদের মন্তব্যের জবাব দেয়া বাকী ছিলো তারা তাদের জবাব পাবেন।

৭২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:৫২

বোরহান উদদীন বলেছেন: ভাল লাগলো আপনার মাঝে সত্যিকারের দেশ প্রেম আছে ভাই। তাই এই লিখাটা লিখতে পারছেন..

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৮

দাসত্ব বলেছেন: সামান্য আছে দেশপ্রেম ...... অতটুকু দিয়েই লিখসি

৭৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২১

মেঘলা মানুষ বলেছেন: ভাল ইংরেজি জানতে হলে বাংলার দক্ষতাটা বিসর্জন দেবার কোন দরকার নেই।

আমি অনেককে দেখেছি যাঁদের ইংরেজি উচ্চারণ সাহেবদের মত, বাংলাটাও নিখুঁত -উভয় ভাষতেই তাদের শব্দচয়ন অসাধারণ। (ঈর্ষনীয় একটি গুণ)

বাংলাকে ভালোবাসবো, ইংরেজিও শিখব প্রয়োজন মেটাতে।

শুভেচ্ছা :)

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৮

দাসত্ব বলেছেন: সহমত

৭৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:২২

মেঘলা মানুষ বলেছেন: বানান ভুল: -উভয় ভাষতেই= -উভয় ভাষাতেই :!>

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৬

দাসত্ব বলেছেন: হুমম ববুঝতে পেরেছি

৭৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫২

স্বপ্নরাজ বলেছেন: একটা মেইল করেছি.....

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৫

দাসত্ব বলেছেন: মেইলের রিপ্লাইয়ের পর কতদুর এগুলো ?

৭৬| ০৮ ই মার্চ, ২০১১ রাত ১:৪৯

কঠিনলজিক বলেছেন: আমাদের সৌভাগ্য যে আপনি আমাদেরকে একবছর ধরে সময় দিচ্ছেন।
অভিনন্দন বর্ষপুর্তির ।
শুভেচ্ছা আপনার এমন সফলতা এবং গ্রহনযোগ্যতার যা "রেসিডেন্ট ভাড় দের লেজে আগুন লাগিয়ে দিয়েছে" ।
আন্তরিক ধন্যবাদ আবারো বাস্তবমুখী অসাধারন পোস্ট উপহার দেবার জন্য। শুভকামনা রইলো।

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৫

দাসত্ব বলেছেন: ধন্যবাদ কঠিন লজিক......
আপনার জন্যও শুভ কামনা রইলো

৭৭| ০৮ ই মার্চ, ২০১১ রাত ২:২০

নষ্ট কবি বলেছেন: সোজা প্রিয়তে

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ নষ্ট কবি

৭৮| ০৮ ই মার্চ, ২০১১ রাত ২:৩৭

সীমানা পেরিয়ে বলেছেন: +++ সহ প্রিয়তে আর ফেসবুকে শেয়ারড..................

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৪

দাসত্ব বলেছেন: শেয়ার করার জন্য কৃতজ্ঞতা

৭৯| ০৮ ই মার্চ, ২০১১ রাত ২:৫৩

তাজিন আহম্মেদ আদনান বলেছেন: লেখাটা খুব "টাচি" ;)

ঐ হিন্দি লাইনগুলোতে জীবনের অনেক সুন্দর ফিলোসোফি থাকে , এগুলা তুমি বুঝবানা"


ধন্যবাদ।প্রিয়তে গেল।

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৩

দাসত্ব বলেছেন: ধন্যবাদ আদনান

৮০| ০৮ ই মার্চ, ২০১১ রাত ৩:০৮

লালু কসাই বলেছেন: কবে ড্রাফটে নিল? দেকেন দিকি দাদা...কি সব যে চলতেছে...আইজকা আবার রিপোষ্ট দিল কঠিনলজিক।তাই আবারো ঘুরে গেলাম। তয় আপনার ঐ পোষ্ট অনেকের কইলজায় দাগা দিছে তাতে সন্দেহ নাইক্কা। আইজকা মাথা গরম কইরা ফেলেছে ঐ পোষ্টে বাকবিতন্ডাকারী...আমার উলটা পালটা পোষ্টেও পয়গমবর কে লইয়া আইছিল...ক্যামনে কি???

