নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোঃ সানোয়ারুল ইসলাম,একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ লেখাপড়া করছি।

সানোয়ারুল ইসলাম

মুসলিম,বাংলাদেশী,স্বপ্নচারী।কুরআন-হাদিসের পর গণিত,ফিজিক্স,কম্পিউটার প্রোগ্রামিং আর ব্লগিং ভালো লাগে।আশা করি পৃথিবীর সকল মানুষ অচিরেই ইসলামের সুশীতল ছায়া তলে আসবে। :s

সানোয়ারুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নিউজিল্যান্ডকে কাঁপালো বাংলাদেশ : বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা

১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫১

এ পর্যন্ত টুর্নামেন্টে সব চাইতে যেই দলটি বেশি ভালো পারফর্ম করেছে এবং যাদের টুর্নামেন্টের ব্লাক হর্স ভাবা হচ্ছে সেই কিউইউদেকেই কাঁপিয়ে দিল বাংলাদেশী টাইগার বাহিনী। এক সময় মনে হচ্ছিল বাংলাদেশই বোধ হয় জিতবে।কিন্তু অনাকাঙ্ক্ষিত দুটি ছক্কার মারেই পিছিয়ে যায় বাংলাদেশ। দিন শেষে টাইগাররা বুঝিয়ে দিয়েছে তাদের দৌড় কত দূর।বুঝিয়েছে যে তারা বিড়াল নয়, জাত রয়েল বেঙ্গল টাইগার।এই পারফরমেন্স বজায় থাকলে,ওপেনিংয়ে ভালো করলে আর তার সাথে ক্যাচ ড্রপ গুলো পরিহার করতে পারলে বাংলাদেশ ভারতকে হারাবেই।শুধু তাই নয় ভাগ্য পাশে থাকলে এবারে বাংলাদেশ শুধু ভারত নয় তার পরের ম্যাচটি এমনকি তার পরের ম্যাচটিও জিততে পারবে বাংলাদেশ। অন্তত নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি দেখে এমনটি বলাই যায়। আর টানা তিনটি ম্যাচই এনে দিতে পারে স্বপ্নট্রফি, যা বাংলাদেশকে হয়ত উন্মাদই বানিয়ে দেবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.