নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মোঃ সানোয়ারুল ইসলাম,একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ লেখাপড়া করছি।

সানোয়ারুল ইসলাম

মুসলিম,বাংলাদেশী,স্বপ্নচারী।কুরআন-হাদিসের পর গণিত,ফিজিক্স,কম্পিউটার প্রোগ্রামিং আর ব্লগিং ভালো লাগে।আশা করি পৃথিবীর সকল মানুষ অচিরেই ইসলামের সুশীতল ছায়া তলে আসবে। :s

সানোয়ারুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখি একটা দিনের

১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৪

স্বপ্ন দেখি একটা দিনের....
মোয়াজ্জিনের কন্ঠ থেকে আযান শুনেই ঘুম ভাঙবে সেদিন।
অলস দেহটাকে একটা ঝটকা মেরেই অযূ করতে চলব,
পরিষ্কার বাতাসের স্নিগ্ধতা মাখা ভোর সতেজতায় ভরে দেবে এই প্রান।
নামাজ শেষ করে আসার সময় দেখব, অনেকেই উঠে শুরু করেছে আরও একটি কর্মব্যস্ত দিন।
যদিও প্রত্যহ নিথর হয়ে পরে থাকি এই সময়টায়, আজ আর নই।
এসে দেখব আম্মাও জেগে গেছেন,নামাজ শেষে রান্না ঘরের দিকে হাটছেন তিনি
আমাকে দেখে অকৃত্রিম হাসিটা আরও একবার হাসবেন তিনি
আর বলবেন বাব্বাহ !! নামাজ পড়ে আসলি ?
মনে মনে তিনি অনেক আনন্দিত।
আমার মনে হবে আমি যেন জান্নাতেই এসেছি,যেন সব ভালো লাগা আমাকে ছুয়ে দিচ্ছে।
এত ভালো লাগা, এত সুন্দর যার কোন তুলনা নাই.....
অথচ প্রতিদিন এই ভালো লাগা গুলো ছুয়ে দেখা হয় না শুধু অলসতা তোমার জন্য।
দূর হও !! দূর হও !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.