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১৩

দাসত্ব বলেছেন: হঠাৎ করেই নিসে....... কোন ব্যাপার না.......

৮১| ০৮ ই মার্চ, ২০১১ সকাল ৯:২৩

অকপট পোলা বলেছেন: ভাই মনের কথাগুলা কেমন সুন্দর ভাবে অকপটে লিখা ফালাইলেন। আজকে স্মার্টনেসের ডিফিনিশনই হচ্ছে বাংলিশ! মনে মনে বলি যে, আরে গাধার দল যেখানে বাংলা বলা দরকার বাংলা বল আর যেখানে ইংরেজী দরকার সেখানে দেখা তর মুন্সীয়ানা! কিন্তু এই কাজটা হয়ত ওদের মতো সাধারন! মানুষের আয়ত্বের বাইরে!

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ অকপট পোলা

৮২| ০৮ ই মার্চ, ২০১১ বিকাল ৪:২৮

সংগ্রামী অলস বলেছেন: +++++++

"সাংবাদিকতার জিলাপীর প্যাচে লুকিয়ে রাখা সমাজের রোগ , হেনার মৃত্যু আর কাঠগড়ায় আসামী যারা ....."

আমার পড়া হয়নি, অপেক্ষায় রইলাম।

১১ ই মার্চ, ২০১১ রাত ১২:১২

দাসত্ব বলেছেন: ধন্যবাদ অলস , পোস্টটা বিশ্বকাপ শেষ হলে ড্রাফট থেকে নিয়ে আসবো। তবে কমেন্ট বোধহয় ব্লক রাখতে হবে

৮৩| ১৪ ই মার্চ, ২০১১ রাত ১:০১

রমিত বলেছেন: আপনার পোস্টটি খুব ভালো হয়েছে। যদিও আমি আপনার সব কথার সাথে একমত নই। তবে আপনার লেখার মূল সুর আমি ধরতে পেরেছি, এবং তার সাথে সহমত। এই চাবুকের প্রয়োজন ছিল। আপনার মতো আমিও বিদেশে লেখাপড়া করেছি। একেবারেই বিদেশী ভাষায়। মাতৃভাষায় লেখাপড়ার গুরুত্ব যে কতটুকু তা আমি বুঝি। বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের কষ্ট লাঘব করার জন্য বাংলা সহ তিন ভাষায় একটি অভিধানও রচনা করেছি।// ইংলিশ আর বাংলা যেই মিডিয়ামই বলুন না কেন বাংলাদেশের স্কুলগুলোর লেখাপড়ার মান এখন খুবই খারাপ। সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর অবস্হাও করুণ। ক্লাসই তো ঠিকমত হয়না। মারামারি তো লেগেই আছে। সেই তুলনায় প্রথম সারির বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো চলছে। ক্লাস পরীক্ষা সবই রেগুলার হয়। গোলমাল তো নেইই।// বিদেশী ভাষা থেকে শব্দের অনুপ্রবেশ ঠেকাতে পারবেন না। বিশেষত: সেটা যদি প্রাকৃতিক ভাবে হয়। বাংলা ভাষায় কয়েক হাজার ফারসী শব্দ আছে। এছাড়া আরবী, তুর্কী, পর্তুগীজ ইত্যাদি ভাষা থেকেও অনেক শব্দ বাংলায় স্হায়ী আসন করে নিয়েছে। এতে বাংলা ভাষার মানহানী হয়নি বরং বাংলা ভাষা হয়েছে সমৃদ্ধ।//বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলা ভাষায় লেখাপড়া দুরুহ, কারণ বাংলা ভাষায় ঐ পর্যায়ের বই নেইই প্রায়। এ বিষয়ে সরকারী কোন উদ্যোগও নেই। ফলে ছাত্র-ছাত্রীরা গভীর জ্ঞান থেকে বন্চিত হচ্ছে। যা কিছু জানছে সবই ভাসা-ভাসা। দেশটাও তাই এখন ভাসা-ভাসা।

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১০:০১

দাসত্ব বলেছেন: অসংখ্য ধন্যবাদ রমিত আপনার মন্ত্যবের জন্য......অনেক পরে রিপ্লাই দিতে হচ্ছে বলে দুঃখিত........
অনেক দিন ব্লগে ছিলাম না.......
আপনার মন্তব্যের অনেক কিসুর সাথে সহমত......

