![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সাধারন একজন মানুষ
আমার কথার মাঝে শুধু শাসনটাই দেখেছ, শাসনের আড়ালে লুকিয়ে থাকা প্রেমটুকু দেখনি, আমার কান্নার মাঝে শুধু চোখের জলটাই দেখেছ,বাধ ভাঙ্গা আবেগ দেখনি।আমার হাসির মাঝে শুধু সুখটাই দেখেছ,আড়ালে থাকা কষ্টোটা দেখনি।আমার আবেগের মাঝে শুধু অভিমান টাই দেখেছ,হৃদয় ছোঁয়া ভালোবাসা দেখনি। বুঝতে পারনি কোন দিন আর বুঝতে চাইলাওনা চলে গেলে আমায় একা করে। ভুলে গেলে সেই সব কথা যেগুলো বলেছিলে আমায় । ভালবাসার সেই মুহুর্তগুলো তুমি ভুলে গেলেও আজও আমি তা ভুলতে পারিনি তা আজও আমায় তাড়িয়ে বেড়ায়। নিজের স্বার্থের টানে আমার জীবন প্রদীপ নিভিয়ে দিতেও তোমার এতটুকু বাধলনা। তুমি এতটা স্বার্থপর হতে পার এটা আমি আজও মানতে পারি না। কিন্তু এটাই হয়তো সত্যি। দোয়া করি সুখি হও । একদিন বুঝতে পারবে ঠিকই কিন্তু তখন আর কোন রাস্তা তুমি খুজে পাবে না। অনেক চেষ্টা করেছি তোমাকে নিজের করে নিতে কিন্তু আমি ব্যার্থ। আসলে তুমি তো কোনদিনই আমার ছিলে না আমি শুধুই মিথ্যার পিছনে ছুটেছি। তোমার আমার শুরুটাই ছিল একটা মিথ্যার উপর তাই আমার জীবনে তুমি যতদিন ছিলে পুরোটাই ছিল মিথ্যা। শুধুই অভিনয়..................................
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
প্রামানিক বলেছেন: অল্প কথায় দুঃখ কথা দারুণ ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