৮৪| ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ১২:১২

বৃষ্টিধারা বলেছেন: লেখাটা অসাধারন লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৪

দাসত্ব বলেছেন: ধন্যবাদ

৮৫| ১৭ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪৭

লুরমাক বলেছেন: সত্য উচ্চারনের জন্য সালাম.... যা লিখতে চেয়েছিলাম একসময় আপনি তা করে দিলেন।
আমরা শুধুই "ভন্ড"। ২১ ২১ করে গলা ফাটাই। ডিসেম্বর নিয়ে কথায় কথায় শহিদ হয়ে যাই। আর কুলাংঙ্গারের মত বলি ---
----------------------------------------------------------------
"অন্ধকারে অবমানুষ বলেছেন: ১। কাক কখনো ময়ুর হয়না, বুইঝা লিয়েন।


২। উপরের ছবিতে কি আপনার বৌ? উনারও কি হেনার মতো রোগ আছে?

৩। বুড়া হইছেন, বয়স হইছে, আল্লা খুদার নাম নেন। আমাদের জেনারেশনের লগে লাগতে আইসেন না, াগা বন্ধ হইয়ে যাইবো। যতসব ব্যাকডেটেড ফাউল বুইড়া।
-----------------------------------------------------------------
এই সমস্ত মানুষের জন্য কবি বলেছিলেন "যেই জন বংগে জনমি হিংসে বঙ্গবানী, সেই জন কাহার জন্ম নির্নয় ন জানি"
(অবশ্য এরা "বংগে জন্মিছে" কিনা কে যানে)। হয়তো "ওপারের" কেউ হবে। তারাতো আমাদের সম্মান দেখাতে জানেনা।
** কম্যুনিকেশনের জন্য অন্য ভাষা শিখা যেতে পারে। কিন্তু তাই বলে দাসত্ব করা, মায়ের ভাষাকে বিকৃত করা, পাত্তা না দেওয়া হলো "জন্ম হীনতার" মত।
বাংলা আজ শুধু আমাদের ভাষা নয়। পুরা বিশ্বের "মায়ের" ভাষা। এটা অন্য কোনা জাতি বলতে পারবে, তাদের ভাষা নিয়ে?

আমার যদি টাইম মেশিন থাকতো.... তাহলে "অবমানুষ" গুলারে নিয়া ১৯৫২ আর ১৯৭১ এ যেতাম। ওদের ছাইড়া দিয়া দেখতাম কি করে। অবশ্য আমি জানি তারা সোজা "রাজাকার, আল বদরে" না লেখাইতো। কারেন বাংলা, বাংগালির প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নাই। তাদের "সাইকোলজি" এটাই বলে।

দাসত্ব....... আপনি লেখা চালিয়ে যান। অমানুষরা যাই বলুক তাতে কি আসে যায়? কি-বোর্ডের সামনেই ওরা বীর সাজে। মুখোমুখি হতে পারেনা। ভীতু কাপুরুষ। যদি সামনে আসতো "জুতিয়ে" .............. ভুলাইয়া দিতাম।
ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৫

দাসত্ব বলেছেন: ধন্যবাদ লুরমাক

৮৬| ১৭ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫৮

লুরমাক বলেছেন: দাসত্ব ভাই..... একটা ব্যপার বুঝাইয়া দিবেন??,.... অন্ধকার ব্যাটা.. বাংলার বিরুদ্ধে কথা বলেও মডারেটরদের ব্যন খাইলোনা ক্যান??? অথচ নীতিমালায়তো আছে দেশের বিরুদ্ধে কিছু বললে ধরা খাইবো।
আমি মডারেশনের কিছুই বুঝিনা। মডারেশনটা কি কম্পিউটার করে, না মানুষ থাকে পেছনে কে জানে।

"বাজে মন্তব্য/বেআইনি মন্তব্য (ব্যান করার মত) করলে তা আপত্তি জানানোর বাটন রাখা উচিত"।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৬

দাসত্ব বলেছেন: রাখা উচিত

৮৭| ২৪ শে মার্চ, ২০১১ রাত ২:১৩

দু-পেয়ে গাধ বলেছেন: আপ্নারে হাজার সেলাম বস।
আমার নিজের মজার কথা শুনেন। একবার এক পুলাপান কয় আমার ইঞ্জিরি উচ্চারন নাকি শুদ্ধ হয় না।

বললাম, তা দাদা আপনি আম্রিকান ইংলিশ, ফ্রেঞ্চ ইংলিশ, ইত্যাদির নাম শুনেছেন তো? তারা যদি নিজেদের মতন ইংলিশ বলতে পারে তবে আমাকে কেন অক্সফোর্ড এর মতন উশ্চারনে বলতে হবে? কয়টা বিদেশি পারে ইন্ডিয়ানদের মতন হিন্দি বলতে কিম্বা আপনার-আমার মতন বাংলা বলতে? তারা তো কোনোকালেই তেমন চেষ্টা করেনা। আপনি তো বাঙ্গালী, তা রবীন্দ্রনাথের মতন বাংলা উচ্চারণ করতে না পেরে কি আপনার খারাপ লাগে? নাকি নিজের বাংলাকে অশুদ্ধ ভাবেন? তবে কেবল ইঞ্জিরির বেলায় বৃটিশের মতন হতে হবে কেন?

দাদ্দা তখন অফ গেলেন।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৬

দাসত্ব বলেছেন: হুম , ধন্যবাদ দু পেয়ে গাধ

৮৮| ২৪ শে মার্চ, ২০১১ রাত ২:২৯

দু-পেয়ে গাধ বলেছেন: অফ টপিকঃ
আপ্নারে ত আমি পাকাচুলো বুড়া ভাবতাম। :P

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৭

দাসত্ব বলেছেন: :)

৮৯| ২৯ শে মার্চ, ২০১১ রাত ২:৪৩

সত্য সন্ধানী আমি বলেছেন: ৪ আর ৯ এর উওরে যে চড় দিয়েছেন এই চড় খেয়েও যদি ওরা নিমক হারাম থেকে সত্যিকারের দেশপ্রেমিক না হয় তাহলে এরা মৃত্যর আগ পর্যন্ত নিমকহারামই থাকবে।


০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৮

দাসত্ব বলেছেন: ঐসব ইতরের কথা বাদ দেন

৯০| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ২:১১

শামীম শরীফ সুষম বলেছেন: প্রিয়তে নিলাম .....

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৯

দাসত্ব বলেছেন: ধন্যবাদ সুষম

৯১| ১৪ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১৩

জামিনদার বলেছেন: কি ধরনের শব্দ ব্যবহার করলে পোস্টের যথার্থ মূল্যায়ন করা হবে সেটা জানা নাই তাই এক ধরনের অকৃজ্ঞতাবোধ রেখেই চলে গেলাম।

হেনা বিষয়ক পোস্টটা চোখে পড়ে নাই। নিশ্চয় অনেক কিছু হয়ে গেছে।

লিংক চাই।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪০

দাসত্ব বলেছেন: ব্লগ টা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ......
হেনা বিষয়কক পোস্টটা ফিরিয়ে আনবো , তবে একটু ভালোভাবে ফ্রী হয়ে নেই

৯২| ২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১:৫৪

ঠোল্লা বলেছেন: প্রিয়তে

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪০

দাসত্ব বলেছেন: ধন্যবাদ ঠোল্লা

৯৩| ৩০ শে জুন, ২০১১ দুপুর ১:০২

প্রমিথিউস22 বলেছেন: অসাধারণ লেখা, ধন্যবাদ। যদিও অনেক দেরিতে পড়লাম।
আসলে চারপাশে এত সব দেশবিরোধী, বাংলাভাষা বিরোধী কার্যক্রম চলছে যে, এসবের মধ্যে নিজের মেরুদন্ড সোজা রাখা কঠিন হয়ে যাচ্ছে আমাদের ফেসবুক প্রজন্মের জন্য। তবে আমি আশাবাদী, আমরা যদি ওদের সামনে বিষয়টি ভালভাবে হাজির করতে পারি তবে অবশ্যই ওরা বুঝতে পারবে। আর বাংলাদেশীদের একটা ব্যাপার আমি খেয়াল করেছি, কোন না কোনভাবে শেষ পর্যন্ত আমরা ঠিকই শেকড়ে ফিরে আসি। এই হিন্দি ওয়ালী, বাংলিশরা আমাদের সংষ্কৃতির কোন ক্ষতি করতে পারবে না।
তবে আমাদেরও অনেক সীমাবদ্ধতা ও অবহেলা আছে। শিক্ষার মান দূর্বল, সুস্থ বিনোদনের ব্যবস্থা নাই, নৈতিকতা একটা বিশাল সমস্যা। এসব কিছুই অন্য ভাষা ও সংষ্কৃতির প্রতি অনেককে আকৃষ্ট করছে।
আপনি অনেক ভাল লিখছেন। লিখবেন। নিরন্তর শুভকামনা।

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪১

দাসত্ব বলেছেন: আপনার প্রতিও শুভকামনা প্রমিথিউস

৯৪| ২৮ শে জুলাই, ২০১১ রাত ২:১০

সুপান্থ সুরাহী বলেছেন:
অন্ধকারে নষ্ট আলো

বিবর্ণ আহলাদে অযথাই ন্যাকামো
নষ্ট সময় শুধু জয়-পরাজয়
... ... ... ... অস্থির কামনায়-
মাতাল প্রতিযোগীতা, অবয়বে বিজ্ঞাপনের তেলেসমাত
সচল পণ্যে অচল বাজার রং-মালিশে মাল্টি-পর্দাই হাট;

আগামীর খোঁজে রোবটিক জীবন
দূরে যাক স্বজন যতজন আপন স্বার্থের রিলেশন;
... ... ... ... ... ... মাঠ মনিটর নিত্য প্রহর-
... ... ... গান-কবিতা
... ... ... ... ...বইয়ের পাতা
... ... ... ... ... ... ... নোটের খাতা
... ... ... ... ... ... ... ... ... গুরুর বানী
ব্যবসা জালে পণ্য এখন; কর্পোরেটে মেধার বাজার-
কতটা শেষ হলে তোমাদের রাজত্ব পূর্ণতা পাবে?

আমদানী ভাবনায় কতটা জাগ্রত হবে
সব ভুলে নিজের স্বপ্নে বিভোর আজ-
... ... ... ... ... ... ... আগামী চেতনার উৎসব ?
তোমাদের ক্ষমতা এখন সব চেয়ে দামী বাকী সব নেই
প্রশ্নগুলো শুনবেনা জানি, তব্ওু করি দেশটা আমার তাই
দিন আসবে উত্তর চাইবে বঞ্চিত-লাঞ্চিত-অসহায় মন।
সেদিন দুয়ার ভেঙ্গে যাবে পর্দাটাও থাকবেনা ঝুলে একা...

আমাদের নিয়ে খেল
দিয়েছি অধিকার সেই অপরাধে
আমাদের দাও নষ্ট সব
চেয়েছি কেন তোমাদের কাছে
আগামীটা নষ্ট করে দাও
তোমাদের পথের প্রয়োজনে
সাহসটা দিওনা বাড়ুক
বিপ্লবে তোমাদের কবর-ভয়


কলমটা কেড়ে নাও
তোমাদের অস্ত্রটা সেকেলে...

শিশুটা গিলছে খাবার চোখে কার্টুন ছবি, মায়ের সিরিয়াল যাচ্ছে
রিমোট নিয়ে টানাটানি। ভাই-বোন দুই রুমে মোবাইলে ইতরামী।

বড্ড সেকেলে এখনো আমি; আমার জীবন্ত সৎকার চাই...


আপ্নার এই পোস্টটি ফেসবুকের একটি লিংক থেকে পড়ে এই কবিতাটি লিখেছিলাম...


অ.ট.
ডটগুলো লাইন বিন্যাসের জন্য দেয়া...

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৩

দাসত্ব বলেছেন: আপনার কবিতাটার ধরন অন্যরকম মনে হলো.......
ভালো লাগসে......
ধন্যবাদ সুপান্থ সুরাহী........

৯৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪৯

হাম্বা বলেছেন: " ইটস মাই লাইফ " "ক্রেইজী" এই সব বাংরেজ প্রজন্মের কাছে ফেরিওয়ালার হাঁকডাকের মতই নগন্য হয়ে গেছে আব্দুল জব্বারের দরাজ গলা " তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়

০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪৪

দাসত্ব বলেছেন: সেটাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.